নবীন এসএসএলটি সদস্যদের নবীন বরণ ও মতবিনিময় সভা
স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপি চিকিৎসকদের একমাত্র পেশাজীবী সংগঠন সোসাইটি অব স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপিস্টসের (এসএসএলটি) নবীন সদস্যদের বরণ এবং সদস্য নিবন্ধন সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (৩০ জুন) এ সনদ বিতরণ করা হয়। বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের সদস্য ফিদা আল শামস এবং এসএসএলটির সাধারণ সম্পাদক তাহমিনা সুলতানা ৩০ জন নবীন সদস্যের মাঝে এ সনদ দেওয়া হয়। বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন ২০১৮ এর ৪র্থ তপশিল অনুযায়ী সরকার স্বীকৃত প্রতিষ্ঠান বাংলাদেশ হেলথ প্রফেশন্স ইন্সটিটিউট (বিএইচপিআই)। রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইনের ১ম তপসিল অনুযায়ী ৫ বছর মেয়াদী বিএসসি ইন স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপি স্নাতক সম্পন্ন করেন নবীন এসএলটি চিকিৎসকরা। তারা এসএসএলটির গঠনতন্ত্র ও নিয়ম কানুন মেনে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন।  অনুষ্ঠানে এসএসএলটির নির্বাহী সদস্যরা নবীন সদস্যদের আন্তরিক অভিনন্দন এবং সুস্বাগতম জানিয়ে সাফল্য কামনা করেন। তারা বলেন, নবীন এসএলটি চিকিৎসকরা দেশ ও জাতির কল্যাণে, বিশেষ করে প্রতিবন্ধী ব্যাক্তি এবং প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ ভূমিকা পালন করবেন। সেই সঙ্গে পেশার মৌলিকত্ব রক্ষা, প্র্যাকটিস ও পেশাজীবিদের সুরক্ষা এবং ম্যালপ্র্যাকটিস রোধে সব সদস্যের সম্মিলিত প্র‍য়াসে এসএসএলটির আগামীর পথচলা সুগম এবং সফল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
০১ জুলাই, ২০২৪
X