ট্রাকের ধাক্কায় জাবি শিক্ষার্থী নিহত
ট্রাকের ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাবিহা আফিফা সৃজনী নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার দুপুরে ঢাকার ৩০০ ফুট এলাকায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে। খিলক্ষেত থানার এসআই সাবরিনা বলেন, গত শুক্রবারে দুর্ঘটনা ঘটলেও আমরা আজ জানতে পেরেছি। তাই গাড়ি কিংবা চালককে শনাক্ত করা সম্ভব হয়নি। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
০৪ সেপ্টেম্বর, ২০২৩

১৮৫ ঘণ্টা পর অনশন ভাঙলেন জাবি শিক্ষার্থী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনশনরত অবস্থায় ছাত্রলীগের মারধরের শিকার সামিউল ইসলাম প্রত্যয় ১৮৫ ঘণ্টা পর অনশন ভেঙেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাব্বির আলমের উপস্থিতিতে পানি পান করে অনশন ভাঙেন তিনি। পরে সামিউলকে তার জন্য বরাদ্দকৃত মীর মশাররফ হোসেন হলের ৪১৭ নম্বর কক্ষে পৌঁছে দেন প্রাধ্যক্ষ। একই সঙ্গে তার কক্ষে থাকা মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী সবুজ রায়কে হল থেকে অবাঞ্ছিত ঘোষণা করে বের করে দেওয়া হয়। এর আগে হল প্রাধ্যক্ষকে ছয়টি লিখিত শর্ত দেন সামিউল ইসলাম প্রত্যয়। সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে মর্মে প্রাধ্যক্ষ সই করলে সেখানে স্বাক্ষর করে অনশন ভাঙেন প্রত্যয়। শর্তগুলো হলো—হলে অবস্থানরত শিক্ষার্থী ও আসন সংখ্যার হিসাব তালিকা তৈরি, ১৫ দিনের মধ্যে ফাঁকা কক্ষগুলো প্রশাসনিকভাবে সিলগালা করা, যেসব আসনে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী পাওয়া গেছে, তাদের আসনে বৈধ শিক্ষার্থীদের তুলে দেওয়া ও তার তালিকা প্রকাশ, মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল ত্যাগে বাধ্য করা, সব বিষয়ে হল প্রশাসন সাংবাদিকদের তথ্যের আপডেট দিয়ে সহযোগিতা করবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না করলে প্রাধ্যক্ষ পদত্যাগ করবেন। অনশন ভাঙার পর প্রত্যয় বলেন, প্রশাসন এতদিন ধরে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। প্রাধ্যক্ষ স্যার খসড়া তালিকা দেখিয়েছেন এবং তিন দফা দাবি বাস্তবায়নের কর্মপরিকল্পনা মেনে নিয়েছেন। এজন্য অনশন ভেঙেছি। তবে, কথা না রাখলে পরবর্তী পদক্ষেপ নেব। প্রাধ্যক্ষ জানান, সকালে আমার ও সাংবাদিকদের উপস্থিতিতে পানি পান করে প্রত্যয় অনশন ভাঙে। কয়েকটি শর্তে একটি চুক্তি করেছি। দাবিগুলো বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। গত ৩১ মে থেকে তিন দফা দাবিতে মীর মশাররফ হোসেন হলের সামনের মাঠে অনশনে বসেন সামিউল ইসলাম প্রত্যয়। অনশনরত অবস্থায় গেল ৬ জুন রাত সাড়ে ১০টায় ছাত্রলীগের মারধরের শিকার হন তিনি। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী এবং ওই হলে আবাসিক ছাত্র।
০৯ জুন, ২০২৩

যৌন নিপীড়নের অভিযোগে জাবি শিক্ষার্থী বহিষ্কার
যৌন নিপীড়নের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরাম হোসেন প্রান্তকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় ওই শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কার হওয়া ইকরাম হোসেন প্রান্ত পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ২০১৯-২০ (৪৯ ব্যাচ) শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ সালাম বরকত হলের আবাসিক ছাত্র। অভিযোগ রয়েছে, ওই শিক্ষার্থী বিভিন্ন সময় যৌন বার্তা পাঠাতেন মেয়ে শিক্ষার্থীদের।
০৭ জুন, ২০২৩
X