বুয়েটে স্মার্ট ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন
ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) স্মার্ট ট্রাফিক পুলিশ বক্স নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। রাজধানীর পলাশী মোড়ে পাঁচ রাস্তার সংযোগ স্থল পলাশী বাজারের পাশে নির্মাণ করা হয় এই দৃষ্টিনন্দন ট্রাফিক পুলিশ বক্স।  সোমবার (২৪ জুন) দুপুরে এর উদ্বোধন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন।  এ সময় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান বিপিএম, বুয়েটের অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, রেজিস্ট্রার, ছাত্রকল্যাণ পরিচালক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার বলেন, বাংলাদেশ পুলিশ সারা দেশের জনগণকে প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছে। যারা আমাদের সেবা দিচ্ছেন আমাদেরও তাদের প্রতি একটা কর্তব্য আছে। পলাশীর মোড়ে দায়িত্বরত ট্রাফিক সদস্যদের কথা বিবেচনা করে সিটি করপোরেশনের অনুমোদনক্রমে বুয়েটের পক্ষ থেকে এখানে একটি পুলিশ বক্স তৈরি করা হলো। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের প্রত্যেকটা সার্ভিস হতে হবে স্মার্ট। ট্রাফিক পুলিশ যেন তাদের কাজটা সঠিকভাবে করতে পারে সেজন্য আমাদের পক্ষ থেকে এই উদ্যোগ। এখানে সিসিটিভি কন্ট্রোলরুম থাকবে, থাকবে নিরাপদ বাইক পার্কিং ব্যবস্থা। তাছাড়াও হাই স্পিড ওয়াইফাই সংযোগের জন্য বুয়েটের পক্ষ থেকে আমরা ব্যবস্থা গ্রহণ করব। বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন বলেন, আমি মনে করি, এই উদ্যোগের মাধ্যমে বুয়েট ও ডিএমপির যে সম্পর্ক তা একটি নতুন মাত্রায় উন্নীত হবে। যদিও এটা একটি ছোট্ট উদ্যোগ। তবে ডিএমপি যদি মনে করে এই স্মার্ট ট্রাফিক বক্সের মডেলের অনুকরণে ঢাকা শহরের অন্যান্য জায়গায় ট্রাফিক বক্স নির্মাণ করবে কিংবা বিদ্যমান ট্রাফিক বক্সগুলোকে স্মার্ট বক্সে রূপান্তর করবে, তাহলে বুয়েট আন্তরিকতার সঙ্গে সব ধরনের কারিগরি সহযোগিতা প্রদান করবে। বিশেষ অতিথির বক্তব্যে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান বিপিএম বলেন, পলাশী মোড় হচ্ছে ট্রাফিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। যে কারণে এখানে ইন্টার সেকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যস্ত ইন্টার সেকশন। ট্রাফিক পুলিশ রাস্তায় দায়িত্ব পালন করে থাকে। যার জন্য তাদের রিফ্রেশমেন্টের প্রয়োজন হয়। সেই জন্য এই ট্রাফিক বক্সটা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। ট্রাফিক বক্সটি উপযুক্ত জায়গায় স্থাপিত হয়েছে। এতে ফুটপাতে লোকজন অনায়াসে চলাচল করতে পারবে। আমি অনেক ট্রাফিক বক্স দেখেছি। আমার কাছে মনে হয়েছে, নির্মাণশৈলীর দিক দিয়ে এটি বেস্ট। অন্যান্য ট্রাফিক বিভাগে আমরা এর মডেল অনুসরণ করতে পারব। এ ছাড়া, একই দিনে বহুদিনের প্রত্যাশিত বুয়েটের প্রধান ফটক, কেন্দ্রীয় অডিটোরিয়াম সংস্কারকাজ ও একটি স্যুভেনির শপের উদ্বোধন করা হয়। এ সকল অনুষ্ঠান পরিচালনা করেন বুয়েটের প্রধান প্রকৌশলী ড. এ কে এম জাহাঙ্গীর আলম। 
২৪ জুন, ২০২৪

