ফিরে দেখা ২০২৩ / ব্যর্থতার ভিড়ে আলাদা ইমরানুর
২০২৩ সালে ক্রিকেট, ফুটবল বাদ দিয়ে অ্যাথলেটিকস, হকি কিংবা কাবাডি—দেশের অন্যান্য খেলায় নজর দিলে চোখে পড়বে শুধুই ব্যর্থতা। এই ব্যর্থতার ভিড়ে আলাদা ইমরানুর রহমান। এ ছাড়া ক্রিকেটে পুরুষ ও নারী দলের দুই ব্রোঞ্জ, কোনো রকমে মান বাঁচায় এশিয়ান গেমসে। আর এশিয়ান আর্চারিতে স্বর্ণ এনে দেন আহমেদ হাকিম ও দিয়া সিদ্দিকী। এসব নিয়ে থাকছে দেশের অন্যান্য খেলাগুলোর সালতামামি— আলো ছড়ায় ইমরানুর এশিয়ানের শীর্ষ স্তরে অ্যাথলেটিকসে এর আগে কখনও স্বর্ণ জেতায় হয়নি বাংলাদেশের। এ বছর সেই আক্ষেপ দূর করেন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ফেব্রুয়ারিতে কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতে ইতিহাস এই অ্যাথলেট। বিশ্বমঞ্চেও আলো ছড়ান ইমরানুর। আগস্টে হাঙ্গেরির বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিকসে প্রথম বাংলাদেশি হিসেবে হিটে প্রথম হন। তবে সেমিতে উঠতে ব্যর্থ হন তিনি। পরের মাসেই হাংজু এশিয়ান গেমসে ১০০ মিটার স্প্রিন্টে সেমিতে উঠেছিলেন ইমরানুর। আর্চারিতে একমাত্র স্বর্ণ গত কয়েক বছরের ধারাবাহিকতায় ২০২৩ সালেও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় ছিল বাংলাদেশের আর্চারি। মার্চে থাইল্যান্ডের ফুকেটে এশিয়ান আর্চারিতে রিকার্ভের মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণ জেতেন হাকিম আহমেদ ও দিয়া সিদ্দিকী জুটি। এ বছর এটি ছিল আর্চারির সবচেয়ে বড় সাফল্য। এই প্রতিযোগিতায় আরও দুটি পদক আসে। রোমান সানার প্রত্যার্বতন নিষেধাজ্ঞা কাটিয়ে এ বছর আর্চারিতে ফেরেন রোমান সানা। ২০২২ সালের নভেম্বরে এক অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। পরে ক্ষমা চেয়ে মুক্ত হন নিষেধাজ্ঞার সঙ্গে। মার্চে ফিরে স্বাধীনতা দিবস আর্চারিতে জেতেন স্বর্ণ। এ বছর জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন আর্চারির সতীর্থ দিয়া সিদ্দিকীকে। বক্সিংয়ে নতুন আশা এশিয়ান গেমসে আশা জাগিয়ে ছিলেন বক্সার সেলিম হোসেন। শ্রীলঙ্কা ও তাজিকিস্তানের প্রতিযোগীকে হারিয়ে পৌঁছে যান পদকের লড়াইয়ে। তবে জাপানের প্রতিপক্ষের সঙ্গে লড়াই করে শেষ হয় তার অভিযান। এশিয়ান গেমসে শুধুই হতাশা এশিয়াডে ভরাডুবি হয়েছে প্রায় সব খেলাতেই। আগের বারের ষষ্ঠ স্থান হারিয়ে এবার অষ্টম হয়েছে হকি। তবে মান বাঁচিয়েছে ক্রিকেট। প্রথমে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্চ জেতে নারী দল। পরে পুরুষ ক্রিকেট দলও পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে। হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশের অর্জন এই দুটি ব্রোঞ্জই। বেহাল দশা জাতীয় খেলার এ বছর জাতীয় খেলা কাবাডির অবস্থাও ভালো ছিল না। ২০১০ সালের পর এশিয়ান গেমসে পদক জেতা হয়নি। এবার হাংজুতেও ব্যর্থ। পদকের