মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১
স্বস্তিকাকে খুশি করলেন চঞ্চল চৌধুরী
চঞ্চল চৌধুরীর সঙ্গে বেশ সখ্য টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জীর। বাংলাদেশি এই অভিনেতার কোনো সিরিজ বা সিনেমা মুক্তি পেলে, প্রথম শোতেই সেটা দেখা চাই স্বস্তিকার। প্রয়োজনে রাত জেগে চঞ্চল চৌধুরীর সিরিজ উপভোগ করেন অভিনেত্রী। শনিবার (১ জুন) মন বেশ খারাপ ছিল স্বস্তিকার। এরপর অবশ্য বিশেষ এক কারণে তার মন ভালো হয়ে যায়। মন ভালো হওয়ার কারণ ছিলেন চঞ্চল চৌধুরী। মূলত নির্বাচনে ভোট দিতে না পেরে মন খারাপ হয়েছিল স্বস্তিকার। ভারতে লোকসভা নির্বাচনের শেষ দফায় ভোট দিতে গিয়েছিলেন অভিনেত্রী। নিজের বোনকে নিয়ে ভোট দিতে গিয়ে দেখেন, দুজনের কারও নামই নেই ভোটার তালিকায়। এ কারণেই মেজাজ খিটখিটে ছিল স্বস্তিকার। ফেসবুকে একটি ভিডিও বার্তায় নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিনেত্রী। তবে এর পরই বেশ খোশমেজাজে আরেকটি পোস্ট দিয়েছেন স্বস্তিকা। অভিনেতা চঞ্চলকে ট্যাগ করে পোস্টটি করেছেন তিনি। শনিবার চঞ্চল চৌধুরীর জন্মদিনে ফেসবুকে একটি পোস্ট করে অভিনেতাকে শুভেচ্ছা জানান স্বস্তিকা। পোস্টে চঞ্চল চৌধুরীকে ‘মহারাজ’ বলে সম্বোধন করেছেন অভিনেত্রী। সেখানেই জানিয়েছেন, এই অভিনেতার সব কাজই দেখেন তিনি। নিজের পোস্টে বাংলাদেশি এই অভিনেতার ভূয়সী প্রশংসা করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন স্বস্তিকা।  দুই বাংলায় এখন সমান জনপ্রিয় চঞ্চল চৌধুরী। সাধারণ দর্শকের পাশাপাশি দুদেশের তারকাদের ভালোবাসাও লুফে নিয়েছেন এই অভিনেতা। তাইতো মন খারাপের কথা ভুলে গিয়ে অভিনেতার জন্মদিনের খুশিটুকু নিজের ভাগে নিয়ে নিয়েছেন স্বস্তিকা। চঞ্চলকে উদ্দেশ্য করে অভিনেত্রী লিখেছেন, আমার প্রিয় শিল্পী, জেনো আমি তোমার সবচেয়ে বড় অনুরাগী।
০২ জুন, ২০২৪

এবার রনির সিনেমায় চঞ্চল চৌধুরী
নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। চলচ্চিত্রটি নির্মাণ করছেন রেদওয়ান রনি। আট বছর বিরতির পর কোনো সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন রনি। গত শনিবার বিকেলে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। সিনেমাটির নাম ‘দম’। এই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত আছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান। সেগুলো হলো ভারতের এসভিএফ, বাংলাদেশের আলফা আই ও চরকি। সিনেমাটি ২০২৫ সালে মুক্তি পাবে বলে জানা গেছে। ‘দম’-এর মূল চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। তবে তার বিপরীতে কে অভিনয় করবেন, সেটি এখনো চূড়ান্ত নয়। চঞ্চল চৌধুরী বলেন, রনির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক অনেক দিনের। সব সময় তাকে সিনেমা বানাতে বলতাম। ফাইনালি তিনি আমার গলায় দড়িটা ঝুলিয়েছেন। এবারের ছবির গল্প যখন রনি আমাকে শুনিয়েছেন, আমি হতবাক হয়েছি। অসাধারণ একটা গল্প। আমার চরিত্রটাও বেশ চ্যালেঞ্জের। সেইসঙ্গে অনেক আয়োজন ও বিগ ক্যানভাসের সিনেমা এটি। আমি মনে করি এই ছবি দুই বাংলা মিলিয়ে নতুন দিগন্তের সূচনা করবে। ‘দম’ সিনেমার চিত্রনাট্য লিখছেন সৈয়দ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, সাইফুল্লাহ রিয়াদ, রবিউল আলম রবি এবং রেদওয়ান রনি। নির্মাতা জানান, অনেক বছর পর চলচ্চিত্র নির্মাণের ক্ষুধা মেটানোর জন্য এই গল্পটি তাকে তাড়িত করছিল। সত্য ঘটনা তাকে সব সময়ই অনুপ্রাণিত করে।
১১ ডিসেম্বর, ২০২৩

