পেনাল্টি মিস আর চোট নিয়ে কী বললেন মেসি
গ্রুপ পর্বে চিলির বিপক্ষে পড়েন ইনজুরিতে। খেলা হয়নি পেরুর বিপক্ষে। ইকুয়েডরের বিপক্ষে প্রথম কোয়ার্টার ফাইনালে নামবেন কি না তা নিয়ে ছিল শঙ্কা। নামলেও ভয় ছিল আবারও চোটে পড়ার। ম্যাচে সে সেই কথাটাই বললেন লিওনেল মেসি। স্বীকার করেন ইকুয়েডরের বিপক্ষে খেলার সময় আবারও চোট পাওয়ার ভয় কাজ করেছে তার। যার প্রভাব পড়েছে ম্যাচের পারফরম্যান্সে। এ ছাড়া এমিলিয়ানো মার্তিনেজের প্রশংসা করেন বলেন, দিবুর কাজগুলো তার খুবই পছন্দ। বাংলাদেশ সময় শুক্রবার (৫ জুলাই) সকালে টেক্সাসের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ৩৫ মিনিটে লিসান্দ্রো মার্তিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। যোগ করা সময়ে কেভিন রদ্রিগেজের গোলে সমতায় ফেরে ইকুয়েডর। ফাইনাল ছাড়া নকআউট পর্বে অতিরিক্ত সময় নেই। তাই ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। প্রথম শট মিস করেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। হতাশা নিমজ্জিত আর্জেন্টাইনদের উল্লাসের উপলক্ষ এনে দেন এমিলিয়ানো মার্তিনেজ। ইকুয়েডরের প্রথম দুই শট আটকে নিশ্চিত করেন বর্তমান চ্যাম্পিয়নদের সেমিফাইনাল। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পেনাল্টি মিস করার ব্যাখ্যায় মেসি বলেন, ‘পেনাল্টি অনুশীলন করেননি। তবে অন্যদের সঙ্গে কথা হয়েছে। আমি গোল নিশ্চিত করার জন্য এবারের শট নিয়েছিলাম। তবে তা ক্রসবারে লেগে আবার আমার কাছে চলে আসে।’ পরে ম্যাচের নায়ক এমিলিয়ানো মার্তিনেজের প্রশংসা করেন বলেন, ‘আমি জানতাম দিবু সবসময় এই মুহূর্তের (পেনাল্টি শুট আউট) জন্য তৈরি থাকে। সে এই মুহূর্তটাতে পছন্দ করে। এটা এবং খুব দ্রুত, তার উপর অনেক বিশ্বাস ছিল। সৌভাগ্যের বিষয় সে আমাদের এই পর্যায়ে (সেমিতে) পৌঁছাই।’ Messi and his family ️ pic.twitter.com/1nqMhad25W— All About Argentina (@AlbicelesteTalk) July 5, 2024 গ্রুপ গ্রুপের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে ডান পায়ে চোট পান মেসি। পেরুর বিপক্ষে খেলতে পারেননি। ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও খেলা নিয়ে সন্দেহ ছিল। চোট নিয়ে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘ব্যথা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেছি। ধীরে ধীরে অনুশীলন করেছি। কিছুটা ভয়ও ছিল। আমাকে ধীরে ধীরে যেতে হয়েছে। শেষ ওয়ার্কআউটে আমি আরও ভালো বোধ করেছি। এবং ভেবেছিলাম আমি হতে পারব।’ এ সময় তিনি আরও বলেন, ‘ভালোই ছিলাম, আমার কোনো অসুবিধা হয়নি। তবে অস্বস্তি নিয়ে কিছুটা মানসিক ভয় ছিল। সে (লিওনেল স্কালোনি) আমাকে জিজ্ঞাসা করেছিল খেলতে চাই কিনা। এবং আমি হ্যাঁ বলেছিলাম।’ এদিকে ইকুয়েডরের পারফরম্যান্স নিয়ে আর্জেন্টাইন কিংবদন্তি বলেন, ‘আমরা জানতাম এটি এমন (কঠিন) হতে চলেছে। একটি তীব্র লড়াকু হবে। কিছু দিন আগে আমরা একটি প্রীতি ম্যাচ খেলেছি। আমরা জানি তাদের কী ধরনের খেলোয়াড় আছে এবং তারা কী ধরনের ম্যাচ খেলে।’ এ নিয়ে মেসি আরও বলেন, ‘আমরা যেমন আশা করেছিলাম, ঠিক তেমনই হয়েছে। তাদের খুব ভালো খেলোয়াড় আছে। তারা খুব গতিশীল, শক্তিশালী দল। তারা দুর্দান্ত খেলে কোয়ার্টার ফাইনালটা যে কঠিন করে তুলবে তা  আমরা জানতাম।’
