কৃষি ব্যাংকের তিন কর্মকর্তা অর্থ আত্মসাৎ মামলায় কারাগারে
খুলনার ফুলতলায় কৃষি ব্যাংকের প্রায় ৮৫ লাখ টাকা আত্মসাতের মামলায় দুই ব্যবস্থাপকসহ তিন কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত সোমবার বিকেলে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। খুলনার সিনিয়র বিশেষ জেলা জজ আদালতের বিচারক মাহমুদা বেগম এ আদেশ দেন। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান ও অ্যাডভোকেট সেলিম আল আজাদ এ তথ্য নিশ্চিত করেন। মামলার আসামিরা হচ্ছেন বাংলাদেশ কৃষি ব্যাংক, ফুলতলা শাখার সাবেক ব্যবস্থাপক মো. আজিজুর রহমান, সাবেক ব্যবস্থাপক কেএম জাকারিয়া ও পরিদর্শক সৈয়দ হাসমত আলী। আদালত থেকে জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজশে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ৩২টি ঋণের বিপরীতে ৮৪ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ফয়সাল কাদের ২০২১ সালের ২৭ জানুয়ারি বিশেষ জেলা জজ আদালতে মামলা করেন।
০৩ জুলাই, ২০২৪

কারাগারে উপজেলা চেয়ারম্যান, সমর্থকদের হরতাল
জামালপুরে নবনির্বাচিত মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুকে হত্যা মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে উপজেলায় অনির্দিষ্টকালের হরতাল পালন করছে তার কর্মী ও সমর্থকরা। মঙ্গলবার (২ জুলাই) সকাল সাতটা থেকে এ হরতাল শুরু হয়েছে। এর আগে সোমবার (১ জুলাই) রিমুর নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রুত মুক্তির দাবিতে এ হরতালের ডাক দেন তার প্রধান নির্বাচনী এজেন্ট ও মাদারগঞ্জ পৌর শাখা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর। জামালপুর-মাদারগঞ্জ সড়কের একাধিক পয়েন্টে সড়ক অবরোধ করে চলছে এ হরতাল। মাদারগঞ্জ শহরের সব গুরুত্বপূর্ণ পয়েন্টে  কর্মীরা রাস্তায় দাঁড়িয়ে হরতাল পালন করছে। বিভিন্ন পয়েন্টে টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে রাস্তা আটকে দেওয়া হয়েছে। জামালপুর-মাদারগঞ্জ সড়কের ভেলামারী মিলন বাজারের সামনে মূল সড়ক অবরোধ করা হয়েছে। উপজেলার কড়ইচুড়া ইউনিয়ন শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে রিমুর সমর্থকরা সেখানে জড়ো হয়ে মিছিল করছে। শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। স্থানীয় সব যান চলাচল বন্ধ রয়েছে। ইউপি সদস্য মাসুদ এবং মোখলেছুর রহমান বলেন, মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দিয়ে রিমুকে জেলে ঢোকানো হয়েছে। তার জামিন না হওয়া পর্যন্ত হরতাল চলবে।  মাদারগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয়নি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।
০২ জুলাই, ২০২৪

কারাগারে উপজেলা চেয়ারম্যান, প্রতিবাদে সড়কে অগ্নিসংযোগ ও হরতাল ঘোষণা
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (০১ জুলাই) বিকাল সোয়া ৩টার দিকে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের এমন আদেশের প্রতিবাদে সড়কে অগ্নিসংযোগ ও হরতাল ঘোষণা করেছে চেয়ারম্যানের সমর্থকেরা। জানা গেছে,  সার ব্যবসায়ী নওশের আলী হত্যা মামলায় রিমু চেয়ারম্যানকে কারাগারে পাঠানো হয়েছে। জামালপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের এই আদেশের বিরুদ্ধে চেয়ারম্যান রিমুর সমর্থকরা মাদারগঞ্জে তাৎক্ষণিক বিক্ষোভ ও অগ্নিসংযোগ করে।  এছাড়া তারা আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পুরো উপজেলায় হরতালের ডাক দেয়।  রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট ইউসুফ আলী জানান, ২০২০ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে সার ব্যবসায়ী নওশের আলী সন্ত্রাসীদের হামলায় আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় রায়হান রহমতুল্লাহ রিমুর নাম উঠে আসে। পরে উচ্চ আদালত থেকে তিনি ৬ সপ্তাহের জামিনে ছিলেন। তিনি জানান, জামিনে থাকা অবস্থায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যদিয়ে রায়হান রহমতুল্লাহ রিমু মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। রোববার তার জামিনের মেয়াদ শেষ হয়। ফলে সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করলে বিচারক তা না-মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। এদিকে চেয়ারম্যানকে কারাগারে প্রেরণের খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। চেয়ারম্যানের মুক্তি না হওয়া পর্যন্ত আগামীকাল থেকে অনির্দিষ্টকাল পুরো উপজেলায় হরতালের ডাক দিয়েছেন তারা। মাদারগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও শহর যুবলীগের সাধারণ সম্পাদক মো. হাসানুজ্জামান সাগর বলেন, চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুকে সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানো হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে হত্যা মামলায় তার সংশ্লিষ্টতা না থাকলেও চারবছর পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার মুক্তি না হওয়া পর্যন্ত হরতাল, অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে, তবে চলমান এইচএসসি পরীক্ষার্থীরা হরতালসহ আন্দোলনের আওতামুক্ত থাকবেন বলে তিনি জানান।
০২ জুলাই, ২০২৪

