জমির আইল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১
ময়মনসিংহের ত্রিশালে জমির আইল নিয়ে দুপক্ষের সংঘর্ষে মিলন মিয়া নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন। রোববার (১ জুলাই) রাতে হরিরামপুর ইউনিয়ন চাউলাদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নিহত মিলন মিয়া উপজেলার ৭ নম্বর হরিরামপুর ইউনিয়নের চাওলাদি নামাপাড়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। আহতরা হলেন ভুট্টু মিয়া, স্ত্রী কল্পনা, তার বড় মেয়ে রিপা, ছোট মেয়ে লামিয়া, ভুট্টু মিয়ার বোন রেণুজা ও বেদেনা, বেদেনার ছেলে মুরতুজ, নিহত মিলনের স্ত্রী তানজিনা, মিলন মিয়ার ভাইয়ের স্ত্রী নার্গিস। স্থানীয়রা জানান উপজেলার হরিরামপুর চাওলাদি নামাপাড়া গ্রামে জমির আইল নিয়ে দীর্ঘদিন থেকে স্থানীয় মোজাম্মেলের সঙ্গে তার চাচাতো ভাই ভুট্টু মিয়ার দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে চেয়ারম্যান, মেম্বার এবং পুলিশ পর্যন্ত নালিশ পৌঁছে। পরে গত বছর উভয়পক্ষকে ডেকে মীমাংসা করে দেওয়া হয়। রোববার মোজাম্মেলের খড়ের গাদায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা আগুন ধরিয়ে দেয়। পরে মোজাম্মেল ক্ষেতের আইল কেটে দেয়। এ নিয়ে ভুট্টু মিয়া এবং মোজাম্মেলের মধ্যে কথাকাটাকাটি হয়। এ সময় মোজাম্মেলসহ তার পরিবারের ৬/৭ জন সদস্য দেশীয় অস্ত্র নিয়ে ভুট্টু মিয়ার পরিবারের ওপর হামলা করে। এ সময় ১০ জন আহত হয়। গুরুতর আহত মিলনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ত্রিশাল সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) অরিত সরকার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। নিহতের ঘটনায় অভিযোগ পেয়েছি। এ ঘটনায় তদন্ত চলছে।
০১ জুলাই, ২০২৪
X