ভোট দিলেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের নৌকার প্রার্থী শামসুল হক টুকু। রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে বেড়ার বৃশালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র তিনি ভোট দেন। ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছে। নৌকার বিজয় সুনিশ্চিত। নৌকাকে কেউ পরাজিত করতে পারবে না। মানুষ আগুন সন্ত্রাসীদের প্রত্যাখ্যান করেছে। বিএনপি এখন দিশেহারা হয়ে ট্রেনে ও বাসে নাশকতা করছে। দেশি-বিদেশি ষড়যন্ত্রও ভোট ঠেকাতে পারেনি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে কেউ ঠেকাতে পারবে না। বৃশালিখা কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার জাহিদুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টা পর্যন্ত এখানে ১৩টি ভোট পড়েছে। বেলা বাড়লে ভোটার উপস্থিতি বাড়তে পারে। আরেকজন সহকারী প্রিসাইডিং অফিসার আব্দুল খালেক বলেন, পৌনে ৯টা পর্যন্ত ২ নম্বর বুথে ৭টি ভোট পড়েছে। পাবনা-১ আসনে ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যপক আবু সাঈদ। সব মিলিয়ে ছয়জন প্রার্থী ভোটের মাঠে লড়াইয়ে আছেন।
০৭ জানুয়ারি, ২০২৪
X