তিন জেলায় খাদ্যসামগ্রী বিতরণ করবে আ.লীগ
ঘূর্ণিঝড় রিমাল দুর্গতদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের জন্য সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট যাচ্ছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির প্রতিনিধিরা। গতকাল শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, ১১ সদস্যের প্রতিনিধিদলটি আজ শনিবার বিকেলে সাতক্ষীরার শ্যামনগর এবং আগামীকাল রোববার খুলনা ও বাগেরহাটে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করবে। দলে থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য গ্লোরিয়া সরকার ঝর্ণাসহ উপকমিটির সদস্যরা।
০১ জুন, ২০২৪

জিয়ার মৃত্যুবার্ষিকীতে যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী যুবদল।  বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কর্মসূচিতে যুবদলের সিনিয়র সহসভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, যুগ্ম সম্পাদক গোলাম মওলা শাহীনসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একদল সদস্যের অভ্যুত্থানে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই থেকে এই দিনটিকে ‘শাহাদাত দিবস’ হিসেবে পালন করে আসছে দলটি।
৩০ মে, ২০২৪

বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
ভারত ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ডাকবাংলো মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক শ্রী নারায়ন সাহা মনি, কোষাধ্যক্ষ শেখ আব্দুল মান্নান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল্লাহ আল মামুন। খাদ্যসামগ্রী বিতরণের অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মৈত্রী সমিতির নির্বাহী সদস্য ও নীলফামারী জেলা পরিষদের সদস্য ইসরাত জাহান পল্লবী। সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
০৫ এপ্রিল, ২০২৪

দরিদ্র ও দুস্থদের খাদ্যসামগ্রী বিতরণ করল স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ
পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র ও দুস্থদের খাদ্যসামগ্রী উপহার দিয়েছে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ। রোববার (৩১ মার্চ) মতিঝিলস্থ শাপলা চত্বরের পাশে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।  অনুষ্ঠানে তিন শতাধিক দরিদ্র ও দুস্থদের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।  এতে বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন হামিদুল আলম সখা ও সংগঠনের উপদেষ্টা মো. দেলোয়ার হোসেন। স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আককাছ আলী আকাশের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আশরাফ-উল-আলম ব্যাকুল। এ ছাড়া অন্যদের মধ্যে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মরিয়ম খানম, সাংগঠনিক সম্পাদক আবু সোলায়মান, আইন সম্পাদক ফরহাদ আলম, সোনালী ব্যাংক ইউনিটের সভাপতি আলাউদ্দিন তুষার, সাধারণ সম্পাদক মো. আব্দুর রায়হান উপস্থিত ছিলেন। সোনালী ব্যাংক শাখার সভাপতি আলাউদ্দিন তুষার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার পার্টি না করে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করার নির্দেশনা দিয়েছেন, তারই অংশ হিসেবে এবং পবিত্র রমজান মাসে সামাজিক দায়বদ্ধতা এবং নিয়মিত সেবাকাজের অংশ হিসেবে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে।
৩১ মার্চ, ২০২৪

বৃদ্ধাশ্রমে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করল আ.লীগের শিক্ষা ও মানবসম্পদ উপকমিটি
পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কুষ্টিয়ার মজমপুর বৃদ্ধাশ্রমে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।  শনিবার (৩০ মার্চ) শিক্ষা প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক বেগম শামসুন নাহার চাঁপার নির্দেশে এই সহায়তা বিতরণ করা হয়। এদিন বিকেলে অসহায় বৃদ্ধাদের হাতে চাল, ডাল, তেল, সেমাই, চিনিসহ অন্যান্য প্রয়োজনীয় খাদ্য উপকরণ এবং ইফতারসামগ্রী বিতরণ করা হয়।   এ সময় আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উপকমিটির সদস্য সচিব বেগম শামসুন নাহার চাঁপার পক্ষে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূরজাহান শারমিন, বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক আফরোজা রহমান মিষ্টিসহ স্বেচ্ছাসেবীরা।  এর আগে ২২ মার্চ ধানমন্ডি ৩/এ-তে অবস্থিত আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের শিক্ষা ও মানবসম্পদ উপকমিটির সভা অনুষ্ঠিত হয়।  সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নের জন্য অসহায়, এতিম ও দুস্থদের মধ্যে ইফতার এবং সেহরির খাদ্যসামগ্রী বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।  এরপর ২৪ মার্চ ঢাকার বায়তুল মোমিন মসজিদ ও মাদ্রাসার এতিমদের মধ্যে সেহরির জন্য চাল, ডাল, মাছ, মাংস, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ইফতারসামগ্রী বিতরণ করা হয়।
৩০ মার্চ, ২০২৪

