পদ্মা সেতু থেকে দুই বছরে এক হাজার ৬৪৮ কোটি টাকা টোল আদায়
যাত্রা শুরুর দুই বছরে পদ্মা সেতু থেকে এক হাজার ৬৪৮ কোটি টাকা টোল আদায় করা হয়েছে। এই সময়ে সেতু দিয়ে গাড়ি চলাচল করেছে এক কোটি ২৭ লাখ।   মঙ্গলবার (২৫ জুন) রাজধানীর বনানীতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১১৪তম বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পদ্মা সেতুর দুই বছরপূর্তি উপলক্ষে এ সভার আহ্বান করা হয়।  ওবায়দুল কাদের বলেন, ইতোমধ্যে পদ্মা সেতুর জন্য সুফল ভোগ করছে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রায় তিন কোটি মানুষ। যান চলাচল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় এক কোটি ২৭ লাখ যানবাহন পারাপার হয়েছে। মোট টোল আদায় হয়েছে প্রায় এক হাজার ৬৪৮ কোটি টাকারও বেশি। অর্থ বিভাগের সঙ্গে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঋণ চুক্তি অনুযায়ী ছয় কিস্তিতে অর্থ বিভাগকে ৯৪৮ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। আগামী ২৭ জুন সপ্তম ও অষ্টম কিস্তি বাবদ ৩১৪ কোটি টাকার চেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে অর্থ বিভাগকে হস্তান্তর করা হবে।    সেতুমন্ত্রী বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে জানানো হয়, এটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)-ভিত্তিক দেশের বৃহত্তম প্রকল্প। প্রকল্পটি হজরত শাহজালাল বিমানবন্দরের দক্ষিণে কাওলা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত যাবে। প্রকল্পের মোট ব্যয় আট হাজার ৯৪০ কোটি টাকা। প্রকল্পের মূল দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। র‌্যাম্পসহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার।   গত বছর ৩ সেপ্টেম্বর প্রকল্পের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের দক্ষিণে কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত যান চলাচলে জন্য উন্মুক্ত করা হয়। ইতোমধ্যে ওঠানামার জন্য মোট ১৬টি র‌্যাম্প (এয়ারপোর্ট দুটি, কুড়িলে ৩টি, বনানীতে ৪টি, মহাখালীতে ৩টি, বিজয় সরণিতে দুটি, ফার্মগেটে একটি ও এফডিসি গেট সংলগ্ন একটি) যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। এক্সপ্রেসওয়েতে গাড়ির সর্বোচ্চ গতিসীমা আপাতত প্রতি ঘণ্টায় ৬০ কিলোমিটার। প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৭৪ দশমিক ৮১ ভাগ।   এ ছাড়া ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে চায়না ন্যাশনাল মেশিনারি এক্সপোর্ট ইমপোর্ট করপোরেশন (সিএমসি)। প্রকল্পটি হজরত শাহজালাল বিমানবন্দর হতে শুরু হয়ে ঢাকা-ইপিজেড পর্যন্ত যাবে। প্রকল্পের মোট ব্যয় ১৭ হাজার ৫৫৩ কোটি টাকা। ২৪ কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড এক্সপ্রেস ওয়েটির অ্যালাইনমেন্টের মধ্যে ২১ কিলোমিটারে নির্মাণকাজ চলমান রয়েছে। প্রকল্পটির সার্বিক অগ্রগতি শতকরা ৪৪ ভাগ।    উল্লেখ্য, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর দিন সাধারণ যানবাহন চলাচল শুরু করে। গত বছর ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু দিয়ে ট্রেন চলাচল উদ্বোধন করেন। অবশ্য যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয় গত বছর ১ নভেম্বর। পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে ৩১ জুন। এর মধ্যে নদী শাসনের কাজ করা চীনা ঠিকাদার চুক্তির বাড়তি এক হাজার কোটি টাকা দাবি করে। এই বাড়তি টাকা দেওয়ার বিষয়টি সেতু বিভাগের বোর্ড মিটিংয়ে আলোচনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ বিষয়ে সরকার ইতিবাচক বলেও বৈঠক সূত্রে জানা গেছে।  সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব মনজুর হোসেন এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।
