গরু আনতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু
লালমনিরহাট কালীগঞ্জে বাড়ির পাশের জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আরাফাত হোসেন (১২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুন) দুপুরে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি লালমনিরহাট জেলা কালীগঞ্জ উপজেলা তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশহর গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। বজ্রপাতে মৃত আরাফাত হোসেনের বাবা জানান, আজ দুপুরে ঝড় শুরু হলে আরাফাত মাঠ থেকে গরু আনতে যায়। ঝড়ের সময় বজ্রপাত হলে সে মারা যায়। তার লাশ ধান ক্ষেতের মাঠে পড়েছিল। ঝড় শেষে স্থানীয়রা ক্ষেতে পরে থাকতে দেখে তাকে উদ্ধার করে। উপজেলা হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ করির বজ্রপাতে কিশোর নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
২৮ জুন, ২০২৪

সেলফি তুলতে গিয়ে নদীতে পড়ে ২ কিশোরের মৃত্যু
সেলফি তুলতে গিয়ে নৌকা থেকে পা পিছলে পানিতে পড়ে মৃত্যু হয়েছে ২ কিশোরের। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের রায়বরেলি জেলায়। রোববার (২৩ জুন) পয়াগপুর গঙ্গা ঘাটে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। খবর এনডিটিভির।  পুলিশ জানিয়েছে, গঙ্গা ঘাটে গিয়ে সেলফি তোলার জন্য একটি নৌকায় উঠেছিল তিন বন্ধু। এ সময় সেলফি তুলতে গিয়ে হঠাৎ ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যায় তারা।  সার্কেল অফিসার অরুণ কুমার বলেন, গতকাল তিন বন্ধু তৌহিদ (১৭), ফাহাদ (১৯) ও শান (১৮) পয়াগপুর গঙ্গা ঘাটে যান। সেখানে গিয়ে সেলফি তোলার জন্য একটি নৌকায় চড়েন তারা। সেলফি তোলার একপর্যায়ে তারা নৌকার এক ধারে চলে গেলে ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান। ফাহাদ সাঁতার কেটে তীরে আসতে পারলেও প্রবল স্রোতে তৌহিদ ও শান ভেসে যান। এরপর তৌহিদ ও শানের খোঁজে নদীতে ডুবুরি দল মোতায়েন করা হয়। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর রোববার তাদের মরদেহ উদ্ধার করা হয়। তৌহিদ ও শানের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।   
২৪ জুন, ২০২৪

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নেশাদ্রব্য সেবন, অতঃপর...
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভাতে কাশির সিরাপের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে সেবন করায় দুই কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (২৩ জুন) সকালে পৌরসভার ১নং ওয়ার্ড পশ্চিম দেওয়ান নগর রঙ্গিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  পরে তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মারা যাওয়া দুই কিশোরের মধ্যে মো. রাসেল (১৮) পৌরসভার পশ্চিম দেওয়ান নগর রঙ্গিপাড়া এলাকার হামিদ আলী তালুকদার বাড়ির আব্দুস শুক্কুরের তৃতীয় পুত্র এবং মো. শাকিল (১৪) একই এলাকার সিদ্দিক আহমেদ বাড়ির মৃত ইলিয়াসের পুত্র। তারা সম্পর্কে একে অপরের আপন খালাতো ভাই। পেশায় মো. রাসেল হাটহাজারী পৌর সদর কাঁচা বাজারের সবজি বিক্রেতা ও মো. শাকিল সবজির দোকানের কর্মচারী ছিলেন। রাসেলের চাচা মহিউদ্দিন বলেন, আমরা জানতে পেরেছি দুইজন রাতে একটি ফার্মেসি থেকে কাশির সিরাপ নিয়ে আঞ্চলিক কৃষি গবেষণার একটি নির্জন এলাকায় যায়। সেখানে কাশির সিরাপের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তারা সেবন করে। অতিরিক্ত সেবন করার কারণে তারা মুমূর্ষু হয়ে পড়ে। ভোর সকালে দুইজনকে হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের এক আনসার সদস্য দেখতে পেয়ে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাদের চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এর আগে শাকিল তার ফেসবুকে স্ট্যাটাস দেয় ‘কালকে যদি মইরা যাই তুমি কি আইবা আমারে এক নজর দেখতে?’ হাটহাজারী মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
২৩ জুন, ২০২৪