এতিম বিধবাদের মাঝে কাতার চ্যারিটির খাদ্যসামগ্রী বিতরণ
প্রতি বছরের মতো এবারো পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশে গরিব, এতিম ও বিধবা পরিবারগুলোতে খাদ্য সামগ্রী বিতরণ করছে কাতার চ্যারিটি। রমাদান প্রোগ্রামের আওতায় এ বছর মোট খাদ্য সহায়তা পেয়েছে সতেরো হাজার ছয়শত বিশ জন। ঢাকার ধামরাই, কিশোরগঞ্জের ভৈরব, কুমিল্লা, নাটোর, নেত্রকোনা, বাগেরহাট, টাঙ্গাইল, কুড়িগ্রাম, নরসিংদী, পাবনাসহ মোট ১৬টি জায়গা থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ৪৭ কেজি ওজনের প্রতিটি প্যাকেটে ছিল চাল, তেল, খেজুর, ছোলা, ডাল, লবণ, চিনিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী। জানা যায়, কাতার চ্যারিটির ঢাকা অফিসের স্টাফরা প্রতিটি বিতরণ কার্যক্রমে অংশ নেন। ভৈরবে হাজী আসমত আলী চাইল্ড হোমে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেন কাতার চ্যারিটির কান্ট্রি ডিরেক্টর ডা. আমিন হাফিজ ওমর। রমজানে এতিম ও বিধবাদের জন্য কাতার চ্যারিটির এ উদ্যোগের প্রশংসা করেছেন উপকারভোগীরা।  কাতার চ্যারিটির কর্মকর্তারা জানিয়েছেন, রমজানের শেষের দিকে যাকাত আল ফিতর প্রোগ্রামের আওতায় আন্তর্জাতিক এ চ্যারিটি সংস্থার তরফ থেকে এ বছর খাদ্য সামগ্রী পাবে আরো প্রায় ৩০ হাজার মানুষ। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ভাসানচরে ৭ হাজারেরও বেশি রোহিঙ্গা শরণার্থী পরিবারকে দেওয়া হবে ফুড প্যাকেট।
২৪ মার্চ, ২০২৪

রাজধানীতে জামায়াতের খাদ্যসামগ্রী বিতরণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা বলেছেন, কথিত গণতন্ত্রের নামে দেশে নির্মম স্বেচ্ছাতন্ত্র ও জুলুমতন্ত্র চলেছে। দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে দলমত নির্বিশেষে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি পবিত্র মাহে রমজানের শিক্ষায় তাকওয়া অর্জন ও আত্মগঠনে আত্মনিয়োগ করতে সবার প্রতি আহ্বান জানান। গতকাল রাজধানীতে ঢাকা মহানগরী উত্তরের বিমানবন্দর থানার উদ্যোগে স্থানীয় রোজাদারদের খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। থানা আমির অধ্যক্ষ এনামুল হক শিফনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তর জামায়াতের নেতা মোহাম্মদ জামাল উদ্দিন, আব্দুর রহীম রাহীম সাব্বীর, মাহবুবুল ইসলাম দিদার, আ স ম আবদুল্লাহ, এরশাদ আলী প্রমুখ। এ ছাড়া রামপুরা, মিরপুর, গুলশান, হাতিরঝিল, ক্যান্টনমেন্ট, ভাষানটেক থানায় সুধী সমাবেশ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
২০ মার্চ, ২০২৪