২৫ জুন, ২০২৪

পদ্মা সেতুতে দুই বছরে টোল আদায় সাড়ে ১৬শ কোটি টাকা
পদ্মা সেতু উদ্বোধনের দুই বছর পূর্ণ হয়েছে আজ। ২০২২ সালের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সেতুটি উদ্বোধন করেন। পরদিন ২৬ জুন ভোর থেকেই শুরু হয় যানবাহন চলাচল। উদ্বোধনের দুই বছরের মাথায় সোমবার (২৪ জুন) রাত ১২টা পর্যন্ত সেতুর উভয় প্রান্ত দিয়ে ১ কোটি ২৭ লাখ ১৩ হাজার ২৭৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে সেতুতে টোল আদায় হয়েছে ১৬শ ৪৮ কোটি ৭৬ লাখ ১৮ হাজার ৩০ টাকা। ২০২২ সালের ২৬ জুন থেকে সোমবার (২৪ জুন) পর্যন্ত সেতুতে এই টোল আদায় হয়। পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গেল দুই বছরে পদ্মা সেতুতে সবচেয়ে বেশি চলেছে বাস। ৩১ সিটের ছোট বাস চলেছে ৩১ লাখ ৩১ হাজার ৫৩২টি যা থেকে টোল আদায় হয়েছে ৩৫ কোটি ৪৬ লাখ ৭ হাজার ৬শ টাকা, মাঝারি বাস চলেছে ৩১ লাখ ৩১ হাজার ৫৩২টি, যা থেকে টোল এসেছে ৬২৬ কোটি ২৯ লাখ ৪০ হাজার টাকা ও ১৪ হাজার ৭৮৪টি বড় বাস চলাচল বাবদ টোল আদায় হয়েছে ৩৫ কোটি ৪৬ লাখ ৪ হাজার ৮শ টাকা। এ ছাড়া, ১৫ লাখ ৫৩ হাজার ৭০৪টি মোটরসাইকেল থেকে টোল আদায় হয়েছে ১৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৪০০ টাকা। ৩ লাখ ২৪ হাজার ৭৩৪ টি প্রাইভেট কার/জিপ গাড়ি থেকে টোল আদায় হয়েছে ২২৫ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার টাকা। ১১ লাখ ৪৯ হাজার ৫০৮টি পিকআপ পারাপার বাবদ টোল উঠেছে ১২৪ কোটি ৮৫ লাখ ৫৪ হাজার ৪শ টাকা এবং ১৩ লাখ ৩৯ হাজার ৭৩২টি মাইক্রোবাস চলাচলে ১৭০ কোটি ৯১ লাখ ৬৭ হাজার ২শ টাকা টোল আদায় হয়েছে। ১০ লাখ ১১ হাজার ৯০৯টি ছোট ট্রাক থেকে টোল এসেছে ১৬১ কোটি ৩২ লাখ ৬৪ হাজার টাকা। ৩ লাখ ১৭ হাজার ৮শ মাঝারি ট্রাক থেকে ৮৮ কোটি ৮৫ লাখ ৮০ হাজার টাকা ৩৩ হাজার ৩০১টি থ্রি এক্সেল ট্রাক থেকে ১৬ কোটি ৪১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা, ২ লাখ ৬১ হাজার ৮৬২টি ফোর এক্সেল ট্রেলর থেকে ২৬ কোটি ৭৫ লাখ ২২ হাজার টাকা ও সবচেয়ে বড় মাপের ১৪ হাজার ৪৪৮টি ট্রেলর থেকে টোল আদায় হয় ৯ কোটি ৯৪ লাখ ৯২ হাজার টাকা।
২৫ জুন, ২০২৪

পদ্মা সেতুতে ঈদযাত্রার ৯ দিনে ২৯ কোটি টাকা টোল আদায়
ঈদযাত্রার যানবাহন থেকে ৯ দিনে পদ্মা সেতুতে ২৯ কোটি ৩১ লাখ ৭১ হাজার ৩৫০ টাকা টোল আদায় হয়েছে। ১০ থেকে ১৮ জুন পর্যন্ত এই টোল আদায় হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। বিবিএ’র অতিরিক্ত প্রকৌশলী আমিরুল হায়দার চৌধুরী জানান, ঈদযাত্রার এই ৯ দিনে দুই প্রান্ত দিয়ে ২ লাখ ৫২ হাজার ২৬৯ টি যানবাহন পারাপার হয়ে। তিনি জানান, ঈদযাত্রায় সবচেয়ে বেশি টোল আদায় হয়েছে গত ১৪ জুন। এদিন আদায় হয় ৪ কোটি ৮২ লাখ ১৮ হাজার ৬০০ টাকার টোল। ১৫ জুন টোল আদায় হয়েছে ৪ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৯০০ টাকা। ১৬ জুন