হল পাচ্ছে না ‘তুফান’
আর কিছুদিন পরেই ঈদ। এবারের ঈদের অন্যতম আলোচিত সিনেমা ‘তুফান’। শাকিব খান অভিনীত সিনেমাটি নিয়ে শুরু থেকেই হল মালিকদের আগ্রহ ছিল। কিন্তু সেন্সর ছাড়পত্র পাওয়ার পরও বিপাকে সিনেমাটি। কারণ অতিরিক্ত রেন্টাল দাবি করায় সিনেমা হল মালিক ও বুকিং এজেন্টরা বেঁকে বসেছেন। এবার বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির বার্ষিক সাধারণ সভায় বিষয়টি আলোচনায় এসেছে। গতকাল শনিবার সারা দেশের ৬০টির বেশি হল মালিকদের নিয়ে ঢাকায় একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় উঠে আসে সিনেমা হলের সংস্কার, নতুন হল নির্মাণে বাংলাদেশ ব্যাংকের যে ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল ঋণ দেওয়ার অগ্রগতি না থাকার অভিযোগ ও হিন্দি সিনেমা চালাতে দেওয়া, সিনেমা মুক্তি দিতে যে অগ্রিম রেন্টাল দিতে হয়, সেসব নিয়ে অভিযোগ তোলেন হল মালিকরা। এ সময় গাজীপুরের ঝংকার সিনেমা হলের মালিক শরফুদ্দিন এলাহি সম্রাট বলেন, ‘তুফান’ নিয়ে আতঙ্কে আছি, রেন্টাল নিয়ে সিনেমা চালানো সম্ভব নয়। জানা গেছে, এখন পর্যন্ত ‘তুফান’ সিনেমার একটি স্লিপও কাটা হয়নি। যার কারণ তুফানের অতিরিক্ত রেন্টাল দাবি। এদিকে এক বুকিং এজেন্ট কালবেলাকে বলেন, আমার কাছে ঈদে তুফান ১৩টি হলে চালানোর জন্য আড়াই কোটি টাকা চাওয়া হয়। সিনেমার বাজার তো এত বড় নয়। তারা কি গ্যারান্টি দিতে পারবে এই সিনেমা ব্যবসা করবে? আমরা লস দিয়ে অতিরিক্ত রেন্টাল দিয়ে সিনেমা চালাব না। লাগলে ঈদে পুরোনো সিনেমা চালাব। তুফানের ম্যানেজার শহিদুল্লাহও (মাস্টার) স্বীকার করেছেন রেন্টালের কারণে এখন পর্যন্ত সিনেমাটির কোনো স্লিপ কাটা হয়নি। এদিকে দেশীয় প্রযোজকদের অভিযোগ, সিনেমা নির্মাণের নামে অর্থ পাচার করেছে ‘তুফান’র সংশ্লিষ্টরা। সম্প্রতি বিষয়টি নিয়ে এফডিসির ১৯ সংগঠনের নেতারা প্রকাশ্যে সিনেমাটির বিপক্ষে বক্তব্য দেন। চলচ্চিত্রপাড়ায় এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে। এদিকে প্রযোজকদের পক্ষ থেকে টাকা পাচারের অভিযোগসহ ‘তুফান’ কেন্দ্রিক আরও অনিয়ম নিয়ে সিনেমার প্রযোজক আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিলও কথা বলেছেন। যদিও সেন্সর ছাড়পত্র পাওয়ার আগ পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি এবং সিনেমাটির সংশ্লিষ্টদের বয়ানে সব জায়গাতে বলা হয়েছিল, আলফা আই স্টুডিওস লিমিটেড, চরকি এবং ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ এক হয়ে বড় বাজেটের সিনেমাটি নির্মাণে নেমেছে। কিন্তু এখন শাকিল বলছেন, তুফান যৌথ প্রযোজনার সিনেমা নয়, এটি বাংলাদেশের সিনেমা। প্রযোজক আলফা আই স্টুডিওস লিমিটেড এবং ডিজিটাল পার্টনার চরকি, ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন পার্টনার এসভিএফ। শাকিলের দাবি, বাংলাদেশের নিয়মকানুন মেনেই তুফান নির্মিত হয়েছে। তথ্য মন্ত্রণালয়, এনবিআর ও সেন্সর বোর্ডের সব নিয়ম অক্ষরে অক্ষরে মানা হয়েছে বলে জানান তিনি। শাকিল মনে করেন, প্রযোজকদের আনা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। কারও মনে প্রশ্ন থাকলে তথ্য মন্ত্রণালয় ও এনবিআর থেকে খোঁজ নিতে বলেছেন তিনি।  
০৯ জুন, ২০২৪