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বিদেশের কারাগারে ১১ হাজার ৪৫০ জন বাংলাদেশি
বিদেশের কারাগারে ১১ হাজার ৪৫০ জন বাংলাদেশি আটক রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৫ হাজার ৭৪৬ জন আটক আছে সৌদি আরবে। এ ছাড়া প্রতিবেশী দেশ ভারতে ১ হাজার ৫৭৯ জন, তুরস্কে ৫০৮ জন, ওমানে ৪২০, কাতারে ৪১৫ জন, গ্রিসে ৪১৪ জন, সংযুক্ত আরব আমিরাতে ৪০৪ জন, দক্ষিণ আফ্রিকায় ৩৮৫ জন ও মিয়ানমারে ৩৫৮ জন আটক রয়েছেন। সোমবার (১ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। চট্টগ্রাম-১১ আসনের সরকার দলীয় এমপি এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় র‍্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে শুরু থেকে অদ্যাবধি ক্রমাগত প্রতিবাদ জানিয়ে আসছে। র‍্যাবের বিরুদ্ধে আনীত কথিত অভিযোগগুলোর বিষয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও ট্রেজারি ডিপার্টমেন্টের কাছে পদ্ধতিগতভাবে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারে কূটনৈতিক প্রচেষ্টা ও বিধিগত প্রক্রিয়া চলমান আছে।  জাতীয় পার্টির মুজিবুল হকের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী বলেন, বাংলাদেশের গার্মেন্টস পণ্য রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কখনোই শুল্ক ও কোটামুক্ত সুবিধা প্রদান করেনি। জিএসপি সুবিধাকালীনও গার্মেন্টস পণ্য এর আওতবর্হিভূত ছিলো। এ সুবিধা ছাড়াই উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গার্মেন্টস পণ্য রপ্তানির একক বৃহত্তম বাজারে পরিণত হয়েছে। ২০২০ সালের ডিসেম্বরে মেয়াদোত্তীর্ণ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের জিএসপি পদ্ধতি পুনঃপ্রবর্তন করেনি। জিএসপি সুবিধা পুনরায় চালু হলে তাতে বাংলাদেশের অন্তর্ভুক্তি এবং গার্মেন্টস পণ্যকেও জিএসপির আওতায় আনার জন্য সরকারের পক্ষ থেকে কূটনৈতিক প্রচেষ্ট অব্যহত রয়েছে। কোনো বিশেষ আঞ্চলিক চুক্তি/সহায়তা কার্যক্রম ছাড়া কোনো দেশই যুক্তরাষ্ট্রে গার্মেন্টস পণ্য রপ্তানীতে শুল্কমুক্ত সুবিধা পায় না। সংরক্ষিত মহিলা আসনের সরকার দলীয় এমপি ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী হাছান মাহমুদ বলেন, বর্তমানে বিশ্বের ৬০টি দেশে বাংলাদেশের ৮৪টি কূটনৈতিক মিশন রয়েছে, যার মধ্যে ৮০ কূটনৈতিক মিশনের কার্যক্রম চালু রয়েছে। এর মধ্যে ৪৭টি দূতাবাস, ১৪টি হাইকমিশন, ১২টি কনস্যুলেট, ৩টি স্থায়ী মিশন, ৪টি উপ-হাইকমিশন এবং ৪টি সহকারী হাইকমিশন রয়েছে। তিনি আরও জানান, আন্তত আরও ৯টি নতুন মিশন স্থাপনের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। চট্টগ্রাম-১১ আসনের সরকার দলীয় এমপি এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী বলেন, পশ্চিম এশিয়া বাংলাদেশের প্রধান রপ্তানি বাজার এবং রেমিট্যান্সের প্রধান উৎস। সরকারের গত দেড় দশকের নিরলস প্রচেষ্টায় ২০০৯ থেকে মধ্যপ্রাচ্যে শ্রমশক্তি দ্বিগুণ রপ্তানি হয়েছে।  উল্লেখ্য, এ অঞ্চলে শ্রমশক্তির প্রায় ৬০ শতাংশ আধাদক্ষ ও অদক্ষ বাংলাদেশী কর্মী নিয়োজিত আছে এবং এ অঞ্চলটি ৬০ শতাংশ রেমিট্যান্সের উৎস। তিনি বলেন, ২০০৯ সালের ২০২৩ পর্যন্ত ১১ লাখ ৮১ হাজার ৫৩ জন বাংলাদেশি নাগরিক কর্মসংস্থান ভিসা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে বৈধভাবে গমন করে। অবৈধ হয়ে পড়া এ সকল বাংলাদেশিদের মানবিক সাহায্যের পাশাপাশি এদেশে বৈধতা প্রদানে নিরবচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়। ২০১৮ সালে সাধারণ ক্ষমার আওতায় এ দেশের সরকার প্রায় ৪০ হাজার বাংলাদেশির জেল ও জরিমানা মওকুফ করে দেশে প্রত্যাবর্তনের সুযোগ প্রদান করে। কারোনাকালীন কাজ হারিয়ে অবৈধ হওয়া কর্মীদের একটি বড় অংশ নিয়োগকর্তা পরিবর্তনের মাধ্যমে বৈধ হওয়ার সুযোগ পেয়েছেন। এর বাইরে ২০২০-২০২২ মেয়াদে ভিজিট ভিসা থেকে কর্মী ভিসায় রূপান্তরের সুযোগ নিয়ে প্রায় ৩ লাখ বাংলাদেশি নাগরিক বৈধ কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। উল্লেখ্য যে, ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে কর্মী ভিসা সংকুচিত থাকলেও নিরবচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টায় ২০২১ সাল থেকে পুনরায় বাংলাদেশি কর্মী প্রেরণ বৃদ্ধি পেয়েছে এবং তা অব্যাহত রয়েছে। তিনি বলেন, জর্ডানে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কিছু কিছু প্রবাসী বেশি উপার্জনের লোভে তাদের নিয়োগকারীদের কাছ থেকে পালিয়ে জর্ডানে অবৈধ হয়ে যায়। বাংলাদেশ দূতাবাস আম্মান শ্রমিকদের পালিয়ে যাওয় প্রবণতা কমানোর জন্য নিয়োগকারীদের সহযোগিতায় তাদের কর্মক্ষেত্রে পোস্ট এরাইভাল সেশনসহ নিয়মিত সেশন আয়োজন করে থাকে। স্বতন্ত্র এমপি আব্দুল্লাহ নাহিদ নিগারের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিদেশে পাচার হয়ে যাওয়া বাংলাদেশি নাগরিকদের দেশে প্রত্যাবাসনের জন্য সংশ্লিষ্ট দূতাবাস আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) সঙ্গে সমন্বয় সাধন করে তাদের উদ্ধার করে দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করে থাকে। ২০২৩ সালের জুলাই হতে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও আইএমও এর প্রত্যক্ষ সহযোগিতায় অনিয়মিত ১ হাজার ৪৭৯ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়। সুদান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় ১২শ জন বাংলাদেশিদের উদ্ধার করে এবং সরকারি খরচে দেশে ফেরত আনার ব্যবস্থা করে।
০১ জুলাই, ২০২৪

