বিয়ের আগের দিন চিরকুট লিখে কনের আত্মহত্যা
যৌতুকের চাপ সহ্য করতে না পেরে বিয়ের আগের দিন চিরকুট লিখে আত্মহত্যা করেন রীমা আক্তার। এ ঘটনায় অভিযুক্ত রীমার হবু স্বামী মিজানুর রহমান মোরশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রীমা আক্তার (২০) পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হীরা তালুকদার বাড়ির মনির আহমদের মেয়ে। বুধবার (৩ জুলাই) সকালে সিলেট মহানগরের শায়েস্তাগঞ্জ কদমতলী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি জসীম উদ্দিন। জানা যায়, গত ২৭ জুন ছিল রীমার গায়ে হলুদ ও মেহেদী অনুষ্ঠান। পরদিন তার বিয়ের কথা ছিল একই এলাকার বাসিন্দা ব্যাংকার মিজানুর রহমান মোরশেদের সঙ্গে। কিন্তু ফার্নিচার দিতে দেরি হওয়া নিয়ে মোরশেদের সঙ্গে ২৭ জুন ঝগড়া হয় রীমার। পরে সে সিলিংফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয়। সেদিনই রীমার বাবা মনির আহমদ বাদী হয়ে মোরশেদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম জানান, রীমার সঙ্গে মোরশেদের প্রেম চার বছর ধরে। দেড় বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ের কথা পাকা হয়। সে অনুযায়ী কাবিননামাও হয়েছিল। তিনি জানান, বরযাত্রীর খাবার বাবদ ২ লাখ টাকা রীমার পরিবার থেকে নেয় মোরশেদের পরিবার। তবে বিয়ের আগের দিন হঠাৎ ফার্নিচার দাবি করে তারা। এ সময় রীমার পরিবার তা বিয়ের কয়েকদিন পর দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু মোরশেদ হলুদের দিন রীমাকে ফোন করে বলে, অনুষ্ঠানের আগে ফার্নিচার তার বাড়িতে না পৌঁছালে বিয়ের পিঁড়িতে বসবে না। এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে সিলিংফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে রীমা আত্মহত্যা করে। পুলিশ সুপার বলেন, ঘটনার পর থানায় মামলা হলে পুলিশ অভিযানে নামে। বুধবার ভোরে সিলেট থেকে মোরশেদকে গ্রেপ্তার করা হয়েছে।
০৩ জুলাই, ২০২৪

গোয়াল ঘরে ঝুলছিল শিক্ষকের মরদেহ, পাশে পড়েছিল চিরকুট
শেরপুরে গোয়াল ঘর থেকে এক স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই শিক্ষকের নাম মাসুদুর রহমান (৪৫)।  মঙ্গলবার (২৫ জুন) সকালে তার নিজ বাড়ির গোয়াল ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশে পড়েছিল একটি চিরকুট। যেখানে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমার ছেলের কবরের পাশে যেন আমাকে মাটি দেওয়া হয়।’ মাসুদুর রহমান শ্রীবরদী উপজেলা কাকিলাকুড়া ইউনিয়নে গবরিকুড়া গ্রামের মোজাম্মেল হক খোকার ছেলে। তিনি গবরিকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ের ধর্মবিষয়ক সহকারী শিক্ষক। পুলিশ ও স্থানীয় জানান, সকালে মাসুদের পরিবার ঘুম থেকে উঠে ঘরে না পেয়ে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। এর একপর্যায়ে পরিবারের সদস্যরা গোয়ালঘর থেকে গরু বের করতে গিয়ে দেখেন মাসুদের মরদেহ গোয়াল ঘরে ঝুলছে। পরে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে পরিবারের সদস্যদের দাবি, তার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি গোয়াল ঘর থেকে উদ্ধার করেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান আছে।
