বেতন-ভাতার দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ
ধামরাইয়ে ফ্রেম হাউস ফুটওয়্যার লিমিটেড নামে একটি জুতা তৈরির কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন। গতকাল শনিবার সকাল ৮টার থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে তারা এ বিক্ষোভ করেন। তবে সকাল ১১টার দিকে শ্রমিকরা মহাসড়কের নিরবচ্ছিন্ন যানবাহন চলাচলের লেন থেকে সরে যান। তারা কারখানার সামনে সার্ভিস লেনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। শ্রমিকরা জানান, শনিবার সকাল ৮টার দিকে কারখানার পাঁচ শতাধিক শ্রমিক বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। তারা কারখানার সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশ-১ ঘটনাস্থলে এসে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। শ্রমিকরা কারখানার এমডি না আসা পর্যন্ত সড়ক না ছাড়ার ঘোষণা দেয়। সকাল ১১টার দিকে সেখান থেকে সরে গিয়ে কারখানার সামনের সার্ভিস লেনে অবস্থান নেন।
১১ ফেব্রুয়ারি, ২০২৪
X