সিরাজগঞ্জে দুগ্রুপের সংঘর্ষে আহত আরও এক কিশোরের মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত তামিম হোসেন গালিব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।  বুধবার (১৯ জুন) ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত তামিম হোসেন গালিব উপজেলার গালা ইউনিয়নের চর বর্নিয়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে।  এর আগে মঙ্গলবার (১৮ জুন) সকালে চর বর্নিয়া উত্তরপাড়ার আখের সেখ ও দক্ষিণপাড়ার সায়েম গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে সায়েম গ্রুপের সমর্থক খোদা বক্স মোল্লার ছেলে সানোয়ার হোসেনের (৩৫) মৃত্যু হয়। নিহত কিশোর তামিম হোসেন গালিবও সায়েম গ্রুপের সমর্থক ছিলেন। এদিকে সানোয়ার হোসেনের মৃত্যুর ঘটনায় তার মা আনতিরি বেগম বাদী হয়ে ১২৫ জনের নামে মামলা দায়ের করেছেন।  শাহজাদপুর থানার ওসি আসলাম হোসেন রাতে জানান, সংঘর্ষে আহত কিশোর তামিম হোসেন গালিব পাবনার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। আশংকাজনক অবস্থায় বুধবার সকালে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, সংঘর্ষ চলাকালে নিহত সানোয়ার হোসেনের মা আনতিরি বেগম বাদী হয়ে বুধবার সকালে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ১২৫ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। 
২০ জুন, ২০২৪

জামগাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু
রাজশাহীর তানোর উপজেলায় জাম পাড়ার সময় গাছ থেকে পড়ে জয়নাল (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয়নাল তানোর পৌরসভার শিতলীপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার ওসি আব্দুর রহিম। তিনি বলেন, জয়নাল নামে ওই কিশোর শনিবার সকালে উপজেলা পরিষদ এলাকায় জাম পাড়ার জন্য গাছে চড়ে। এক পর্যায়ে দুর্ঘটনাবশত সে নিচে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান ওসি।
০৯ জুন, ২০২৪

জাম পাড়তে গিয়ে কিশোরের মৃত্যু
রাজশাহীর তানোর উপজেলায় জাম পাড়ার সময় গাছ থেকে পড়ে জয়নাল নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুন) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল তানোর পৌরসভার শিতলী পাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে। তানোর থানার ওসি আব্দুর রহিম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জয়নাল নামে ওই কিশোর শনিবার সকালে উপজেলা পরিষদ এলাকায় জাম পাড়ার জন্য গাছে ওঠে। একপর্যায়ে সে নিচে পড়ে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বলেন, এ ঘটনায় আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
০৮ জুন, ২০২৪

মাছ ধরাকে কেন্দ্র করে লাঠির আঘাতে কিশোরের মৃত্যু
ঝিনাইদহের কুমার নদে মাছ ধরাকে কেন্দ্র করে লাঠির আঘাতে আসিফ হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (২৮ মে) দুপুর ১টার দিকে শৈলকুপার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আসিফ (১৫) মনোহরপুর গ্রামের মহিদুল ইসলামের ছেলে। মাথার পেছনে লাঠির আঘাতে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। এলাকাবাসীরা জানান, আসিফ তার সমবয়সীদের সঙ্গে নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় পানি ঘোলা নিয়ে একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে সনি হোসেনের (২০) সঙ্গে আসিফ বাগবিতণ্ডায় জড়িয়ে পরে। একপর্যায়ে সনি কারেন্ট জালের বাঁশের একটি লাঠির ধারালো অংশ তীরের মতো ছুঁড়ে মারলে তা আসিফের মাথার পেছনে বিদ্ধ হয়। এ সময় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিকেল পৌনে ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোক্তাদিরুল আশা জানান, মৃত আসিফকে পৌনে ৩টার দিকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয় বলে তিনি জানান। শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী বলেন, মনোহরপুর গ্রামের কুমার নদে মাছ ধরা নিয়ে বাগবিতণ্ডায় লাঠির আঘাতে আসিফ নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। তার মাথার পেছনে ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৮ মে, ২০২৪