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির বৈঠক
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির নেতারা।  বুধবার (৫ জুন) দুপুরে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসে এবং সমিতির পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান। এ সময় শিল্পী সমিতির পক্ষ থেকে সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, কার্যকরী সদস্য চিত্রনায়িকা রোজিনা, কার্যকরী সদস্য শাহনূর রত্না কবিরসহ বাকিরা উপস্থিত ছিলেন। গত ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে জয়ী হয়েছে মিশা-ডিপজল প্যানেল। সভাপতি পদে মিশা সওদাগর ২৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে সভাপতি পদে ১৭০ ভোট পেয়েছেন মাহমুদ কলি। মাত্র ১৬ ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের কাছে হেরে যান নিপুন আক্তার। ডিপজল ২২৫ ভোট পেয়েছেন এবং নিপুন আক্তার পেয়েছেন ২০৯ ভোট।
০৫ জুন, ২০২৪

বিশ্ববাসীকে চমকে দিয়ে লাল কেফিয়ায় বেলা হাদিদ
বিজ্ঞাপনের কাজ হাতছাড়া এবং ব্র্যান্ড ভ্যালু কমে যাওয়ার ভয়ে যখন প্রায় সব তারকারাই ইসরায়েলি আগ্রাসনের বিপক্ষে চুপটি মেরে আছেন, তখন ব্যতিক্রম মার্কিন সুপার মডেল বেলা হাদিদ। পৃথিবীর বাঘা বাঘা পরিচালক, প্রযোজক এবং মুভি সাইনিং এজেন্সিগুলোর চোখের সামনেই ফিলিস্তিনিদের পক্ষে নিজের সমর্থন জানিয়ে গেলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন এই সুপার মডেল। বুঝিয়ে দিলেন, সত্যের পক্ষে বলতে বিজ্ঞাপন আর ব্র্যান্ড ভ্যালুর থোড়াই কেয়ার করেন তিনি।  সম্প্রতি কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছিলেন বেলা হাদিদ। আর সেখানেই ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রতীক লাল কেফিয়াহ দিয়ে বানানো পোশাকে বিশ্ববাসীর নজর কেড়েছেন তিনি। ফ্রান্সের কান সৈকত থেকে বেলা যেন দ্যুতি ছড়ালেন স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের দূত হয়ে !  এখানেই শেষ নয়। ফিলিস্তিনিদের পক্ষে দূতিয়ালি করে বেলা হাদিদ যেসব ছবি তুলেছেন, সেগুলো আবার শেয়ারও করেছেন ইনস্টাগ্রামে। পোশাকের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ফ্রি প্যালেস্টাইন ফরেভার’। ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রতীক লাল কেফিয়াহ দিয়ে বানানো বেলার পোশাকটি ডিজাইন করেছেন ডিজাইনার জুটি মাইকেল এবং হুশি।  এদিকে বেলার সাহসী এই উদ্যোগের জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি। এক্স হ্যান্ডেলে একজন লিখেছেন, ‘ফিলিস্তিনি শিকড়ের প্রতি তাঁর এই ভালোবাসায় আমি মুগ্ধ।’ আরেকজন লিখেছেন, ‘ফ্যাশনের সঙ্গে বিশ্ববাসীকে অমূল্য বার্তা দিয়ে বেলা নিজের শিকড়ের প্রতি সম্মান জানিয়েছেন।’  ফিলিস্তিনিদের দুর্দশা নিয়ে সবসময়ই সরব বেলা হাদিদ ও তার সুপার মডেল বোন জিজি হাদিদ। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে তো বটেই, মডেলিং জগতেও চাপে পড়তে হয়েছে তাঁদের। কিন্তু ফিলিস্তিনি রক্তের দায় মেটাতে প্রায়ই বিভিন্ন প্ল্যাটফর্মে নিজেদের দেশের পক্ষে সরব থাকেন তারা। জানা গেছে, ফিলিস্তিনের গাজায় অবরুদ্ধ মানুষদের জন্য মোটা অঙ্কের অনুদানও পাঠিয়েছেন দুই বোন।  