২৬ জুন, ২০২৪

চিরকুট লিখে আ.লীগ নেতার আত্মহত্যা
নোয়াখালীর সেনবাগে ঋণের চাপে গলায় ফাঁস দিয়ে কামাল উদ্দিন মজুমদার নামে এক আওয়ামী লীগ নেতা আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৫ জুন) দুপুর সোয়া ‌১২টার দিকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে সোমবার (২৪ জুন) দিবাগত রাতে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লুধুয়া দিঘির পাড় এলাকার নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি। নিহত কামাল উদ্দিন মজুমদার উপজেলার কেশারপাড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লুধুয়া দিঘির পাড় এলাকার বাসিন্দা। তিনি একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ছিলেন। কেশারপাড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলেক হোসেন বলেন, ঋণের চাপে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সভাপতি ছিলেন। চিরকুটে তিনি ঋণের বিষয়টি উল্লেখ করে গেছেন।    কেশারপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বেলাল ভূঁইয়া বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গেছি। মূলত তার পিছনে তার পরিবারে হাল ধরার মতো আর কেউ ছিল না। তার আয়-রোজগারে সংসার চলত। ঋণের চাপে তিনি আত্মহত্যা করেছেন।    সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কামাল মজুমদার পেশায় একজন কৃষক ছিলেন। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিল। সোমবার দিবাগত রাতে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের সামনে কাঁঠাল গাছের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।  তিনি বলেন, মরদেহ উদ্ধারের সময় তার স্বজনদের কাছে ৬ পৃষ্ঠার একটি চিরকুট পাওয়া গেছে। তাতে তার মৃত্যুর কারণ হিসেবে ঋণের চাপ ও অভাব অনটনকে দায়ী করা হয়েছে। তবে চিরকুট নিহত কৃষকের হাতের লেখা কি না তা খতিয়ে দেখা হবে। আজকে তার এক লাখ টাকারও বেশি ঋণের টাকা পরিশোধ করার কথা ছিল।  এসআই আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।
২৫ জুন, ২০২৪

এক মাসের সফরে কানাডা যাচ্ছে চিরকুট
গ্লোবাল ব্যান্ড চিরকুট। দেশ ও দেশের বাইরে সমান জনপ্রিয় তারা। দর্শকপ্রিয়তার কারণে প্রতি বছরই দেশের বাইরে প্রচুর কনসার্ট করে সুমি ও তার দল। সেই ধারাবাহিকতায় এ বছর কানাডায় কনসার্ট করতে যাবে তারা। ‘বাংলাদেশি স্ট্রিট ফেস্টিভ্যাল’ শিরোনামের একটি উৎসবে গান গাইবে চিরকুট। এই সফরে ব্যান্ডটির মোট তিনটি কনসার্ট করার কথা রয়েছে। তবে আরও একটি কনসার্টের কথা হচ্ছে, সেটি এখনো নিশ্চিত নয়। চিরকুটের কানাডা ট্যুরের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন ব্যান্ডের মুখপাত্র রইস আলদ্বীন। তিনি বলেন, ‘এবারের ট্যুরটি শুরু হবে জুলাইয়ের ১ তারিখ থেকে। আমরা কানাডার উদ্দেশে দেশ ছাড়ব জুনের ২৮ তারিখ। এখন পর্যন্ত এই ট্যুরের তিনটি কনসার্ট কনফার্ম হয়েছে। আরও একটির কথা চলছে। তবে এখনো নিশ্চিত করা হয়নি। তাই আপাতত তিনটি কনসার্টের উদ্দেশ্যেই আমরা রওনা হবো।’ কানাডায় চিরকুটের প্রথম কনসার্ট হবে জুলাইয়ের ১ তারিখ। বার্চমাউন্ট প্লাজায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে এটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় কনসার্ট হবে অটোয়ায় ৫ জুলাই। তৃতীয়টি হবে ১৩ জুলাই ক্যালগেরিতে। তবে এই সফরের মাঝেই গোটা দল আমেরিকায় যাবে। সেখানে একটি মিটিংয়ে অংশ নিয়ে আবার কানাডায় ফিরবেন সুমিরা। তারপর সেখান থেকে ২৫ জুলাইয়ের পর দেশে ফিরবে চিরকুট। দেশের বাইরে বাংলাদেশের ব্যান্ড সংগীত নিয়ে দীর্ঘদিন কাজ করে আসছে চিরকুট। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে ‘দ্য লিগ্যাসি ট্যুর-ইউএস ২০২৩’ শিরোনামে দেশটিতে দুই মাস গানযাত্রা করে ব্যান্ডটি। এ ছাড়া এরই মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে কনসার্ট করার সুযোগ হয়েছে তাদের। চিরকুট ব্যান্ডের বর্তমান লাইনআপ শারমিন সুলতানা সুমি কথা-সুর-কণ্ঠ। পাভেল আরিন ড্রামস, দিব্য নাসের লিড গিটার, আরাফ বেইজ গিটার, জাহিদ নিরব কি-বোর্ড, হারমোনিয়াম, ভোকাল; রায়হান ইসলাম শুভ্র গিটার, ম্যান্ডোলিন।
২৪ জুন, ২০২৪

কানাডা যাচ্ছে চিরকুট
দেশ ও দেশের বাইরে সমান জনপ্রিয় ব্যান্ড চিরকুট। দর্শক প্রিয়তার কারণে প্রতি বছরই দেশের বাইরে প্রচুর কনসার্ট করে সুমি ও তার দল। সেই ধারাবাহিকতায় এ বছর কানাডায় কনসার্ট করতে যাবে তারা। ‘বাংলাদেশে স্ট্রিট ফেস্টিভ্যাল’ শিরোনামের একটি উৎসবে গান গাইবে তারা। কানাডায় চিরকুটের প্রথম কনসার্ট হবে জুলাইয়ের ১ তারিখ। বার্চমাউন্ট প্লাজায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে এটি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে কনসার্টে যোগ দেওয়ার বিষয়ে চিরকুটের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। জানানো হয়, এখন পর্যন্ত দুটি কনসার্ট নিশ্চিত হয়েছে। এ সফরে আরও বেশকিছু কনসার্টের পরিকল্পনাও রয়েছে। ১ জুলাইয়ের পর চিরকুটের দ্বিতীয় কনসার্ট দ্য সিটি অব ক্যালগারিতে। দেশের বাইরে বাংলাদেশের ব্যান্ড সংগীত নিয়ে দীর্ঘদিন কাজ করে আসছে চিরকুট। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে ‘দ্য লিগ্যাসি ট্যুর-ইউএস ২০২৩’ শিরোনামে দেশটিতে দুই মাস গানযাত্রা করে ব্যান্ডটি। এ ছাড়া এরই মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে কনসার্ট করার সুযোগ হয়েছে তাদের। চিরকুট ব্যান্ডের বর্তমান লাইনআপ শারমিন সুলতানা সুমি কথা-সুর-কণ্ঠ। পাভেল আরিন ড্রামস, দিব্য নাসের লিড গিটার, আরাফ বেইজ গিটার, জাহিদ নিরব কি-বোর্ড, হারমোনিয়াম, ভোকাল; রায়হান ইসলাম শুভ্র গিটার, ম্যান্ডোলিন।
০২ জুন, ২০২৪

চিরকুট লিখে মুয়াজ্জিনের আত্মহত্যা