তীব্র দাবদাহে ঢলে পড়লেন রিকশাচালক, প্রাণ বাঁচালেন ট্রাফিক পুলিশ
তীব্র দাবদাহে অসুস্থ হয়ে রিকশা চালানো অবস্থায় রাস্তায় ছিটকে পড়েন এক রিকশাচালক। সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের দ্রুত পদক্ষেপে সুস্থ হয়ে ওঠেন সেই রিকশাচালক। সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-ওয়ারী বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর পবিত্র বিশ্বাসের দ্রুত পদক্ষেপে রক্ষা পান রিকশাচালক। তিনি তাৎক্ষণিক যাত্রাবাড়ী মোড়ে দায়িত্বরত অন্যান্য ট্রাফিক পুলিশ সদস্যদের সহযোগিতায় রিকশাচালকের মাথায়, চোখে ও মুখে পানি ছিটিয়ে দেন। এরপর যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্স থেকে নিয়মিতভাবে সাধারণ জনগণের জন্য বিলি করা পানি এবং স্যালাইন অসুস্থ রিকশাচালককে খাওয়ালে সুস্থ হয়ে ওঠেন তিনি।
২৯ এপ্রিল, ২০২৪

দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় আব্দুল গফুর নামে এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় মান্নান নামে আরও এক পুলিশ সদস্য আহত হন। বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার ছনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য আব্দুল গফুর জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পাড়াগাও গ্রামের দুলু মন্ডলের ছেলে। জানা যায়, আড়াইহাজার উপজেলার ছনপাড়ায় দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্য আব্দুল গফুর ও মান্নানকে সজোরে ধাক্কা দেয় নরসিংদী থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যাওয়ার পর গফুর মারা যান। আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় দুজন গুরুতর আহন হন। এর মধ্যে হাসপাতালে নেওয়ার পর গফুর মারা যান। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
২৭ মার্চ, ২০২৪

সড়কে ব্যবসায়ীদের বসতে দেবে না ট্রাফিক পুলিশ
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, রমজানে রাস্তায় অবৈধভাবে জায়গা দখল করে যানজটের সৃষ্টি করে কোনো ব্যবসায়ী সড়কে তার ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে পারবে না। গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান। ‘পবিত্র রমজানে ট্রাফিক ব্যবস্থাপনা ও নির্দেশনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রমজান মাসে কোনো ব্যবসায়ী সড়কে যাতে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালিত করতে না পারেন, সে জন্য তারা কঠোর ব্যবস্থা নিয়েছেন। তিনি বলেন, রমজান উপলক্ষে বিকেল সাড়ে ৩টায় অফিস ছুটি হলেও দেখা যায় বিকেল ৫টা থেকে ইফতারের আগ পর্যন্ত অধিকাংশ যানবাহন তড়িঘড়ি করে গন্তব্যে রওনা হয়। এতে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইন্টার সেকশনে অযাচিত ট্রাফিক যানজট তৈরি হয়। মহানগরের বিদ্যমান বাস্তবতায় চার বা তিন রাস্তার ইন্টার সেকশনে যে কোনো এক লেনের যানবাহনের জন্য সিগন্যাল চালু করলে অন্য লেনগুলো সাময়িক বন্ধ রাখতে হয়। যেহেতু ইফতারের আগে সবার ফিরতে হয়, তাই লাইন ম্যানেজমেন্টের বিষয়টি বিবেচনা করলে বিষয়টি চ্যালেঞ্জও বটে। তাই অফিস ছুটির সময় অর্থাৎ সাড়ে ৩টা থেকে বা এর কাছাকাছি সময় বাসার উদ্দেশ্যে রওনা দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটগুলোতে সড়কের পাশে গাড়ি পার্ক করা হয়। এতে সড়কের প্রশস্ততা কমে এবং যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়। রমজানের শুরু থেকেই ট্রাফিক বিভাগ পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। অনেক সময় দেখা যায়, নির্ধারিত বাস স্টপেজে না দাঁড়িয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের টার্নিং পয়েন্টে যাত্রীরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন। এতে যানবাহনে চলাচলের ক্ষেত্রে বিঘ্ন ঘটায়। আবার অনেক স্টপেজে যাত্রী না থাকলেও গণপরিবহনগুলো দীর্ঘ সময় ধরে অবস্থান নেয়। এতে যাত্রীদের মধ্যে বিরূপ প্রভাব পড়ে এবং যানজট তৈরি হয়। ডিএমপির পার্শ্ববর্তী বিভিন্ন ইউনিট থেকে যানবাহন অযাচিতভাবে ডিএমপি এলাকায় প্রবেশ করে যানজট তৈরি করে। ডিএমপির ট্রাফিক সদস্যদের এ বিষয়ে কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে। ভারী যানবাহনের জন্য ডিএমপি এলাকায় প্রবেশের নির্দিষ্ট সময়সীমা আছে। কিন্তু অনেক সময় সেই সময়সীমা না মেনে তারা চলার চেষ্টা করে, যা যানজটের সৃষ্টি করে। ঢাকা শহরের ছোট-বড় অনেক সড়কে মেরামতের কাজ চলছে। জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে রমজান মাসে এসব সড়ক চলাচল উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এ ব্যাপারে চিঠি চালাচালিও করা হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কের পাশে বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে, যা সংখ্যায় অনেক বেশি। কিন্তু রাস্তার মাঝে আইল্যান্ড ভাঙা থাকায় অনেক ক্রেতাসাধারণ ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন। যানবাহনের চলাচল ও গতি এতে ভীষণভাবে ব্যাহত হচ্ছে।
২২ মার্চ, ২০২৪