বেলা হাদিদ ও জিজি হাদিদের বাবা ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক মোহামেদ হাদিদ। তাদের মা ইয়োলান্ডা হাদিদ একজন মার্কিন নাগরিক। মডেলিংয়ের দুনিয়ায় মা ও বোন জিজি হাদিদ বেশ প্রভাবশালী। বেলার পুরো নাম ইসাবেলা খাইরিয়াহ হাদিদ। ক্যারিয়ারে ১৯ বার ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান করে নেওয়া বেলা ২০২২ সালে ব্রিটিশ ফ্যাশন কাউন্সিল থেকে ‘মডেল অব দ্য ইয়ার’ খেতাব পান। ২০২৩ সালে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান করে নেন বেলা হাদিদ।
২৭ মে, ২০২৪

কান চলচ্চিত্র উৎসব ২০২৪
টানা ১২ দিন শেষে পর্দা নামল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী চলচ্চিত্র উৎসব কানের ৭৭তম আসরের। ১৪ মে শুরু হওয়া এ উৎসবের পর্দা নামে ২৫ মে। একনজরে এবারের বিজয়ীদের তালিকা। খবর : কান অফিসিয়াল মূল প্রতিযোগিতা স্বর্ণপাম: আনোরা (শন বেকার, যুক্তরাষ্ট্র) গ্রাঁ প্রিঁ: অল উই ইমাজিন অ্যাজ লাইট (পায়েল কাপাডিয়া, ভারত) জুরি প্রাইজ: এমিলিয়া পেরেস (জ্যাক অদিয়াঁর, ফ্রান্স) স্পেশাল জুরি প্রাইজ: দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ (মোহাম্মদ রাসুলফ, ইরান) সেরা অভিনেতা: জেসি প্লেমন্স (কাইন্ডস অব কাইন্ডনেস, যুক্তরাষ্ট্র) সেরা অভিনেত্রী: সেলেনা গোমেজ, জোয়ি স্যালডানা, আদ্রিয়ানা পাজ, কার্লা সোফিয়া গাসকোন (এমিলিয়া পেরেস) সেরা পরিচালক: মিগেল গোমেজ (গ্র্যান্ড ট্যুর, পর্তুগাল) সেরা চিত্রনাট্যকার: কোরালি ফারজাঁ (দ্য সাবস্ট্যান্স, ফ্রান্স) আঁ সাঁর্তে রিগা সেরা চলচ্চিত্র: ব্ল্যাক ডগ (গুয়ান হু, চীন) জুরি প্রাইজ: দ্য স্টোরি অব সুলেমান (বরিস লোজকাইন, ফ্রান্স) সেরা অভিনেতা: আবু সনগারে (দ্য স্টোরি অব সুলেমান, ফ্রান্স) সেরা অভিনেত্রী: অনসূয়া সেনগুপ্ত (দ্য শেমলেস) সেরা পরিচালক: রবার্তো মিনারভিনি (ছবি: দ্য ড্যামড, ইতালি), রুঙ্গানো নিয়োনি (ছবি: অন বিকামিং অ্যা গিনি ফাউল, জাম্বিয়া/ওয়েলশ) ইয়ুথ অ্যাওয়ার্ড: হলি কাউ (লুইস কুরভয়জিয়ের, ফ্রান্স; প্রথম চলচ্চিত্র) স্পেশাল মেনশন: নোরা (তৌফিক আল জায়দি, সৌদি আরব; প্রথম চলচ্চিত্র) সম্মানসূচক স্বর্ণপাম: মেরিল স্ট্রিপ, স্টুডিও জিবলি, জর্জ লুকাস গোল্ডেন ক্যামেরা ক্যামেরা দ’র: হল্ফদান উলমন তন্দেল (আরমান্ড, নরওয়ে; আঁ সাঁর্তে রিগা) স্পেশাল মেনশন: মংগ্রেল (চাং ওয়ে লিয়েং, ইউ চাও ইন, তাইওয়ান) স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র স্বর্ণপাম: দ্য ম্যান হু কুড নট রিমেইন সাইলেন্ট (নেবোজা স্লিজেপসেভিক, ক্রোয়েশিয়া) স্পেশাল মেনশন: ব্যাড ফর অ্যা মোমেন্ট (দানিয়েল সোয়ারিস, পর্তুগাল) লা সিনেফ প্রথম পুরস্কার: সানফ্লাওয়ার্স ওয়্যার দ্য ফার্স্ট ওয়ানস টু নো (চিদানন্দ এস নায়েক, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া-এফটিআইআই; ভারত) দ্বিতীয় পুরস্কার: আউট দ্য উইন্ডো থ্রো দ্য ওয়াল (আচিয়া সেগালোভিচ, কলাম্বিয়া ইউনিভার্সিটি; যুক্তরাষ্ট্র), দ্য কেওস শি লেফট বিহাইন্ড (নিকোস কোলিয়োকোস, অ্যারিস্টটল ইউনিভার্সিটি অব থেসালোনিকি; গ্রিস) তৃতীয় পুরস্কার: বানিহুড (মানসী মহেশ্বরী, ন্যাশনাল ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্কুল-এনএফটিএস; যুক্তরাজ্য) সেরা