কুরিয়ার সার্ভিসকে স্ক্যানিংয়ের আওতায় আনার পরামর্শ
বর্তমানে মাদক পরিবহনের অন্যতম মাধ্যম হিসেবে কুরিয়ার সার্ভিসকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে সংসদীয় কমিটিতে। তাই মাদক নিয়ন্ত্রণে এটিকে স্ক্যানিংয়ের আওতায় আনার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্যরা। গতকাল বুধবার অনুষ্ঠিত সংসদীয় বৈঠকের কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা গেছে। কমিটির আগের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। গতকালের বৈঠকে ওই কার্যবিবরণী অনুমোদন দেওয়া হয়। বৈঠকে মাদকবিরোধী যৌথ টাস্কফোর্সের অভিযানে সোর্সের তথ্য একপক্ষ-অন্যপক্ষকে সরবরাহ না করার অভিযোগ ওঠে। শুধু কৃতিত্ব নেওয়ার জন্যই এ ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ তোলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মুস্তাকীম বিল্লাহ। সমস্যার সমাধানে সোর্সকে একটি প্ল্যাটফর্মে আনার প্রচেষ্টা চলছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, মাদক আইনে সর্বোচ্চ শাস্তির বিধান থাকলেও অপরাধী ধরা পড়ার পর সাক্ষীর অভাবে সঠিক বিচার করা যাচ্ছে না। ফলে ছাড়া পাওয়ার কিছুদিনের মধ্যেই নতুন উদ্যমে ফের ড্রাগ অপরাধে জড়িয়ে যাচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সামছুল হক দুদু, ময়েজ উদ্দিন শরীফ, চয়ন ইসলাম, সাদ্দাম হোসেন (পাভেল) ও হাছিনা বারী চৌধুরী অংশগ্রহণ করেন। বৈঠকের কার্যবিবরণী সূত্রে জানা গেছে, লাইসেন্স ছাড়া মদ বিক্রির নিষেধাজ্ঞা থাকলেও কমিটির সদস্য সানোয়ার হোসেনের এলাকায় শত শত লোকের কাছে মদ বিক্রি হয় বলে অভিযোগ করেন তিনি। বলেন, জেলখানার তথ্য নিলে দেখা যাবে অর্ধেকের বেশি কয়েদি মাদক মামলায় জড়িত। কিশোর গ্যাং নিয়ে র্যাবের মহাপরিচালক বলেন, কিশোর গ্যাং সমাজের জন্য অ্যালার্মিং হয়ে দাঁড়িয়েছে। কিশোর গ্যাং নির্মূলে অভিযান পরিচালনা করে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তবে ছাড়া পেয়ে ফের অপরাধ কার্যক্রমে জড়িয়ে পড়ছে। বৈঠকে কোরবানির ঈদ সামনে রেখে গরু চুরি রোধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকরী উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।
৩০ মে, ২০২৪

সিরাজগঞ্জে করতোয়া কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন
বগুড়া-পাবনা মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের ১টি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৩ ডিসেম্বর) রাতের দিকে উল্লাপাড়া পৌর এলাকার নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কাভার্ডভ্যানটির কেবিন ও ভেতরে থাকা কিছু মালামাল পুড়ে গেছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল ওদুদ বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ  সদস্যদের উপস্থিতিতে উল্লাপাড়া  ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে এবং গাড়ির ভেতরে অবশিষ্ট মালামাল উদ্ধার করে। তবে গাড়ির ড্রাইভার এবং হেলপারের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মেহেরুল ইসলাম জানান, নবগ্রাম করতোয়া কুরিয়ার সার্ভিসের পার্সেলবাহী একটি কাভার্ড ভ্যানে আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যাই। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে সামনের কেবিনটা পুড়ে গেছে। ভেতরে কিছু মালামাল পুড়েছে।  হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল ওদুদ জানান, ট্রাকে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
০৩ ডিসেম্বর, ২০২৩

