১৫ ঘণ্টা পর খুলে দেওয়া হলো বঙ্গবন্ধু টানেল
প্রবল ঘূর্ণিঝড় রিমালে ক্ষয়ক্ষতি এড়াতে টানা সাড়ে ১৫ ঘণ্টা বন্ধের পর খুলে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু টানেল। সোমবার (২৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের একমাত্র টানেলটি খোলা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী টানেল সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী (টোল, ট্রাফিক ও ইএমই) মো. নজরুল ইসলাম। তিনি বলেন, সোমবার সকাল সাতটার দিকে টানেল চালু করার নির্দেশনা ছিল। কিন্তু ভারি বৃষ্টির কারণে সেতু মন্ত্রণালয়ের নির্দেশে সময় বাড়ানো হয়েছে। বর্তমানে দুই প্রান্ত থেকে গাড়ি চলাচল স্বাভাবিক আছে তবে স্বাভাবিক সময়ের তুলনায় গাড়ির সংখ্যা অনেকটা কম। এর আগে রোববার (২৬ মে) বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি এড়াতে সন্ধ্যা ৬টা থেকে বন্ধ রাখা হয় বঙ্গবন্ধু টানেল। শাহ আমানত বিমানবন্দর ১৭ ঘণ্টা পর চালু এদিকে বন্ধের ১৭ ঘণ্টা পর চালু হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ঘূর্ণিঝড় রিমালের কারণে রোববার (২৬ মে) দুপুর ১২টা থেকে সোমবার (২৭ মে) ভোর ৫টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল ফ্লাইট ওঠানামা। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সোমবার ভোর ৫টা থেকে যথারীতি নিয়মিত কার্যক্রম শুরু করেছে। এয়ারফিল্ড এবং রানওয়ের সব ন্যাভিগেশন সাপোর্টসহ দৃঢ়ভাবে সক্রিয় রয়েছে।’ এর আগে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর রোববার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রাথমিকভাবে ৮ ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সময় বাড়িয়ে ভোর ৫টা পর্যন্ত ১৭ ঘণ্টা বন্ধ রাখা হয়।
২৭ মে, ২০২৪

কর্ণফুলী টানেল অ্যাপ্রোচ সড়কে দুর্ঘটনায় শিশুসহ আহত ৫
চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের অ্যাপ্রোচ সড়কের আনোয়ারা প্রান্তে একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজি অটোরিকশার চালকসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে টানেল অ্যাপ্রোচ সড়কের বৈরাগ গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন মোহাম্মদ জামাল উদ্দিন, রায়হান, শরীফ, ইয়াসমিন আকতার ও সিএনজিচালক খোরশেদ আলম। আহত চারজন একই পরিবারের সদস্য এবং স্থানীয় বৈরাগ ইউনিয়নের খান বাড়ি এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে একটি মাইক্রোবাস টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারার বৈরাগ গোলচত্বর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ যাত্রীরা আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ জানান, মঙ্গলবার সকালে টানেল সড়কে একটি অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে পাঁচজন আহত হন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ি দুটি উদ্ধার করে থানা নিয়ে আসে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৫ মে, ২০২৪

টানেল সড়কে গাড়ি থামিয়ে সেলফি, অতঃপর...
বঙ্গবন্ধু টানেলের এপ্রোচ সড়কের আনোয়ারা প্রান্তে সড়কের মাঝে প্রাইভেটকার থামিয়ে সেলফি তোলার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার ধাক্কায় ৬ জন আহত হয়েছেন।  মঙ্গলবার (৯ এপ্রিল) দিবাগত রাতে এই সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরজি (২৩) ও মিছবাহ (২৬) নামের দুই যুবক গুরুতর আহত হন।   অন্যান্য আহতরা হলেন, আনোয়ারা উপজেলার হাজীগাঁও এলাকার কাজী বাড়ীর সিএনজিচালক মো. সিহাব (২২), আফরান (১৯), সামীর মাহমুদ (২০), তানভীর (২৫)। আহতদের উদ্ধার করে স্থানীয়রা আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম নগরী থেকে আরজি ও মিছবাহ টানেল দেখতে এপ্রোচ সড়কের মাঝে প্রাইভেট কার থামিয়ে সেলফি তুলছিলেন। এ সময় একটি সিএনজি অটোরিকশা তাদের ধাক্কা দিয়ে প্রাইভেট কারের সঙ্গেও ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি উল্টে গেলে তারা আহত হয়। আরজি ও মিছবাহ চট্টগ্রামের সন্দীপ উপজেলার বাসিন্দা। আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক উচ্ছ্বাস বলেন, আহতদের এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আনোয়ারা থানার ওসি মো. সোহেল আহমেদ বলেন, এই সড়কটি টানেল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। 
১১ এপ্রিল, ২০২৪

