স্বার্থবিরোধী চুক্তি করে সার্বভৌমত্ব বিকিয়ে দিচ্ছে সরকার : প্রিন্স
খালেদা জিয়া ও গণতন্ত্রের মুক্তি এবং সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন একই সূত্রে গাঁথা উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বেগম খালেদা জিয়াকে বন্দি রেখে সরকার ভারতের সহযোগিতায় ডামি নির্বাচন করে ভারতের সঙ্গে দেশের স্বার্থবিরোধী চুক্তি করে সার্বভৌমত্ব বিকিয়ে দিচ্ছে। তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি না কি বেআইনি ও অযৌক্তিক।’ বুধবার (৩ জুলাই) দুপুরে জামালপুর পৌর শহরের স্টেশন রোডে জামালপুর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স। ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে প্রিন্স বলেন, আইনকে অপব্যবহার করে সরকারের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দণ্ড দেওয়া হয়েছে। আইন নিজস্ব গতিতে চললে দণ্ড দূরে থাক, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাই চলে না। তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করে কর্তৃত্ববাদী শাসন টিকিয়ে রাখতে বেগম খালেদা জিয়াকে বিভিন্ন শর্তের বেড়াজালে গৃহবন্দি করে রেখেছে। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি গণদাবিতে পরিণত হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামালপুর জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে। প্রবল বৃষ্টির মধ্যে অনুষ্ঠিত সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক সমাবেশে যোগ দেয়। সমাবেশে এমরান সালেহ প্রিন্স সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফরকালে সে দেশের সঙ্গে সম্পাদিত সমঝোতা স্মারক ও চুক্তির কথা উল্লেখ করে বলেন, এসব স্মারক ও চুক্তিতে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়া হয়েছে। ওবায়দুল কাদের বলেছেন তারা ভারতের সঙ্গে বন্ধুত্ব করছেন। কিন্তু প্রকৃত অর্থে তারা বন্ধুত্বের নামে দাসত্ব করছেন। আর এই দাসত্বের জন্য বাংলাদেশের প্রাপ্তির ঝুড়ি শূন্য। ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী মন্ত্রী-নেতারা তাদের সেবাদাসী মনোভাব ও দাসত্ব আড়াল করতে প্রতিদিন অসত্য, ভিত্তিহীন শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা করছেন। তারা স্বীকারোক্তি দিয়েছিলেন, ৭ জানুয়ারির ডামি নির্বাচন করতে ভারতকে পাশে পেয়েছিলেন। তাই এখন প্রতিদান দিতে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ভারতকে উজাড় করে দিচ্ছেন।’ তিনি বলেন, ‘যারা ভারতে চিকিৎসা সেবা পাওয়া এবং মার্কেটিং করাকে বিশাল প্রাপ্তি মনে করেন, তাদের লেন্দুপ দর্জির পরিণতি ভোগ করতে বেশি দেরি করতে হবে না।’ তিনি আরও বলেন,  বিএনপি ভারত বিরোধী নয়। সমমর্যাদার ভিত্তিতে ভারতসহ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। কিন্তু বন্ধু কোনো রাষ্ট্র যদি দেশের স্বার্থ বিনষ্ট করে, তার  প্রতিবাদ করতে বিএনপি কুণ্ঠা করবে না। লাখ লাখ শহীদের রক্তে কেনা স্বাধীনতা বিপন্ন হয়ে পড়ছে মন্তব্য করে এমরান সালেহ প্রিন্স বলেন, বিপন্ন স্বাধীনতা রক্ষা করতে প্রয়োজনে রক্ত দিতে হবে। আওয়ামী লীগ শুধু ক্ষমতায় থাকার জন্য দেশের গণতন্ত্র, রাজনীতিকে বিপন্ন করে তাঁবেদারি করে দেশের সার্বভৌমত্ব দুর্বল করেছে। দেশের স্বার্থবিরোধী এই চুক্তি জনগণ প্রত্যাখ্যান করেছে। বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রের মুক্তি এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান জানান তিনি। জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেস আলী মামুন, কেন্দ্রীয় সহজলবায়ু পরিবর্তনবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপি নেতা লিয়াকত আলী, শহীদুল হক খান দুলাল, আহসানুজ্জামান খান রোমেল, লোটন, শাহ মাসুদসহ অন্যরা বক্তব্য রাখেন।
