কোরবানির মাংস বিতরণ করল ইসলামী শ্রমিক আন্দোলন
কোরবানি বঞ্চিতদের মাঝে মাংস বিতরণ করেছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার (১৮ জুন) দুপুরে পুরানা পল্টন এলাকায় কোরবানির মাংস বিতরণ করা হয়।  ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোরবানির মাংস বিতরণ করেন।  কোরবানির মাংস বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ইসলামী শ্রমিক আন্দোলনের সহসভাপতি হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মাওলানা খলিলুর রহমান, এইচ এম রফিকুল ইসলাম, হাফেজ সৈয়দ ওমর ফারুক, হাজি শাহাদাত হোসাইন, মাওলানা শাহজামাল, হাফেজ মাওলানা মাসরুর তাসফিন, হাজি শাহিন আহমদ, হারুন অর রশিদ, আইয়ুব আলি চৌধুরী। হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, দেশের প্রায় এক তৃতীয়াংশ মানুষ কোরবানি করার সামর্থ্য না থাকায় ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়। কোরবানির মাংস ছাড়া পুরো বছর গরুর মাংস কিনে খাওয়ার সামর্থ্য নেই তাদের। সরকার বলে থাকেন, দেশ না কি উন্নয়নের মহাসড়কে। নিরপেক্ষ খোঁজখবর নিলে এমনই চিত্র প্রকাশ পাবে।  ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের পক্ষ থেকে সমাজের গরিব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করে ঈদের আনন্দে বঞ্চিতদের শামিল করার চেষ্টা করছে ইসলামী শ্রমিক আন্দোলন। 
১৮ জুন, ২০২৪

তথ্যমন্ত্রীর পক্ষে কোরবানির মাংস বিতরণ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের পক্ষ থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বিভিন্ন এতিমখানা এবং দুস্থদের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। তথ্যমন্ত্রীর পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে এ মাংস দেওয়া হয়। গতকাল শনিবার উপজেলার মরিয়মনগর চৌমুহনী এলাকায় কোরবানির মাংস বিতরণ করেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব ইমরান শরীফ ইমু। এ সময় উপস্থিত ছিলেন মরিয়ম ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু, উপজেলা আওয়ামী লীগের সদস্য শওকত হোসেন সেতু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, উপজেলা যুবলীগের সহসভাপতি পারভেজ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আলী শাহ, ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক মুমিনুল হক ময়ুর, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক এমরান হোসেন, দপ্তর সম্পাদক নূর হোসেন জয়, সদস্য আরিফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন বাদশা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. ইমতিয়াজ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক তানভীর হোসেনসহ ইউনিয়ন-ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা। তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ জানান, মাংস বিতরণের জন্য উপজেলার বিভিন্ন জনাকীর্ণ স্থান পোমরা, পদুয়া ইউনিয়নের সোমবাইজ্জা হাট ও দশমাইল মুক্তিযোদ্ধা বাজার, রাণীরহাট, ধামাইরহাট, মরিয়মনগর চৌমুহনী, পৌরসভার মোহাম্মদপুর, সরফভাটা ইত্যাদি চত্বরকে নির্ধারণ করা হয়। পরে সেখানে গরু কোরবানি করে মাংস স্থানীয় দুস্থ ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।
০২ জুলাই, ২০২৩
X