০৫ জুলাই, ২০২৪

চোট নিয়েই মেয়ের হাত ধরে কানে ঐশ্বরিয়া, হাঁটবেন লালগালিচায়
পর্দা উঠেছে কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরের। মঙ্গলবার ১৪ মে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এই আয়োজন উদ্বোধন করেন অভিনেত্রী মেরিল স্ট্রিপ। উৎসবে যোগ দিতে ১৫ মে বুধবার ভারত ছাড়েন ভারতের গ্লোবাল তারকা ঐশ্বরিয়া রায় বচ্চন। উড়াল দেওয়ার আগে মুম্বাই বিমানবন্দরে মেয়ে আরাধ্যার সঙ্গে দেখা যায় তাকে। খবর : পিঙ্কভিলা  ভারত ছাড়ার আগে বিমান বন্দরে ঐশ্বরিয়াকে বিদায় জানাতে শতশত ভক্তদের উপস্থিত হতে দেখা যায়। তবে এসময় সাবেক এই বিশ্ব সুন্দরীর হাতে চোট দেখা যায়। যার ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ভিডিওতে দেখা যায়। মেয়ের হাত ধরে বিমান বন্দরে আসেন এই নায়িকা। একা হাতে ব্যাগ। অন্য হাতে চোট থাকায়  তার ব্যাগ ও জ্যাকেট মেয়ে আরাধ্যাকে বহন করতে দেখা যায়। এ সময় অনেক ভক্তই তাকে উদ্দেশ করে শুভকামনা জানাতে শোনা যায়।     ঐশ্বরিয়া ছাড়াও কানের রেড কার্পেটে থাকছেন অদিতি রাও হায়দারি, কিয়ারা আডবাণী, দক্ষিণী অভিনেত্রী সবিতা ধুলিপালা। এদিকে কানের মঞ্চে ইতিমধ্যেই আত্মপ্রকাশ করে ফেলেছেন বলিউডের গ্ল্যামার গার্ল উর্বশী রাউতেলা।
১৬ মে, ২০২৪

শঙ্কা বাড়াল তাসকিনের চোট
জিম্বাবুয়ে সিরিজের পঞ্চম ম্যাচের আগে পেশিতে টান লেগেছে পেসার তাসকিন আহমেদের। এতেই শঙ্কায় পড়েছে ডানহাতি পেসারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা। স্ক্যানের চোটের ধরন দেখে চিকিৎসা করাতে চায় বিসিবি। তবে ঠিক কতদিনের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে তার; সেটা এখনো নিশ্চিত করতে পারেননি বোর্ডের কেউ। অবশ্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও জানিয়েছেন, চোট সারাতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শও নেবেন তারা। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম চার ম্যাচেই একাদশে ছিলেন তাসকিন। ৪ ইনিংসে ৮ উইকেট নিয়ে সিরিজসেরা পারফর্মারও হয়েছেন ডানহাতি এই পেসার। অথচ এমন খুশির দিনেই চোটের দুঃসংবাদ তার। পেশিতে লাগা টান ঠিক কতদিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে, জানা নেই তাসকিনেরও। ম্যাচের পর যেমনটা বলেছেন গণমাধ্যমকে, ‘এখনো কিছু বলা যাচ্ছে না। পুরো রিপোর্টটা আসলে বলা যাবে। ব্যথা আছে। এখনো বলা যাচ্ছে না (কী হতে পারে), ফিফটি-ফিফটি।’ অর্থাৎ চোটের স্থানে ব্যথা অনুভব করছেন তাসকিন। বিশ্বকাপের দল ঘোষণার ঠিক কয়েক ঘণ্টা আগেই এমন চোট টিম ম্যানেজমেন্টকেও নতুন করে ভাবাচ্ছে। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন দরকার পড়লে তাসকিনকে যুক্তরাষ্ট্রে ডাক্তার দেখাবেন তারা। বিসিবি সভাপতি বলেন, ‘দুই থেকে তিন সপ্তাহ হয়তো বিশ্রাম দেবে (তাসকিনকে)। যদি দুই সপ্তাহ হয় তাহলে কী করব বা তিন সপ্তাহ হলে কী করব—দরকার পড়লে আমরা যুক্তরাষ্ট্রে ডাক্তারের সঙ্গে কথা বলব।’ অর্থাৎ চোটে আপাতত যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলার সম্ভাবনা নেই বললেই চলে তাসকিনের। তবে দলের সঙ্গেই সেখানে যাবেন তিনি।
