শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১
ময়মনসিংহের গৌরীপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
দুই দিন ধরে ময়মনসিংহের গৌরীপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে করে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। রোববার (৩০ জুন) থেকে গৌরীপুর পৌর শহরের ধূমকেতু ও মান্নান পরিবহনের টিকিট বিক্রি বন্ধ রয়েছে। সোমবারও (১ জুলাই) গৌরীপুর থেকে ঢাকাগামী কোনো বাস ছেড়ে যায়নি। জানা গেছে, শনিবার (২৯ জুন) গৌরীপুর পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে ধূমকেতু পরিবহনের একটি যাত্রীবাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বাসটি ময়মনসিংহ ব্রিজ বাস টার্মিনালে পৌঁছানোর পর ময়মনসিংহ মালিক সমিতি ও মোটরযান শ্রমিক ইউনিয়নের লোকজন বাস থেকে যাত্রীদের নামিয়ে দেয়। যাত্রীদের নামিয়ে ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার রাতেই গৌরীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন গৌরীপুর বাস মালিক ও মোটরযান শ্রমিকের ইউনিয়নের নেতারা। এ সময় গৌরীপুর থেকে ঢাকাগামী বাসের সময়সূচি নিয়ে জটিলতা নিরসন ও যাত্রী হয়রানি বন্ধের দাবি জানানো হয়। স্থানীয় বাসিন্দা হাছান আলী জানান, ঢাকা যাওয়ার জন্য পরিবার নিয়ে কাউন্টারে এসে দেখি বাস চলাচল বন্ধ। বিষয়টি আমাদের আগেই মাইকিং করে জানানোর দরকার ছিল। এখন বিকল্প পথে যাওয়া কঠিন হয়ে যাবে। ধূমকেতু পরিবহনের মালিক ও গৌরীপুর পৌরসভার কাউন্সিলর নূরুল ইসলাম বলেন, সম্প্রতি গৌরীপুর থেকে বাস চলাচলের সময়সূচি নিয়ে জটিলতা চলছিল। মালিক সমিতির বেঁধে দেওয়া নির্ধারিত সময়ে বাস ছাড়ার পরেও শনিবার আমাদের যাত্রীবাহী বাস ময়মনসিংহ যাওয়ার পর সেখান থেকে যাত্রী নামিয়ে দেয়। পরে স্থানীয়ভাবে আমরা যাত্রীদের রোষানলে পড়েছি। আমাদের দাবি যাত্রী হয়রানি বন্ধ ও সমন্বয় করে গৌরপুর থেকে যেন ঢাকাগামী বাস চালু করা হয়।
০১ জুলাই, ২০২৪

স্মার্ট গৌরীপুর গড়ার প্রত্যয় সোমনাথের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা নির্বাচনে অংশ নিয়েছেন। প্রচারের শুরু থেকেই সাধারণ ভোটারদের কাছে গিয়ে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তৃণমূলের কাছে ট্রাক প্রতীকের ভোট প্রার্থনা করছেন। নির্বাচনে জয়ী হলে কী করবেন, সেসব জানিয়ে ইশতেহার ঘোষণা করেছেন সোমনাথ। গতকাল মঙ্গলবার প্রেস ক্লাব মিলনায়তনে ঘোষিত নির্বাচনী ইশতেহারে যোগাযোগের উন্নতি, স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন, শিক্ষা-সংস্কৃতির বিকাশ, যুবদের কর্মসংস্থান, কৃষি ও কৃষকের উন্নয়ন, ক্রীড়াঙ্গনের আধুনিকায়নসহ সন্ত্রাস-মাদকমুক্ত দেশ গড়ার অঙ্গীকারে ৫১ দফা তুলে ধরেন। সব প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট গৌরীপুর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৫ বছরে সারা দেশে প্রত্যাশিত উন্নয়ন হলেও নানা প্রতিবন্ধকতার কারণে অনেকটা পিছিয়ে রয়েছে গৌরীপুর। নির্বাচিত হলে পরিকল্পিতভাবে সবার সহযোগিতায় সার্বিক উন্নয়ন বাস্তবায়নের মধ্য দিয়ে গৌরীপুরকে একটি আধুনিক বাসযোগ্য স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলব।’ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরীপুর পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম হবি, জেলা পরিষদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মুহম্মদ গোলাম সামদানী খান সুমন, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর সাদেকুর রহমান সাদেক প্রমুখ।
০৩ জানুয়ারি, ২০২৪

