যবিপ্রবিতে সত্যেন্দ্রনাথ বসুর জীবনীবিষয়ক ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শিত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগের আয়োজনে বিশ্ববিখ্যাত বাঙালি বিজ্ঞানী প্রফেসর সত্যেন্দ্রনাথ বসুর জীবনীবিষয়ক ডকুমেন্টারি ফিল্ম ‘বিজ্ঞানে সত্যেন বোসের অসামান্য অবদান’ প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে উপমহাদেশের বিশিষ্ট এ বিজ্ঞানীর ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শন করেন ভারতের ফিল্ম সেন্সর বোর্ডের সাবেক জুরি মেম্বার ও ফিল্মটির ডিরেক্টর শিলা দত্ত। তিনি বিখ্যাত ব্যক্তিদের জীবন ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. মাসুম বিল্লাহ্র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. আনিসুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাফিজ উদ্দিন ও রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মো. কোরবান আলী। বিভাগের শিক্ষার্থী ফরিদ আহমেদ সাকিব ও আনিকা তাসনিমের যৌথ সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ, সত্যেন্দ্রনাথ বসু ছিলেন একজন বাঙালি পদার্থবিজ্ঞানী। তার গবেষণার ক্ষেত্র ছিল গাণিতিক পদার্থবিজ্ঞান। সত্যেন্দ্রনাথ বসু আলবার্ট আইনস্টাইনের সঙ্গে যৌথভাবে বোস-আইনস্টাইন পরিসংখ্যান প্রদান করেন, যা পদার্থবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে বিবেচিত হয়। তিনি সেই বিজ্ঞানী যিনি নিজে নোবেল পুরস্কার না পেলেও তার ‘বোস-আইনস্টাইন পরিসংখ্যান’, ‘বোস-আইনস্টাইন ঘনীভবন’, বোসন কর্নারের ওপর ভিত্তি করে গবেষণা করে ১৯৮৪, ১৯৯৬, ১৯৯৯, ২০০১ ও ২০১৩ সালে প্রায় ১০ জন বিজ্ঞানী পেয়েছেন নোবেল পুরস্কার।
৩০ অক্টোবর, ২০২৩

মেসিকে নিয়ে ডকুমেন্টারি সিরিজ আনছে অ্যাপল
এই মৌসুমের শুরুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির দলবদল নিয়ে কম জলঘোলা হয়নি। ফরাসি লিগ চ্যাম্পিয়ন পিএসজি ছাড়ার পর সাত বারের ব্যালন ডি’অর জয়ীর পরবর্তী ঠিকানা কোথায় হবে এই নিয়ে জল্পনা-কল্পনা চলছিল পুরো ফুটবল বিশ্বে। আরবের বড় অঙ্কের চুক্তি ও ঘরের মাঠ বার্সায় ফেরার সুযোগ রেখে মেসি বেছে নিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রকে। মেসির এই দলবদলের গল্প নিয়ে ‘মেসি মিটস আমেরিকা’ নামে ছয় পর্বের ডকুমেন্টারি সিরিজ নিয়ে আসছে অ্যাপল টিভি+।  লিওনেল মেসির ইন্টার মায়ামিতে দলবদল নিয়ে করা এই ডকুমেন্টারির প্রথম তিন পর্ব ১১ অক্টোবর প্রিমিয়ার হবে, মার্কিন টেক জায়ান্ট কোম্পানি সোমবার এক বিবৃতিতে এই ঘোষণা দেয়। বাকি তিন পর্ব পরবর্তীতে মেজর লিগ সকারের মৌসুম শেষে দেখা যাবে, সংস্থাটি জানায়। অ্যাপল টিভি+ জানায় এই সিরিজটি "মেসির রেকর্ড-ব্রেকিং ক্যারিয়ারের এই নতুন অধ্যায়ের প্রথম এবং একমাত্র নেপথ্য বিবরণ"। ৩৬ বছর বয়সী মেসি এই গ্রীষ্মের দলবদলের মৌসুমে এমএলএস-এ চলে আসেন। প্যারিস থেকে ফ্লোরিডার নতুন ক্লাবে এসেই ধুকতে থাকা ক্লাবটির ভাগ্যের পরিবর্তন করেন এই ক্ষুদে জাদুকর।  তিনি আগস্ট মাসে মায়ামিকে নিজেদের ইতিহাসের প্রথম শিরোপা জেতান। লিগ কাপ জয়ের পথে তিনি ফ্লোরিডার ক্লাবের হয়ে ছয় ম্যাচে নয় গোল করেন। অ্যাপল টিভি+ আগস্টে মায়ামির লিগ কাপ মিশন চলমান থাকার মধ্যেই সিরিজটির ঘোষণা করে এবং মায়ামিতে মেসির আগমনের পর্দার পিছনের গল্পে দর্শকদের নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। “মেসি মিটস আমেরিকা” শিরোনামের সিরিজের একটি টিজার প্রকাশ করেছে অ্যাপল টিভি । মেসি এবং প্রাক্তন আন্তর্জাতিক ফুটবল তারকা ও ইন্টার মায়ামির মালিক ডেভিড বেকহ্যামের কখনো প্রকাশ হয়নি এরকম সাক্ষাৎকার দেখা যাবে এই ডকুমেন্টারিতে।  উল্লেখ্য যে অ্যাপল হল এমএলএস-এর অফিসিয়াল ব্রডকাস্ট পার্টনার, টেক কোম্পানিটি গত বছরের জুনে পরবর্তী এক দশকে ন্যূনতম ২.৫ বিলিয়ন ডলার ব্যায় করবে এমএলএসের জন্য। কোম্পানিটি মায়ামিতে চুক্তি সাক্ষরের সময় মেসিকে অ্যাপল টিভি+ নতুন গ্রাহক থেকে যা আয় হয় তার একটি অংশ অফার করেছিল। মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর বলেন “মায়ামিতে আসা এবং এত ভালো লোকদের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই খুশি।” “আমি প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা নিয়েই এই দলে যোগ দিচ্ছি, জেতাতে এবং ক্লাবের বৃদ্ধি অব্যাহত রাখতে সাহায্য করাই আমার লক্ষ্য। আমি আরও মনে করি আমরা সত্যিই নিজেদেরকে উপভোগ করতে যাচ্ছি, একটি ভাল সময় কাটাতে যাচ্ছি এবং খুব বিশেষ কিছু ঘটতে চলেছে।”    
০২ অক্টোবর, ২০২৩
X