রমজানে খাদ্যসামগ্রী বিতরণ বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির 
পবিত্র রমজান উপলক্ষ্যে গরিব ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি। উভয় দেশের মানুষের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ককে আরও জোরদার করতে এ উদ্যোগ নেওয়া হয়। গতকাল রোববার (১৭ মার্চ) সাভারের বিরুলিয়া বেড়িবাঁধ সংলগ্ন প্রিয়াঙ্কা শুটিং জোনে খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক শ্রী নারায়ণ সাহা মনি, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল হক, সাবেক সচিব শ্রী অশোক মাধব রায়, কোষাধ্যক্ষ শেখ আব্দুল মান্নান, সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা এ এস এম সাইফুল্লা, বীর মুক্তিযোদ্ধা ড. এম ডি আসরাফুল ইসলাম, সাইদুল্লা আল মামুন, অ্যাডভোকেট সামসুল হক ও ইসরাত জাহান পল্লবী। সার্বিক সহযোগিতায় ছিলেন সমিতির সমাজকল্যাণ সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইদুর রহমান সজল।
১৮ মার্চ, ২০২৪

জামায়াতের খাদ্যসামগ্রী বিতরণ
রমজান উপলক্ষে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের থানা শাখাসমূহের উদ্যোগে গতকাল সোমবার অসহায় ও অসচ্ছল পরিবারের মধ্যে সেহরি ও ইফতারের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ ছাড়া ডেমরায় বিনামূল্যে সুপেয় পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। জামায়াতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর গেন্ডারিয়া, যাত্রাবাড়ী-শ্যামপুর থানা এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল, নায়েবে আমির ড. হেলাল উদ্দিন এবং সহকারী সেক্রেটারি মুহা. দেলাওয়ার হোসেন। এদিকে ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও দক্ষিণ থানার উদ্যোগে ৯০০ অসহায় পরিবারের মধ্যে ইফতার-সেহরি সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির অব্দুর রহমান মূসা, থানা আমির নোমান আহমেদী, কেন্দ্রীয় নেতা হেমায়েত হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
১২ মার্চ, ২০২৪

রূপগঞ্জে রংধনু গ্রুপের খাদ্যসামগ্রী বিতরণ
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে রূপগঞ্জবাসীর কাছে দোয়া চেয়ে রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলামের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। হরতাল-অবরোধ করতে হবে প্রতিরোধ, সংঘাত নয় শান্তি চাই, নৌকা মার্কায় ভোট চাই—এই স্লোগান সামনে রেখে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এবং দাউদপুর ইউনিয়নের বেলদী মাদ্রাসা মাঠে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণ করেন গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মর্তুজা পাপ্পা এবং রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান। রংধনু গ্রুপের পক্ষ থেকে ৫০ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের দ্বিতীয় দফায় কাঞ্চন পৌরসভা, ভোলাভো ইউনিয়ন, রূপগঞ্জ ইউনিয়ন ও দাউদপুর ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হাজি সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজি এমায়েত হোসেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুম চৌধুরী অপু, কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার, ভুলতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু দাউদ মোল্লা, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক করিম পাঠান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলাউদ্দিন, রাজু হাসান আলেক, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমন হাসান খোকন, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাতুল হোসেন খোকন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাবেক সভাপতি জোসনা মহিউদ্দিন, কায়েতপাড়া ১নং ওয়ার্ড ইউপি সদস্য জসিম উদ্দিন, যুবলীগ নেতা বিল্লাল হোসেন, সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মদ, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী মহিলা লীগ নেত্রী স্বপ্না আক্তারসহ আরও অনেকে।
১০ নভেম্বর, ২০২৩
X