৫ ঘণ্টা আগে

মোস্তাকের চুক্তি নবায়ন কর‌বে বি‌সিবি
বিশ্বকাপের পর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ। টুর্নামেন্টে নাজমুল হোসেন শান্তর দলের পারফরম্যান্স মূল্যায়ের সঙ্গে কোচদের ব্যাপারেও আলোচনা হয়েছে। সেখানে লেগ স্পিন কোচ মোস্তাক আহমেদের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করেছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ। আজ মঙ্গলবার বিসিবিতে হওয়া বৈঠকে এ প্রস্তাব রাখা হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল মোস্তাক আহমেদের। টুর্নামেন্টে শিষ্যদের পারফর্ম দেখে তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির ভাবনা ছিল বিসিবির। সেখানে সন্তুষ্টি মেলাতে এবার অন্তত ২ বছরের জন্য মোস্তাককে কোচ করতে যাচ্ছে বিসিবি। এবারের বিশ্বকাপের বোলিংয়ে বাংলাদেশের উজ্জ্বল পারফর্মার রিশাদ হোসেন। প্রথমবার কোনো বিশেষজ্ঞ লেগ স্পিনারকে বিশ্বকাপে খেলিয়ে সাফল্য পেয়েছে বাংলাদেশ। ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে টুর্নামেন্টে বাংলাদেশের সেরাও রিশাদ। শুধু তাই নয়, সংক্ষিপ্ত সংস্করণের যে কোনো টুর্নামেন্টে রিশাদই বাংলাদেশের সবচেয়ে সফল বোলার।
০২ জুলাই, ২০২৪

সাউথইস্ট ইউনিভার্সিটি-পুলিশ স্টাফ কলেজের মধ্যে সমঝোতা চুক্তি সই
সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) ও পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সোমবার (১ জুলাই) পুলিশ স্টাফ কলেজের আইসিসিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর ড. মল্লিক ফকরুল ইসলাম এবং সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।  অনুষ্ঠানে সাউথইস্ট ইউনিভার্সিটির উপউপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন, পুলিশ স্টাফ কলেজের এসডিএস (প্রশিক্ষণ), ড. এ এফ. মাসুম রব্বানী; সাউথইস্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ, অতিরিক্ত রেজিস্ট্রার এয়ার ভাইস মার্শাল এম আবুল বাশার (অব.) এবং এসইইউ বোর্ড সেক্রেটারি মোহাম্মদ তারিক আল জালিল উপস্থিত ছিলেন। এ চুক্তি অনুযায়ী সাউথইস্ট ইউনিভার্সিটি এসইইউ এবং পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ যৌথভাবে শিক্ষা, গবেষণা ও বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রাম যেমন- সেমিনার, কনফারেন্স ও কর্মশালার আয়োজন করবেন। উভয় প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা জোরদার হবে যা সমৃদ্ধ জ্ঞান এবং দক্ষতার পরিবেশকে উৎসাহিত করবে।
০১ জুলাই, ২০২৪

ভারতের সঙ্গে একপেশে কোনো চুক্তি হয়নি : তথ্য প্রতিমন্ত্রী
