ঢামেকে সাংবাদিকের সঙ্গে কথা না বলতে নোটিশ জারি!
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা এখন থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গণমাধ্যমে সাক্ষাৎকার বা বক্তব্য দিতে পারবেন না। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ বিষয়ে একটি নোটিশ জারি করেছেন। গত সপ্তাহের মঙ্গলবার (৪ জুন) এ নোটিশ দেওয়া হয়; তবে বিষয়টি জানাজানি হয় আজ শনিবার (৮ জুন)। নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগত বিভিন্ন ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধির সঙ্গে এ হাসপাতালে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত সাক্ষাৎকার বা বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। এ বিষয়ে ঢামেকে কর্মরত কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এর আগেও হাসপাতালে বেশ কয়েকজন পরিচালক এসেছেন। তারা এ ধরনের কোনো নোটিশ দেননি। বর্তমান পরিচালক এ ধরনের নোটিশ কেন দিলেন এ বিষয়ে আমরা কিছু বলতে পারছি না। এটার জবাব তিনিই ভালো দিতে পারবেন। প্রসঙ্গত, এই চিঠিটি যেদিন পরিচালক ইস্যু করেন সেদিন ঢাকা মেডিকেল থেকে নবজাতক চুরির অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা একটি মামলা দায়ের করেন শাহবাগ থানায়। তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে ক্যামেরার সামনে কথা বলেননি হাসপাতালের পরিচালক।
০৮ জুন, ২০২৪

মর্গের মেঝেতে পড়ে থাকা সেই শিশুটির পরিচয় জানা গেল
ঢাকা মেডিকেল কলেজের মর্গ। মেঝেতে পড়ে রয়েছে একটি শিশু।  মাথায় ঝুঁটি, পরনে ধূসর রঙের হাফ হাতা গেঞ্জি আর নীল পায়জামা। মনে হচ্ছে ঘুমিয়ে রয়েছে। তবে ঘটনাটি এমন না। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলি রোডে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছে শিশুটি। পরিচয় না পাওয়ায় ২৪ ঘণ্টা ধরে মর্গের মেঝেতে পড়ে রয়েছে তার দেহ।  বেইলি রোডের গ্রিন কোজি ভবনে মা-বাবার সঙ্গে গিয়েছিল শিশুটি। আগুনে মা-বাবাসহ প্রাণ গেছে শিশুটিরও। মর্গের মেঝেতে অজ্ঞাতনামা অবস্থায় পরে থাকার প্রায় ২৪ ঘণ্টা পরে শুক্রবার রাতে শিশুটির নানা তাকে শনাক্ত করে। শিশুটির নানার নাম মুক্তার আলম হেলালি। তিনি জানান, তিন বছরের শিশুটির নাম ফাইরুজ কাশেম জামিরা (৩)। মায়ের নাম মেহেরুন নিসা জাহান হেলালি (২৪) এবং বাবা শাহজালাল উদ্দিন (৩৪)।  জামাতা শাহজালাল উদ্দিন সহকারী রাজস্ব কর্মকর্তা ছিলেন। কেরানীগঞ্জের পানগাঁও কার্যালয়ে শুল্ক বিভাগে তিনি কর্মরত ছিলেন। স্ত্রী, সন্তান নিয়ে বাস করতেন বসুন্ধরা রিভারভিউ এলাকায়। তিন দিনের ছুটিতে ওদের খাগড়াছড়ি বেড়াতে যাওয়ার কথা ছিল। মুঠোফোনে দীর্ঘ সময় ওদের খুঁজে না পেয়ে পরে হাসপাতালে যান তিনি। আজ সকালে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শিশুটির খালা মুক্তারুন নিসা হেলালি জানান, তিনজনের মরদেহ নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে তারা কক্সবাজারের উখিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন। সেখানে পূর্ব গোয়ালিয়া গ্রামে বোনের শ্বশুরবাড়িতে তিনজনের দাফন হবে। বেইলি রোডের আগুনে এ পর্যন্ত  ৪৬ জনের মৃত্যু হয়েছে। এই নি‌য়ে মোট ৪৩ জ‌নের মর‌দেহ হস্তান্তর করা হ‌লো। ১১ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তারা কেউ ‘শঙ্কামুক্ত’ নন।
০২ মার্চ, ২০২৪

