ঢাকায় বৃষ্টি কবে হবে, জানাল আবহাওয়া অফিস
দেশজুড়ে চলছে টানা তাপপ্রবাহ। যার প্রভাব রয়েছে রাজধানী ঢাকাতেও। প্রখর রোদে পুড়ছে রাজধানীবাসী। ঘর থেকে বের হতেই পারছে না তারা। এমন পরিস্থিতিতে স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  বুধবারও (১ মে) আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার (২ মে) ঢাকাসহ দেশের চার বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার দেশের পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে। আগামী দিনগুলোতে এই বৃষ্টি সারা দেশে ছড়িয়ে পড়বে। একই সঙ্গে ধীরে ধীরে তাপপ্রবাহের তীব্রতা ও আওতা কমবে। জানা গেছে, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহী, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নওগাঁ, সিরাজগঞ্জ, দিনাজপুর এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পরের দিন বৃহস্পতিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।  এর মধ্যেই টানা তাপপ্রবাহ ৭০ বছরের রেকর্ড ভেঙেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এই অসহনীয় উত্তাপ ও প্রচণ্ড গরমে কষ্টে আছে প্রায় সারা দেশের মানুষ। 
০১ মে, ২০২৪

ঢাকায় বৃষ্টি হতে পারে আজ
গরমে পুড়ছে নগরবাসী। কয়েক দিন ধরেই রাজধানীসহ সারা দেশে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এমন পরিস্থিতিতে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকাসহ দেশের তিন বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।  আবহাওয়া অফিসের দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার ফলে রোববার (৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।    এ ছাড়াও বৃষ্টিপাতের প্রবণতা পরবর্তী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।   বৃষ্টির ফলে রোববার সারা দেশে তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া পাবনা ও চুয়াডাঙ্গা জেলায় তীব্র তাপপ্রবাহ; বরিশাল, পটুয়াখালী ও রাঙ্গামাটি জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ, রংপুর ও ঢাকা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
০৭ এপ্রিল, ২০২৪

ঢাকায় বৃষ্টি আজও, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
রাজধানী ঢাকার আকাশে গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই কালো মেঘের আনাগোনা। দুপুর থেকেই শুরু হয় টানা বৃষ্টি। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬ ঘণ্টায় ঢাকায় ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। মানিকগঞ্জ, ফরিদপুর ও টাঙ্গাইলে গতকাল সবচেয়ে বেশি বৃষ্টি ঝরেছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক কালবেলাকে জানান, আজ শুক্রবার দেশের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি (৮৯ মিলিমিটার বা তারও বেশি) বর্ষণ হতে পারে। অতি ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধস হতে পারে। দেশের পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলে শুক্রবারের পর বৃষ্টির প্রবণতা কমে আসবে। বৃষ্টিপাতের প্রবণতা কমে এলে তাপমাত্রা বাড়তে পারে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নৌ দুর্ঘটনা এড়াতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সিনোপটিক অবস্থা অনুসারে, লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশে অবস্থান করছে। একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু দেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত এবং বাংলাদেশের ওপর সক্রিয়। এই দুই প্রভাবে ঝরছে বৃষ্টি। জানতে চাইলে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির কালবেলাকে বলেন, শুক্রবারও (আজ) ঢাকায় প্রায় একই রকম বৃষ্টি ঝরতে পারে। তবে বৃহস্পতিবারের চেয়ে সামান্য কম হতে পারে। শনিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে। দুর্ঘটনা এড়াতে এসব এলাকার নদী বন্দরগুলোতে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। দেশের অন্য এলাকায় দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সে কারণে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
০৬ অক্টোবর, ২০২৩
X