জুমার খুতবা নিয়ে আরব আমিরাতের নতুন নির্দেশনা
তীব্র গরমে নাকাল সারা বিশ্ব। ভয়াবহ তাপদাহে সম্প্রতি পাকিস্তানে পাঁচ শতাধিক মানুষের মুত্যু হয়েছে। এ ছাড়া এবার হজের মৌসুমে রেকর্ডসংখ্যক হাজির মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে জুমার খুতবা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার (২৭ জুন) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে গত কয়েকদিনে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছানোর ফলে জুমার খুতবা ও নামাজ ১০ মিনিটে শেষ করার নির্দেশনা দিয়েছে দেশটি।  খালিজ টাইমস জানিয়েছে, দেশটিতে জারি করা এ নির্দেশনা শুক্রবার (২৮ জুন) থেকে কার্যকর হবে। এটি আগামী অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে।  সংযুক্ত আরব আমিরাতের সিরিয়ান প্রবাসী মোহাম্মদ ইয়াসিন বলেন, আমি কয়েকদিন ধরে মসজিদে দেরি করে আসি। ফলে বাইরে উত্তপ্ত জায়গায় অমাাকে নামাজ পড়তে হয়। গরমের তীব্রতা এত বেশি থাকে যে মনে হয় আমার মাথার চুলগুলো পুড়ে যাবে।  জুমার নামাজের খুতবা ইমামের ওপর ভিত্তি করে সময়ের তারতম্য হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে এ খুতবা ১০ থেকে ২০ মিনিটের মধ্যে সমাপ্ত হয়ে যায়।  মুসলমানেরা জুমার দিনকে বড় উৎসব হিসেবে পালন করেন। ফলে নামাজের সময় সারাবিশ্বে মসজিদগুলোতে লোকারণ্য পরিবেশের তৈরি হয়। এমনকি বিভিন্ন জায়গায় লোকজনের ভিড় এতটাই বেশি হয় যে তা মসজিদের বাইরে পর্যন্ত ছাড়িয়ে যায়। এ ছাড়া দিনটির ইসলামে বিশেষ মর্যাদাও রয়েছে।   
২৮ জুন, ২০২৪

মক্কা-মদিনায় জুমার খুতবা সংক্ষিপ্ত করার নির্দেশ
ইসলামের সবচেয়ে পবিত্র দুই মসজিদে জুমার খুতবা সংক্ষিপ্ত করার নির্দেশ দিয়েছে সৌদি সরকার। এছাড়া এই নির্দেশনায় শুক্রবারের জুমার নামাজের প্রথম ও দ্বিতীয় আযানের মধ্যবর্তী সময়ও কমিয়ে দেওয়া হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গালফ নিউজ। রাজকীয় নির্দেশের অধীনে ইসলামের পবিত্র দুই মসজিদে জুমার খুতবা এবং নামাজের সময়কাল ১৫ মিনিটে নামিয়ে আনা হবে। যা আগে সাধারণত ৩০ থেকে ৪৫ মিনিট স্থায়ী হতো। এছাড়া জুমার নামাজের জন্য প্রথম আযান এবং দ্বিতীয় আযানের মধ্যে সময়কাল ১০ মিনিটে কমিয়ে দেওয়া হয়েছে। দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সির প্রধান আবদুল রহমান আল সুদাইস জানান, এই পদক্ষেপটি মুসল্লিদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় সৌদি নেতাদের আগ্রহকেই তুলে ধরছে। এই নির্দেশনা পালন শুক্রবার থেকেই শুরু হয়েছে এবং গ্রীষ্মের শেষ অবধি এটি অব্যাহত থাকবে। মূলত প্রচণ্ড গরমে ও তীব্র দাবদাহে কারণে চলতি গ্রীষ্মের শেষ পর্যন্ত এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে ইসলামের দুটি পবিত্রতম মসজিদে জুমার নামাজের আগে নির্ধারিত খুতবা চলমান গ্রীষ্ম মৌসুমের শেষ পর্যন্ত সংক্ষিপ্ত করে কয়েক মিনিটের মধ্যে শেষ করতে হবে। মূলত মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রচণ্ড গরমের মধ্যে মুসল্লিদের সুরক্ষার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুদিন আগেই শেষ হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৮ লাখ মুসল্লি হজ পালন করেন। এ বছর মক্কায় তাপমাত্রা উঠেছে ৫০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। মারা গেছে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের হাজারের বেশি মানুষ।  