স্মার্ট গৌরীপুর গড়ার প্রত্যয় সোমনাথের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা নির্বাচনে অংশ নিয়েছেন। প্রচারের শুরু থেকেই সাধারণ ভোটারদের কাছে গিয়ে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তৃণমূলের কাছে ট্রাক প্রতীকের ভোট প্রার্থনা করছেন। নির্বাচনে জয়ী হলে কী করবেন সেসব জানিয়ে ইশতিহার ঘোষণা করেছেন সোমনাথ। মঙ্গলবার (২ জানুয়ারি) প্রেস ক্লাব মিলনায়তনে ঘোষিত নির্বাচনী ইশতেহারে যোগাযোগের উন্নতি, স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন, শিক্ষা-সংস্কৃতির বিকাশ, যুবদের কর্মসংস্থান, কৃষি ও কৃষকের উন্নয়ন, ক্রীড়াঙ্গনের আধুনিকায়নসহ সন্ত্রাস ও মাদকমুক্ত গৌরীপুর গড়ার অঙ্গীকারে ৫১ দফা তুলে ধরেন। সব প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট গৌরীপুর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৫ বছরে সারা দেশে প্রত্যাশিত উন্নয়ন হলেও নানা প্রতিবন্ধকতার কারণে অনেকটা পিছিয়ে রয়েছে গৌরীপুর। নির্বাচিত হলে পরিকল্পিতভাবে সবার সহযোগিতায় সার্বিক উন্নয়ন বাস্তবায়নের মধ্য দিয়ে গৌরীপুরকে একটি আধুনিক বাসযোগ্য স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলব।’ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরীপুর পৌরসভার সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম হবি, জেলা পরিষদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মুহম্মদ গোলাম সামদানী খান সুমন, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর সাদেকুর রহমান সাদেক প্রমুখ।
০২ জানুয়ারি, ২০২৪

গৌরীপুর জংশনে সন্ত্রাস ও নাশকতাবিরোধী প্রচারাভিযান
দেশের চলমান পরিস্থিতিতে ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনে সন্ত্রাস ও নাশকতাবিরোধী প্রচারাভিযান ও সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির উদ্যোগে গৌরীপুর রেলওয়ে জংশন ঘুরে ঘুরে সন্ত্রাস ও নাশকতা বিরোধী প্রচারাভিযান চালানো হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুবের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসান, গৌরীপুর থানার ওসি (তদন্ত) ইমরান আল হোসাইন, গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, রামগোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন জনি, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, সহকারী শিক্ষা অফিসার হাদিউল ইসলাম, গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান কবির, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মুজিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন প্রমুখ।
২২ নভেম্বর, ২০২৩

অবরোধের প্রতিবাদে গৌরীপুর আওয়ামী লীগের বিক্ষোভ
বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রতিবাদে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ। দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহত করতে সোমবার (৬ নভেম্বর) সকাল থেকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার নেতৃত্বে অবরোধের প্রতিবাদে পৌর শহরের ধানমহালস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করা হয়। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা বলেন, যে কোনো আন্দোলন সংগ্রাম করতে হলে জনগণের অংশগ্রহণ থাকতে হয়। কিন্তু বিএনপির অবরোধে জনগণের কোনো অংশগ্রহণ নেই। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে কিছুই করতে পারে না। তাদের অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে। গৌরীপুরে কোনো অবরোধ পালন হচ্ছে না। জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রেথে স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করার আহ্বান জানান। কর্মসূচিতে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, সাবেক কৃষিবিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, নূরুল ইসলাম, রামগোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন জনি, উপজেলা মহিলা লীগের আহ্বায়ক শিউলী চৌধুরী, গৌরীপুর সরকারি কলেজছাত্র সংসদের সাবেক ভিপি আবুল কালাম, সাবেক জিএস মাজহারুল ইসলাম টুটুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি- নাজিমুল ইসলাম শুভ, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক প্রমুখ।
০৬ নভেম্বর, ২০২৩
X