ঘুষ নেওয়ার ছবি তোলায় সার্জেন্টের হাতে সাংবাদিক লাঞ্ছিত
কক্সবাজারে অবৈধ পার্কিং করা যাত্রীবাহী বাস থেকে ঘুষ নেওয়ার ছবি তোলায় এক সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে। বুধবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার শহরের কলাতলী মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় সার্জেন্ট মাজাহারুল ইসলাম সাংবাদিক রাশেদুল মজিদের মোবাইল ফোন ও পত্রিকার পরিচয়পত্র ছিনিয়ে নেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কক্সবাজার জেলা পুলিশ। কক্সবাজার জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনা একান্তই তার ব্যক্তিগত। কোনো ব্যক্তির অপরাধের দায় পুলিশ নেবে না। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে প্রমাণতি হলে জড়িত কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। হামলার শিকার সাংবাদিক রাশেদুল মজিদ জানান, সকালে ব্যক্তিগত কাজে একটি অটোরিকশায় করে বাস টার্মিনালে যাওয়ার সময় কলাতলীর মোড়ে অবৈধভাবে বাস পার্কিংয়ের কারণে তীব্র যানজট দেখা দেয়। এ সময় ট্রাফিক সার্জেন্ট মাজাহারুল অবৈধভাবে পার্কিং করা একটি বাসের চালকের কাছ থেকে টাকা নিচ্ছিলেন। সেই ছবি ধারণ করায় সার্জেন্ট মাজহারুলের হাতে তিনি হামলার শিকার হন এবং ফোন ছিনিয়ে নিয়ে যান। এরপর তার আইডি কার্ড দেখালে সেটিও ছিনিয়ে নেন। এদিকে এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মাজহারুলের শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন সাংবাদিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত পুলিশ কর্মকর্তার শাস্তির দাবি জানিয়েছেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।
৩১ জানুয়ারি, ২০২৪

ধানমন্ডিতে পুলিশ বক্সে হামলা
রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডের ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়েছেন অটোরিকশা চালকরা। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই হামলার ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার আবু তালেব বলেন, নিয়ম অনুযায়ী ট্রাফিক পুলিশের সদস্যরা ধানমন্ডির প্রধান সড়কে অটোরিকশা চালাতে বাধা দেয়। মূল সড়কে অটো রিকশা চলাচলে বাধা দেওয়ায় চালকরা ক্ষুদ্ধ হয়ে ট্রাফিক পুলিশ বক্সে আঘাত করে। পুলিশ বক্সের কিছু কাঁচ ভেঙে যায়। এই ঘটনায় স্থানীয় জনতার সহায়তায় তিনজনকে আটক করা হয়েছে। একজন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর আগে গত ১৮ ডিসেম্বর রিকশা ধরা ও ট্রাফিক পুলিশের হয়রানির অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ তিন রাস্তা এলাকায় মোহাম্মদপুরের ট্রাফিক পুলিশের বক্সে হামলা চালান রিকশা চালকরা। হামলাকারীরা ট্রাফিক বক্স ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। ২০২৩ সালের শুরুর দিকে একই অভিযোগে আরও একবার হামলার ঘটনা ঘটেছিল।
০২ জানুয়ারি, ২০২৪