ইমারসিভ পুরস্কার কালার্ড (তানিয়া দ্যু মনতেইন, স্টেফানে ফোনকিনোস, পিয়েরে-আঁলা জিরু; ফ্রান্স) মুক্ত পুরস্কার ফিপরেসি: মূল প্রতিযোগিতা: দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ (মোহাম্মদ রাসুলফ, ইরান) আঁ সাঁর্তে রিগা: দ্য স্টোরি অব সুলেমান (বরিস লোজকাইন, ফ্রান্স) প্যারালাল শাখা (ডিরেক্টরস ফোর্টনাইট): ডেজার্ট অব নামিবিয়া (ইয়োকো ইয়ামানাকা, জাপান) ইকুমেনিকাল প্রাইজ জুরি প্রাইজ: দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ (মোহাম্মদ রাসুলফ, ইরান) ক্রিটিকস উইক গ্র্যান্ড প্রাইজ: সায়মন অব দ্য মাউন্টেন (ফেদেরিকো লুইস, আর্জেন্টিনা) ফ্রেঞ্চ টাচ জুরি প্রাইজ: ব্লু সান প্যালেস (কনস্ট্যান্স সাং, যুক্তরাষ্ট্র) রাইজিং স্টার অ্যাওয়ার্ড (লুই রোদ্যুরের ফাউন্ডেশন): রিকার্দো তেওদোরো (ছবি: বেবি, ব্রাজিল) লাইৎজ সিনে ডিসকোভারি প্রাইজ (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র): মন্টসুরিস পার্ক (গিল সেলা, ফ্রান্স) গ্যান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ফর ডিস্ট্রিবিউশন: জুলি কিপস কোয়ায়েট (লিওনার্দো ফন ডেইল, বেলজিয়াম) এসএসিডি অ্যাওয়ার্ড: লিওনার্দো ফন ডেইল ও রুথ বেকার্ট (ছবি: জুলি কিপস কোয়ায়েট, বেলজিয়াম) ক্যানাল প্লাস অ্যাওয়ার্ড (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র): অ্যাবসেন্ট (জেম দেমিরার, তুরস্ক) ডিরেক্টরস ফোর্টনাইট সেরা ইউরোপিয়ান সিনেমা (ইউরোপা সিনেমাস লেবেল অ্যাওয়ার্ড): দ্য আদার ওয়ে অ্যারাউন্ড (হোনাস ত্রুয়েবা) সেরা ফরাসি ভাষার সিনেমা (এসএসিডি অ্যাওয়ার্ড): দিস লাইফ অব মাইন (সোফি ফিলিয়ের, ফ্রান্স) অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ড: ইউনিভার্সেল ল্যাঙ্গুয়েজ (ম্যাথু র্যানকিন, কানাডা) ক্যারোস দ’র: আন্ড্রেয়া আর্নল্ড লই দ’র (সেরা প্রামাণ্যচিত্র) গোল্ডেন আই: আরনেস্ট কোল: লস্ট অ্যান্ড ফাউন্ড, দ্য ব্রিঙ্ক অব ড্রিমস ইতিহাসে প্রথম পায়েল পর্দা নেমেছে কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরের। এবারের উৎসবে গ্রাঁ প্রিঁ অ্যাওয়ার্ড জিতেছেন ভারতের নারী সিনেমা নির্মাতা পায়েল কাপাডিয়া। তার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমাটির জন্য পুরস্কৃত হয়েছেন তিনি। ৩০ বছরের মধ্যে প্রধান প্রতিযোগিতায় প্রদর্শিত হওয়া প্রথম ভারতীয় সিনেমা এবং প্রথম কোনো ভারতীয় নারী পরিচালকের চলচ্চিত্র হওয়ায় এরই মধ্যে এ সিনেমা দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখলেন তিনি। এর আগে ১৯৯৪ সালে গ্রাঁ প্রিঁ বিভাগের মূল প্রতিযোগিতার জন্য নির্বাচিত হওয়া ভারতীয় সিনেমাটি হচ্ছে শাজি এন করুনের ‘স্বহম’। সিনেমাটি সে বছর প্রতিযোগিতার জন্য নির্বাচন হলেও কোনো পুরস্কার জয় করতে পারেনি। ‘স্বহম’ সিনেমাটি মালায়ালাম ভাষায় নির্মিত। গ্রাঁ প্রিঁ অ্যাওয়ার্ড জিতে নেওয়া ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমাটিও মালায়ালাম ভাষায় নির্মিত। কানে পায়েলের সাফল্যের ইতিহাস অবশ্য পুরোনো। এর আগে ‘আ নাইট অব নোয়িং নাথিং’ নামে একটি ডকুমেন্টারির জন্য কান চলচ্চিত্র উৎসবে গোল্ডেন আই পুরস্কার জিতেছিলেন পায়েল।
