যুবলীগ নেতাসহ ৮ জুয়াড়ি গ্রেপ্তার
চাঁদপুরের কচুয়া উপজেলায় এক যুবলীগ নেতাসহ জুয়ার আসর থেকে আট জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৪ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে ভূঁইয়ারা মনসা মুড়ার বৈশাখী মেলায় জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেপ্তার করে কচুয়া থানা পুলিশ। গ্রেপ্তার যুবলীগ নেতা সাইফুল ইসলাম (৪০) ভূঁইয়ারা গ্রামের বাসিন্দা। তিনি পালাখাল মডেল ইউনিয়ন যুবলীগের কার্যকরী সদস্য। অন্য গ্রেপ্তারকৃতরা হলেন-  ভূঁইয়ারা গ্রামের বাসিন্দা মিলন হোসেন (২২), সাকিল হোসেন (২৬), সোলাইমান (৪৫), নাছির উদ্দিন (২১), দহুলিয়া গ্রামের আব্দুল কাইয়ুম (২৭), মেঘদাইর গ্রামের সাকিল হোসেন (১৯) ও পার্শ্ববর্তী পশ্চিম সহদেবপুর ইউনিয়নের প্রসন্নকাপ গ্রামের মনির হোসেন (৪০)। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ হাজার ৭১০ টাকা, লুডু, খেলার বোর্ড, তাস-কার্ড জব্দ করা হয়। সোমবার (১৫ এপ্রিল) সকালে চাঁদপুর আদালতে তোলা হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন এসআই কাজী আনোয়ার হোসেন ও দেলোয়ার হোসেন। কচুয়া থানার ওসি মো. মিজানুর রহমান জানান, পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী মেলায় জুয়া খেলা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। কচুয়া থানায় জুয়া আইনের ৪ ধারা মতে মামলা দিয়ে তাদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। জুয়া খেলা বন্ধ করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
১৫ এপ্রিল, ২০২৪

জুয়ার আসর থেকে ৬১ হাজার টাকাসহ ৬ জুয়াড়ি গ্রেপ্তার
বগুড়ার ধুনট-জোড়শিমুল পাকা সড়কের আনারপুর তিনমাথা বাজার এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬১ হাজার টাকা, তিন বান্ডিল তাস ও জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়।   গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার আনারপুর গ্রামের আখের আলীর ছেলে শফিকুল ইসলাম (৪২), আবুল হোসেনের ছেলে আবুল কালাম (৪৮), রত্নী পাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে গোলাম রব্বানী (৫২), মতিয়ার রহমানের ছেলে আব্দুল জলিল (৪০), আব্দুল প্রামাণিকের ছেলে সোলায়মান আলী (৪০) ও এনামুল হকের ছেলে লালন হোসেন (৩০)।  শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরের পর ধুনট থানা থেকে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।  মামলা সূত্রে জানা যায়, উপজেলার আনারপুর তিনমাথা বাজার এলাকায় শফিকুল ইসলামের মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে জুয়া খেলার আসর বসে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে সেখানে জুয়া খেলার আসর বসে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ওই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় থানার এসআই মোস্তাফিস আলম বাদি হয়ে জুয়াড়িদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। ধুনট থানার ওসি সৈকত হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, জুয়া ও মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।    
২০ জানুয়ারি, ২০২৪

গফরগাঁওয়ে ১৫ জুয়াড়ি গ্রেপ্তার
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ১৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। এ সময় গ্রেপ্তার জুয়াড়িদের কাছ থেকে বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় পাঁচবাগ ইউনিয়নের গাভীশিমুল গ্রামের ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার জুয়াড়িরা হলো- কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার আবুবক্কর, আবুল বাসার, শহিদুল আলম, মাসুদ মিয়া, চুন্নু মিয়া, মাসুদ মিয়া, মোজাম্মেল হক রিয়াদ, মো. রিয়াদ, জাকির, আব্দুল লতিফ(৩৫), আবু বক্কর, লোকমান, হোসেন আলী, নাঈম ও বাবুল মিয়া। পাগলা থানার ওসি রাজু আহাম্মদ জানান, গ্রেপ্তার আসামিদের বুধবার (২২ নভেম্বর) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
২২ নভেম্বর, ২০২৩
X