চট্টগ্রামে চোরাই মোটরসাইকেল উদ্ধার
চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির কালবেলাকে বলেন, চান্দগাঁও থানার ফরিদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য মো. জসীম উদ্দীনকে (৩২) আটক করা হয়। হাজী বখতিয়ার সওদাগরের বিল্ডিংয়ের নিচ তলার পার্কিং থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল জসীমের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ওসি আরও বলেন, চোরাই মোটরসাইকেলের মালিক জিমি চাকমা। গত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর দেড়টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যবর্তী যে কোনো সময় তার মোটরসাইকেলটি চুরি হয়। 
১৫ ডিসেম্বর, ২০২৩

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে চোরাই মোটরসাইকেল বিক্রি, গ্রেপ্তার ৩
দেশের বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করার পর বদলে ফেলা হতো রং, ইঞ্জিন ও চেসিস নম্বর। পরে ফেসবুকের বিভিন্ন গ্রুপে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে সেগুলো বিক্রি করে আসছিল একটি চক্র। এই চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলো মো. রাজিব, মো. দিদার হোসেন ও মো. রাসেল। গতকাল মঙ্গলবার এসব তথ্য জানান ঢাকার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। তিনি বলেন, কিছুদিন ধরে কেরানীগঞ্জ ও আশপাশের এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনা বেড়ে যায়। একটি সংঘবদ্ধ চক্র চোখের নিমিষেই মোটরসাইকেল চুরি করে পালিয়ে যায়। গত ১৯ জুলাই একটি মোটরসাইকেল চুরির ঘটনায় মামলা হয়। এরপর ঘটনা তদন্ত করতে গিয়ে এ চোর চক্রের সন্ধান পাওয়া যায়। প্রথমে রাজিবকে একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। রাজিবকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তারা কয়েকজন মিলে একটি সংঘবদ্ধ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সিন্ডিকেট গড়ে তুলেছে। রাজিবের কাছ থেকে তথ্য পেয়ে দিদার ও রাসেলকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজিবই এ চক্রের মূলহোতা। বাকিরা চুরি ও বিক্রির কাজে সহায়তা করত। তারা কেরানীগঞ্জ মডেল থানার হিন্দু চড়াইল এলাকায় চোরাই মোটরসাইকেল মজুত রাখার জন্য একটি টিনের গ্যারেজ ভাড়া নেয়। পরে সেখানে অভিযান চালিয়ে ডিএমপি ও বিভিন্ন জেলা থেকে চুরি করা বিভিন্ন কোম্পানির ১২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ চক্রের কাছ থেকে মোট ১৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। তিনি জানান, আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
৩০ আগস্ট, ২০২৩
X