ভারতের সঙ্গে একপেশে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। সোমবার (১ জুলাই) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।  ভারতের সঙ্গে ট্রেন চলাচল শুরু হলে দেশ নিরাপত্তা ঝুঁকিতে পড়বে- বিএনপির এমন অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে অসত্য ও ডাহা মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে বিএনপি। কল্পিত কাহিনি বানিয়ে গোটা জাতিকে উসকানি দিচ্ছে বিএনপি নেতারা। উভয় দেশের কানেক্টিভিটির কথা উল্লেখ করে তিনি বলেন, এই কানেক্টিভিটির জন্য ‘হাব’ হতে পারে বাংলাদেশ। শুধু যে প্রতিবেশী দেশ লাভবান হবে, এই চিন্তা বাদ দিতে হবে। ভারতের সঙ্গে সমঝোতায় সবাই লাভবান হবে। দেশটির সঙ্গে একপেশে কোনো চুক্তি হয়নি, উভয় দেশ লাভবান হবে। ভারতের সঙ্গে ট্রেন চলাচলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শুধু বাংলাদেশের বুক চিরে ভারতে ট্রেন যাবে না। ভারতের বুক চিড়েও বাংলাদেশের ট্রেন নেপাল, ভুটান যাবে। কিন্তু সেভাবে তো গণমাধ্যমে সংবাদ প্রচার হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি চিন্তায় নতজানু, সততার মানদণ্ডে নতজানু। তিস্তার পানি বণ্টন নিয়ে বিএনপি প্রশ্নই তোলেনি, তা নিয়ে এখন সমালোচনা করা মানায় না।  এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, ভারতের সঙ্গে স্থল সীমানা চুক্তি, সমুদ্রসীমা জয়, গঙ্গার পানি চুক্তিসহ অনেক অর্জন আছে বর্তমান সরকারের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক প্রচেষ্টার কারণেই ভারতের সংবিধান পরিবর্তন করে স্থল সীমানা চুক্তি করা হয়েছে। যার ফলে সাড়ে ১০ হাজার একর ভূমি বাংলাদেশের ভূখণ্ডে যুক্ত হয়েছে। 
০১ জুলাই, ২০২৪

নতুন করে লেখা হচ্ছে গাজায় যুদ্ধবিরতির চুক্তি
ফিলিস্তিনি ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির চুক্তি নতুন করা লেখা হচ্ছে। দুপক্ষের কেউ যুদ্ধবিরতিতে সম্মত না হওয়ায় নতুন করে কিছু পরিবর্তন আসছে এ চুক্তিতে। শনিবার (২৯ জুন) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে প্রস্তাবিত জিম্মি এবং যুদ্ধবিরতি চুক্তি নতুন করে প্রস্তাব করছে। ইসরায়েলে জিম্মিদের পরিবারের ব্যাপক বিক্ষোভের মধ্যে এমন তথ্য জানা গেছে।  শনিবার সংবাদমাধ্যম এক্সিওজ যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্রের সঙ্গে কথা বলে এ তথ্য জানিয়েছে। তারা বলছে,  চুক্তির ৮ নম্বর অনুচ্ছেদ সংশোধন করা হচ্ছে। এ অনুচ্ছেদে প্রথম ধাপে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে।  চ্যানেল ১২ জানিয়েছে, চুক্তির ১২তম অনুচ্ছেদও সংশোধন করা হয়েছে। এ অনুচ্ছেদে প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে স্থানান্তরের কথা বলা হয়েছে।  একটি সূত্র জানিয়েছে, হামাস ও ইসরায়েলের মধ্যকার চুক্তিটি সফল করার জন্য যুক্তরাষ্ট্র নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফিলিস্তিনি গোষ্ঠী এ পরিবর্তন অনুমোদন করলে চুক্তিটি কার্যকর হতে পারে। দুপক্ষের মধ্যে চুক্তি বাস্তবায়ন হলে গাজায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হবে। এ সময় হামাস গাজায় জিম্মি থাকা ইসরায়েলি নারী, বয়স্ক ও অসুস্থদের মুক্তি দেবে। এ ছাড়া এ সময়ে দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতির জন্য আলোচনা চলমান থাকবে। দ্বিতীয় ধাপে হামাস তাদের হাতে থাকা বাকি জিম্মিদের মুক্তি দেবে। তবে চুক্তির শর্ত লঙ্ঘন করলে ইসরায়েল আবার গাজায় অভিযান শুরু করতে পারবে।  হামাসের দাবি, চুক্তির জন্য গাজায় স্থায়ী যুদ্ধবিরতি হতে হবে। সাময়িক কোনো যুদ্ধবিরতিতে সম্মত হতে চাইছে না গোষ্ঠীটি। অন্যদিকে ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা চালিয়ে আসছে।  হামাসের শীর্ষ নেতা ওসামা হামদান অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের শর্ত মেনে নেওয়ার জন্য হামাসের ওপর চাপ প্রয়োগ করে আসছে।  গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা করে ইসরায়েল। দেশটির হামলার জবাবে গাজায় পাল্টা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এরপর থেকে এ যুদ্ধ দীর্ঘ আট মাসের বেশি ধরে এ যুদ্ধ অব্যাহত রয়েছে। এর আগে গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। এ সময়ে বিনিময়ে ১১০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। ধারণা করা হচ্ছে, তাদের হাতে এখনো শতাধিক জিম্মি রয়েছেন। 
৩০ জুন, ২০২৪

ভারতের সঙ্গে কোনো চুক্তি সই হয়নি
পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতের সঙ্গে কোনো চুক্তি সই হয়নি। প্রধানমন্ত্রী ভারত সফরের সময় সে দেশের সঙ্গে কিছু সমঝোতা স্মারক সই হয়েছে। এ ছাড়া কিছু সমঝোতা স্মারক নবায়ন হয়েছে। কিন্তু বিএনপি নেতারা হরহামেশা বলছেন চুক্তি সই হয়েছে। বিএনপি নেতারা তো শিক্ষিত। শিক্ষিত মানুষ কেন অশিক্ষিতের মতো কথা বলছে বুঝতে পারছি না। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আওয়ামী লীগের ‘প্লাটিনাম জয়ন্তী’ উপলক্ষে উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত ‘আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রতিটি সমঝোতা স্মারক দেশের মানুষের স্বার্থে করা হচ্ছে। ফখরুল ইসলাম আলমগীর সাহেব নাকি ঢাকা কলেজে পড়াতেন, মঈন খানও শিক্ষিত। চুক্তি আর সমঝোতা স্মারকের পার্থক্য কেন তারা বুঝতে পারছেন না তা আমার বোধগম্য নয়। আমরা কানেকটিভিটি বাড়াতে চাচ্ছি। এরই অংশ হিসেবে জন্য ঢাকা-কলকাতা, খুলনা-কলকাতা ও দিনাজপুর-শিলিগুড়ি ট্রেন চালু হয়েছে। আখাউড়া দিয়ে ট্রেন চালু হওয়ার প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। আমরা ভারতের ভূমির ওপর দিয়ে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করব। এই অঞ্চলের মানুষের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থে এটি আমরা করতে চাই। জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
৩০ জুন, ২০২৪

খালেদা জিয়া মুক্ত থাকলে দেশবিরোধী চুক্তি হতো না : এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা অনেক আন্দোলন করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারিনি। আজকে তিনি যদি মুক্ত থাকতেন তাহলে বাংলাদেশের বুকের ওপর দিয়ে ভারতের রেল চলবে সেই দেশবিরোধী চুক্তি হতো না। দেশ থেকে টাকা পাচার ও দুর্নীতি হতো না। তিনি বলেন, অবৈধ প্রধানমন্ত্রীকে বলবো- অবিলম্বে দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। না হলে দেশের জনগণ আপনাকে ক্ষমা করবে না। গণতন্ত্রের সংগ্রাম চলছে চলবে।  শনিবার (২৯ জুন) বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ অনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বেলা পৌনে ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।  সমাবেশকে কেন্দ্র করে দুপুর ২ টার আগেই নয়াপল্টন এলাকা নেতাকর্মীদের পদচারণায় পরিপূর্ণ হয়ে যায়‌। কার্যালয়ের সামনের দুপাশের সড়ক বন্ধ হয়ে যায়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, নিতাই রায় চৌধুরী, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, জয়নুল আবদীন ফারুক, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল হক, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির প্রমুখ বক্তব্য দেন।
২৯ জুন, ২০২৪