ডিএমপি কমিশনারের পুরস্কার পেলেন তিন ট্রাফিক পুলিশ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের ঘোষিত পুরস্কার পেয়েছেন তিন পুলিশ সদস্য। দুর্বৃত্তের দেওয়া আগুন থেকে একটি বাস রক্ষা করায় তিন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।  বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ট্রাফিক-শাহবাগ জোনের সার্জেন্ট মো. জহিরুল হক, কনস্টেবল আফাজ আল আজাদ ও মো. মজিবর রহমানের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার। এ সময় ডিএমপি কমিশনার তাদের সাহসিকতার প্রশংসা করেন এবং ট্রাফিক-রমনা বিভাগের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ বিষয়ে ট্রাফিক-রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. জয়নুল আবেদীন জানিয়েছেন, অন্যদিনের মতো পুরস্কারপ্রাপ্ত তিন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন ইউবিএল ক্রসিং এলাকায়। এ দিন সন্ধ্যা ৬টার দিকে ওই এলাকায় তানজিল পরিবহনের একটি বাসে আগুন দেয় অজ্ঞাত ব্যক্তিরা। তিনি বলেন, অগ্নিকাণ্ডের শিকার বাসে আগুন নিয়ন্ত্রণে সার্জেন্ট জহিরুল হক, কনস্টেবল আফাজ আল আজাদ ও মজিবর রহমান সাহসিকতার পরিচয় দেন। তারা দ্রুততম সময়ে আশপাশের ৩-৪ জনের সহযোগিতায় দোকান থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটি বড় ধরনের ক্ষয়-ক্ষতির হাত থেকে রক্ষা পায়। সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ডিএমপি কমিশনার তাদের পুরস্কৃত করেছেন।
০৮ ডিসেম্বর, ২০২৩

কাকরাইলে পুলিশ বক্সে আগুন
কাকরাইলের পুলিশ বক্সে ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) দুপুর সোয়া একটার দিকে এই ঘটনা ঘটে।  এর আগে কাকরাইল মোড়ে বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বেলা একটার কিছু আগে এ ঘটনা শুরু হয়। এরপর পুলিশ বিএনপি নেতাকর্মীদের দিকে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে মারতে শুরু করে। এদিকে দুপুর ১টায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রথম সংঘর্ষ শুরু হয় কাকরাইলে। পরে এই সংঘর্ষের আতঙ্ক ছড়িয়ে পড়ে নাইটেঙ্গেল মোড়সহ আশপাশের এলাকায়। একপর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাকরাইলে আসে অন্তত ৪ প্লাটুন বিজিবি সদস্য। এর আগে দুপুর সোয়া ১২টার দিকে কাকরাইল মসজিদের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীদের বহনকারী একটি বাস ও দুটি পিক-আপে হামলা হয়। বিএনপি নেতাকর্মীরা এই হামলা করেছেন বলে অভিযোগ করে আওয়ামী লীগ। হামলাকারীরা বাসটি ভাঙচুর করেন। ঘটনাস্থলে থাকা এক ব্যক্তি জানান, হামলা শুরু হলে বাস ও পিকআপ থেকে নেমে দৌড়ে স্থান ত্যাগ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই সময় তাদের লাঠি হাতে ধাওয়া দেন বিএনপির কর্মীরা। সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। উপস্থিত পুলিশ সদস্যরা বিএনপির কর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।
২৮ অক্টোবর, ২০২৩

গাইবান্ধায় ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত
গাইবান্ধায় ট্রাকচাপায় বিপ্লব প্রমাণিক নামে এক ট্রাফিক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে শহরের বড়মসজিদ সংলগ্ন পুরাতন জেলখানা মোড়ের জিরো পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত বিপ্লব প্রমাণিক সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামের মৃত আসমত আলীর ছেলে। তিনি ট্রাফিক পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন ও সদরের বাংলাবাজার এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাসা থেকে বের হয়ে ডিউটির জন্য মোটরসাইকেল চালিয়ে ট্রাফিক অফিসে যাচ্ছিলেন বিপ্লব। এ সময় জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক তার মোটরসাইকেলে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি মো. মাসুদ রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুরতহাল রিপোর্টসহ মরদেহ উদ্ধার করা হয়। ট্রাকটি শনাক্ত করাসহ চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
২৪ আগস্ট, ২০২৩
X