শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১
শিক্ষককে গলাকেটে হত্যাচেষ্টা
নীলফামারীর সদর উপজেলায় মক্তবের এক শিক্ষককে গলাকেটে হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১ জুলাই) ভোরে জেলা সদরের পলাশবাড়ী ইউনিয়নের তরনীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত মক্তব শিক্ষক ক্বারী আবুল হোসেন পলাশবাড়ি ইউনিয়নের অচিনতলা গ্রামের বাসিন্দা। তিনি ইসলামী ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের একটি মক্তবের শিক্ষক। স্থানীয়রা জানান, ফজরের নামাজ শেষে সাইকেলে করে মক্তবে যাচ্ছিলেন শিক্ষক ক্বারী আবুল হোসেন। নীলফামারী-ডোমার সড়কের তরনীবাড়ি এলাকায় পৌঁছালে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এক পযায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যাচেষ্টা করে।  এ সময় আবুল হোসেনের গোঙানির শব্দে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। নীলফামারী সদর থানা পুলিশের পরির্দশক (ওসি) মো. তানভীরুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যাচেষ্টার ঘটনায় শিক্ষক আবুল হোসেনের পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।  তিনি বলেন, কী কারণে এ হামলা করা হয়েছে তা জানা যায়নি। ওই শিক্ষক বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতোলে চিকিৎসাধীন রয়েছে।
০১ জুলাই, ২০২৪
X