ঢাবির বাজেটে গবেষণায় বরাদ্দ ১৫ কোটি টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৯১৩ কোটি ৮৯ লাখ টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে। গতকাল বুধবার বার্ষিক সিনেট অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বাজেট উপস্থাপন করেন। পরে সর্বসম্মতিক্রমে তা পাস করা হয়। গবেষণা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১৫ কোটি ৫ লাখ টাকা, যা মোট বাজেটের ১ দশমিক ৬৪ শতাংশ। কোষাধ্যক্ষ জানান, বাজেটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে বরাদ্দ দেওয়া হয়েছে ৭৬৮ কোটি ৮০ লাখ টাকা, আর নিজস্ব আয় ৮৫ কোটি টাকা। ঘাটতি দাঁড়াবে ৬০ কোটি ৯ লাখ ৮৭ হাজার টাকা, যা প্রাক্কলিত ব্যয়ের ৬ দশমিক ৫৮ শতাংশ। গবেষণায় স্বল্প বাজেট নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক। ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং বাড়াতে উপাচার্যের নেতৃত্বে কাজ চলছে। এটা অবশ্যই প্রশংসার যোগ্য। আমরা বিশ্ববিদ্যালয়ে গবেষণার কথা বললেও এ খাতে বাজেট অপ্রতুল। চতুর্থ শিল্পবিল্পবের জন্য আমাদের একাডেমিয়া ও ইন্ডাস্ট্রিকে এক জায়গায় আনতে হবে। এ ব্যাপারে সরকারেরও দিকনির্দেশনা থাকতে হবে। এদিকে, সিনেটে ঢাবি ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল প্রবেশ করতে চাইলে বিভিন্ন সময় তাদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা—এমন অভিযোগ তোলেন বিএনপি-জামায়াতপন্থি ঢাবি শিক্ষকদের সংগঠন ‘সাদা দলের’ আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফর রহমান। এ ছাড়া আবাসিক হলগুলোতে ‘গেস্টরুম কালচার’ রয়েছে উল্লেখ করে সাদা দলের শিক্ষক নেতারা বলেন, সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন করেন। তাদের মন্তব্যে সিনেটে হট্টগোল শুরু হয়।
২২ জুন, ২০২৩
X