খেজুরের ‘মান’ সংশোধন, ক্ষমা প্রার্থনা প্রতিমন্ত্রীর
বাণিজ্য মন্ত্রণালয় থেকে দাম নির্ধারণী আদেশে খেজুরকে ‘অতি সাধারণ’ এবং ‘নিম্নমানের’ বলে উল্লেখ করা হয়েছিল। পরে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় সরকারকে। শেষ পর্যন্ত সেই সমালোচনা এড়াতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টির জন্য ক্ষমা প্রার্থনা করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী মো. আহসানুল ইসলাম টিটু। একই সঙ্গে খেজুরের দাম নির্ধারণী সংক্রান্ত গত ১১ মার্চে জারিকৃত আদেশটির ফের সংশোধনীও আনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চান এবং সংশোধনী আদেশ জারির বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন। এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানান, আগের আদেশে উল্লিখিত ‘অতি সাধারণ’ এবং ‘নিম্নমানের’ শব্দটি তুলে দেওয়া হয়েছে। এর পরিবর্তে সংশোধনীতে ‘সাধারণ মানের খেজুর’ শব্দটি যোগ করা হয়েছে। নতুনভাবে জারি করা আদেশটি ইতোমধ্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনকে পাঠিয়ে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে নতুন আদেশটি সাংবাদিকদেরও সরবরাহ করা হয়। বাণিজ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় খুব ট্রলিং হচ্ছে, আমাদের ছোট একটা, ছোট না আমি বলব যে বড়ই ভুল আমাদের ভাষাটা ঠিক হওয়া দরকার ছিল। সাধারণ মানের জায়গায় শব্দটা একটু ই-হয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে সেটা সংশোধন করে দিয়েছি, কিন্তু সেটা হাইলাইটেড হয়নি।’ আহসানুল ইসলাম টিটু বলেন, ‘আমাদের ভুলত্রুটি হয়, যখন আমরা দ্রুত কাজ করতে যাই... আমরা চেয়েছিলাম প্রথম রমজানেই নোটিশটি দিয়ে দেওয়া। এক সপ্তাহ আগে তাদের বলেছিলাম নিজ উদ্যোগী হয়ে দাম নির্ধারণ করে দেওয়া। যেহেতু তারা গরিমসি করছিল, আমরা চাচ্ছিলাম প্রথম রমজান থেকে। তাই তাড়াহুড়ায় আমাদের ভুল হয়ে গেছে। সেজন্য আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি।’ তিনি আরও দাবি করেন, বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার পরিস্থিতি উন্নত করার যে চেষ্টা এবং ভোক্তার অধিকার রক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যেভাবে কাজ করে যাচ্ছে, বিভিন্ন মহল থেকে আমরা এ বিষয়ে অনেক সাধুবাদ পেয়েছি। আমরা এ কাজটা কন্টিনিউ করতে চাই। এর মধ্যে আমাদের ছোটখাটো ভুল হয়, সেটাকে হাইলাইট না করে আমি সব সময় বলি এফোর্টগুলোকে যদি একটু হাইলাইট করা হয়, যে সমস্যাগুলো আছে সেগুলো আমাকে বলা হয়, তাহলে চলে যাবে।’
১৫ মার্চ, ২০২৪

সিরাজগঞ্জ-৫ : এমপি মমিন ও সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসের ক্ষমা প্রার্থনা
আচরণবিধি লঙ্ঘন করায় নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে সশরীরে হাজির হয়ে ক্ষমা চাইলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মমিন মন্ডল এমপি ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।  সোমবার (১১ ডিসেম্বর) সিরাজগঞ্জ-৫ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা শাহজাদপুর সিনিয়র সহকারী জজ মো. সোহেল রানার আদালতে হাজির হয়ে লিখিত জবাব দেন তারা। শাহজাদপুর সিনিয়র সহকারী জজ আদালতের সেরেস্তাদার মো. আমিরুল মোমেনিন এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি বলেন, প্রথমে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মমিন মন্ডল ও পরে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দেন। লিখিত জবাবে আচরণবিধি লঙ্ঘন হওয়ায় ক্ষমা প্রার্থনা করেন তারা।  এর আগে মঙ্গলবার (৫ ডিসেম্বর) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বেলকুচি উপজেলা চত্বরসহ বেলকুচি বাজার সংলগ্ন রাস্তায় মোটরসাইকেল শোভাযাত্রা করেন নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মমিন মন্ডল এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস। তাদের বিরুদ্ধে নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি ২০০৮ এর ১২ বিধির সুস্পষ্ট লঙ্ঘনের অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিশ দেন নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও শাহজাদপুর সিনিয়র সহকারী জজ  মো. সোহেল রানা।
১১ ডিসেম্বর, ২০২৩