রাজধানীতে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত
রাজধানীর আফতাবনগরে রাস্তায় ঢালাইয়ের কাজ করার সময় ট্রাকের ধাক্কায় শাজাহান (৫০) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় চালক ও ট্রাকটিকে আটক করেছে বাড্ডা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় শাজাহানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী মো. শহীদ বলেন, শাহজাহান আফতাবনগরের মেইন রোডে ঢালাইয়ের কাজ করছিল। এ সময় দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে। পরে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় সে আর বেঁচে নেই। শাহজাহান নওগাঁ সদরের বক্তারপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। বর্তমানে সে মেরুল বাড্ডায় ভাড়া থাকতো। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে। ঘটনাটি তারাই তদন্ত করছে।
১৬ ফেব্রুয়ারি, ২০২৪

উত্তরায় সহকর্মীর মারধরে পোশাক শ্রমিক নিহত
রাজধানীর উত্তরার একটি পোশাক তৈরি কারখানায় সহকর্মীর মারধরের সজীব (১৭) নামে এক শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে।  শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে উত্তরার ৪ নম্বর সেক্টর বটতলা এলাকায় এস এ ফ্যাশন নামে এক পোশাক তৈরি কারখানায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সকাল সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত সজীব ওই পোশাক কারখানায় হেলপার হিসেবে কাজ করতেন। তার বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায়। তিনি পরিবারের সঙ্গে দক্ষিণখান মুন্সি মার্কেটে এলাকায় থাকতেন। তার বাবা শাহেদ আলী রিকশাচালক এবং মা সোলেমা বেগম অন্যের বাসায় কাজ করেন। সজীবের মা সোলেমা বেগম জানান, সকালে গার্মেন্টস থেকে ফোন দিয়ে তাকে জানানো হয়, কারা যেন তার ছেলে সজীবকে মারধর করেছে। পরে তিনি কুয়েত মৈত্রী হাসপাতালে গিয়ে ছেলেকে অচেতন অবস্থায় দেখতে পান। সেখান থেকে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়। ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সজিবের সহকর্মী মো. সবুজ জানান, সকালে সজীব গার্মেন্টসে যাওয়ার পর মাহিম (২০) নামে তাদের এক সহকর্মী সজীবকে ডেকে কারখানার গেটের পাশে নিয়ে যায়। এরপর সেখানে তাকে মারধর করতে থাকে। একপর্যায়ে সজীব আচেতন হয়ে পড়লে মাহিম দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে কী নিয়ে তাদের মধ্যে এই হাতাহাতির ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন তার সহকর্মীরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, দক্ষিণখান থানার ৪ নম্বর সেক্টর থেকে এক পোশাক শ্রমিককে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজন ও সহকর্মীরা অভিযোগ করেন মারধরের কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি থানায় জানানো হয়েছে।
২৭ জানুয়ারি, ২০২৪

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী
একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন সৌদিপ্রবাসী শহিদ মোল্লার স্ত্রী রুমা আক্তার (২৬)। সোমবার (৮ জানুয়ারি) সকালে দেড় ঘণ্টার ব্যবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) এসব শিশুর জন্ম হয়।  হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নাজমা হক জানান, পাঁচ শিশুর মধ্যে একটি মেয়ের মৃত অবস্থায় জন্ম হয়। বাকি চার নবজাতককে হাসপাতালে ভর্তি করার পাশাপাশি মাকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে। জানা গেছে, রোববার দিবাগত রাতে প্রসবব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন চাঁদপুর সদর উপজেলার দাশাদী গ্রামের বাসিন্দা রুমা আক্তার (২৬)। পরের দিন সকাল ৯টা ৪০ মিনিটে তিনি প্রথম সন্তানের জন্ম দেন। পরে একে একে চার সন্তান জন্ম দেন। শিশুগুলো অপরিপক্ব হওয়ায় তাদের এনআইসিইউতে রাখা হয়েছে বলে জানিয়েছেন  ঢামেক হাসপাতালের চিকিৎসকরা। এ বিষয়ে হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, শিশুদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে। 
০৯ জানুয়ারি, ২০২৪