ভারতের সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি : পররাষ্ট্রমন্ত্রী
ভারতের সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী ভারত সফরে গেছেন। ভারতের সঙ্গে কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, কিছু সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে। কোনো চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়নি। বিএনপি নেতারা হরহামেশা বলে যাচ্ছেন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিএনপি নেতারা তো শিক্ষিত। শিক্ষিত মানুষ কেন অশিক্ষিতের মতো কথা বলে যাচ্ছেন সেটা আমার বোধগম্য নয়। শনিবার (২৯ জুন) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আ.লীগের ‘প্লাটিনাম জয়ন্তী’ উপলক্ষে উত্তর জেলা আ.লীগ আয়োজিত ‘আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আ.লীগের সভাপতি এম এ সালাম সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, জেলা আ.লীগের সভাপতি আবুল কালাম আজাদসহ জেলা আ.লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগের নেতারা। প্রতিটি সমঝোতা স্মারক দেশের মানুষের স্বার্থে করা হচ্ছে উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ফখরুল ইসলাম আলমগীর সাহেব না কি ঢাকা কলেজে পড়াতেন, মঈনখান তিনিও শিক্ষিত। আরও বেশ কয়েকজন শিক্ষিত মানুষ কেন অশিক্ষিতের মতো কথা বলছে সেটা আমার বোধগম্য নয়। চুক্তি আর সমঝোতা স্মারকের মধ্যে তারা পার্থক্য বুঝতে পারছেন না সেটা আমার বোধগম্য নয়। সমস্ত সমঝোতা স্মারক দেশের স্বার্থে করা হয়েছে। আমরা কানেকটিভিটি বাড়াতে চাচ্ছি। কানেকটিভিটি বাড়ানোর জন্য ঢাকা-কলকাতা ট্রেন চালু হয়েছে। ইতোমধ্যে খুলনা কলকাতা ট্রেন চালু হয়েছে। দিনাজপুর শিলিগুড়ি ট্রেন চালু হয়েছে। আখাউড়া দিয়ে ট্রেন চালু হওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা ভারতের ভূমির ওপর দিয়ে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির চুক্তি স্বাক্ষর করেছি। ভুটানের সঙ্গেও আলাপ আলোচনা চলছে। কানেকটিভিটি আমরা আরও বাড়াতে চায়। সেই কানেকটিভিটির সঙ্গে আমরা নেপাল এবং ভুটানকেও যুক্ত করতে চাই। এই অঞ্চলের মানুষের উন্নয়নের স্বার্থে ও অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থে এটি আমরা করতে চায়। বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যাদের নেত্রী বলেছিলেন সাবমেরিন ক্যাবলের সঙ্গে বাংলাদেশ যুক্ত হলে বাংলাদেশের সমস্ত গোপনীয়তা আউট হয়ে যাবে তারা কানেকটিভিটির মর্ম বোঝার কথা নয়। যেমন নেত্রী তেমন তার সভাসদ। এজন্যই তারা এসস্ত আবোল তাবোল কথা বলছেন আর বিভ্রন্তি ছড়াচ্ছেন। আবার কোন কোন পীর সাহেবও দেখি লাফাচ্ছেন। গাজায় যে এভাবে মানুষ হত্যা করা হচ্ছে, মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত হচ্ছে, নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে, প্রায় ৩৮ হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে তো মিছিল নিয়ে লাফাতে দেখি না। বিএনপি-জামায়াত একটি শব্দও বলেনি। তারা এখন জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। মনে আছে শান্তিচুক্তি হওয়ার পর বলেছিল  ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে। এরপর বেগম খালেদা জিয়া তো ফেনী থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। তাহলে তিনি কি ভারত থেকে নির্বাচিত হয়েছিলেন? এ ধরনের বিভ্রান্তি ছড়ানো কখনো কাম্য নয়। সভাপতির বক্তব্যে এম এ সালাম বলেন, আ.