তিস্তা নদীতে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু
লালমনিরহাট কালীগঞ্জে তিস্তা নদীতে চার বন্ধু মিলে গোসল করতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) বিকেলে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের মুন্সির বাজার তিস্তা পাড়ের এ ঘটনা ঘটে।  মৃত ওই কিশোরের নাম জিহাদ মিয়া (১৩)। সে উপজেলার কাশিরাম গ্রামের আবুল কালামের ছেলে।  স্থানীয়রা বলেন, বিকেলের দিকে বাড়িতে না জানিয়ে চার বন্ধুর সঙ্গে তিস্তা নদীতে গোসল করতে যান জিহাদ। গোসল করে সবাই ফিরলেও জিহাদের সন্ধান পাননি তার বন্ধুরা। স্থানীয় লোকজনের সহায়তায় অনেক সময় ধরে খোঁজাখুঁজির পরে জিহাদকে অচেতন অবস্থায় পান। পরে তাৎক্ষণিকভাবে পানি থেকে তাকে তুলে হাসপাতালে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির জানান, পরিবারের নিকট নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
১৮ মে, ২০২৪

বিদ্যুৎস্পর্শে কিশোরের মৃত্যু
সিলেটের গোলাপগঞ্জে একটি দোকানে টাইলস ফিটিংয়ের কাজের সময় বিদ্যুৎস্পর্শে রাব্বি আহমদ (১৭) নামে আহত কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ মে) সকালে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাব্বি গোলাপগঞ্জ পৌরসভা এলাকার রণকেলী দক্ষিণভাগ গ্রামের শামেল আহমদের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম। তিনি বলেন, রাব্বির বাবা একজন সিএনজি অটোরিকশাচালক। সে টাইলস মিস্ত্রির সহকারী ছিল। ৪ দিন আগে গোলাপগঞ্জ পৌর সদরের কদমতলা এলাকায় একটি দোকানে টাইলস ফিটিংয়ের কাজের সময় বিদ্যুৎস্পর্শে রাব্বি গুরুতর আহত হয়। পরে তাকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৩ মে) সকাল পৌনে ১১টার দিকে সে মৃত্যুবরণ করে।
১৩ মে, ২০২৪

সাতক্ষীরায় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) আনুমানিক দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।  নিহত ওই কিশোরের নাম শিমুল হোসেন (১৪)। সে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের ইছার আলী ছেলে। নিহতের মা শিরিনা পারভীন জানান, শিমুল বাড়ির পাশের খালে মাছ ধরতে যাওয়ার কিছু সময়ের মধ্যে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে সে বজ্রপাতের কবলে পড়ে মারা যায়। এদিকে, বৃষ্টি থেমে গেলেও ছেলে বাড়িতে না আসায় তার মা শিরিনা পারভীন খোঁজ নিতে গিয়ে দেখেন তার ছেলে নদীর পাড়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। তাৎক্ষণিক তার ডাক-চিৎকারে স্থানীয়রা জানতে পেরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে এবং পল্লী চিকিৎসক মোস্তাফিজুর রহমানকে (মনু) খবর দেন। পল্লী চিকিৎসক তাদের বাড়িতে গিয়ে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। পরে তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালিগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে মৃত্যুর বিষয়টি হাসপাতাল থেকে তথ্য পেয়েছি। থানা পুলিশ সেখানে গেছে।
০৯ মে, ২০২৪
X