হত্যা মামলায় কারাগারে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান
নওশের আলী নামে এক সার ব্যবসায়ীকে হত্যার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দায়ের করা মামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (০১ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এই আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী জানান, ২০২০ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে সন্ত্রাসীদের হামলায় আহত হয় সার ব্যবসায়ী নওশের আলী। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেই হত্যা মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে চেয়ারম্যান রিমুর নাম আসলে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে আসেন তিনি। রোববার (৩০ জুলাই) জামিনের মেয়াদ শেষে আজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন রায়হান রহমতুল্লাহ রিমু। এ ঘটনার পরপরই মাদারগঞ্জ শহরসহ পুরো উপজেলায় রিমুর সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি, তৃতীয়বার তদন্ত করে আওয়ামী লীগের একটি অংশের চাপে রিমুর নামে মিথ্যা  চার্জশিট দিয়েছে পুলিশ। উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় দলের একটি অংশ পরিকল্পিতভাবে তাকে ওই মামলায় ফাঁসানো হয়েছে।
০১ জুলাই, ২০২৪

বান্দরবানে জামায়াতের ৭ নেতাকর্মী কারাগারে
বান্দরবানে জামায়াতের সাত সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল শনিবার বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নূরুল হক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তারা হলেন নুরুল আবছার (২৮), ইউনুছ মিয়া (২৯), মো. ইমরানুল হক (৩০), মো. আশরাফুল ইসলাম (৩০), মো. শাহনেওয়াজ চৌধুরী (৩৬), হুমায়ূন কবির (৩৭) ও মো. মাহফুজুর রহমান (৪৬)। গ্রেপ্তারদের মধ্যে ইমরানুল হক বান্দরবান মডেল একাডেমি দাখিল মাদ্রাসার শিক্ষক, মো. মাহফুজুর রহমান বালাঘাটা জামে মসজিদের ইমাম, নুরুল আবছার বান্দরবান সরকারি কলেজ মসজিদের ইমাম ও ইউনুছ মিয়া হোটেল নীলাদ্রীর ম্যানেজার। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ বলেন, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে শহরের যৌথ খামার এলাকার একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৩০ জুন, ২০২৪