২৭ মে, ২০২৪

৩০ বছর আগেও গ্রাঁ প্রিতে স্থান পায় মালায়ালাম ভাষার সিনেমা
এবারের ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে ভারতের অর্জন নজর কেড়েছে বিশ্বব্যাপী। এবারের উৎসবে আঁ সার্তে রিগা বিভাগে জায়গা করে শুরুতেই আলোচনায় ছিল ভারতীয় সিনেমা ‘দ্য শেমলেস’। সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার উঠে কলকাতার অভিনেত্রী অনসুয়া সেনগুপ্তর হাতে। এবার  উৎসবে গ্রাঁ প্রি অ্যাওয়ার্ড জিতে নিলেন ভারতের চলচ্চিত্র নির্মাতা পায়েল কাপাডিয়া। তার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমাটির জন্য পুরস্কৃত হয়েছেন এই নারী নির্মাতা। ৩০ বছরের মধ্যে প্রধান প্রতিযোগিতায় প্রদর্শিত হওয়া প্রথম ভারতীয় চলচ্চিত্র এবং প্রথম কোনো ভারতীয় মহিলা পরিচালকের হাতে এই পুরস্কার উঠল। এই অর্জনের মাধ্যমে ইতিহাসের পাতায় নাম লিখলেন পায়েল। খবর : ফ্রন্টলাইন ম্যাগাজিন  ভারতের নারী এই নির্মাতার আগে ১৯৯৪ সালে গ্রাঁ প্রি বিভাগে ৩০ বছর আগে মূল প্রতিযোগিতার জন্য নির্বাচিত হওয়া ভারতীয় সিনেমাটি হচ্ছে শাজি এন করুণের ‘স্বহম’। সিনেমাটি সে বছর প্রতিযোগিতার জন্য নির্বাচন হলেও কোনো পুরস্কার জয় করতে পারেনি।  ‘স্বহম’ সিনেমাটি মালায়ালাম ভাষায় নির্মাণ করা হয়। গ্রাঁ প্রি অ্যাওয়ার্ড জিতে নেওয়া ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমাটিও মালায়ালাম ভাষায় নির্মিত।        অল উই ইমাজিন অ্যাজ লাইট একটি মালায়ালাম হিন্দি সিনেমা। এই সিনেমায় প্রভা নামে একজন নার্সের গল্প তুলে ধরা হয়েছে। সিনেমায় দেখা গেছে, একদিন দুই নার্স একটি সৈকত শহরে রোড ট্রিপে যান, যেখানে রহস্যময় জঙ্গল তাদের স্বপ্নের প্রকাশের জন্য একটি স্থান হয়ে ওঠে। এর আগে ‘আ নাইট অব নোয়িং নাথিং’ নামে একটি ডকুমেন্টারির জন্য কান চলচ্চিত্র উৎসবে গোল্ডেন আই পুরস্কার জিতেছিলেন পায়েল।
২৬ মে, ২০২৪

পর্দা নামল কানের, যাদের হাতে উঠল সেরা পুরস্কার
টানা ১২ দিন শেষে পর্দা নামল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী চলচ্চিত্র উৎসব কানের ৭৭তম আসরের। ১৪ মে শুরু হওয়া এই উৎসবের পর্দা নামে ২৫ মে। একনজরে এবারের পুরো বিজয়ী তালিকা। খবর : কান অফিসিয়াল মূল  প্রতিযোগিতা স্বর্ণপাম: আনোরা (শন বেকার, যুক্তরাষ্ট্র) গ্রা প্রিঁ: অল উই ইমাজিন অ্যাজ লাইট (পায়েল কাপাডিয়া, ভারত) জুরি প্রাইজ: এমিলিয়া পেরেস (জ্যাক অদিয়াঁর, ফ্রান্স)  স্পেশাল জুরি প্রাইজ: দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ (মোহাম্মদ রাসুলফ, ইরান) সেরা অভিনেতা: জেসি প্লেমন্স (কাইন্ডস অব কাইন্ডনেস, যুক্তরাষ্ট্র) সেরা অভিনেত্রী: সেলেনা গোমেজ, জোয়ি স্যালডানা, আদ্রিয়ানা পাজ, কার্লা সোফিয়া গাসকোন (এমিলিয়া পেরেস) সেরা পরিচালক: মিগেল গোমেজ (গ্র্যান্ড ট্যুর, পর্তুগাল) সেরা চিত্রনাট্যকার: কোরালি ফারজাঁ (দ্য সাবস্ট্যান্স, ফ্রান্স) আঁ সাঁর্তে রিগা  সেরা চলচ্চিত্র: ব্ল্যাক ডগ (গুয়ান হু, চীন) জুরি প্রাইজ: দ্য স্টোরি অব সুলেমান (বরিস লোজকাইন, ফ্রান্স) সেরা অভিনেতা: আবু সনগারে (দ্য স্টোরি অব সুলেমান, ফ্রান্স) সেরা অভিনেত্রী: অনসূয়া সেনগুপ্ত (দ্য শেমলেস) সেরা পরিচালক: রবার্তো মিনারভিনি (ছবি: দ্য ড্যামড, ইতালি), রুঙ্গানো নিয়োনি (ছবি: অন বিকামিং অ্যা গিনি ফাউল, জাম্বিয়া/ওয়েলশ) ইয়ুথ অ্যাওয়ার্ড: হলি কাউ (লুইস কুরভয়জিয়ের, ফ্রান্স; প্রথম চলচ্চিত্র) স্পেশাল মেনশন: নোরা (তৌফিক আল জায়দি, সৌদি আরব; প্রথম চলচ্চিত্র) সম্মানসূচক স্বর্ণপাম সম্মানসূচক স্বর্ণপাম: মেরিল স্ট্রিপ, স্টুডিও জিবলি, জর্জ লুকাস গোল্ডেন ক্যামেরা ক্যামেরা দ’র: হল্ফদান উলমন তন্দেল (আরমান্ড, নরওয়ে; আঁ সাঁর্তে রিগা) স্পেশাল মেনশন: মংগ্রেল (চাং ওয়ে লিয়েং, ইউ চাও ইন, তাইওয়ান) স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র স্বর্ণপাম: দ্য ম্যান হু কুড নট রিমেইন সাইলেন্ট (নেবোজা স্লিজেপসেভিক, ক্রোয়েশিয়া) স্পেশাল মেনশন: ব্যাড ফর অ্যা মোমেন্ট (দানিয়েল সোয়ারিস, পর্তুগাল) লা সিনেফ প্রথম পুরস্কার: সানফ্লাওয়ার্স ওয়্যার দ্য ফার্স্ট ওয়ানস টু নো (চিদানন্দ এস নায়েক, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া-এফটিআইআই; ভারত) দ্বিতীয় পুরস্কার: আউট দ্য উইন্ডো থ্রো দ্য ওয়াল (আচিয়া সেগালোভিচ, কলাম্বিয়া ইউনিভার্সিটি; যুক্তরাষ্ট্র), দ্য কেওস শি লেফট বিহাইন্ড (নিকোস কোলিয়োকোস, অ্যারিস্টোটল ইউনিভার্সিটি অব থেসালোনিকি; গ্রিস) তৃতীয় পুরস্কার: বানিহুড (মানসী মহেশ্বরী, ন্যাশনাল ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্কুল-এনএফটিএস; যুক্তরাজ্য) সেরা ইমারসিভ পুরস্কার কালার্ড (তানিয়া দ্যু মনতেইন, স্টেফানে ফোনকিনোস, পিয়েরে-আঁলা জিরু; ফ্রান্স) মুক্ত পুরস্কার ফিপরেসি: মূল প্রতিযোগিতা: দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ (মোহাম্মদ রাসুলফ, ইরান) আঁ সাঁর্তে রিগা: দ্য স্টোরি অব সুলেমান (বরিস লোজকাইন, ফ্রান্স) প্যারালাল শাখা (ডিরেক্টরস’ ফোর্টনাইট): ডেজার্ট অব নামিবিয়া (ইয়োকো ইয়ামানাকা, জাপান) ইকুমেনিকাল প্রাইজ জুরি প্রাইজ: দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ (মোহাম্মদ রাসুলফ, ইরান) ক্রিটিকস’ উইক গ্র্যান্ড প্রাইজ: সায়মন অব দ্য মাউন্টেন (ফেদেরিকো লুইস, আর্জেন্টিনা) ফ্রেঞ্চ টাচ জুরি প্রাইজ: ব্লু সান প্যালেস (কনস্ট্যান্স সাং, যুক্তরাষ্ট্র) রাইজিং স্টার অ্যাওয়ার্ড (লুই রোদ্যুরের ফাউন্ডেশন): রিকার্দো তেওদোরো (ছবি: বেবি, ব্রাজিল) লাইৎজ সিনে ডিসকোভারি প্রাইজ (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র): মন্টসুরিস পার্ক (গিল সেলা, ফ্রান্স) গ্যান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ফর ডিস্ট্রিবিউশন: জুলি কিপস কোয়ায়েট (লিওনার্দো ফন ডেইল, বেলজিয়াম) এসএসিডি অ্যাওয়ার্ড: লিওনার্দো ফন ডেইল ও রুথ বেকার্ট (ছবি: জুলি কিপস কোয়ায়েট, বেলজিয়াম) ক্যানাল প্লাস অ্যাওয়ার্ড (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র): অ্যাবসেন্ট (জেম দেমিরার, তুরস্ক) ডিরেক্টরস’ ফোর্টনাইট সেরা ইউরোপিয়ান সিনেমা (ইউরোপা সিনেমাস লেবেল অ্যাওয়ার্ড): দ্য আদার ওয়ে অ্যারাউন্ড (হোনাস ত্রুয়েবা),  সেরা ফরাসি ভাষার সিনেমা (এসএসিডি অ্যাওয়ার্ড): দিস লাইফ অব মাইন (সোফি ফিলিয়ের, ফ্রান্স) অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ড: ইউনিভার্সেল ল্যাঙ্গুয়েজ (ম্যাথু র‌্যানকিন, কানাডা) ক্যারোস দ’র: আন্ড্রেয়া আর্নল্ড লই দ’র (সেরা  প্রামাণ্যচিত্র) গোল্ডেন আই: আরনেস্ট কোল: লস্ট অ্যান্ড ফাউন্ড, দ্য ব্রিঙ্ক অব ড্রিমস
