রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৯ মে) বিকেলে নগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকায় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পবা উপজেলার নবগঙ্গা এলাকার বাসিন্দা বিষ্ণু (৬৫) ও একই উপজেলার বালিয়া এলাকার বাসিন্দা মো. সাদ (১৪)।  দুর্ঘটনায় মো. সাজু (৪০) নামে বালিয়া এলাকার আরেক ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, লেভেলক্রসিং অতিক্রম করার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি কমিউটার ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিষ্ণুর মৃত্যু হয়। আর সাদ ও মো. সাজুকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাদকে মৃত ঘোষণা করেন। রাজশাহী রেলওয়ে থানার ওসি গোপাল কুমার জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
২৯ মে, ২০২৪

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত ২
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে ফখরুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়াও সদর উপজেলার ঘারিন্দা এলাকায় ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাত আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে কোন ট্রেনের নিচে কাটা পড়ে তারা মারা গেছেন তা জানা যায়নি।  নিহত ফখরুল ইসলামের বাড়ি লক্ষ্মীপুরে। তিনি ছুটি শেষে বগুড়ায় তার কর্মস্থলে যাচ্ছিলেন।  বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই মোশাররফ হোসেন জানান, হাতিয়ায় ট্রেনে কাটা একটি মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে আইডি কার্ড দেখে ফখরুলের লাশ শনাক্ত করে। ছুটি শেষে তিনি কর্মস্থলে ফিরছিলেন। রেলওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করবে।
২৪ জানুয়ারি, ২০২৪

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত হয়েছেন। পৃথক দুটি স্থানে কাটা পড়ে তারা নিহত হন।  জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বিমানবন্দরের আশকোনা রেলগেট এলাকা ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত যুবক আহত হন। এরপর রাত ৯টার দিকে মগবাজার রেলগেট এলাকায় অপর এক যুবক ট্রেনে কাটা পড়েন।  নিহত ওই দুই যুবকের মধ্যে মগবাজারের ঘটনায় নিহতের পরিচয় মিলেছে। তার নাম রেজওয়ান খান সাইমুন। আর আশকোনার ওই ঘটনায় নিহতের পরিচয় মিলেনি। ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপপরিদর্শক শানু মং মারমা জানান, সন্ধ্যার দিকে আশকোনা রেলগেটে রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনে অজ্ঞাত যুবকের ধাক্কা লাগে। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১০টার দিকে সেখানে তার মৃত্যু হয়।  এ ছাড়া মগবাজার এলাকার এক পথচারী জানান, বিমানবন্দরগামী একটি ট্রেনের ধাক্কায় সাইমুন নামের এক যুবক আহত হন। তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  নিহত সাইমুনের বাবার নাম আব্দুল মান্নান। তিনি নয়াটোলা এলাকায় থাকতেন।  ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু জানান, নিহতদের মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।   
০৯ জানুয়ারি, ২০২৪

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১
গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাতে টঙ্গীর বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুর সাত্তার (৪৫)। পুলিশ মধ্যরাতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত সাত্তার জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মৃত বাদশা মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে সাত্তার বউবাজার এলাকায় রেললাইন পার হওয়ার সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে শুক্রবার মধ্যরাতে টঙ্গী রেলওয়ে ফাঁড়ির পুলিশ এসে লাশটি উদ্ধার করে। টঙ্গী রেলওয়ে ফাঁড়ির এসআই ছোটন শর্মা বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৬ আগস্ট, ২০২৩
X