শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১
অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে উত্তোলন করা বালু জব্দ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুরের দোবিলা বিল দখল করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল কয়েকটি শক্তিশালী সরকার দলীয় বালু সিন্ডিকেট। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বালু উত্তোলন ও বিক্রি বন্ধ থাকলেও বিলের দু’পাশের ৪-৫টি স্থানে বিশাল বালুর স্তূপ করে রাখা প্রায় ৪ হাজারের অধিক ট্রাক বালু বিক্রির পাঁয়তারা করছিলেন তারা। এ নিয়ে বিভিন্ন সংবাদপত্রে সংবাদ প্রকাশ হলে উত্তোলনকৃত বালু জব্দ করেছেন সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন। বৃহস্পতিবার (৩০মে) বিকেলে আগামী ২ জুন নিলাম দেওয়ার সিন্ধান্ত করে নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি ঝুলিয়ে দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন সরকারি জলমহাল থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার কারণে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি স্থান থেকে ১ লাখ ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। অথচ একই বিল থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে উত্তোলন করা ৪-৫টি বালু স্তূপের মধ্যে মাত্র দুটি স্পটের ১ লাখ ২০ হাজার ঘনফুট বালু জব্দ করেছেন। অন্য ৩টি স্পটের প্রায় ২ হাজার ট্রাক বালু রয়ে গেল ধরাছোঁয়ার বাইরে। তারা দিনে ও রাতে ট্রাকভর্তি করে তাদের বালু অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে বলে জানান দোবিলা বিল পাড়ের বাসিন্দারা। নাম প্রকাশে অনিচ্ছুক বলিভদ্রপুর ও আজমপুর বিলপাড়ের কয়েকজন জানান, ৩টি স্পটের বালু উত্তোলনকারীরা সরকারদলীয় নেতা হওয়ার কারণেই তাদের বালু জব্দ করা হয়নি। অন্য দু-জনের বালু জব্দ করা হয়েছে। শ্রীরামপুর গ্রামের চঞ্চল জানান, আমি যে বালু উত্তোলন করে রেখেছি তা গ্রামবাসীর কারণে আনতে পাচ্ছি না। গ্রামবাসীরা ট্রাক আটকে দেওয়ার কারণে যত ঝামেলা হচ্ছে।  সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন জানান, আজমপুর ইউনিয়নের সরকারি দোবিলা বিলের এপার থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে উত্তোলন করা দুটি স্পটের বালু জব্দ করা হয়েছে, যা ২ জুন নিলামের মাধ্যমে বিক্রয় করা হবে। পরে বাকিগুলো দেখব।
৩১ মে, ২০২৪

খানসামায় ড্রেজার মেশিন জব্দ
দিনাজপুরের খানসামায় ইছামতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। গত রোববার রাতে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়নগর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান বলেন, নদীতে ভাসমান ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। সেখানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালু উত্তোলনকারী কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি। বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অবৈধ একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজউদ্দিন বলেন, এ বিষয়ে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
২৮ নভেম্বর, ২০২৩
X