আদায় হয় ৩ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ১৫০ টাকা। ১৭ জুন ঈদের দিন টোল আদায় হয়েছে ১ কোটি ৬৭ লাখ ১৬ হাজার ৫৫০ টাকা ও ১৮ জুন টোল আদায় হয়েছে ২ কোটি ৭১ লাখ ২২ হাজার টাকা। এর আগে গত ১০ জুন টোল আদায় হয় ২ কোটি ৬০ লাখ ২৬ হাজার ৫০০ টাকা। ১১ জুন ২ কোটি ৮২ লাখ ৫১ হাজার ৫০০ টাকা। ১২ জুন ৩ কোটি ১৩ লাখ ৬০ হাজার ৪৫০ টাকা। ১৩ জুন টোল আদায় হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ২১ হাজার ৭০০ টাকা। এই সময়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোট টোল আদায় হয়েছে ১৫ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ৭০০ টাকা। একই সময়ে জাজিরা প্রান্ত দিয়ে টোল আদায় হয়েছে ১৩ কোটি ৭৫ লাখ ৮১ হাজার ৬৫০ টাকা।
১৯ জুন, ২০২৪

বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় ৩ কোটি ২১ লাখ
ঈদুল আজহা উদযাপন করতে যাত্রীবাহী যানবাহনের চাপ বেড়েছে উত্তরের মহাসড়কে। ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি গাড়ি পার হয়েছে। টোল আদায় হয়েছে ৩ কোটি ২১ লাখ টাকারও বেশি। শুক্রবার (১৪ জুন) বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, গত বুধবার রাত ১২টা থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪০ হাজার ৯০৬টি গাড়ি পার হয়েছে। মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩০০ টাকা। এর মধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় ২২ হাজার ৬৪৫টি যানবাহন পার হয়েছে। টোল আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ৪০০ টাকা। বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজায় ১৮ হাজার ২৬১টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৩ লাখ ১৫ হাজার ৯০০ টাকা। বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এসব তথ্য নিশ্চিত করে জানান, বছরের স্বাভাবিক সময়ে বঙ্গবন্ধু সেতুর দিয়ে ১৮ থেকে ২০  হাজার যানবাহন চলাচল করে। ঈদযাত্রা ও ফিরতি ঈদযাত্রায় যানবাহনের পরিমাণ দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত পার হয়। গত ২৪ ঘণ্টায় প্রায় ৪১ হাজার যানবাহন পার হয়েছে। যেটা দ্বিগুণেরও বেশি।
১৪ জুন, ২০২৪

বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় ২ কোটি ৮২ লাখ টাকা
স্বজনদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে ঘরে ফিরতে শুরু করেছে উত্তরাঞ্চলের মানুষ। ফলে বঙ্গবন্ধু সেতুতে বেড়েছে যানবাহনের চাপ। গত ২৪ ঘণ্টায় এ সেতু দিয়ে ৩০ হাজরেরও বেশি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৮২ লাখ টাকারও বেশি। বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, বুধবার (১২ জুন) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১৩ জুন) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩০ হাজার ৮৩৪টি গাড়ি পার হয়েছে। এ সময় মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৮২ লাখ ৭২ হাজার ৯৫০ টাকা। এর মধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় ১৫ হাজার ৭২০টি যানবাহন পার হয়েছে। টোল আদায় হয়েছে ১ কোটি ৪০ লাখ ২৬ হাজার ৯৫০ টাকা। বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজায় ১৫ হাজার ১১৪টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪২ লাখ ৪৬ হাজার টাকা। বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এসব তথ্য নিশ্চিত করেছিন।
