মার্তিনেজের জোড়া গোলে গ্রুপসেরা আর্জেন্টিনা
লিওনেল মেসির শহর মায়ামিতে খেলা। চাহিদার চাপে একদিন আগে কর্তৃপক্ষ জানাতে বাধ্য হয় সব টিকিট শেষ। কানায় কানায় ভরপুর হার্ড রক স্টেডিয়ামের গ্যালারি। তবে যার খেলা দেখতে আসা সেই মেসিসহ মূল একাদশের ৯ ফুটবলার বিশ্রামে। আর নিষেধাজ্ঞায় ডাগ আউটে ছিলেন না লিওনেল স্কালোনি। বাংলাদেশ সময় রোববার (৩০ জুন) সকালে কোপা আমেরিকায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে শুরুতে আর্জেন্টিনার পারফরম্যান্সও ছিল সাদমাঠা। কানাডা, চিলির পর পেরুর বিপক্ষেও প্রথমার্ধে গোল পায়নি বর্তমান চ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে আর্জেন্টাইনদের উৎসবের উপলক্ষ্য এনে দেন লাউতারো মার্তিনেজ। পরে ম্যাচের ৮৬ মিনিটে আরও এক গোল করেন তিনি। জাতীয় দলের জার্সিতে টানা ৬ ম্যাচে গোল পেলেন এই স্ট্রাইকার এতে পেরুতে ২-০ গোলে হারিয়ে, এ-গ্রুপের সেরা হয়ে কোয়ার্টারে খেলবে আর্জেন্টিনা। চার গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জয়ের দৌড়ে বেশ খানিকটা এগিয়ে গেলেন লাউতারো। গ্রুপ পর্বে কোনো গোল হজম করেনি আর্জেন্টিনা। অন্যদিকে কোনো গোল করতে পারেনি পেরু। ফলে কোপা আমেরিকা থেকে বিদায় নিল তারা। ম্যাচের ১২ মিনিটে বক্সের বাঁ-প্রান্ত নিকোলাস ত্যাগলিয়াফিকোর কাছ থেকে বল আলেজান্দ্রো গার্নাচোর শট আটকে যায় পেরুর রক্ষণে। ২৬ মিনিটে ডি-বক্সের বাইরে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। লিয়ান্দ্রো পারেদেসের শট দুর্দান্তভাবে রুখে দেন পেরুর গোলকিপার। ৩৭ মিনিটে সেট পিস থেকে বক্সের মাঝখান থেকে জার্মান পেজেলার হেড লক্ষ্যভ্রষ্ট হয়। ৪১ মিনিটে প্রতিহত হয় অ্যাঞ্জেল ডি মারিয়ার বাঁ-পায়ের নিচু শট। ম্যাচের সবচেয়ে ভালো সুযোগটি এসেছিল ৪৪ মিনিটে। ডান প্রান্ত থেকে কাট ব্যাকে পেরুর বক্সের বল দেন গঞ্জালো মন্টিয়েল। জিওভানি লো সেলসোর শট আটকে আর্জেন্টিনাকে গোলবঞ্চিত করেন পেরুর গোলকিপার। ফিরতি বলে আলেজান্দ্রো গার্নাচোর শট চলে যায় পোস্টের ওপর দিয়ে। ফলে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে প্রথম মিনিটে গোলের দেখা পায় আর্জেন্টিনা। মাঝমাঠ থেকে বল আসে ডি মারিয়ার কাছে, ওয়ান টাচে তিনি বল বাড়ান পেরুর ডি-বক্সে।   ওয়ান টু ওয়ান পজিশনে পেরুর গোলকিপারের উপর দিয়ে বল জালে জড়ান লাউতারো মার্তিনেজ। কোপা আমেরিকার তিন ম্যাচেই গোল করলেন তিনি। আগের দুই ম্যাচে বদলি হিসেবে করেছিলেন গোল। Lautaro went straight to Messi after his goal ️pic.twitter.com/c4hffXzVqx— All About Argentina (@AlbicelesteTalk) June 30, 2024 ৬৯ মিনিটে ডি মারিয়ার কাছ থেকে বক্সে বল পেয়ে কাট ব্যাকের চেষ্টা করে মন্ট্রিয়েল। তবে বল লাগে পেরুর ডিফেন্ডার জেসাস ক্যাস্টিলোর হাতে।  পেনাল্টি পায় আর্জেন্টিনা। ৩০তম জন্মদিনে পেনাল্টি শট নিতে আসেন লিয়ান্দ্রো পারেদেস। গোলকিপারকে বিপরীত পাশে পাঠালেও বল মারেন ডান পাশে পোস্টে। গোল ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া হয় আর্জেন্টিনার। ম্যাচের ৮৬ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করে লাউতারো। একক প্রচেষ্টা বাঁ-প্রান্ত দিয়ে বক্সে ঢুকে আড়াআড়ি শটে পেরুর গোলকিপারকে পরাস্ত করেন তিনি। ফলে নিয়মিত কোচ ও অধিনায়কে ছাড়াই সহজ জয় আর্জেন্টিনার। এ জয়ে এ-গ্রুপ থেকে ৩ ম্যাচে ৯ পয়েন্টে গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা। দিনের আরেক ম্যাচে চিলিকে গোলশূন্যভাবে রুখে দিয়ে শেষ আটে কানাডা।
৩০ জুন, ২০২৪