২৬ মে, ২০২৪

সম্পাদক পদ ফেরত চেয়ে ডিপজলের আবেদন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্পাদক পদ ফেরত পেতে আবেদন করেছেন মনোয়ার হোসেন ডিপজল। রোববার (২৬ মে) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে। ডিপজলের আইনজীবী এ কে খান উজ্জল বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ২০ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট।  পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অনিয়মের ঘটনা তদন্তের নির্দেশ দেয় আদালত। এ সময় আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, ব্যারিস্টার হারুনর রশিদ, পলাশ চন্দ্র রায়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের ফলাফল স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল দায়িত্ব পালন করতে পারবেন না। গত ১৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন নাসরিন আক্তার নিপুণ। রিটে মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়। শিল্পী সমিতির নির্বাচনে জয়ী হয়েছেন মিশা-ডিপজল প্যানেল। গত ২০ এপ্রিল শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।
২৬ মে, ২০২৪

আজ পর্দা নামছে কান চলচ্চিত্র উৎসবের
ফ্রান্সের কান সৈকতে ১৪ মে পর্দা ওঠে ৭৭তম আসরের। ১২ দিনব্যাপী চলতে থাকা এই উৎসবের পর্দা নামছে আজ। বরাবরের মতো এবারও কানের লালগালিচায় আলো ছড়ায় হলিউড-বলিউডসহ বিশ্বের বিভিন্ন দেশের নামিদামি তারকা। এ বছর কান উৎসবে দুই হাজারের বেশি সিনেমা জমা পড়ে। সেখান থেকে মূল প্রতিযোগিতা স্বর্ণপাম বিভাগে জায়গা করে নেয় ১৯টি চলচ্চিত্র। এবারের উৎসবে আরও কিছু উল্লেখযোগ্য মুহূর্তের সাক্ষী হন সিনেপ্রেমীরা। এবার ৩০ বছর পর স্বর্ণপাম পুরস্কারের জন্য লড়ার সুযোগ পায় ভারতের সিনেমা ‘অল উই ইমাজিন আস লাইট’। এবারের উৎসবে আসেন দুবারের অস্কার বিজয়ী এমা স্টোন। তিনি ‘কাইন্ডস অব কাইন্ডনেস’ ছবিটি নিয়ে কান উৎসবে হাজির হয়েছিলেন। অতিথির তালিকায় ছিলেন কেট ব্ল্যানচেট, উমা থারম্যান, জর্জ মিলার, ডেমি মুর ও ইন্ডিয়ানা জোন্সখ্যাত জর্জ লুকাসসহ আরও তারকা। ২০১৫ সাল থেকে কান উৎসবে দেওয়া হচ্ছে সম্মানসূচক স্বর্ণপাম। মেরিল স্ট্রিপ ছাড়াও কিংবদন্তি আমেরিকান পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক জর্জ লুকাসের হাতে উৎসবের সমাপনী আয়োজনে তুলে দেওয়া হবে সম্মানসূচক স্বর্ণপাম।
২৫ মে, ২০২৪

ডিপজলের শিল্পী সমিতির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা
চলচ্চিত্র শিল্পী সমিতির সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে শিল্পী সমিতির নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। চিত্রনায়িকা নিপুন আক্তারের রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২০ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে, গত ১৫ মে ফলাফল বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নির্বাচন দাবি করেন পরাজিত সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুন আক্তার। ফলাফল