১৩ মে, ২০২৪

চোট ভাবনায় রোহিতের ভারত
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায়; বাকি এখনো তিন ম্যাচ। অথচ একের পর এক চোটে বিধ্বস্ত স্বাগতিক ভারত। তৃতীয় টেস্টের এখনো পাঁচ দিন বাকি। তার আগেই নতুন করে চোটের খবরে দল ঘোষণার সময় পিছিয়ে দিয়েছে অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। জানা গেছে, আজ বা কাল একসঙ্গে বাকি তিন টেস্টের দল ঘোষণা করবেন তারা। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, নতুন করে চোট পাওয়া ক্রিকেটার শ্রেয়াস আইয়ার। পিঠের পেশিতে চোট অনুভব করছেন তিনি। এজন্য কয়েক সপ্তাহ ছুটি চেয়েছেন তিনি। চোট সারিয়ে উঠতে জাতীয় ক্রিকেট একাডেমিতে যাওয়ার কথা তার। গত বছর করা অস্ত্রোপচারের পর এবার আবারও সেখানে ব্যথা অনুভব করছেন শ্রেয়াস। সামনে আইপিএল ও বিশ্বকাপ—চোটমুক্ত থাকতেই বিশ্রাম চান তিনি। চোটে দ্বিতীয় টেস্টে খেলা হয়নি লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজার। তৃতীয় টেস্টেও দুজনের না থাকার সম্ভাবনাই বেশি। এ ছাড়া বিরাট কোহলির ফেরা নিয়ে আছে অনিশ্চয়তা।
১০ ফেব্রুয়ারি, ২০২৪

আঙুলে চোট পেয়েছেন তামিম
পিঠের ব্যথায় অনেক দিন ভুগেছেন তামিম ইকবাল। মাঠের বাইরের কারণ যেটাই হোক, পিঠের ব্যথার কারণেই মূলত ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারেননি তিনি। গতকাল মিরপুর ইনডোরের আউটারে অনুশীলন করার সময় আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন তামিম। বিপিএলকে সামনে রেখে নিজেকে তৈরি করছিলেন তামিম। লম্বা সময় পর গতকাল সকালে ব্যাটিং প্র্যাকটিস করছিলেন। হঠাৎ তাসকিন আহমেদের লাফিয়ে ওঠা বল তার বাঁ হাতের আঙুলে আঘাত করে। আঘাত পেয়ে তামিম কিছুক্ষণ ইনডোরে বসে ছিলেন। এরপর আঙুলে স্কচটেপ পেঁচিয়ে ইনডোর থেকে তিনি বেরিয়ে যান। গত বছরের ২৩ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তামিম। এর পরে অন্য কোনো ম্যাচেও তিনি অংশ নেননি। অনেক নাটকের পর বিশ্বকাপ দল থেকে বাদ পড়লে তিনি অনুশীলনও করেননি। লম্বা বিরতির পর গত শুক্রবার তিনি মাঠে যান অনূর্ধ্ব-১৯ দলকে ব্যাট দেওয়ার জন্য। এরপর গতকাল গিয়েছিলেন অনুশীলন করতে। মূলত ১৯ জানুয়ারি শুরু হতে যাওয়া বিপিএল খেলার জন্যই নিজেকে তৈরি করছিলেন তামিম। বিপিএল তিনি খেলবেন ফরচুন বরিশালের হয়ে। ২০ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম খেলবে তার দল।
১০ জানুয়ারি, ২০২৪

চোটগ্রস্ত হলান্ডকে নিয়ে সতর্ক ম্যানসিটি
