শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১
সংলাপের মাধ্যমে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করুন : গণতান্ত্রিক বাম ঐক্য
বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ-আলোচনার মাধ্যমে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা এবং বর্তমান নির্বাচন বাতিল করার আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা।  শনিবার (৩০ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাব এলাকায় গণতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট  বিতরণকালে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি এ আহ্বান জানান তারা। বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকে 'একতরফা' ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে নানা কর্মসূচি পালন করে আসছে দলটি।  নেতারা বলেন, সারা দেশে যুগপৎ আন্দোলনকারীদের উপর হামলা ও গ্রেপ্তার করে এ সরকার ক্ষমতায় থাকতে পারবে না। চলমান জনসম্পৃক্ত আন্দোলনেই এ সরকারের পতন ঘটবে। তাই সরকারকে বলব- এখনো সময় আছে, সকল রাজনৈতিক দলের সাথে আলাপ-আলোচনা করে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা এবং বর্তমান নির্বাচন বাতিল করুন। তারা আরও বলেন, সরকার নির্বাচনের নামে তামাশার আয়োজন করেছে। জনগণ ইতিমধ্যে এ নির্বাচনী তামাশা প্রত্যাখ্যান করেছে। আগামী ৭ জানুয়ারি তারা একতরফা প্রহসনের ভোট বর্জন করবে।  গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী আবুল কালাম আজাদের নেতৃত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) সাধারণ সম্পাদক হারুন চৌধুরী ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) মহাসচিব হারুন আল রশিদ খান প্রমুখ।  
৩০ ডিসেম্বর, ২০২৩

৭ জানুয়ারি ভোটের ফল পূর্বনির্ধারিত : গণতান্ত্রিক বাম ঐক্য
বিএনপিসহ বিরোধী দলগুলোর একতরফা ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে রাজধানীতে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেছেন গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা।  শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল দশটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই লিফলেট বিতরণ শুরু হয়। এরপর জাতীয় শিল্পকলা একাডেমির সামনে দিয়ে দুর্নীতি দমন কমিশনের সামনে গিয়ে শেষ হয়।    গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী আবুল কালাম আজাদের নেতৃত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)’র সাধারণ সম্পাদক হারুন চৌধুরী ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)’র মহাসচিব হারুন আল রশিদ খান প্রমুখ। লিফলেট বিতরণকালে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা বলেন, আওয়ামী লীগ সরকার জাতীয় নির্বাচনকে একটি তামাশায় পরিণত করেছে। জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় থাকতে আবারও একটি একতরফা, প্রহসনের নির্বাচনের আয়োজন করেছে। আগামী ৭ জানুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, তার ফলাফল যে পূর্বনির্ধারিত-এটা সবাই বিশ্বাস করে। তাই এ ধরনের হাস্যকর নির্বাচন জনগণ ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে। ৭ জানুয়ারি তারা ভোটকেন্দ্রে যাবেন না।
২৯ ডিসেম্বর, ২০২৩

বিরোধী দল নির্ধারণে ভোট করছে সরকার : গণতান্ত্রিক বাম ঐক্য
বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকে ‘একতরফা’ নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে রাজধানীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা। বুধবার (২৭ ডিসেম্বর) সকালে তোপখানা রোডস্থ জোটের কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করেন নেতারা। এরপর পুরানা পল্টন মোড় ঘুরে নাইটিঙ্গেল মোড় হয়ে শ্রম ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে লিফলেট বিতরণের এই কার্যক্রম শেষ হয়। কর্মসূচিতে গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসডিপি) আহবায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)’র সাধারণ সম্পাদক হারুন চৌধুরী ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)’র মহাসচিব হারুন আল রশিদ খানসহ জোটের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণকালে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার জাতীয় নির্বাচনকে একটি তামাশায় পরিণত করেছে। জনগণের করের টাকা খরচ করে ডামি নির্বাচনের নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে। যেখানে সারা বিশ্বে সরকারি দল নির্বাচিত করতে ভোট হয়, সেখানে তারা বিরোধী দল নির্বাচনের জন্য ভোট করছে। তারা আরও বলেন, ভোটের ফলাফল যে পূর্বনির্ধারিত-এটা সবাই বিশ্বাস করে। তাই এ ধরনের হাস্যকর নির্বাচনকে প্রত্যাখ্যান করতে জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। নেতারা জানান, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় পুরানা পল্টন মোড় থেকে গণতান্ত্রিক বাম ঐক্য আবারো লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করা হবে।  
২৭ ডিসেম্বর, ২০২৩
X