বাতিল চেয়ে তিনি এ বিষয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করেন। এ ছাড়া বর্তমান কমিটির দায়িত্ব পালনের ওপর নিষেধাজ্ঞাও চাওয়া হয় এই রিটে। তার আগে, গত ২০ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নতুন সভাপতি নির্বাচিত হন অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সভাপতি পদে মিশা সওদাগর ২৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি পেয়েছেন ১৭০ ভোট। সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল পেয়েছেন ২২৫। ১৬ ভোট কম পেয়েছেন তার প্রতিদ্বন্দ্বী অভিনেত্রী নিপুন আক্তার (২০৯)। সহসভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল (২৩১) ও ডি এ তায়েব (২৩৪), সহসাধারণ সম্পাদক আরমান (২৩৭), সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী (২৫৫), আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো (২৯৬), দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর (২৪৫), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন (২৩৫) এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল (২৩১)। কার্যনির্বাহী সদস্য পদে মিশা-ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন। তারা হলেন সুচরিতা (২২৮), রোজিনা (২৪৩), আলীরাজ (২৩৯), সুব্রত, দিলারা ইয়াসমিন (২১৮), শাহনূর (২৪৫), নানা শাহ (২১০), রত্না কবির (২৬৩) ও চুন্নু (২৪৮)। কলি-নিপুন পরিষদ থেকে রিয়ানা পারভিন পলি (২২০) ও সানি রহমান (২৩০) নির্বাচিত।
২০ মে, ২০২৪

চলচ্চিত্র জগৎ মিথ্যা, সেখানে সবই নকল : কঙ্গনা
বলিউডের কন্ট্রভার্সি কুইন কঙ্গনা রানাওয়াত। প্রথমবারের মতো ভারতের ক্ষমতাসীন দল বিজেপি থেকে নির্বাচনের টিকিট নিয়ে লড়ছেন ভোটে। লাইট, ক্যামেরা রেখে জয়ী হতে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন তিনি। এর মধ্যেই ঘোষণা দিয়েছেন ভোটে জয়ী হলে ছেড়ে দিবেন অভিনয়। খবর : মিন্ট    হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্র থেকে এবারের নির্বাচনে বিজেপির প্রার্থী কঙ্গনা। তার বিরুদ্ধে কংগ্রেসের পক্ষ থেকে লড়ছেন শক্তিশালী বিক্রমাদিত্য সিং। যার গোটা পরিবার ভারতের রাজনীতির সঙ্গে যুক্ত। এমন প্রতিপক্ষের বিরুদ্ধে ভোটের মাঠে বেশ বেগ পেতে হচ্ছে তাকে। তাই তো সিনেমায় অভিনয়ের চেয়েও এই লড়াইকে কঠিন মনে করছেন এই অভিনেত্রী।  সাম্প্রতি ভারতীয় এক সংবাদ মাধ্যমে কঙ্গনা অভিনয় ছাড়ারার ঘোষণা দিয়ে বলেন, ‘নির্বাচনের কারণে সিনেমাসংক্রান্ত  সব ধরনের কার্যক্রম বন্ধ রেখেছি। যদি ভোটে জয়ী হই, তাহলে আমার হাতে কিছু কাজ রয়েছে সেগুলো শেষ করে অভিনয় ছেড়ে দেব। কারণ সিনেমা জগত পুরোটাই মিথ্যা, সেখানে সবই নকল। অভিনয়ের থেকে ভোটের মাঠে টিকে থাকা আমার কাছে কঠিন মনে হচ্ছে। আমি জগণের পাশেই থাকতে চাই।’ চলতি লোকসভা নির্বাচনের শেষ দফায় ১ জুন মান্ডিতে ভোট রয়েছে। তাই প্রতিদিনই জনগণের সঙ্গে তার বিভিন্ন সভায় উপস্থিত হতে হয়। ইতোমধ্যেই তিনি তার হলফনামা জমা দিয়েছেন। দেখিয়েছেন আয়ের মোট সম্পত্তির পরিমাণ। এ ছাড়া নির্বাচনের কারণে মুক্তির অপেক্ষায় থাকা তার  ‘ইমার্জেন্সি’ সিনেমার মুক্তির তারিখও পিছিয়ে দেওয়া হয়েছে।   
১৯ মে, ২০২৪
X