রংধনু গ্রুপের খাদ্য সহায়তা পেল ৫০০০ পরিবার
রমজান উপলক্ষে বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান রংধনু গ্রুপের পক্ষ থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫ হাজার দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় গ্রুপের অস্থায়ী কার্যালয়ের সামনে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল গরুর মাংস, চাল, তেল, ডাল, আলু ও পেঁয়াজ। এ সময় রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম বলেন, রংধনু গ্রুপ সবসময় মানুষের কল্যাণে কাজ করে। প্রতিবারের মতো এবারও মাহে রমজান উপলক্ষে আমরা ৫ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী সহায়তা দিচ্ছি। আমি চাই, আমার এলাকার মানুষ যেন কোনো প্রকার সমস্যায় না পড়ে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে করোনাকালে সারা দেশে বিভিন্ন এলাকায় গ্রুপের উদ্যোগে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে শুধু রূপগঞ্জে ১ লাখ মানুষের জন্য খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় ঈদ, হিন্দুদের পূজা, নানা ধরনের অনুষ্ঠানসহ সবসময় সবার পাশে ছিলাম এবং থাকব। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক করিম পাঠান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার, ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাবেক সভাপতি জোসনা মহিউদ্দিন, কায়েতপাড়া ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন প্রমুখ।
১৪ মার্চ, ২০২৪

রংধনু গ্রুপের খাদ্য সহায়তা পেল ৫০০০ পরিবার
রমজান উপলক্ষে বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান রংধনু গ্রুপের পক্ষ থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫ হাজার দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় গ্রুপের অস্থায়ী কার্যালয়ের সামনে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল গরুর মাংস, চাল, তেল, ডাল, আলু ও পেঁয়াজ। এ সময় রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম বলেন, রংধনু গ্রুপ সবসময় মানুষের কল্যাণে কাজ করে। প্রতিবারের মতো এবারও মাহে রমজান উপলক্ষে আমরা ৫ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী সহায়তা দিচ্ছি। আমি চাই, আমার এলাকার মানুষ যেন কোনো প্রকার সমস্যায় না পড়ে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে করোনাকালে সারা দেশে বিভিন্ন এলাকায় গ্রুপের উদ্যোগে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে শুধু রূপগঞ্জে ১ লাখ মানুষের জন্য খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় ঈদ, হিন্দুদের পূজা, নানা ধরনের অনুষ্ঠানসহ সবসময় সবার পাশে ছিলাম এবং থাকব। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক করিম পাঠান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার, ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাবেক সভাপতি জোসনা মহিউদ্দিন, কায়েতপাড়া ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন প্রমুখ।
১৪ মার্চ, ২০২৪

রমজানে খাদ্য সহায়তা পেল ৩০০ অসহায় পরিবার
চুয়াডাঙ্গার জীবননগরে রমজান উপলক্ষে ৩০০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। রোববার (১০ মার্চ) বিকেলে জীবননগর স্টেডিয়ামে এসব খাবার বিতরণ করা হয়। দোস্ত এইডের নির্বাহী সদস‍্য সাংবাদিক সাব্বির সামি মুহিতের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস‍্য হাজী আলী আজগর টগর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব হাসিনা মমতাজ। প্রধান অতিথির বক্তব্যে হাজী আলী আজগর টগর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্য বিমোচন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন উদ‍্যোগ গ্রহণ করেছেন। মায়ের মমতা দিয়ে বিভিন্ন ভাতা প্রণয়নের মাধ‍্যমে তাদেরকে সমাজে মর্যাদাকর জায়গায় নিয়ে গেছেন। বঙ্গবন্ধুর বৈষম্যমুক্ত সোনার বাংলা গড়তে সরকারি ও বেসরকারি পর্যায় থেকে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। উল্লেখ্য, রমজানে সংস্থাটি বিভিন্ন জেলায় ৩০ হাজার পরিবারের মাঝে খাদ্য বিতরণ করছে। আর পুরো রমজানে দেড় লাখ প‍্যাকেট ইফতার বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এছাড়া দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, পানি স্যানিটেশন, কর্মসংস্থান তৈরি, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন, জলবায়ু, মানবাধিকার, জরুরি সহায়তাসহ বিভিন্ন ধরণের ৩০টি প্রকল্প নিয়ে দেশব্যাপী কাজ করে থাকে।
১০ মার্চ, ২০২৪

ফিলিস্তিনের দূতের কাছে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর
ফিলিস্তিনের জন্য জরুরি সহায়তা হিসেবে ৫০০ কেজি শুকনো খাবার পাঠাচ্ছে বাংলাদেশ। পর্যায়ক্রমে দেশটির জন্য ওষুধ ও অন্যান্য সহায়তা পাঠানো হবে। আজ সোমবার (২৩ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদানের কাছে শুকনো খাবার হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন এবং দুর্যোগ ও ত্রাণ সচিব মো. কামরুল হাসান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনে গণহত্যায় যারা মারা যাচ্ছেন, তাদের মধ্যে ৭০ ভাগ শিশু। আমরা চাই এই গণহত্যা বন্ধ হোক। বাংলাদেশ শান্তি চায়। ফিলিস্তিনি রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ ও এদেশের মানুষ শুরু থেকেই ফিলিস্তিনের পাশে রয়েছে। এতদূর থেকেও ফিলিস্তিনিদের কথা ভাবছে বাংলাদেশ। চলমান সংকটের শুরুর দিন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের পাশে থাকার কথা বলেছেন। এজন্য কৃতজ্ঞতা। রাষ্ট্রদূত আরও বলেন, বিশ্বকে বলতে চাই- আমরা একা নই। ফিলিস্তিনিরা তাদের এ সংগ্রামে একা নয়। ফিলিস্তিনিরা শান্তি, ন্যায় এবং স্বাধীনতার জন্য যে লড়াই করছে সেখানে আমরা একা নই। ফিলিস্তিনের এ সংগ্রামে শুধু মুসলিম নয়, অমুসলিমরাও সংহতি প্রকাশ করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় ফিলিস্তিনের সাধারণ মানুষের জন্যর বাংলাদেশের হস্তান্তর করা এসব শুকনো খাবার মিসর সীমান্ত দিয়ে ফিলিস্তিনে পৌঁছানোর কথা রয়েছে।
২৩ অক্টোবর, ২০২৩
X