পানি ছিটিয়ে প্রাঙ্ক ভিডিও, চলন্ত ট্রেন থামিয়ে পিটুনি
শয়তানির সর্বোচ্চ মাত্রা বুঝি একেই বলে। যার যা হোক আমার মজা করা চাই। তাইতো চলন্ত ট্রেনে যাত্রীদের ভিজিয়ে দিতে এত আয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েক যুবক রেলওয়ে ব্রিজের নিচে একটি অগভীর খালে মোটরসাইকেল স্টার্ট করে চাকা দিয়ে পানি ছিটিয়ে দিচ্ছেন। সেই পানি গিয়ে পড়ছে চলন্ত ট্রেনে। বিপজ্জনক প্র্যাঙ্ক করতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানি এই কয়েক যুবক। তবে, এই মজা বেশিক্ষণ চালিয়ে যেতে পারেননি তারা।  প্রাঙ্ক করা এই যুবকদের অবাক করে দিয়ে হুট করেই থেমে যায় চলন্ত সেই ট্রেন। তারা কিছু বুঝে ওঠার আগেই, ট্রেন থেকে নেমে তাড়া করে কয়েক ব্যক্তি। ভিডিওতে দেখা যায়, ওই যুবকদের ধরে বেদম পিটুনি দেওয়া হচ্ছে এভাবে চলন্ত ট্রেনে পানি ছিটিয়ে যাত্রীদের ভিজিয়ে দেওয়ার কারণে।    শুধু পিটিয়েই ক্ষ্যান্ত হয়নি, ওই মোটরসাইকেলও ট্রেনে তুলে নিয়ে গেছে ক্ষুব্ধ যাত্রীরা। পাকিস্তানের ডিজিটাল নিউজ প্ল্যাটফরম এসএ টাইমস ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বলছেন, এই ধরনের ঘটনা নতুন নয়। প্রাঙ্ক বা মজা করার নামে এই ধরনের অদ্ভুত কাণ্ড ঘটিয়ে যাচ্ছে বাংরবার।  পাকিস্তান ছাড়াও, ভারত-বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এই ধরনের ভিভিও করার প্রবণতা। এতে বেকায়দার পড়ছেন পথচারী কিংবা আশপাশের মানুষ। 
২৯ জুন, ২০২৪

ভৈরবে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নিহত ১
কিশোরগঞ্জের ভৈরবের রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে আল আমিন এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২ মার্চ) বিকেল সাড়ে ৫টায় ভৈরব রেলস্টেশনের ২ নং প্লাটফর্মে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন কুমিল্লা জেলার মেঘনা থানার মানিকার চর দক্ষিণ পাড়ার মৃত বদি মিয়ার ছেলে। তিনি পেশায় একজন হকার। এসব তথ্য নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার ওসি আব্দুল আলীম। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি ভৈরবে থামে না। তবে ট্রেনটি স্টেশন এলাকায় পৌঁছামাত্র ট্রেন থেকে লাফ দিয়ে নামার চেষ্টা করলে হঠাৎ ওই ব্যক্তি পা পিছলে প্লাটফর্ম থেকে ট্রেনের মাঝখানে পড়ে ট্রেনে কাটা পড়েন। ওই যাত্রীর কোমর ও পা থেঁতলে গিয়ে গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, তিন বছর আগে ভৈরবে চন্ডিবের পুলতাকান্দা গ্রামের হেলাল উদ্দিনের কন্যা মুন্নীর সাথে আল আমিনের পারিবারিকভাবে বিবাহ হয়। তাদের সংসারে সুআইফ নামে দুই বছরে পুত্র সন্তান রয়েছে। আল আমিন সকালে হকারদের কাছে  বিক্রির জন্য মালামাল কিনতে ঢাকা যায়। ফেরার পথে সিলেটগামী কালনী ট্রেনে ভৈরব এসে পৌঁছামাত্র চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনায় তিনি নিহত হন। এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ওসি আব্দুল আলীম রাতে কালবেলাকে জানান, ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হবে।
০২ মার্চ, ২০২৪

চলন্ত ট্রেন থেকে খুলে গেল বগি!
নাটোরের নলডাঙ্গায় একটি চলন্ত মালগাড়ি ট্রেনের পেছনের কয়েকটি বগি খুলে আলাদা হয়ে গেছে। তবে ট্রেনে কোনো মালামাল ছিল না ও হতাহতের ঘটনা ঘটেনি। রোববার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মাধনগর রেলস্টেশনের দক্ষিণের ২৪৩ নম্বর ব্রিজের এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ট্রেনটি মাধনগর রেলওয়ে স্টেশনে থেকে ছেড়ে যাওয়ার পর হঠাৎ ট্রেন থেকে বগিগুলো খুলে যায়। তখন ওই স্থানে উৎসুক জনতার ভিড় জমে এবং রেল গেটের দুপাশে কিছু যানবাহন আটকা পরে যায়। পরে ট্রেনটি পুনরায় মাধনগর স্টেশনে আনা হয়। মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. মমিন ইসলাম বলেন, ট্রেনটি মাধনগর রেলওয়ে স্টেশনে থেকে ছেড়ে যাওয়ার পর মাধনগর রেলস্টেশনের দক্ষিণের ২৪৩ নম্বর ব্রিজের কাছে পার্টিং হয়ে যায়। পরে ট্রেনটি মাধনগর স্টেশনে আনা হয় এবং অন্যান্য কাজ শেষে পুনরায় ছাড়া হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  
০১ অক্টোবর, ২০২৩

চলন্ত ট্রেন থামিয়ে বাকৃবি শিক্ষার্থীদের অবরোধ
রেলস্টেশনের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান ট্রেন থামিয়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদ।  মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন প্লাটফর্মে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি প্রায় ৫ মিনিট ধরে অবরোধ করে রাখা হয়। বিক্ষোভ চলাকালীন বক্তারা বলেন, প্রায় ৩ যুগ পরে বিশ্ববিদ্যালয়ে রেলস্টেশন চালুর কাজ পুনরায় শুরু হলেও বর্তমানে অর্থ বরাদ্দ সংকটজনিত কারণে কাজ বন্ধ আছে দুমাসেরও অধিক সময়। ইতোপূর্বে প্রশাসন কর্তৃক বহুবার আশ্বাস দেবার পরও রেলস্টেশনের নির্মাণকাজ চালু হয়নি। এরই প্রেক্ষিতে আমাদের এই অবরোধ কর্মসূচি। এরপরও যদি নির্মাণকাজ চালু না হয় তাহলে আরও কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ফাহানা তাহি তিজা বলেন, ঠিকাদারের সঙ্গে আমাদের কথা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর তারা কাজ শুরু করবেন। শিক্ষার্থীদের সে অনুযায়ী ধৈর্য রাখতে হবে।  ঘটনাস্থলে উপস্থিত কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল জানান, আমরা বিষয়টি পুলিশের বিশেষ শাখায় জানিয়েছি। তাদের দাবিটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পেশ করা হবে। উল্লেখ্য, একই দাবিতে গত ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন সংসদ। ওইসময় পরবর্তী সাতদিনের মধ্য কাজ শুরুর আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৩ সেপ্টেম্বর, ২০২৩
X