ক্ষুব্ধ ম্যাক্সওয়েলের বউ ওয়ার্নারের ক্ষমা প্রার্থনা
আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। হৃদয় ভেঙেছে ভারতীয় সমর্থকদের। অজি ওপেনার কষ্ট পাওয়া সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন। অন্যদিকে, গ্লেন ম্যাক্সওয়েলের ভারতীয় স্ত্রী বিনি রমন কটূক্তির শিকার হয়েছেন। বিনি এক্সে লেখেন, ‘যারা আমাকে অপমান করছেন তাদের উদ্দেশে বলছি—ভাবতেই পারছি না যে, এটা বলতে হবে। আমি ভারতীয় হতে পারি, তাই বলে যে দেশে জন্মেছি, যে দেশে বড় হয়েছি, আমার স্বামী এবং সন্তানের বাবা যে দেশের হয়ে খেলে, সেই দেশকে সমর্থন করব না?’ এদিকে মন খারাপ করা ভারতীয় সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে ওয়ার্নার লেখেন, ‘আমি ক্ষমা চাচ্ছি। দুর্দান্ত একটা ম্যাচ খেললাম। খুব ভালো পরিবেশ ছিল। ভারত খুব ভালো একটা প্রতিযোগিতার আয়োজন করেছে। সবাইকে ধন্যবাদ।’
২২ নভেম্বর, ২০২৩

শেষমেশ ক্ষমা প্রার্থনা
ভারত-বাংলাদেশ ম্যাচের পর পুনের গ্যালারিতে অযথাই আক্রোশের শিকার হন বাংলাদেশের এক অসহায় সমর্থক। ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয়। পরে ইতিবাচক মানসিকতা দেখিয়েছেন ভারতীয় সমর্থকরা; ক্ষমা প্রার্থনা করলেন সেই বাংলাদেশি সমর্থকের কাছে। বাংলাদেশি সেই সমর্থকের নাম শোয়েব আলী; যিনি টাইগার শোয়েব নামে পরিচিত। ভিডিওতে দেখা গেছে, শোয়েবের হাতে থাকা কৃত্রিম বাঘের লেজ ধরে টানাটানি করছেন কয়েকজন ভারতীয় সমর্থক। শোয়েবকে ঘিরে ধরে নানাভাবে হেনস্তাও করা হয়েছে। তাদের সবার গায়েই ছিল ভারতীয় দলের নীল জার্সি। এ সময় তারা খেলনা বাঘটি ছিঁড়ে ফেলেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নিন্দার ঝড় ওঠে। এ অপকর্মে জড়িত ভারতীয় সমর্থকদের আচরণের তীব্র সমালোচনা শুরু হয়। শোয়েব নিজেও সোশ্যাল মিডিয়ায় তার তিক্ত অভিজ্ঞতার কথা জানান। ভারতীয় ক্রিকেট কর্তারা জানান, এ ধরনের ঘটনা সমর্থনযোগ্য নয়। পুনের দর্শকদের কয়েকজনের ওই অভদ্র আচরণে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের ভাবমূর্তি ক্ষতি করবে বলে জানান অনেকে। সেই ঘটনায় বেশ কিছু ভারতীয় সমর্থক ক্ষমা চেয়ে এবং দুঃখ প্রকাশ করে শোয়েবকে বার্তা পাঠিয়েছেন।
২৩ অক্টোবর, ২০২৩

আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা মেয়র জাহাঙ্গীরের
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় প্রসঙ্গে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে অশালীন মন্তব্যের ঘটনায় আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন তিনি। তবে এদিন আদালত মেয়রকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেননি। তার বিরুদ্ধে জারি করা আদালত অবমাননার রুলের শুনানির জন্য আগামী ১২ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। ওইদিন মেয়র জাহাঙ্গীর আলমকে ফের আদালতে হাজির হতে হবে।
২৫ আগস্ট, ২০২৩
X