গাজায় আরও টানেল পাওয়ার দাবি ইসরায়েলের
ফিলিস্তিনে আরও টানেলের খোঁজ পাওয়ার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। সংস্থাটি জানিয়েছে, গাজার খান ইউনিসে আবাসিক ভবনের নিচে আরও দুটি টানেল পাওয়া গেছে। সোমবার (১১ মার্চ) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  আইডিএফ জানিয়েছে, তাদের ৭ আর্মড ব্রিগেড দক্ষিণ গাজার খান ইউনিসের হামাদ টাউনে আবাসিক ভবনের নিচে টানেল পেয়েছে। সেখানে একটি টানেলের মুখ ভূগর্ভস্থ পথের দিকে গিয়েছে। টানেলে অস্ত্র ও খাবার পাওয়ারও দাবি করেছে তারা।  আইডিএফ আরও জানিয়েছে, তারা আরও একটির টানেল পেয়েছে। এ টানেলের ভেতরে  অস্ত্র তৈরির সরঞ্জাম ও হামাসের টানেল নির্মাণে ব্যবহৃত কংক্রিট উৎপাদনের যন্ত্রপাতি পেয়েছে। বিমান হামলার মাধ্যমে এ টানেল ধ্বংসেরও দাবি করেছে তারা।  ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা হামাদে বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়েছে। এসব জায়গা থেকে স্নাইপার রাইফেল, বিস্ফোরক ডিভাইস, সামরিক সরঞ্জাম এবং গোয়েন্দা তথ্য পেয়েছে।  এর আগে ইসরায়েলের এ সংবাদমাধ্যমটি জানায়, গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালাল স্মোটরিচের আপন চাচাতো ভাই নিহত হয়েছেন। এই খবর জানিয়েছেন স্মোটরিচ নিজেই। নিজের এক্স পেজে দেওয়া এক পোস্টে স্মোটরিচ জানিয়েছেন, নিহত মেজর অ্যামিশার তার আপন চাচাতো ভাই। অ্যামিশারের সঙ্গে তিনি একসঙ্গে বেড়ে উঠেছেন এবং তার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও জানিয়েছেন স্মোটরিচ। পত্রিকাটি আরও জানিয়েছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইসরায়েলের একজন ব্রিগেড কমান্ডার ও অর্থমন্ত্রী স্মোটরিচের চাচাতো ভাই নিহত হয়েছেন। শনিবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ গাজায় শুক্রবার ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে মেজর অ্যামিশার বেন ডেভিড নিহত হয়েছেন। ৪৩ বছর বয়সী এই সেনা কর্মকর্তা ইসরায়েলের ‘ওজ’ কমান্ডো ব্রিগেডের কমান্ডার ছিলেন। একই সংঘর্ষে আরেক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন এবং তাকে ইসরায়েলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে ইসরায়েলের স্বীকারোক্তি অনুযায়ী গাজায় স্থল আগ্রাসন চালাতে গিয়ে মোট ২৪৮ সেনা নিহত হলো। যদিও প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি হামাসের।  
১১ মার্চ, ২০২৪

বঙ্গবন্ধু টানেলে দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার দুর্ঘটনায় পড়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে প্রাইভেটকারটি টানেলের দেয়ালে ধাক্কা দেয়। এতে টানেলের ডেকোরেশন বোর্ড ক্ষতিগ্রস্ত হয়। গাড়িটি চট্টগ্রাম নগরী থেকে আনোয়ারা প্রান্তে যাচ্ছিল। এ ঘটনায় গাড়ির পাঁচ যাত্রী আহত হন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু টানেল প্রকল্পের সহকারী প্রকৌশলী তানভীর রিফা জানান, রাতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের গায়ে ধাক্কা দেয়। পরে ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি সঙ্গে ধাক্কা লেগে আবারও দুটি কার উল্টে যায়। এতে টানেলের ডেকোরেশন বোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। সঙ্গে সঙ্গে টানেলের নিরাপত্তাকর্মীরা গাড়ি তিনটি জব্দ করেন।
১১ ফেব্রুয়ারি, ২০২৪