এবার রনির সিনেমায় চঞ্চল চৌধুরী
নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। চলচ্চিত্রটি নির্মাণ করছেন রেদওয়ান রনি। ৮ বছর বিরতির পর কোনো সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন রনি। শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। সিনেমাটির নাম ‘দম’। এই চলচিত্রের সঙ্গে যুক্ত আছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান। সেগুলো হলো, ভারতের এসভিএফ, বাংলাদেশের আলফা আই ও চরকি। সিনেমাটি ২০২৫ সালে মুক্তি পাবে বলে জানা গেছে। ‘দম’-এর মূল চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। তবে তার বিপরীতে কে অভিনয় করবেন, সেটি এখনো চূড়ান্ত নয়। চঞ্চল চৌধুরী বলেন, রনির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কটা অনেক দিনের। সব সময় তাকে সিনেমা বানাতে বলতাম। ফাইনালি তিনি আমার গলায় দড়িটা ঝুলিয়েছেন। এবারের ছবির গল্প যখন রনি আমাকে শুনিয়েছেন, আমি হতবাক হয়েছি। অসাধারণ একটা গল্প। আমার চরিত্রটাও বেশ চ্যালেঞ্জের। সেই সাথে অনেক আয়োজন ও বিগ ক্যানভাসের সিনেমা এটি। আমি মনে করি এই ছবি দুই বাংলা মিলিয়ে নতুন দিগন্তের সূচনা করবে। ‘দম’ সিনেমার চিত্রনাট্য লিখছেন সৈয়দ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, সাইফুল্লাহ রিয়াদ, রবিউল আলম রবি এবং রেদওয়ান রনি। নির্মাতা জানান, অনেক বছর পর চলচ্চিত্র নির্মাণের ক্ষুধা মেটানোর জন্য এই গল্পটি তাকে তাড়িত করছিল। সত্য ঘটনা তাকে সব সময়ই অনুপ্রাণিত করে।
১০ ডিসেম্বর, ২০২৩

ইতিহাসের সাক্ষী হয়ে ‘মুজিব’ সিনেমায় কাজ করেছি : চঞ্চল চৌধুরী
দেশের মানুষের কাছে তুমুল প্রশংসিত হয়ে আজ ভারতে মুক্তি পাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর চলচ্চিত্র ‘মুজিব : একটি জাতির রূপকার’। গত ১৩ অক্টোবর ১৫৩টি সিনেমা হলে মুক্তি পায় ছবিটি। ‘মুজিব’ বায়োপিকে বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফুর রহমানের চরিত্রে দেখা গেছে দেশের অভিনেতা চঞ্চল চৌধুরীকে। সাধারণ বিনোদনমূলক সিনেমা নয় এটি, এই বিষয় মাথায় রেখে দর্শকদের বায়োপিকটি দেখার অনুরোধ করেছেন অভিনেতা চঞ্চল। ছবিটির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সত্য ইতিহাস তুলে ধরার একটি সুযোগ মিলেছে বলে মন্তব্য করেছেন এই অভিনেতা। চঞ্চল বলেন, ‘এই চলচ্চিত্রটি আসলে তথাকথিত সেই সিনেমা নয়। বঙ্গবন্ধুর জীবনী, কর্মযজ্ঞ, জন্ম ও বেড়ে ওঠা, ১৫ আগস্টে তাকে হত্যা করা— এসব বিষয়ে সত্য কিছু ইতিহাস এই ছবির মাধ্যমে দেখতে পারব আমরা। যে ইতিহাস থেকে আমরা বারবার দূরে সরে গেছি, সত্য ইতিহাস মিথ্যা বানিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে আমি মনে করি—আমাদের এবং আমাদের পরবর্তী যে প্রজন্ম, তাদের কাছে এটি ইতিহাস জানার একটি সুযোগ। তাই সবাইকে বলতে চাই—আপনারা এই সিনেমাটি দেখবেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সত্য ইতিহাস জানার সুযোগ করে দেবেন’। সিনেমায় নিজের চরিত্রের বিষয়ে চঞ্চল বলেন, ‘অভিনয় মানেই চ্যালেঞ্জিং, যে কোনো চরিত্রে অভিনয় করাই একজন অভিনেতার জন্য চ্যালেঞ্জের কাজ। আমার ভালো লাগার জায়গা হচ্ছে এই সিনেমায় আমি বঙ্গবন্ধুর পিতার চরিত্রে অভিনয় করেছি। শেখ লুৎফর রহমানের চরিত্র। চরিত্র কতটা বড় বা ছোট সেটা আমার বিবেচ্য ছিল না। এই কাজটির সঙ্গে আমি যুক্ত থাকতে চেয়েছিলাম, ইতিহাসের একটি সাক্ষী হয়ে আমি এই সিনেমায় কাজ করেছি। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি’। তিনি আরও বলেন, ‘বাংলাদেশ থেকে এই সিনেমায় আমরা যারা কাজ করেছি তাদের আলাদা একটা আবেগ ছিল, বাংলাদেশের কোটি কোটি মানুষের সেই আবেগটা আছে’। সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করা আরিফিন শুভর বিষয়ে তিনি বলেন, ‘আরিফিন শুভর যে চেষ্টা দেখেছি, সেটা বেশ প্রশংসনীয়। অভিনেতার কাছে সবচেয়ে কঠিন কাজটি হচ্ছে, কোনো বায়োপিকে অভিনয় করা। তার ওপর বঙ্গবন্ধুর মতো বড় মানুষের চরিত্রে আমরা যখন অভিনয় করি, সেটা আসলে অভিনেতার জন্য অনেক বড় চাপ। সেই জায়গা থেকে আমি মনে করি শুভ অনেক চেষ্টা করেছে’।  ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল নির্মিত এই বায়োপিকে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী চরিত্রে তৌকীর আহমেদ অভিনয় করেছেন। অন্যান্য চরিত্রে আছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী। সিনেমাটির ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রের চিত্রনাট্য তৈরি করেছেন অতুল তিওয়ারি ও শামা জাইদি। এতে অ্যাকশন ডিরেক্টরের দায়িত্বে ছিলেন ম্যাম কৌশল। সিনেমার পোশাক পরিচালনার দায়িত্বে ছিলেন পিয়া বেনেগাল।
২৬ অক্টোবর, ২০২৩
X