প্রধানমন্ত্রী কোটালীপাড়া কালকিনি যাচ্ছেন আজ
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ শনিবার সকালে তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় আসছেন । দুপুরে তিনি কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জনসভায় ভাষণ দেবেন। সেখান থেকে মাদারীপুরের কালকিনিতে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। দলীয় সূত্রে জানা গেছে, দুপুরে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। সড়কপথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়ায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন। কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রস্তুত করা হয়েছে মঞ্চ ও বিশাল প্যান্ডেল। জনসভাস্থলসহ এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই জনসভাকে কেন্দ্র করে পুরো কোটালীপাড়ায় বইছে উৎসবের আমেজ। জনসভাকে কেন্দ্র করে সড়কের দুপাশ দিয়ে তোরণ, ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে। লাল, নীল, সবুজ, হলুদসহ নানা রঙের পতাকা দিয়ে সজ্জিত করা হয়েছে সভাস্থল ও আশপাশের এলাকা। কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, জনসভাকে সফল করতে সব ধরনের প্রস্তুতি শেষ। জনসভায় লাখের বেশি মানুষের সমাগম ঘটবে বলে আশা করছি। উপজেলার শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত ১৫ বছরে কোটালীপাড়ায় ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি আমাদের মায়ের মতো। তার কাছে আমাদের চাওয়ার কিছুই নেই। আশা করছি, তিনি আবার সরকার গঠন করে আমাদের প্রয়োজনগুলো পূরণ করবেন। কালকিনিতে বাঁধভাঙা উচ্ছ্বাস নেতাকর্মীদের: কোটালীপাড়া সফর শেষে আজ কালকিনিতেও যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন ঘিরে উপজেলাজুড়ে সাজ সাজ রব। উচ্ছ্বাস দেখা গেছে দলের নেতাকর্মীদের মধ্যে। প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত তারা। প্রধানমন্ত্রীর আগমন সামনে রেখে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ প্রশাসন। দলীয় সূত্র জানিয়েছে, প্রথমবারের মতো কালকিনিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে প্রতিদিন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা, প্রচার-মিছিল ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে আসবেন কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে। এই মাঠে কালকিনি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি ভাষণ দেবেন। এদিকে প্রধানমন্ত্রীকে বরণে মাদারীপুর জেলা ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের পক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার আগমনে আনন্দিত স্থানীয়রা, প্রিয় নেত্রীর কাছে তুলে ধরবেন তাদের দাবি-দাওয়া। কালকিনি সৈয়দ আবুল হোসেন কালেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মজিবুর রহমান বলেন, আমাদের কলেজ মাঠে প্রধানমন্ত্রী আসবেন, এতে আমরা আনন্দিত। উপজেলা কোঠায় আমরা আমাদের কলেজ জাতীয়করণের দাবি জানাচ্ছি। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এমপি বলেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে জেলা ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি, জনসভায় লাখের বেশি লোক সমাগম হবে। মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কালকিনিতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সব প্রস্তুতি শেষ। এলাকাজুড়ে নিরাপত্তায় জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠ পর্যায়ে কাজ করছে।
৩০ ডিসেম্বর, ২০২৩
X