বঙ্গবন্ধু টানেল সড়কে মাইক্রো উল্টে আহত ৮
চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে চালকসহ ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের ইকোনমিক জোনের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, নৌবাহিনীর সদস্য কাজী মাহবুব রহমান রনি, ফরহাদ (২৮), মাইক্রোবাসচালক রুবেল (৪০), আলী মর্তুজা (২৭), রাশেদুল করিম (২৮), ফারহানা আকতার (২৬), মুন্না (২৫) ও কাঞ্চি (২৮)। আহত সবাই নগরীর খুলশি থানার লালখান বাজার এলাকার বাসিন্দা। তারা বঙ্গবন্ধু টানেল দেখতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন বলে ধারণা করা হচ্ছে। আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উপমা বলেন, আহতদের মধ্যে দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, আনোয়ারা থেকে পতেঙ্গাগামী মাইক্রোবাসটি চায়না রোডের চৌরাস্তার মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে নৌবাহিনীর সেন্ট্রি পোস্টে ধাক্কা খায়। এতে সেন্ট্রি বক্সটি ভেঙে চুরমার হয়ে যায় এবং পোস্টে দায়িত্বরত নৌবাহিনী সদস্য গাজী মাহবুব রহমান আহত হন। মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, সকালে ঘন কুয়াশার কারণে সামনে কিছু দেখতে না পেয়ে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নৌবাহিনীর নিরাপত্তা চৌকিতে ধাক্কা দেয়।
১৭ জানুয়ারি, ২০২৪

বঙ্গবন্ধু টানেলের সড়কে উল্টে গেল মাইক্রোবাস
চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গবন্ধু টানেলের সড়কে একটি মাইক্রোবাস উল্টে চালকসহ ৮ যাত্রী আহতের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।  মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের ইকোনমিক জোনের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- নৌবাহিনীর সদস্য কাজী মাহবুব রনি, ফরহাদ (২৮), গাড়ির চালক রোবেল (৪০), আলী মর্তুজা, রাশেদুল করিম, ফারহানা আকতার, মুন্না ও কানসি।  আহতরা সবাই চট্টগ্রাম নগরীর খুলশি থানার লালখান বাজার এলাকার বাসিন্দা বলে জানা যায়। তারা বঙ্গবন্ধু টানেল দেখতে এসেছেন বলে ধারণা করা হচ্ছে। আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. উপমা বলেন, আহতদের দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তাদের অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বলেন, বঙ্গবন্ধু টানেল সড়কের বৈরাগ চায়না ইকোনমিক জোনের পাশে ভোর পাঁচটার দিকে একটি মাইক্রোবাস উল্টে গেলে যাত্রীরা আহত হন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। গাড়িটি উদ্ধার করা হয়েছে। 
১৬ জানুয়ারি, ২০২৪

টানেল থেকে বেরিয়ে এলো ৫ ইসরায়েলি বন্দির মরদেহ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের একটি টানেল থেকে পাঁচ ইসরায়েলি বন্দির মরদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। উত্তর গাজায় অভিযান চালিয়ে হামাস যোদ্ধাদের একটি টানেল উদঘাটনের পর সেখান থেকে এসব বন্দির মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর রয়টার্সের। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, উত্তর গাজায় অভিযান চালিয়ে তারা হামাস যোদ্ধাদের একটি টানেল আবিষ্কার করে। এ সময় সেখানে পাঁচ বন্দির মরদেহ উদ্ধার করে ইসরায়েলি সেনারা। নিহত পাঁচ বন্দির মধ্যে তিনজন ইসরায়েলি সেনা সদস্য ও দুজন বেসামরিক নাগরিক। আইডিএফ-এর টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, কংক্রিটের তৈরি অন্ধকার টানেলটি একটি সাদা টাইলস করা বাথরুম ও একটি অফিস কক্ষের সঙ্গে প্যাসেজ দ্বারা সংযুক্ত। এ ভিডিও প্রকাশের পর প্রশ্ন উঠেছে এসব বন্দি কীভাবে মারা গেছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার এডমিরাল ড্যানিয়েল হাগারি জানান, বন্দিদের মৃত্যু কীভাবে হয়েছে তা জানতে ময়নাতদন্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর বন্দিদের পরিবারের কাছে মৃত্যুর কারণ জানানো হবে। গত সপ্তাহে এদের মধ্যে তিন বন্দির একটি ভিডিও প্রকাশ করেছিল হামাস। যেখানে বন্দিদের মধ্যে তিনজনকে জীবিত দেখা যায়। হামাস জানায়, পাঁচ ইসরায়েলি বন্দিকে জীবিত রাখতে তাদের সদস্যরা চেষ্টা করেছেন। তবে ইসরায়েলি হামলায় তারা নিহত হয়েছেন। গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে প্রায় ১১৪০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে শতাধিক বন্দি আছেন। অন্যদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টানা ১১ সপ্তাহের ইসরায়েলি হামলায় গাজায় ২০ হাজার ৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৩ হাজারের বেশি মানুষ।
২৫ ডিসেম্বর, ২০২৩

