শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১
জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে হামলার প্রতিবাদ
সম্প্রতি সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-নার্সের ওপর হামলা, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ ও সরকারি স্থাপনা ভাঙচুরের প্রতিবাদে গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। ইউএইচএফপিও ফোরাম কেন্দ্রীয় কমিটির ডাকে এ মানববন্ধন পালিত হয়। তারা ন্যক্কারজনক এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে চিকিৎসকদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। কালবেলার প্রতিনিধিদের পাঠানো খবর— ফোরামের কেন্দ্রীয় সভাপতি ডা. মাহমুদুল হাসানের সভাপতিত্বে শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন হয়। সেখানে বক্তব্য দেন শরীয়তপুর জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. শেখ মোস্তফা খোকন, গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাফিজুর রহমান মিঞা, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আল বিধান মোহাম্মদ সানাউল্লাহ, সদর হাসপাতালের আরএমও ডা. মিতু আক্তার প্রমুখ। নারায়ণগঞ্জের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা গতকাল দুপুর ১২টায় হাসপাতাল চত্বরে মানববন্ধন করেছেন। মানববন্ধনে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহম্মদ বেলায়েত হোসেন। দুপুরে বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম, ফোরামের বগুড়ার সভাপতি ডা. সামির হোসেন মিশু, সাধারণ সম্পাদক ও শেরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাযিদ হাসান, রাজশাহী বিভাগীয় ফোরামের সাংগঠনিক সম্পাদক ডা. আশরাফুল ইসলাম প্রমুখ। নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দুপুরে মানববন্ধনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খুরশীদ আলম, মেডিকেল অফিসার ডা. মাশিয়াত আলম, ডা. মোক্তার হোসেন, ডা. অভিজিৎ রায়, সিনিয়র স্টাফ নার্স দিলরুবা খাতুন প্রমুখ বক্তব্য দেন। দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিক্ষোভ ও ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মসূচিতে বক্তব্য দেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আফরোজ সুলতানা লুনা, মেডিকেল অফিসার ডা. আজাদ রহমান, ডা. শায়লা পারভীন, ডা. অমৃত সরকার প্রমুখ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দুপুরে মানববন্ধনে নেতৃত্বে দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. লোপা চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্সসহ কর্মচারীরা। লক্ষ্মীপুরের রায়পুরে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। দুপুরে রায়পুর সরকারি হাসপাতালের সামনে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাহারুল আলম, মেডিসিন বিশেষজ্ঞ ডা. রাশেদুন্নবি, শিশু বিশেষজ্ঞ ডা. কবির হোসেন, অ্যানেসথেসিয়া ডাক্তার ইয়াসিন মাহমুদ প্রমুখ। সভাপতিত্ব করেন হাসপাতালের আরএমও ডা. মামুনুর রশীদ পলাশ। জেলার রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা মৌন প্রতিবাদ ও মানববন্ধন করেন। স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামনাশিস মজুমদারে সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. গোলাম ছারওয়ার, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. আরিফ, মেডিকেল অফিসার ডা. অনিক, ডা. অমিত কুমার শীল, ডা. নেছার, ডা. ফাতেমা, ডা. নাহিদা সুলতানা, ডা. রায়সুল হাসান, ডা. মাসুম, ডা. মাসুদ জাহান প্রমুখ। বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সয়ের প্রধান ফটকের সামনে ১৫ মিনিটের কর্মবিরতি পালন করেন চিকিৎসক-নার্স ও কর্মচারীরা। মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরার নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডা. এ কে এম তাইফুল ইসলাম, ডা. মারুফ রাইয়ান, ডা. আফরোজা আক্তার, ডা. সৈয়দ জামিলা হোসেন হলি, ডা. সাবরিনা সুলতানা প্রমুখ। এ ছাড়া টাঙ্গাইলের সখিপুর, মির্জাপুর, জামালপুর সদর, ঢাকার দোহার, কিশোরগঞ্জের ভৈরব, গোপালগঞ্জের কাশিয়ানী, শরীয়তপুরের জাজিরাসহ সারা দেশে এক যোগে এই কর্মসূচি পালন করা হয়।
২৩ জানুয়ারি, ২০২৪
X