জুনিয়র হকিতে গ্রুপসেরা বাংলাদেশ
জুনিয়র এএইচএফ কাপের সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়েছিল। ইন্দোনেশিয়াকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে এবার গ্রুপের শ্রেষ্ঠত্বও নিশ্চিত করেছে বাংলাদেশ। সিঙ্গাপুরে গতকাল ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে লাল-সবুজদের হয়ে জোড়া গোল করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ। একটি করে গোল এসেছে মেহরাব হোসেন, আমিরুল ইসলাম, দ্বীন ইসলাম, মোহাম্মদ জীবন ও মোহাম্মদ ইসলামের স্টিক থেকে। এ নিয়ে চার ম্যাচের সবগুলো জিতল বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে ৭-০, শ্রীলঙ্কার বিপক্ষে ৫-০, থাইল্যান্ডের বিপক্ষে ৪-২ এবং গতকাল ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭-০ গোলে জিতল লাল-সবুজরা। ‘এ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা চায়নিজ তাইপের বিপক্ষে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। আরেক সেমিফাইনালে চীনের প্রতিপক্ষ থাইল্যান্ড। আগামীকাল দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে রোববার। নারী বিভাগে বাংলাদেশের দুটি ম্যাচ এখনো বাকি। আগামীকাল ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে অর্পিতা পালের দল। রোববার প্রাথমিক রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে দলটির প্রতিপক্ষ সিঙ্গাপুর। নারী বিভাগে অংশগ্রহণকারী সাত দেশের পাঁচটি আসন্ন জুনিয়র এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করবে। সে হিসেবে বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বর্তমানে চার ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ।
২১ জুন, ২০২৪

টানা ৫ জয়ে গ্রুপসেরা বাংলাদেশ
বাংলাদেশ ও নেপালের সেমিফাইনাল আগেই নিশ্চিত ছিল। গতকাল দুই দেশের লড়াই ছিল ‘এ’ গ্রুপের সেরা নির্ধারক। ম্যাচের শুরু থেকে বাংলাদেশের সঙ্গে ভালো লড়াই করল নেপাল। শেষদিকের দারুণ নৈপুণ্য দিয়ে ৪৬-৩১ পয়েন্টে জয় তুলে নিল বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ১৮-১৪ পয়েন্টে এগিয়ে ছিল। উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রতিপক্ষকে একবার অলআউট করতে পারে বাংলাদেশ। এ নিয়ে প্রতিযোগিতার গ্রুপ পর্বের ৫ ম্যাচের সবগুলো জিতল গত তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। পঞ্চম ম্যাচে এসে প্রথম হারের তেতো স্বাদ পেল নেপাল। নেপালের বিরুদ্ধে ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন রেইডার মিজান। তিনি একাই নেপালের কাছ থেকে ২০ পয়েন্ট ছিনিয়ে আনেন। নিজেকে সময়ের অন্যতম সেরা রেইডার হিসেবে প্রতিষ্ঠিত করা মিজান ম্যাচসেরার স্বীকৃতি পেয়েছেন। খেলা শেষে অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আজাদ এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। ম্যাচ শেষে বাংলাদেশি রেইডার মিজানুর রহমান বলেন, ‘নেপালের বিরুদ্ধে ম্যাচের শুরুটা কঠিন ছিল। এ সময় আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি। মাঝ বিরতির পর সবাই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। দলের জয়ে ভূমিকা রাখতে পেরে আমি খুশি।’
০১ জুন, ২০২৪

শেখ জামালকে হারিয়ে গ্রুপসেরা পুলিশ
কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত ছিল, গতকাল ‘এ’ গ্রুপের শ্রেষ্ঠত্ব নির্ধারণী দ্বৈরথে মুখোমুখি হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও পুলিশ এফসি। স্বাধীনতা কাপ ম্যাচে শেখ জামালকে হারিয়ে গ্রুপসেরা হলো পুলিশ এফসি। বসুন্ধরা কিংস অ্যারেনায় আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠেছিল ম্যাচটি। একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ২৬ মিনিটে পুলিশ এফসির কিরঘিজস্তানের সেন্ট্রাল মিডফিল্ডার মানাস কারিপভ ম্যাচের ভাগ্য লিখে দেওয়া একমাত্র গোলটি করেন। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা পুলিশ। ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে ৪-০ গোলের জয়ে কল্যাণে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে গেছে প্রিমিয়ার সাবেক চ্যাম্পিয়ন শেখ জামাল। টানা দুই ম্যাচ হেরে আগেই বিদায় নিশ্চিত হয়েছে ব্রাদার্স ইউনিয়নের। গ্রুপসেরা হিসেবে ‘বি’ গ্রুপের দ্বিতীয় দলের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলবে পুলিশ। শেখ জামাল খেলবে ‘বি’ গ্রুপের শীর্ষ দলের বিপক্ষে। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে আপাতত ‘বি’ গ্রুপের শীর্ষে আছে আবাহনী। এক জয় ও এক ড্র থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করা শেখ রাসেল ক্রীড়া চক্র দ্বিতীয় স্থানে আছে। আগামীকাল আবাহনী-শেখ রাসেল ম্যাচ গ্রুপের ভাগ্য নির্ধারণ করবে। সে ম্যাচের পরই কোয়ার্টার ফাইনালে পুলিশ ও শেখ জামালের প্রতিপক্ষ চূড়ান্ত হবে।
০৩ নভেম্বর, ২০২৩
X