সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১

অ্যাডাটা লিজেন্ড সিরিজের এসএসডি আনল গ্লোবাল ব্র্যান্ড
বাংলাদেশের বাজারে ‘অ্যাডাটা লিজেন্ড’ সিরিজের দুটি সলিড-স্টেট ড্রাইভ (এসএসডি) নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড। এগুলো হলো অ্যাডাটা লিজেন্ড ৯০০ ও লিজেন্ড ৯৬০। অসাধারণ গতিসম্পন্ন এই এসএসডিগুলো কম্পিউটার প্রক্রিয়ার কাজগুলোকে দ্রুত থেকে দ্রুততর করবে। পিসি বুট আপ, অ্যাপ্লিকেশন লোড করা কিংবা ফাইল স্থানান্তরের মতো কাজগুলো দ্রুতগতিতে হবে এই এসএসডিতে। দুটি এসএসডিতেই এম.২ ২২৮০ ফর্ম ফ্যাক্টর ব্যবহার করা হয়েছে, রয়েছে পিসিআইই জেন ৪*৪ ইন্টারফেস। লেজেন্ড ৯৬০-এর স্টোরেজ ক্যাপাসিটি বা ধারণক্ষমতা ১ টেরাবাইট এবং লিজেন্ড ৯০০-এর ক্যাপাসিটি ৫১২ গিগাবাইট। লিজেন্ড ৯৬০ ডেস্কটপ বা ল্যাপটপে ব্যবহারের সময় সেকেন্ডে ৭৪০০ মেগাবাইট পর্যন্ত এবং গেমিংয়ের সময় প্লেস্টেশন ৫-এর মতো প্ল্যাটফর্মে সেকেন্ডে ৬৪০০ মেগাবাইট পর্যন্ত রিডিং স্পিড দিতে সক্ষম। আর লিজেন্ড ৯০০ ল্যাপটপে ব্যবহারের সময় সেকেন্ডে ৭০০০ মেগাবাইট পর্যন্ত এবং গেমিংয়ের সময় প্লেস্টেশন ৫-এর মতো প্ল্যাটফর্মে সেকেন্ডে ৬২০০ মেগাবাইট পর্যন্ত রিডিং স্পিড দিতে সক্ষম। তা ছাড়া উভয় এসএসডিতেই রয়েছে হিট রেসিস্টেন্সি, ভাইব্রেশন রেসিস্টেন্সি এবং শক রেসিস্টেন্সি সূক্ষ্মতা। দুটি এসএসডিতেই থাকছে ৬ বছরের সীমিত ওয়ারেন্টি সুবিধা।
০৫ নভেম্বর, ২০২৩
X