সংক্ষিপ্ত সংবাদ / সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার
মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও মুরগিচোর খ্যাত ৮টি পিস্তল ব্যবহারকারী সেই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে শিবচর উপজেলা ছাত্রলীগ। গত সোমবার শিবচর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজীব ঢালী ও সাধারণ সম্পাদক আসিফ হোসেন মাদবর স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ শিবচর উপজেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বন্দরখোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শাহজাহানকে সাময়িক বহিষ্কার করা হলো। কেন তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
২০ অক্টোবর, ২০২৩

সাঈদীকে নিয়ে পোস্ট / আরও দুই ছাত্রলীগ নেতা বহিষ্কার
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে পোস্ট করায় আরও দুই ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তারা হলেন যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন এবং লক্ষ্মীপুরের রামগঞ্জের ছাত্রলীগ নেতা শরীফ হোসেন। একই সঙ্গে তাদের স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করেছে স্থানীয় ছাত্রলীগ। গত শুক্রবার রাতে যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কাজে জড়িত থাকায় মারুফ হোসেনকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রলীগের একাধিক সূত্র জানায়, গত ১৪ আগস্ট সাঈদীর মৃত্যুর পর ফেসবুকে ছবিসংবলিত সংবাদ কার্ড শেয়ার করে তার মাগফিরাত কামনা করেন সাংগঠনিক সম্পাদক মারুফ। যদিও কয়েক ঘণ্টা পরই পোস্টটি মুছে ফেলা হয়। এ বিষয়ে বহিষ্কৃত মারুফ হোসেন বলেন, গত ১৩ আগস্ট আমার ফেসবুক আইডি হ্যাক হয়। পরে বন্ধুরা জানায়, আইডি থেকে সাঈদীর নিয়ে পোস্ট করা হয়েছে। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় জিডিও করেছিলাম। জেলা ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস বলেন, সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে, গতকাল শনিবার বিকেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিউল জামান অপু মাল ও সাধারণ সম্পাদক সাজিদ হাসান অভি স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে শরীফ হোসেনের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত শুক্রবার জরুরী সভা ডেকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয় রামগঞ্জ উপজেলা ছাত্রলীগ। শরীফ উপজেলার ভাদুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
২০ আগস্ট, ২০২৩

সাঈদীর মৃত্যুতে স্ট্যাটাস, নরসিংদীর ৬ ছাত্রলীগ নেতা বহিষ্কার
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ, কুরআনের পাখি উল্লেখ ও জান্নাত চাওয়াসহ বিভিন্ন দিক উল্লেখ করে স্ট্যাটাস দেওয়ায় নরসিংদী জেলার চার উপজেলার ছয় ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল হক রিমন ও সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর মধ্যে নরসিংদী সদর উপজেলার দুজন, পলাশ উপজেলার দুজন, বেলাব উপজেলার একজন এবং মনোহরদী উপজেলার একজন রয়েছেন।  তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সাময়িক বহিষ্কৃত ছাত্রলীগের নেতারা হলেন, মাধবদী থানা ছাত্রলীগের সহসভাপতি সুজন-ভূঁইয়া, পাইকার চর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি শরিফুল ইসলাম শরীফ, পলাশ থানা ছাত্রলীগের সহসভাপতি মো. নাদিম মিয়া, জিনাদরী ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি হাফিজুর রহমান অপু, বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সাকিব আহাম্মেদ ও মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক জে এস জুনায়েদ। নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল হক রিমন ছয় নেতার সাময়িক বহিষ্কারের তথ্য নিশ্চিত করে জানান, রাজাকারের পক্ষে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিরা দায়িত্ব নিতে পারে না। দেলাওয়ার হোসাইন সাঈদী ছিলেন আদালতে রায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত চিহ্নিত যুদ্ধাপরাধী। তার মৃত্যুর পর অভিযুক্ত নেতারা ফেসবুকে যেসব পোস্ট দিয়েছেন সেটা বাংলাদেশ ছাত্রলীগের নীতি ও আদর্শ পরিপন্থি।
১৭ আগস্ট, ২০২৩
X