সিলেটে চিরকুট লিখে মসজিদের মুয়াজ্জিন দেলওয়ার হোসাইন দিলাল আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) ফজরের নামাজের সময় শাহপরাণ এলাকার লাল খাঁটঙ্গী মাদানী মসজিদ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। মো. দেলওয়ার হোসাইন দিলাল (১৯) সিলেটের গোয়াইনঘাট উপজেলার রামনগর গ্রামের মো. মুসলিম আলীর ছেলে। তিনি শাহপরাণ লাল খাঁটঙ্গী মাদানী মসজিদের মুয়াজ্জিন ছিলেন। আত্মহত্যার আগে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ এমন চিরকুট লিখে রেখে গেছেন তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ফজরের নামাজের সময় শাহপরাণ লাল খাঁটঙ্গী মাদানী মসজিদে আজান না হওয়ায় মুসল্লিরা গিয়ে মুয়াজ্জিনের থাকার কক্ষে ডাকাডাকি করে। কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে দরজা ভেঙে মুয়াজ্জিন দিলালের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। শাহপরাণ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী কালবেলাকে বলেন, চিরকুট লিখে মসজিদের মুয়াজ্জিন আত্মহত্যা করেছেন। তিনি একটি কাগজে লিখে রেখে গেছেন-তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। কী কারণে মুয়াজ্জিন আত্মহত্যা করেছেন তা আমরা ক্ষতিয়ে দেখছি। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
৩০ এপ্রিল, ২০২৪

গাজীপুরে ফ্ল্যাটে স্বামী-স্ত্রীর লাশ পাশে চিরকুট
গাজীপুরের শ্রীপুরে একটি ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার মুলাইদ গ্রামের মো. ফারুক খানের বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় টেবিলের ওপর পড়ে ছিল একটি চিরকুট। এতে লেখা রয়েছে ‘মা, আমার পাশে রোকেয়ার কবর দিও।’ মৃত মো. ইসরাফিল (১৭) শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদি গ্রামের মো. মফিজুল হকের ছেলে এবং রোকেয়া খাতুন (১৫) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পস্তারি গ্রামের আবুল কাশেমের মেয়ে। পরিবারের অমতে কয়েক মাস আগে তারা বিয়ে করে। পরে পরিবার তাদের বিয়ে মেনে নেয়। শ্রীপুরের মুলাইদ গ্রামের মো. ফারুক হোসেনের বহুতল ভবনে ভাড়া থেকে ইসরাফিল স্থানীয় একটি ওয়ার্কশপে ও রোকেয়া একটি কারখানায় কাজ করত। মৃতের স্বজনরা জানান, প্রেমের সম্পর্কে জড়িয়ে ৭-৮ মাস আগে তারা পরিবারের অমতে বিয়ে করে। তাদের সম্পর্ক ভালোই চলছি। সম্প্রতি ইসরাফিল তার বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে গিয়েছিল। পরে বৃহস্পতিবার তাদের বুঝিয়ে বাসায় আনা হয়। সকালে ফ্ল্যাট থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ইসরাফিলের বাবা মফিজুল হক জানান, পাশাপাশি ফ্ল্যাটে বসবাস করতেন তারা। পরিবারের রান্নার কাজ তারা ইসরাফিলের ফ্ল্যাটে করতেন। গতকাল সকালে ইসরাফিলের ফ্ল্যাটের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে যান এবং ইসরাফিলকে ওড়নায় পেঁচানো ঝুলন্ত অবস্থায় এবং রোকেয়ার মরদেহ খাটের ওপর বিছানায় দেখতে পান। পাশে একটি চিরকুট পড়ে ছিল। চিরকুটে লেখা রয়েছে, ‘মা-বাবা আমাকে মাফ করে দিও। আমি তোমাদের সঙ্গে থাকতে পারলাম না। আমার জান, আমার জন্য ফাঁসিতে ঝুলেছে। তাই আমি থাকতে পারলাম না। আমি কাউকে দোষারোপ করি না। কারও কোনো দোষ নেই। আমার জান, আমার জন্য অপেক্ষা করতাছে। সবাই ভালো থাকবা। মা, আমার পাশে রোকেয়ার কবর দিও মা। মা, আমি জানি না আমার জান কেন ফাঁসি দিল। তার জন্য সম্পূর্ণ আমি দায়ী। এতে কারও কোনো দোষ নেই।’ শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের কারণে প্রথমে স্ত্রী আত্মহত্যা করে। স্ত্রীর আত্মহত্যার বিষয়টি স্বামী সইতে না পেরে স্বামীও আত্মহত্যা করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