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) চলতি মৌসুমটা খুব একটা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। টানা তিন পরাজয়ের পর অ্যাস্টন ভিলার কাছে ১-০ গোলে হারের স্বাদ পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পরের ম্যাচে লটুন টাউনকে হারিয়ে জয়ে ফিরলেও গোলমেশিন আর্লিং হলান্ডকে স্কোয়াডে পায়নি সিটিজেনরা। ‘বোন স্ট্রেস চোটে’ ভুগছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। আসন্ন ক্লাব বিশকাপের শুরুতেই দলের বড় তারকাকে পেতে সতর্ক সিটি কোচ পেপ গার্দিওলা।    ২০২৩-২৪ মৌসুমের ১৫ ম্যাচেই ম্যানসিটির শুরুর একাদশে ছিলেন হলান্ড। তবে চোটের কারণে গতকালের ম্যাচে লুটন টাউনের বিপক্ষে একাদশে ছিলেন না সিটির গোলমেশিন। এমনকি স্কোয়াডেও ছিলেন না ২৩ বছর বয়সী ফুটবলার। তবে ম্যানসিটি কোচ পেপ গার্দিওলার আশা, আসন্ন সৌদি আরবে ক্লাব বিশ্বকাপের আগেই পূর্ণ ফিট হবেন হলান্ড।  পেপ গার্দিওলা জানিয়েছেন, দলের প্রাণ ভোমরা হলান্ডের ‘বোন স্ট্রেস চোট’ আহামরি গুরুত্বর কিছু না। তবে সতর্কতার অংশ হিসেবে প্রিমিয়ার লিগের আগামী ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলবেন না ২৩ বছর বয়সী তারকা। সৌদিতে যাওয়ার আগে হলান্ডকে পর্যবেক্ষণ করা হবে।  ম্যানসিটি কোচ গার্দিওলা বলেন, ‘এটা বোন স্ট্রেসের চাপ মানে শুধুই হাড়ের ওপর চাপ পড়েছে। দয়া করে জিজ্ঞাসা করবেন না যে, তার পা ভেঙে গেছে। লুটন ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন না হলান্ড। বাড়তি সতর্কতার কারণে ক্রিস্টাল প্যালেস ম্যাচে নাও খেলতে পারেন তিনি। আশা করছি সৌদি আরবে যাওয়ার আগে সে প্রস্তুত হতে পারবে। সে কেমন বোধ করছে পরের সপ্তাহে সেটা বোঝার চেষ্টা করবো।’ আগামী ১৩ ডিসেম্বর সৌদি আরবে শুরু হবে ফিফা ক্লাব বিশ্বকাপ আসর। প্রথম রাউন্ডে মাঠে নামবে সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদ ও নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটি। আর ২০ ডিসেম্বর টুর্নামেন্টে সরাসরি সেমিফাইনাল খেলবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ম্যানচেস্টার সিটি।   
১১ ডিসেম্বর, ২০২৩

হঠাৎ সাকিব কেন মিরপুরে?
ভারতে ওয়ানডে বিশ্বকাপ চলাকালে শ্রীলঙ্কার বিপক্ষে ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান। বাঁহাতের আঙুলে চোটের কারণে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেননি বাংলাদেশ অধিনায়ক। তখন থেকে ক্রিকেটের বাইরে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার। অবশেষে নিজের চোটাক্রান্ত আঙুল নিয়ে কথা বলতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) হাজির হন সাকিব। বুধবার (২২ নভেম্বর) দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাজির হন টাইগার অধিনায়ক সাকিব। সেখানে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও নির্বাচক হাবিবুল বাশার সুমন উপস্থিত ছিলেন। তবে নিজের আঙুলের চোট নিয়ে কথা বলতেই বিসিবির মেডিকেল বিভাগে আসেন সাকিব।    বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেই যুক্তরাষ্ট্রে থাকা পরিবারের কাছে পাড়ি জমান সাকিব। মার্কিন মুল্লুকে অবস্থানকালীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেন বিশ্বসেরা অলরাউন্ডার। গতকাল দেশে ফিরেই বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের অফিসে গিয়ে মনোনয়ন ফরম জমা দেন সাকিব। বিসিবির মেডিকেল বিভাগে নিজের চোটপ্রাপ্ত আঙুল দেখাতেই মিরপুরে এসেছিলেন সাকিব। দেখা যায় বাঁহাতের আঙুলে ব্যান্ডেজ নিয়েই বিসিবিতে প্রবেশ করেন বাংলাদেশ অধিনায়ক।  বিসিবির চিকিৎসক সূত্রে জানা গেছে, নিজের বাঁহাতের আঙুলের লাগানো স্প্রিং বদলানোর জন্য বিসিবিতে যান সাকিব। কমপক্ষে তিন সপ্তাহ ব্যান্ডেজ নিয়ে ঘুরতে হবে বিশ্বসেরা অলরাউন্ডারের।  বিসিবির চিকিৎসক জানিয়েছেন, সাধারণত এমন চোটের ক্ষেত্রে তিন সপ্তাহ পর ব্যান্ডেজ খুলে এক্স-রে করা হয়। সেই হিসেবে অন্তত আরও এক সপ্তাহ পর আঙুলে এক্স-রে করতে হবে। এরপরেই তার (সাকিব) চোটের সবশেষ অবস্থা জানা সম্ভব হবে।
২২ নভেম্বর, ২০২৩

বিশ্বকাপ শেষ ইংলিশ পেসারের
ভারতে চলমান বিশ্বকাপ থেকে বাদ পড়েছেন ইংল্যান্ডের বাঁহাতি পেসার রিস টপলি। বাম হাতের আঙুলে চোট ধরা পড়ায় বাকি টুর্নামেন্টে আর খেলতে পারবেন না এ ইংলিশ পেসার।  ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে রিস টপলির ইনজুরির কথা নিশ্চিত করেছে। খুব দ্রুত সময়ের মধ্যেই বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করবে সংস্থাটি।  শনিবার (২১ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের বোলিং থেকে বল থামানোর সময় আঙুলে চোট পান টপলি। আঘাতের পর মাঠ ছাড়েন ইংলিশ পেসার। অবশ্য পরে আঙুলে ট্যাপ পেঁচিয়ে ফিরে দুটি উইকেট তুলে নেন টপলি। ম্যাচ শেষে স্ক্যান করা হয় টপলির। যেখানে চোটের কারণে বাকি প্রতিযোগিতায় খেলার মতো অবস্থায় থাকবেন না তিনি। তাই টুর্নামেন্ট থেকে টপলিকে বাদ দিয়েছে ইসিবি। ভারতে ইংলিশ স্কোয়াডের সঙ্গে রয়েছেন পেসার জোফরা আর্চার। ধারণা করা হচ্ছে টপলের পরিবর্তে আর্চারকে দলে নিবেন প্রধান কোচ ম্যাথিউ মট।  ইংল্যান্ডের হয়ে চলমান বিশ্বকাপে সর্বোচ্চ ৮টি উইকেট শিকার করেছেন টপলি।   
২২ অক্টোবর, ২০২৩

ব্রাজিলের হারের রাতে কান্নায় মাঠ ছাড়ল নেইমার
বিশ্বকাপ বাছাইপর্বের লাতিন অঞ্চলের ম্যাচে ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করে পয়েন্ট হারিয়েছিল ব্রাজিল। এবার উরুগুয়েতে খেলতে গিয়ে হেরেই গেল বিশ্ব ফুটবরের সর্বোচ্চ শিরোপাধারীরা। দলের পরাজয়ের দিনে ইনজুরিতে পরে কান্নায় মাঠ ছেড়েছেন দলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র।  বুধবার (১৮ অক্টোবর) মন্টেভিডিও’র এস্তাদিও সেন্টেনারিওতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-০ হারিয়েছে উরুগুয়ে। এ জয়ে দীর্ঘ ২২ বছর পর সেলেসাওদের বিপক্ষে জয়ের দেখা পেল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। উরুগুয়ের ঘরের মাঠে শুরু থেকেই এলোমেলো ফুটবল উপহার দেয় ব্রাজিল। ভিনিসিয়ুস-নেইমারদের নিয়ে গড়া শক্তিশালী আক্রমণভাগও ছিল বিবর্ণ। পুরো ম্যাচে বল পজিশনে উরুগুয়েকে পিছেনে ফেলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে গোলের দেখা পায়রি নেইমাররা। উল্টো কাউন্টার অ্যাটাকে ব্রাজিলের গোলপোস্ট কাঁপিয়ে দেয় উরুগুয়ে। ৪২ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন লিভারপুলের স্ট্রাইকার ডারউইন নুনেজ। তবে ম্যাচের ৪৫ মিনিটে চোট পেয়ে কান্নায় মাঠ ছাড়েন ব্রাজিল তারকা।  