লীগ মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে আ.লীগ। বঙ্গবন্ধু মানে আ.লীগ, বঙ্গবন্ধু মানে স্বাধীনতা। ক্ষুদা ও দারিদ্র্যমুক্ত একটি দেশ গড়ে তোলা যে স্বপ্ন  বঙ্গবন্ধুর ছিল তা আজ শেখ হাসিনার হাত ধরে বাস্তবায়িত হচ্ছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধু যে স্বাধীনতা আমাদের দিয়েছে তার মধ্য দিয়ে বাঙালি জাতিসত্ত্বার বিকাশ ঘটেছে। এতে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উত্তর জেলা যুবমহিলা লীগের আহবায়ক রওশন আরা রত্না, জেলা মহিলা আ.লীগের সহসভাপতি সৈয়দা রিফাত আক্তার নিশু, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন রিয়াজ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা যুবলীগের ত্রাণ সাহেদ সরওয়ার, জেলা আ.লীগের সদস্য ইফতেখার হোসেন বাবুল, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত।
২৯ জুন, ২০২৪

দেশবিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে : ইসলামী আন্দোলন
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, বর্তমান ডামি সরকার দেশবিরোধী ১০টি সমঝোতা চুক্তি করেছে। যাতে বাংলাদেশের ন্যূনতম কোনো স্বার্থ নেই। সব স্বার্থ ভারতের।   শুক্রবার (২৮ জুন) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে ভারতের সঙ্গে সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে একটি মিছিল বায়তুল মোকাররম, পল্টন মোড়, বিজয়নগর হয়ে পুনরায় পল্টন মোড়ে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়। ঢাকা উত্তরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ ইমতিয়াজ আলম, প্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, শওকত আলী হাওলাদার, মো. আবুল কাসেম, মুহাম্মদ আরিফুল ইসলাম, ডা. মো. শহিদুল ইসলাম, হাসমত আলী, নূরুজ্জামান সরকার, কেএম শরীয়াতুল্লাহ, মুফতী ফরিদুল ইসলাম, মুফতী হাফিজুল হক ফাইয়াজ, মাওলানা শফিকুল ইসলাম, ছাত্রনেতা আব্দুর রহমান। মোসাদ্দেক বিল্লাহ মাদানী বলেন, ভারত থেকে ট্রানজিটে আসা ট্রেনে মাদক, বোমা, অস্ত্র নেই এটা কীভাবে বুঝব? বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত না করে ভারতের সঙ্গে চিকিৎসা চুক্তি করাও চরম ব্যর্থতা। 
২৮ জুন, ২০২৪

ভারতের সঙ্গে চুক্তি বাতিল চায় গণতন্ত্র মঞ্চ
ভারতের সঙ্গে সম্পাদিত স্মারক ও চুক্তিগুলোকে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্নকারী ও অসম উল্লেখ করে এর প্রতিবাদে ৫ জুলাই ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মঞ্চের সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এই কর্মসূচি ঘোষণা করেন। এ সময় অবিলম্বে এসব স্মারক ও চুক্তি বাতিলের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ূম, জেএসডির কামাল উদ্দিন পাটোয়ারী বক্তব্য দেন। সম্পাদিত চুক্তি ও সমঝোতার বিরোধিতা করে গণতন্ত্র মঞ্চের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের সঙ্গে হওয়া এসব চুক্তির কোনোটিই বাংলাদেশকে লাভবান করবে না, বরং বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলবে। অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয়ে বলা হয়, তিস্তার সঙ্গে উত্তরাঞ্চলের দুই কোটি মানুষের ভাগ্য জড়িত। এ চুক্তির বিষয়ে ভারতের দিক থেকেও অঙ্গীকার ছিল। কিন্তু এবার ঘোষণায় এ চুক্তি নিয়ে কোনো কিছু উল্লেখ নেই।
২৮ জুন, ২০২৪
X