২৭ এপ্রিল, ২০২৪

প্রেম করে বিয়ে / ফ্ল্যাটে মিলল স্বামী-স্ত্রীর লাশ, পাশে ছিল চিরকুট
গাজীপুরের শ্রীপুরে একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় টেবিলের ওপর থেকে চিরকুট উদ্ধার করা হয়। প্রেম করে পরিবারের অমতে ৭-৮ মাস আগে তারা বিয়ে করেছিল। শুক্রবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার মুলাইদ গ্রামের মো. ফারুক খানের বহুতল ভবনের নিচতলার এক কক্ষের একটি ফ্ল্যাট থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, শেরপুর জেলার ঝিনাইগাতি থানার হলদি গ্রামের মো. মফিজুল হকের ছেলে মো. ইসরাফিল (১৭) ও ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার পস্তারি গ্রামের আবুল কাশেমের মেয়ে মোসা. রোকেয়া খাতুন (১৫)। তারা দুজনই শ্রীপুরের মুলাইদ গ্রামের মো. ফারুক হোসেনের বহুতল ভবনে ভাড়া থেকে ইসরাফিল স্থানীয় একটি ওয়ার্কশপে ও রোকেয়া স্থানীয় একটি কারখানায় কাজ করতেন। নিহতের স্বজনরা জানান , তাদের সম্পর্ক ভালোই চলছি। সম্প্রতি ইসরাফিল তার বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে গিয়েছিল। পরে বৃহস্পতিবার তাদের বুঝিয়ে বাসায় আনা হয়েছিল। সকালে ফ্লাট থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত ইসরাফিলের বাবা মফিজুল হক জানান, পাশাপাশি ফ্ল্যাটে বসবাস করতেন তারা। পরিবারের রান্নার কাজ তারা ইসরাফিলের ফ্লাটে করতেন। শুক্রবার সকালে ইসরাফিলের ফ্ল্যাটের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে যান এবং ইসরাফিলকে ওড়নায় পেঁচানো ঝুলন্ত অবস্থায় এবং রোকেয়ার লাশ খাটের ওপর দেখতে পান। পরে পাশ থেকে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা ছিল, মা-বাবা আমাকে মাফ করে দিও, আমি তোমাদের সঙ্গে থাকতে পারলাম না। আমার জান আমার জন্য ফাঁসিতে ঝুলেছে। তাই আমি থাকতে পারলাম না। আমি কাউকে দোষারোপ করি না। কারও কোনো দোষ নাই। আমার জান আমার জন্য অপেক্ষা করতাছে। সবাই ভালো থাকবা। মা আমার পাশে রোকেয়ার কবর দিও। মা আমি জানি না আমার জান কেন ফাঁস দিল। তার জন্য সম্পূর্ণ দায়ী আমি। এতে কারও কোনো দোষ নাই। শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে স্বামী স্ত্রী লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে , পারিবারিক বিরোধের কারণে প্রথমে স্ত্রী আত্মহত্যা করেন। স্ত্রী আত্মহত্যার বিষয়টি স্বামী সইতে না পেরে তিনি আত্মহত্যা করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।
২৬ এপ্রিল, ২০২৪

ব্যস্ত চিরকুট