দ্বিতীয়ার্ধে নেইমারের বদলি হিসেবে মাঠে আসেন রিচার্লিসন। গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে ব্রাজিল। ৬৭ মিনিটে রদ্রিগোর ফ্রি কিক ফিরে আসে ক্রসবারে লেগে। ব্রাজিলও সমতা ফেরার সুযোগ হারায়। ৭৭ মিনিটে দ্বিতীয়বারের মতো এগিয়ে যায় উরুগুয়ে। নুনেজের সহায়তায় পাঁচবারের চ্যাম্পিয়নদের বড় ধাক্কা দেন নিকোলাস ডি লা ক্রুজ। বাকি সময়ে চেষ্টা চালিয়েও স্বাগতিক ডিফেন্স লাইন ভাঙতে পারেন ব্রাজিল।  টানা চার জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। সমান ম্যাচে সাত পয়েন্ট তালিকার তিনে অবস্থান করছে ব্রাজিল।  
১৮ অক্টোবর, ২০২৩

হাঁটাচলায় স্পষ্ট সাকিবের চোট গুরুতর নয়
চেন্নাই থেকে ১ হাজার ১৯২ কিলোমিটার পাড়ি দিয়ে এখন পুনে বাংলাদেশ। টিম বাসে ওঠার আগে সাকিব আল হাসানকে বেশ সুস্থ দেখা গেছে। ট্রাভেল লাগেজ, ব্যাগ—সবকিছু নিজেই গুছিয়ে এয়ারপোর্টের উদ্দেশে বাসে ওঠেন তিনি। পরশু রাতে নিউজিল্যান্ডের সঙ্গে পাওয়া বাঁ পায়ের ঊরুর চোট যে গুরুতর নয়; তার হাঁটাচলাতেই স্পষ্ট বোঝা যাচ্ছিল। পরে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, চোটের স্থানে ব্যথা কমে গেছে বাংলাদেশ অধিনায়কের। ভারত ম্যাচের আগেই মাঠে ফিরবেন তিনি, এমনই আশা ম্যানেজমেন্টের। ব্যাটিংয়ের সময়ই ক্রাম্প করেছিল সাকিবের। মাঠে প্রাথমিক চিকিৎসা নিয়ে আরও কিছু সময় ব্যাটিং করেন তিনি। এরপর ফিল্ডিংয়ের সময় সাকিবকে দেখা গেল স্লিপে ফিল্ডিং করতে। ক্যারিয়ারে খুব কম সময়ই স্লিপে ফিল্ডিং করেছিলেন তিনি। হঠাৎ স্লিপে দাঁড়ানোর কারণ চোট সতর্কতাই ছিল। চোটের ভয় নিয়েও পুরো দশ ওভার বোলিং করেন তিনি। তবে ম্যাচ শেষ হতেই দ্রুত চলে যান হাসপাতালে। চোটের জায়গায় একটি স্ক্যান করানো হয়েছে। তবে রিপোর্ট এখনো জানা যায়নি। দলের সঙ্গে থাকা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, ‘ব্যথা কমে গেছে। কোন স্টেজে আছে, এটির রিপোর্ট হয়তো পাব। তবে ছোট টিয়ার আছে পায়ে।’ চোট গুরুতর না হওয়ায় ভারতের বিপক্ষে মাঠে নামতে ভয় নেই সাকিবের। আরও চার দিন সময় পাবে বাংলাদেশ। এ সময় তিন দিন বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা। ততদিনে সাকিব সেরে উঠবেন—এমনই আশা সুজনের, ‘আশা করছি, ভারতের বিপক্ষে পাব ইনশাআল্লাহ। ছোট্ট একটা টিয়ার আছে মনে হয়; গ্রেড ওয়ান বা টু হবে। আজকেই (গতকাল) হয়তো রিপোর্ট পাব।’ সাকিবে বাংলাদেশ সুখবর পেলেও নিউজিল্যান্ডের দুঃসংবাদ কেন উইলিয়ামসন। একই ম্যাচে চোট পেয়েছিলেন সাকিবের মতো তিনিও; কিন্তু তার ফেরা আবারও অনিশ্চিত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, এক মাস লেগে যাবে সেরে উঠতে।
১৫ অক্টোবর, ২০২৩
X