১৩ জুন, ২০২৪

ঈদযাত্রা / বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় প্রায় আড়াই কোটি টাকার টোল আদায়
ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়তে শুরু করছে। ইতোমধ্যে বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ছোট-বড় মিলিয়ে ২৫ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৪৮ লাখ ৮৭ হাজার ১০০ টাকা। মঙ্গলবার (১১ জুন) দুপুরে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এই বিষয়টি নিশ্চিত করেন। বঙ্গবন্ধু সেতু পূর্ব সাইট অফিস সূত্রে জানা যায়, রোববার (৯ জুন) রাত ১২টা থেকে সোমবার (১০ জুন) রাত ১২টা পর্যন্ত সেতু দিয়ে ২৫ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয় দুই কোটি ৪৮ লাখ ৮৭ হাজার ১০০ টাকা। অপরদিকে টাঙ্গাইল অংশে সেতু পূর্ব টোলপ্লাজা দিয়ে ১২ হাজার ৯৯০টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয়েছে এক কোটি ২৩ লাখ ৩৪ হাজার ৪৫০ টাকা। একই সময়ে সিরাজগঞ্জের সেতু পশ্চিম অংশে ১২ হাজার ৯৩৩টি যানবাহন পারাপার করে। এ সময় টোল আদায় হয় এক কোটি ২৫ লাখ ৫২ হাজার ৬৫০ টাকা। এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ঈদুল আজহাকে নিয়ে যানবাহনের পারাপার সংখ্যা বাড়ছে। সেতু পারাপারে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারও ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করেন তিনি। তবে তিনি যানবাহন চালকদের সচেতনতার জন্য টোলের টাকা ভাংতি করে আনার জন্যও পরামর্শ দেন। তিনি আরও বলেন, আগামী শুক্রবার থেকে যানবাহনের চাপ পড়তে পারে বলে ধারণা করছেন।
১১ জুন, ২০২৪

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় আড়াই কোটি টাকার টোল আদায়
ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কোরবানির পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে। এ সেতুতে গত ২৪ ঘণ্টায় আড়াই কোটি টাকার টোল আদায় হয়েছে।  সোমবার (১০ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।  বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, শনিবার (৮ জুন) রাত ১২টা থেকে রোববার (৯ জুন) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৫ হাজার ২৬৭টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৪০ লাখ ১৪ হাজার ৫০ টাকা।  গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ১২ হাজার ৪৭৫টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ১৮ লাখ ৩০ হাজার ৬০০ টাকা। সিরাজগঞ্জে সেতুর পশ্চিম অংশে ১২ হাজার ৭৯২টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২১ লাখ ৮৩ হাজার ৪৫০ টাকা। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, অন্যান্য দিনের চেয়ে মহাসড়কে পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে। কিন্তু স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে।
১০ জুন, ২০২৪

পদ্মা সেতুতে দেড় হাজার কোটি টাকার টোল আদায়