অবশ্য হজের আগেই ইসলামের পবিত্র দুই মসজিদের ইমাম ও খতিবদের এ বছর প্রচণ্ড গরমে হজযাত্রীদের পরিস্থিতি বিবেচনায় হজের মৌসুমে জুমার খুতবা ও নামাজ সংক্ষিপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল। মূলত লাখ লাখ হজযাত্রীর বিভিন্ন পবিত্র স্থান পরিদর্শন এবং মক্কা ও মদীনায় তীব্র গরমের কারণে এই সিদ্ধান্ত নিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত দেশটির বেশিরভাগ অংশে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। বলা হচ্ছে, এসময় তাপমাত্রা ৪৮-৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এর মধ্যে সবচেয়ে বেশি গরম পড়বে মক্কা, মদিনা এবং রিয়াদসহ পূর্বাঞ্চলীয় প্রদেশে। এমন পরিস্তিতি থেকে রক্ষা পেতে মুসল্লিদের পর্যাপ্ত পানি পান করা, সূর্যের সরাসরি তাপ এড়িয়ে চলা, বাইরে বের হলে ছাতা ব্যবহার করার পরামর্শও দেওয়া হয়েছে।  
২৫ জুন, ২০২৪

নিউইয়র্কে জুমার খুতবা দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির একটি মসজিদে জুমার নামাজের খুতবা দিয়েছেন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্ক সিটির প্রথম মসজিদ ইসলামিক কালচারাল সেন্টারে (আইসিসিএনওয়াই) এই খুতবা দেন তিনি। খবর ফ্রি মালয়েশিয়া টুডের। প্রতিবেদনে বলা হয়, আনোয়ার ইবরাহিম জাতিসংঘের ৭৮তম অধিবেশনে অংশ নিতে এখন নিউইয়র্কে অবস্থান করছেন। শুক্রবার জুমার নামাজে অংশ নিতে নিউইয়র্ক সিটির প্রথম মসজিদে যান তিনি। তারপর জুমার আগে তিনি খুতবা দেন এবং সেখানে নামাজ আদায় করেন। নামাজ শেষে এক ব্যক্তি তার হাতে কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন। এ সময় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে আনোয়ার ইবরাহিম বলেন, আমরা সব সময় চেষ্টা করি পারস্পরিক সহনশীলতা প্রচার করার। অন্যদের সংস্কৃতি ও ধর্ম বোঝার প্রয়োজনীয়তাও তুলে ধরেছি আমরা। এর কারণ হচ্ছে সমাজে শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এসব উপকরণ। আনোয়ার ইবরাহিম বলেন, ইসলামী অনুশাসন পালন করা একজন মুসলিমের জীবনে সব ক্ষেত্রে প্রযোজ্য। যাতে করে অমুসলিমরা আমাদের দেখেই ইসলাম সম্পর্কে আগ্রহী হয়। শুধু ধর্মীয় জ্ঞান লাভ করলেই চলবে না, আমাদের আধুনিক প্রযুক্তি খাতেও ভালো দক্ষতা থাকতে হবে। এ ছাড়া সবার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান তিনি। কোরআন অবমাননা নিয়ে তিনি বলেন, যখন কয়েকটি দেশে কোরআন অবমাননার ঘটনা ঘটেছিল, তখন মালয়েশিয়া পবিত্র কোরআনের ১০ লাখ কপি ছাপিয়েছে। এরপর আমরা কোরআনের ১৫ হাজার কপি সুইডেনে পাঠিয়েছি, যাতে করে তারা কোরআন দেখে এবং তা নিয়ে চিন্তাভাবনা করে। অজ্ঞতার কারণে তারা যেন সংঘাতে না জড়ায়।  
২৪ সেপ্টেম্বর, ২০২৩
X