মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১
গাজীপুরে মালবাহী ট্রেন লাইনচ্যুত
গাজীপুরের টঙ্গীতে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের পাঁচটি বগি (কন্টেইনার) লাইনচ্যুত হয়েছে। এ সময় কন্টেইনারগুলো লাইনের বাইরে চলে যায়। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে টঙ্গী তুরাগ নদীর ব্রিজে ওঠার আগে আব্দুল্লাপুর এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন টঙ্গী রেলস্টেশন মাস্টার রাকিব উদ্দিন। স্টেশন মাস্টার জানান, উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়েছে। রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করবে।এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চল-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা জানান, এ ঘটনার পর থেকে ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় এক কিলোমিটার পরিমাণ রেললাইন বাঁকা হয়ে গেছে। লাইন মেরামত ও ট্রেন উদ্ধার কাজ চলমান আছে। ঢাকা-জয়দেবপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে।
২৫ ডিসেম্বর, ২০২৩

হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত
হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) সকালে মাধবপুর উপজেলার মনতলা স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।  খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে।  শায়েস্তাগঞ্জ স্টেশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, চট্টগ্রাম থেকে শ্রীমঙ্গলগামী একটি তেলবাহী ট্রেন মাধবপুর উপজেলার মনতলা স্টেশনে পৌঁছলে দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকলেও বিকল্প পথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি জানান, খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন আখাউড়া থেকে রওনা হয়েছে। আসলে উদ্ধার করা শুরু করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেনের উদ্ধারকাজ শুরু হয়নি।
২৪ ডিসেম্বর, ২০২৩

ট্রেন লাইনচ্যুত অল্পের জন্য রক্ষা পেলেন কয়েকশ যাত্রী
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা স্টেশনে প্রবেশের সময় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল শনিবার বিকেল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে ময়মনসিংহের উদ্দেশে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। সবশেষ খবর অনুযায়ী রাত ৯টায়ও স্বাভাবিক হয়নি ময়মনসিংহ-ভৈরব রুটের ট্রেন চলাচল। এ ঘটনায় ভোগান্তিতে পড়েছেন ট্রেনের যাত্রীরা। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কটিয়াদীর গচিহাটা স্টেশনে প্রবেশের সময় পয়েন্ট ভুল করে অন্য পয়েন্টে চলে যায়। এতে করে ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। তবে কোনো যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি। রাত ৯টায় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে পৌঁছার পর উদ্ধার কাজ শুরু করবে। বিজয় এক্সপ্রেস ট্রেনটি গচিহাটা রেলওয়ে স্টেশন থেকে ফের চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে। ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রুটে বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। এ ছাড়া উদ্ধার কাজে ময়মনসিংহ থেকে একটি রিলিফ ট্রেন রওনা দিয়েছে।
২৬ নভেম্বর, ২০২৩

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩০
পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৮০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন। গতকাল রোববার প্রদেশের নবাবশাহ শহরের সাহারা রেলওয়ে স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনায় হতাহতের এ ঘটনা ঘটে। অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যার বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় প্রধানমন্ত্রী সরাসরি গভীর শোক প্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছেন। খবর জিও নিউজের। হাজারা এক্সপ্রেস নামে ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। রোববার সকালের দিকে করাচি থেকে ২৭৫ কিলোমিটার দূরে অবস্থিত সাহারা রেলওয়ে স্টেশনের কাছে হাভেলিয়ানগামী হাজারা এক্সপ্রেসের প্রায় ১০টি বগি লাইনচ্যুত হয়। টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, হাজারা এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এসব বগির কাছে বিপুলসংখ্যক যাত্রী জড়ো হয়েছেন। এ সময় কয়েকজন যাত্রীকে রেললাইনের পাশে পড়ে থাকতে দেখা যায়। লাহোরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দেশটির রেল ও বিমান চলাচলমন্ত্রী খাজা সাদ রফিক বলেন, এখন পর্যন্ত ৩০ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এ ছাড়া আরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ট্রেনটি স্বাভাবিক গতিতে চলছিল বলে দেখা গেছে। কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং সুক্কুর ও নবাবশাহ হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাকিস্তান রেলওয়ের সুক্কুর বিভাগের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) মহসিন সিয়াল বলেন, অজ্ঞাতসংখ্যক বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করতে পারেননি এ কর্মকর্তা। শহীদ বেনজিরাবাদ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মুহাম্মদ ইউনিস চান্দিও নবাবশাহ শহরে ট্রেন লাইনচ্যুত হওয়ার এ ঘটনাকে ‘বড় দুর্ঘটনা’ বলে অভিহিত করেন। এদিকে সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি নবাবশাহ জেলা প্রশাসককে আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা দেওয়ার নির্দেশ দেন।
০৭ আগস্ট, ২০২৩
X