পদ্মা সেতু চালুর পর গত ২২ মাসে দেড় হাজার কোটি টাকার বেশি টোল আদায়ের মাইলফলক অতিক্রম করেছে। গত শনিবার রাত ১২টা পর্যন্ত ১ হাজার ৫০২ কোটি ৬২ লাখ টাকার বেশি টোল আদায় করা হয়েছে। সেতু বিভাগের তথ্যে জানা যায়, ২০২২ সালের ২৬ জুন সেতু চালুর পর এ পর্যন্ত সেতুর উভয় প্রান্ত দিয়ে যান পারাপার হয়েছে ১ কোটি ১২ লাখ ৯১ হাজার ৯৫টি। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ৫৬ লাখ ১ হাজার ২৩২টি। অন্যদিকে জাজিরা প্রান্ত থেকে যান পারাপার হয়েছে ৫৬ লাখ ৮৯ হাজার ৮৬৩টি। বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বলেন, পদ্মা সেতু দিয়ে আশানুরূপ টোল আদায় অব্যাহত রয়েছে। আশা করছি দিন দিন টোল আদায়ের পরিমাণ আরও বাড়বে। ২০২২ সালের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করেন। ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের পর থেকে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলা ও দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এটি। সেতু হওয়ার পর কোনোরকম ঝক্কিঝামেলা ছাড়াই দক্ষিণের জেলাগুলোর মানুষ ঈদসহ যে কোনো প্রয়োজনে সহজেই রাজধানীর ঢাকায় আসা-যাওয়া করতে পারছেন।
২৯ এপ্রিল, ২০২৪

টোল আদায় নিয়ে সংঘর্ষ, আহত ২৫
হবিগঞ্জের মাধবপুরে পৌরসভায় টোল আদায় নিয়ে উচ্চ আদালতের আদেশ ও স্থানীয় সরকার বিভাগের বিজ্ঞপ্তির ব্যাখ্যা নিয়ে সংঘর্ষে ২৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মাধবপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলররা স্থানীয় গাবতলী সিএনজি স্টেশনে পৌরকর আদায় করে। এ সময় কর আদায়ের বৈধতার বিতর্কে সিএনজি অটোরিকশাচালকদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। তখন পৌরসভার প্রায় ১০ জন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছে। এ সময় সিএনজি অটোরিকশাচালকদের মধ্যে অন্তত ১৫ জন আহত হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। সর্বশেষ খবর অনুযায়ী পৌরসভার পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। ওই ঘটনায় পৌরসভার তাৎক্ষণিক সংবাদ সম্মেলন ডাকেন। সাংবাদ সম্মেলনে মেয়র হাবিবুর রহমান মানিক বলেন, টোল তুলতে আইনে কোনো বাধা নেই। ওইদিন চালকরা বহিরাগত লোকজন দিয়ে আমার পৌরসভার লোকজনের ওপর হামলা করেছে। এরা বহিরাগত সন্ত্রাসী এনে সরকারি কাজে বাধা সৃষ্টি করছে। ওই সময় সিএনজি অটোরিকশাচালকদের রাস্তায় প্রতিবাদ ও মিছিল করতে দেখা যায়। তাদের দাবি, কোনো হামলা করেননি বরং পৌরসভার লোকজনই তাদের ওপর হামলা করেছে। সিএনজি অটোরিকশাচালকদের শ্রমিক নেতা সিরাজুল ইসলাম লিটন জানান, পৌরসভা বেআইনিভাবে আদালতের রায় অমান্য করে চাঁদা আদায় করতে চাইছে। টার্মিনাল ব্যতীত সড়ক কিংবা মহাসড়কে চাঁদা আদায় করতে আদালত নিষেধ করেছে। আমাদের ওপর পৌরসভার যে হামলা হয়েছে আমরা এর বিচার চাই। টোল আদায়ের সম্পূর্ণ বেআইনি। বারবার মাধবপুরের ইউএনও একেএম ফয়সালকে আমরা বারবার বোঝানোর চেষ্টা করলেও তিনি উল্টো পৌরসভার পক্ষ হয়ে আমাদের মামলা ও হামলার হুমকি প্রদান করেন। মাধবপুর পৌরসভার সচিব আমিনুল ইসলাম বলেন, বিজ্ঞপ্তিতে মহাসড়কের কথা বলা হয়েছে বাস্তবে পৌর এলাকায় সিএনজি অটোরিকশা থেকে কর আদায় করতে কোনো বাধা নেই। আমাদের লোকজনের ওপর হামলার বিষয়ে আমরা সর্বসম্মতিক্রমে পরে থানায় অভিযোগ দেব। মাধবপুর থানার ওসি রাকিবুল ইসলাম রকিব জানান, সংঘর্ষের ঘটনা তাৎক্ষণিক পুলিশ উপস্থিত হয়ে ঘটনা নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। সিএনজি অটোরিকশাচালকরা দুপুরেও থানায় অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এদিকে এলাকার সচেতন মহল, টোল আদায় নিয়ে ক্রমাগত সংঘর্ষ ও বিতর্ক বন্ধ করতে উচ্চ আদালতের নির্দেশনা ও মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লিখিত টার্মিনালের ব্যাখ্যা আসলে কী। কোন কোন ক্ষেত্রে পৌরসভা টোল আদায় করতে পারে। এসব বিষয়ে সুস্পষ্ট পরিষ্কার বিধিমালা ও নির্দেশনা দেওয়ার জন্য হবিগঞ্জ জেলা প্রশাসকের কাছে দাবি জানিয়েছেন।
