কোটা পদ্ধতি বাতিল না করা হলে বৃহৎ আন্দোলনে নামবে শিক্ষার্থীরা
মুক্তিযোদ্ধা কোটা নিয়ে হাইকোর্টের রায়ের প্রতিবাদে এবং সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগ বহাল রাখার দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা। অনতিবিলম্বে কোটা পদ্ধতি বাতিল না করা হলে বৃহৎ আন্দোলনে নামবে বলেও জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার (৯ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও বুদ্ধিজীবী চত্বরে এ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে অংশ নেন শতাধিক সাধারণ শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীদের ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘কোটা প্রথা বাতিল চাই’, ‘বৈষম্য মানি না মানবো না’, ‘কোটার বিরুদ্ধে লড়াই হবে লড়াই চাই’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। শিক্ষার্থীরা চায় সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করা হোক। কোটা নয় বরং মেধাভিত্তিক নিয়োগের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধার সঠিক মূল্যায়ন পেতে চায়। কোটা পদ্ধতিতে সরকারি চাকরিতে নিয়োগ করা হলে সেটা সাধারণ চাকরিপ্রত্যাশীদের মেধার অবমূল্যায়ন বলে মত দেন তারা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কোটা পদ্ধতি বাতিল না করা হলে মঙ্গলবার (১১ জুন) বৃহৎ পরিসরে আন্দোলনের হবে বলে জানান তারা।  প্রসঙ্গত, সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালের ৪ অক্টোবর জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।   
০৯ জুন, ২০২৪
X