ফিলিস্তিনি যোদ্ধাদের টানেল ধ্বংসে ইসরায়েলের ভয়ংকর কৌশল!
ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালানোর পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলে উঠেপড়ে লাগে তেল আবিব। দীর্ঘ দুই মাসের যুদ্ধেও গোষ্ঠীটিকে ধ্বংস করা যায়নি। এ জন্য দুটি কারণ দাঁড় করায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। প্রথমত, গাজাবাসীকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে হামাস, দ্বিতীয়টি গোষ্ঠীটির মাকড়সার মতো ছড়িয়ে থাকা টানেল বা সুড়ঙ্গগুলো। যেখান থেকে হামলা চালিয়ে আবারও নিরাপদে ফিরে যাচ্ছে তারা। এবার সেই টানেল ধ্বংসে সমুদ্রের লবণাক্ত পানি ব্যবহারের পরিকল্পনা করছে নেতানিয়াহু প্রশাসন।    মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, হামাসের সুড়ঙ্গগুলো ধ্বংস করতে সীমান্তে বেশ বড় আকারের পাম্প জড়ো করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।   সংবাদমাধ্যমটি জানিয়েছে, আল-শাতি শরণার্থী শিবির থেকে মাইলখানেক দূরে অন্তত ৫টি পাম্প বসিয়েছে ইসরায়েল। এসব পাম্প ব্যবহার করে প্রতি ঘণ্টায় হাজারো ঘনমিটার পানি সরবরাহ করা সম্ভব। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পাম্প ব্যবহার করে সাগরের পানি টেনে এনে গাজায় সুড়ঙ্গগুলোয় ফেলা হবে।   ওয়ালস্ট্রিট জার্নাল জানায়, এ বিষয়ে জানতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, ইসরায়েলের পক্ষ থেকে গেল মাসে এই পরিকল্পনার কথা যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।    ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের এই পরিকল্পনা বাস্তবায়নে কত দূর এগিয়েছে, সে ব্যাপারে নিশ্চিত নন মার্কিন কর্মকর্তরা। তারা জানিয়েছেন, পরিকল্পনা বাস্তবায়নে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তেল আবিব।  গাজা উপত্যকা দীর্ঘদিন ধরে অবরুদ্ধ রয়েছে। সেখানে পণ্য ও ব্যক্তির প্রবেশ কিংবা সেখান থেকে বের হওয়ার জন্য ইসরায়েলের অনুমতি দরকার হয়। এমন পরিস্থিতিতে গাজায় গোপনে পণ্য আনা-নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ উপায় এসব সুড়ঙ্গ। যদিও ইসরায়েল দাবি করে, হামাসের সশস্ত্র কর্মকাণ্ড পরিচালনার অন্যতম কেন্দ্র এই সুড়ঙ্গগুলো। এদিকে, উত্তর গাজায় স্থল অভিযান শুরুর আগে সেখান থেকে বাসিন্দাদের সরে যেতে বলেছিল ইসরায়েলি বাহিনী। এর জেরে বাস্তুচ্যুত হন লাখ লাখ মানুষ। কিন্তু যুদ্ধবিরতির পর এবার দক্ষিণ গাজায়ও অভিযান শুরুর ঘোষণা দিয়েছে তারা। এতে গোটা উপত্যকাজুড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, তেল আবিব যদি গোটা উপত্যকায়ই অভিযান চালায়, তাহলে ঘোষণা দিয়ে তাদের কেন দক্ষিণ গাজায় আনা হয়েছে?   গেল ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকে অব্যাহত হামলায় গাজায় প্রায় ১৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।   
০৫ ডিসেম্বর, ২০২৩

বঙ্গবন্ধু টানেল প্রবেশমুখের অবৈধ স্থাপনা উচ্ছেদ
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের প্রবেশমুখের আনোয়ারা প্রান্তে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মুমিন। অভিযানে সহযোগিতা করেন স্থানীয় চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল ও থানার ওসি সোহেল আহমেদ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মুমিন বলেন, টানেলের প্রবেশমুখে অর্ধশতাধিক ভ্রাম্যমাণ দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং তাদের সতর্ক করা হয়।
০৫ ডিসেম্বর, ২০২৩
X