২৬ এপ্রিল, ২০২৪

পদ্মা সেতুতে ৫ দিনে টোল আদায় সাড়ে ১৪ কোটি ছাড়াল
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৩ জেলার যাতায়াতের সহজ প্রবেশদ্বার পদ্মা সেতু। এবার ঈদুল ফিতরের ছুটিতে ৯ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত গত ৫ দিনে ১ লাখ ৪৬ হাজার ৫৬৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে টোল আদায় করা হয়েছে ১৪ কোটি ৬২ লাখ ১৬ হাজার ৭০০ টাকা। সেতু বিভাগের তথ্যমতে, এবার ঈদযাত্রায় পদ্মা সেতু দিয়ে যানবাহন পারাপার গত বছরের তুলনায় কমেছে। গত ঈদুল ফিতরের সময় ২০ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ১ লাখ ৬৩ হাজার ৭৭৮টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছিল ১৪ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৫৫০ টাকা। গত বছরের তুলনায় এই বছর যানবাহন কমেছে ১৭ হাজার ২১৫টি। তবে বেড়েছে টোলের পরিমাণ। গত বছরের তুলনায় বাড়তি টোল আদায় হয়েছে ৫০ হাজার ১৫০ টাকা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মাওয়া প্রান্ত দিয়ে ৯ এপ্রিল ৩০ হাজার ৩৩০টি, ১০ এপ্রিল ১৭ হাজার ৫০৫টি, ১১ এপ্রিল ১১ হাজার ১৯৪টি, ১২ এপ্রিল ১৫ হাজার ৮৮৩টি এবং ১৩ এপ্রিল ১২ হাজার ৮৯৬টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। এতে এ প্রান্ত দিয়ে গত পাঁচ দিনে টোল আদায় হয়েছে ৭ কোটি ৮৭ লাখ ১৮ হাজার ৫৫০ টাকা। অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে ৫ দিনে যথাক্রমে ৯ এপ্রিল ১৪ হাজার ৮৭৪টি, ১০ এপ্রিল ৮ হাজার ৫১০টি, ১১ এপ্রিল ৭ হাজার ৪৬৫টি, ১২ এপ্রিল ১২ হাজার ১০০টি এবং ১৩ এপ্রিল ১৫ হাজার ৫৯৬টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। এতে এ প্রান্তে টোল আদায় হয়েছে মোট ৬ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ১৫০ টাকা। গত বছরের তুলনায় যানবাহন ও টোল আদায়ের পরিমাণ কম হলেও এবার ঈদের আগে সর্বোচ্চ ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকার টোল আদায়ের রেকর্ড হয়। পদ্মা সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী জানান, এবার ঈদযাত্রায় ৯ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত ৫ দিনে ১৪ কোটি টাকার উপরে টোল আদায় হয়েছে। তবে গত বছরের ঈদুল ফিতরের চেয়ে এবার ঈদযাত্রায় যানবাহন যাতায়াত করেছে কম। উল্লেখ্য, ২০২২ সালের ২৫ জুন বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশের সবচেয়ে বড় স্থাপনা পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের পর থেকে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলা ও দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সেতু হওয়ার পর কোনো রকম ঝক্কি-ঝামেলা ছাড়াই দক্ষিণের মানুষ ঈদসহ যে কোনো প্রয়োজনে সহজেই রাজধানীতে আসা-যাওয়া করতে পারছেন। এতে সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে ২৩ জেলার মানুষের।
১৫ এপ্রিল, ২০২৪
X