ফেরদৌসের নির্বাচনী প্রচারে আ.লীগের দুই গ্রুপের মারামারি
রাজধানীর হাতিরপুলে চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়ে অন্তত ১৫ জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেলে চিকিৎসা নেওয়া আহতরা হলেন, জনি বাবু (৩০), অনিন্দ্র চৌধুরি (২৩), শিশির (৩৫), রাসেল (৩০), আব্দুল জলিল (৩৮), সোহেল খান (২৮), মাহি (২৫), ইব্রাহিম, আলিফ (৩৫), উজ্জলসহ (৩০) আরও কয়েকজন। ঢাকা মহানগরের ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোশারফ হোসেন রাজা অভিযোগ করে জানান, দুপুরে তারা ঢাকা-১০ এ নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারে যান। হাতিরপুল থেকে মিছিল নিয়ে সেন্ট্রাল রোডের দিকে যাবে। এমন সময় সেন্ট্রাল রোড ইউনিট আওয়ামী লীগের সভাপতি ইমাম হোসেন মঞ্জিলসহ তার সমর্থকরা তাদের উপর আক্রমণ করে। লাঠিসোটা দিয়ে তাদের নেতাকর্মীদের পেটাতে থাকে। এতে অন্তত ৩০-৪০ জন নেতাকর্মী আহত হন। জানা যায়, নির্বাচনী প্রচারের মিছিলে কারা সামনে দাঁড়াবে এটি নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগ ও ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহত অন্তত ১৫ জনকে জরুরি বিভাগে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তবে আহতদের অবস্থা গুরুতর নয়।
৩০ ডিসেম্বর, ২০২৩

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন নারী
এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন মনসুরা নামের এক নারী। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জন্ম দেওয়া পাঁচ সন্তানের মধ্যে এক ছেলে ও চার মেয়ে নবজাতক রয়েছে।  বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন ঢামেক হাসপাতালের অবস ও গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুলতানা আফরোজ শিলা। তিনি জানান, জন্ম নেওয়া ওই পাঁচ নবজাতকের মধ্যে এক মেয়ে নবজাতকের মৃত্যু হয়েছে। বাকি চারজন এনআইইউতে আছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।  জানা গেছে, মনসুরার বাড়ি নরসিংদীতে। আজ সকালে ঢামেক হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি হন তিনি। এরপর তিনি পাঁচ নবজাতকের জন্ম দেন। এদের মধ্যে এক ছেলে ও চার মেয়ে নবজাতকের জন্ম দেন তিনি।  মনসুরার স্বামী আমির উদ্দিন মামুন জানান, সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেলে পৌঁছানোর পর চিকিৎসকরা মুনসুরাকে ভর্তি করেন। পরে স্বাভাবিক প্রসবে পাঁচ সন্তানের দেন। সন্তানদের মায়ের অবস্থা ভালো আছে।
১২ অক্টোবর, ২০২৩

মদপানে তরুণীর মৃত্যুর অভিযোগ
রাজধানীর ভাটারায় মদপানে জান্নাত নামে ২২ বছরের এক তরুণীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রিমা আক্তার ইমু নামে আরও একজন অসুস্থ হয়ে চিকিৎসাধীন।  শনিবার সকালে অসুস্থ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর জান্নাতকে মৃত ঘোষণা করেন। রিমাকে মেডিসিন বিভাগে পাঠানো হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানিয়েছেন। টাঙ্গাইলের বাসাইল উপজেলার নাতিয়াপাড়া গ্রামের মো. হান্নান মিয়ার মেয়ে জান্নাত। রিমার বাড়ি একই জেলার দেলদুয়ার উপজেলায়। তারা দুজন সম্পর্কে খালাতো বোন। বসুন্ধরা আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। চিকিৎসাধীন রিমার বরাতে পরিদর্শক বাচ্চু মিয়া জানান, এক বন্ধুর আনা মদ বৃহস্পতিবার রাতে তারা পান করেছিলেন। শুক্রবার থেকেই অসুস্থবোধ করছিল জান্নাত ও রিমা। শনিবার সকালে জান্নাতের শারীরিক অবস্থা আরও খারাপ হলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে আনার পর জান্নাতের মৃত্যু হয়। মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
০২ সেপ্টেম্বর, ২০২৩
X