৩০ কেএনএফ সদস্যকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর
বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সহযোগী সন্দেহে গ্রেপ্তার ৩০ কারাবন্দিকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে। এ নিয়ে মোট ৬৩ কেএনএফ সদস্যকে চট্টগ্রামে পাঠানো হলো। গতকাল শনিবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বান্দরবান কারাগার থেকে তাদের পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলা কারাগারের সুপার জান্নাত উল ফরহাদ। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে ৩০ বন্দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। স্থান সংকুলান না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেল সুপার আরও বলেন, জেলা কারাগারে বর্তমানে বন্দি আছে ৩৩৮ জন। কিন্তু ধারণক্ষমতা ১৪ নারী ও ১০০ পুরুষের। স্থান সংকুলন না হওয়ায় গত ১১ জুন প্রথম দফায় ১৬ নারীসহ মোট ৩৩ কেএনএফ সদস্যকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এবার পাঠানো হলো আরও ৩০ জনকে।
৩০ জুন, ২০২৪

গাজীপুরে নাশকতা মামলায় কাউন্সিলর কারাগারে
গাজীপুরের বনখড়িয়ায় রেললাইন কেটে নাশকতা সৃষ্টির মামলায় গাজীপুর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহিন আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের শাহিন আলমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী সংস্থা গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার মাকসুদের রহমান। গ্রেপ্তার শাহিন আলম গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকার মৃত ফাইজুদ্দিনের ছেলে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে গাজীপুর সিটি নির্বাচনে কাউন্সিলর পদে অংশ নেওয়ায় বিএনপি থেকে বহিষ্কার হন তিনি। পুলিশ সুপার বলেন, ট্রেনে নাশকতা মামলায় গ্রেপ্তার আসামিদের স্বীকারোক্তিতে ওই কাউন্সিলরের নাম আসায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া কাউন্সিলর সিঙ্গাপুর যাওয়ার চেষ্টাকালে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে পিবিআই তাকে নিয়ে আসে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত বছরের ১৩ ডিসেম্বর ভোর রাতের দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের বনখড়িয়া এলাকায় ২০ ফুট রেললাইন কেটে ফেলে। এতে মোহনগঞ্জ থেকে ঢাকাগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনটির ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত ও ১০ জন আহত হন। ওই ঘটনায় ২৭ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। এ ঘটনার ৩৮ ঘণ্টা পর বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাসান আজমল ভূঁইয়াসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারদের মধ্যে পাঁচজন আসামি ঢাকা জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাদের জবানবন্দিতে শাহীন আলমের নাম প্রকাশ পায়।
২৯ জুন, ২০২৪

গাজীপুরে নাশকতার মামলায় কাউন্সিলর কারাগারে
গাজীপুরের বনখড়িয়ায় রেললাইন কেটে নাশকতা সৃষ্টির মামলায় গাজীপুর সিটি করপোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহিন আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  বৃহস্পতিবার (২৭ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শাহিন আলমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী সংস্থা গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার মাকসুদের রহমান। গ্রেপ্তার শাহিন আলম গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকার মৃত ফাইজুদ্দিনের ছেলে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে গাজীপুর সিটি নির্বাচনে কাউন্সিলর পদে অংশ নেওয়ায় বিএনপি থেকে বহিষ্কার করা হন তিনি। পুলিশ সুপার বলেন, ট্রেনে নাশকতা মামলায় গ্রেপ্তার আসামিদের স্বীকারোক্তিতে ওই কাউন্সিলরের নাম আসায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া কাউন্সিলর সিঙ্গাপুর যাওয়ার চেষ্টাকালে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে পিবিআই তাকে নিয়ে যায়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত বছরের ১৩ ডিসেম্বর ভোরের দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের বনখড়িয়া এলাকায় ২০ ফুট রেললাইন কেটে ফেলে। এতে মোহনগঞ্জ থেকে ঢাকাগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনটির ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত ও ১০ জন আহত হন। ওই ঘটনায় ২৭ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। এ ঘটনার ৩৮ ঘণ্টা পর বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের ২৮নং ওয়ার্ড কাউন্সিলর ও ২৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাসান আজমল ভুঁইয়াসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫ জন আসামি ঢাকা জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাদের জবানবন্দিতে শাহীন আলমের নাম প্রকাশ পায়।
২৮ জুন, ২০২৪
X