দেশের গ্লোবাল ব্যান্ড চিরকুট। দেশ ও দেশের বাইরে রয়েছে তাদের অসংখ্য ভক্ত-শ্রোতা। তাদের জন্য প্রতিনিয়ত নতুন গান ও কনসার্ট করে থাকে সুমি-পাভেলরা। ঈদের পর থেকেই কনসার্ট নিয়ে ব্যস্ত ব্যান্ডটি। এবার নিজেদের চতুর্থ অ্যালবাম নিয়েও কাজ করছে রাত-দিন। নতুন এই অ্যালবামে মোট ১০টি গান থাকবে। পাঁচটি গানের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে কালবেলাকে নিশ্চিত করেন চিরকুটের দলনেতা ও ভোকাল শারমিন সুলতানা সুমি। তিনি বলেন, ‘চিরকুট আমাদের কাছে শুধু একটি ব্যান্ড নয়। একটি পরিবার। আমরা রাত-দিন এক হয়ে কাজ করি। আমাদের চতুর্থ অ্যালবামের পাঁচটি গান শেষের পথে। আমাদের এই পরিশ্রম শুধুই ভক্তদের জন্য। তারাই আমাদের কাছে সব। আমরা চাই চিরকুটের এই দিন-রাত পরিশ্রমে আপনাদের ভালোবাসা উসুল হোক। সেই চাওয়া থেকেই গানগুলো তৈরি করছি। আশা করছি প্রতিটি গানই আপনাদের হৃদয় জুড়িয়ে দেবে।’ ব্যান্ডটি ২০২৩ সালেই নিজেদের চতুর্থ অ্যালবামের ঘোষণা দেয়। নতুন অ্যালবামটি এ বছরের শেষ নাগাদ প্রকাশ করার পরিকল্পনা করছে চিরকুট। গান থাকবে কমপক্ষে ১০টি। তবে অ্যালবামের নাম এখনো চূড়ান্ত হয়নি। এর আগে ২০১০ সালে নিজেদের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’ নিয়ে আত্মপ্রকাশ করে তারা। তাদের দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’ প্রকাশিত হয় ২০১৩ সালে। সর্বশেষ ২০১৭ সালে প্রকাশ পায় তাদের তৃতীয় অ্যালবাম ‘উধাও’। বর্তমানে কনসার্ট নিয়েও ব্যস্ত তারা। এদিকে এপ্রিলের ২৫ তারিখ নেদারল্যান্ডস অ্যাম্বাসি ঢাকাতে তাদের কনসার্ট রয়েছে এবং আগামী ২ মে ফরিদপুরে কনসার্ট করবে চিরকুট।
২৩ এপ্রিল, ২০২৪

স্ত্রী-সন্তানকে মাংস কিনে খাওয়াতে না পারায় চিরকুট লিখে আত্মহত্যা
‘বাবা-মা পারলে খমা (ক্ষমা) করে দিও, আমি মরার পর আমার বউ মেয়েকে দেখে রেখ। আমি জানি, আমার বউ আমার সাথে রাগ করেছে। ঈদের জন্য সবাই গুছ (মাংস) খাইছে কিন্তু আমি গুছ (মাংস) খাওয়াতে পারিনি। আমি আমার বয়ের (বউয়ের) মুখ ঈদের দিন বেজার দেখলাম, যদি পারো খমা (ক্ষমা) করে দিও।’ কথাগুলো চিঠিতে লিখে আত্মহত্যা করেছেন হাসান আলী নামের এক যুবক। শুক্রবার (১২ এপ্রিল) সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসান আলী ওই গ্রামের রহমত আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হাসান আলী প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে যান। শুক্রবার শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রী আফরোজা বেগমকে নিজ বাড়িতে নিয়ে আসার কথা ছিল হাসানের। সকাল ১১টা পর্যন্ত শ্বশুরবাড়িতে না যাওয়ায় তার স্ত্রী আফরোজা বেগম পাশের গ্রাম জোলা পাড়া থেকে স্বামীর বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান। এ সময় তিনি ঘরের বেড়ার ফাঁকা দিয়ে হাসান আলীকে ঘরের ধরনার সঙ্গে ঝুলতে দেখে চিৎকার শুরু করেন। স্থানীয়রা জানতে পেরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বকশিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহের পাশে একটি চিঠি পাওয়া যায়। নিজের স্ত্রীকে মাংস কিনে দিতে না পারায় আত্মহত্যা করেছেন বলে চিঠিতে উল্লেখ করেন তিনি। এ বিষয়ে বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, চিঠি লিখে যুবকের আত্মহত্যার বিষয়টি আমি জানতে পেরেছি। পরিবারের আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
১২ এপ্রিল, ২০২৪
X