কুরিয়ার সার্ভিসে আনা ক্রিমের কৌটায় ইয়াবা, আটক ২
ঢাকার সাভারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রিমের কৌটার ভেতরে করে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।  রোববার (১২ নভেম্বর)  দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের সাভার শাখা অফিস থেকে তাদের আটক করে সাভার মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন, রাজবাড়ী জেলার পাংশা থানার সরিষা ইউনিয়নের মো. বাবুল (৩৫) ও ঢাকার ধামরাই উপজেলার মো. শরিফ (৩২) সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমাণ ইয়াবার চালান আসার খবর জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাভারের এসএ পরিবহনের কুরিয়ার সার্ভিসের শাখায় গিয়ে পাঁচটি ক্রিমের কৌটার ভেতর অভিনব পদ্ধতিতে লুকানো অবস্থায় ২ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় দুই মাদক কারবারিকে।  তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সাথে ঘটনার সাথে কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা আছে কি না সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।  
১৩ নভেম্বর, ২০২৩

রংপুরে ১ হাজার বেকার যুবককে চাকরি দিল স্টেডফাস্ট কুরিয়ার
মাত্র চার ঘণ্টায় চাকরি পেলেন ১ হাজার বেকার যুবক। তাদের বেতনও কম নয়। ১২টি পদে নিয়োগ পাওয়া একেকজনের বেতন প্রতি মাসে ২০ থেকে ৬০ হাজার টাকা। এই চাকরির জন্য লাগেনি ব্যাংক ড্রাফট, করতে হয়নি লিখিত আবেদন। নেই পরীক্ষার ঝামেলাও। কয়েক মিনিটের ভাইভায় সোনার হরিণ মিলল বেকার যুবকদের। এতে উচ্ছ্বসিত তারা। স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের এ চাকরির মেলা বসেছিল রংপুরের গঙ্গাচড়ায়। শনিবার (৬ অক্টোবর) সকালে উপজেলার মাল্টিপারপাস হলরুমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা  করে আয়োজিত জব ফেয়ারে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসতে শুরু করেন চাকরিপ্রত্যাশীরা। ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জোনাল ম্যানেজার, ইন্সপেকশন অফিসার, মনিটরিং অফিসার, সর্টিং হিরো, ডাটা এন্ট্রি, ড্রাইভার, হেল্পার, রাইডার এবং ওয়্যারহাউস ম্যানেজমেন্ট এই ১২টি পদে তিন হাজার সিভি জমা হয় সকাল থেকে দুপুর পর্যন্ত। কিছুক্ষণ পরে নেওয়া হয় সাক্ষাৎকার। দুপুরের পর ফল ঘোষণা করা হয়। চাকরি পেয়ে খুশি প্রার্থীরা। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র হাতে নিয়ে মাসের পর মাস ঘুরেও যেখানে চাকরি পাওয়া যায় না, সেখানে একদিনে চাকরি পাওয়া স্বপ্নের মতো। চাকরি মেলা অনুষ্ঠানের প্রধান অতিথি গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, দেশকে উন্নত করতে হলে চাকরির পাশাপাশি উদ্যোক্তা হতে হবে যুবকদের। গঙ্গাচড়া উপজেলার সন্তান তরুণ উদ্যোক্তা কে এম রিদওয়ানুল বারী জিয়ন আজ তার প্রতিষ্ঠানে এক হাজার যুবককে চাকরি দিয়ে যে মহানুভবতা দেখালেন, তা মনে রাখবে তাদের পরিবারগুলো। প্রতিষ্ঠানের প্রধান প্রতিষ্ঠাতা ও সিইও জানান, স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডে এখন পর্যন্ত ১০ হাজার বেকার যুবকের চাকরির ব্যবস্থা হয়েছে। যোগ্যতা অনুযায়ী পদোন্নতি হবে কর্মীদের। এ ছাড়াও স্টেডফাস্ট একাডেমির মাধ্যমে আইসিটি ও ইংরেজি বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যবস্থা করা হয়েছে। দেশের বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। খুব অল্প সময়ে সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ৪৬০ শাখার মাধ্যমে বিশ্বস্ততার সঙ্গে কুড়িয়ার সেবা দিয়ে যাচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান।
০৭ অক্টোবর, ২০২৩
X