জয়ে কথা জানিয়েও শূন্য হাতে ফেরে পুরুষ দল। আর পাঁচ দলের মধ্যে চতুর্থ হয় নারী কাবাডি দল। তলানিতে শুটিং ও দাবা বছরজুড়েই ব্যর্থ শুটিং। আন্তর্জাতিক কোনো ইভেন্টের ফাইনালের আশপাশেও যেতে পারেননি শুটাররা। দিল্লিতে বিশ্বকাপ শুটিংয়ে ৩৫ শুটারের মধ্যে অর্ণব হয়েছেন ২৬তম। দাবাতেও একই চিত্র। এ বছর গ্র্যান্ডমাস্টার হওয়ার হওয়ার লক্ষ্যে একের পর এক টুর্নামেন্ট খেলেছেন ফাহাদ রহমান। চার টুর্নামেন্টে খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত আর পারে উঠেননি তিনি। যুব গেমস এ বছর শুরু হয় শেখ কামাল যুব গেমস দিয়ে। অনূর্ধ্ব-১৭ বয়সী ক্রীড়াবিদদের নিয়ে বেশ বড় পরিসরেই হয় এই প্রতিযোগিতা। তিন ধাপে আয়োজিত এই গেমসে ২৪ খেলায় অংশ নেন ২৫ হাজারের বেশি প্রতিযোগী। অনেক কিছু নেই আর নানা অভিযোগের মধ্য দিয়ে এগিয়ে চলে দেশের অন্যান্য খেলাগুলো। সাঁতার, ভারোত্তোলনের মতো খেলাগুলোর সঙ্গী হয় সেই হতাশাই।
২৮ ডিসেম্বর, ২০২৩

এশিয়ান গেমস / পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ  
এশিয়ান গেমসে বাংলাদেশ ক্রিকেট দলের মূল লক্ষ্য ছিল স্বর্ণ। সেমিফাইনালে ভারতের কাছে পরাজয়ে সেই স্বপ্নের বিসর্জন দিলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ জিতে ব্রোঞ্জ জিতেছে সাইফ হাসানের দল। আজ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এবারের এশিয়ান গেমসে এটি বাংলাদেশের দ্বিতীয় পদক। এর আগে বাংলাদেশের নারী ক্রিকেট দলও ব্রোঞ্জ জিতেছে।  টসে হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ৫ ওভারে ৪৮ রান তোলার পরই শুরু হয় বৃষ্টি। এরপর দীর্ঘক্ষণ বৃষ্টি হলে পাকিস্তানের আর ব্যাটিং করা হয়নি। বৃষ্টি আইনে বাংলাদেশের সমানে লক্ষ্য দাঁড়ায় ৫ ওভারে ৬৫ রান এই লক্ষ্য তাড়া করার পথে সুফিয়ান মুকিমের শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ২০ রান। প্রথম ৪ বলে ১৬ রান নিয়ে পঞ্চম বলে আউট হন ইয়াসির আলী। শেষ বলে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪ রান। রকিবুল হাসান শেষ বলে মিড উইকেট দিয়ে বাউন্ডারি মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৬ বলে ৩৪ রান করেন ইয়াসির।  ৬৫ রানের লক্ষ্য ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই দুই উইকেট হারায় বাংলাদেশ। শূন্য রানে ফেরেন জাকির হাসান ও অধিনায়ক সাইফ হাসান। এরপর আফিফ হোসেন ও ইয়াসিরের ২২ বলে ৪৪ রানের জুটি বাংলাদেশকে পথ দেখায়। শেষ দুই ওভারে বাংলাদেশের দরকার ছিল ২ ওভারে ২৫ রান। তখন চতুর্থ ওভারে আরশাদ ইকবাল ৫ রান দিয়ে আফিফের উইকেট তুলে নিলে সমীকরণ কঠিন হয়ে যায়। তবে শেষ ওভারে কঠিন কাজটাই করেন ইয়াসির-রকিবুল। আফিফ করেন ১১ বলে ২০ রান। পাকিস্তানের আরশাদ ২ ওভারে ১৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
০৭ অক্টোবর, ২০২৩

এশিয়ান গেমস ক্রিকেট / পাকিস্তানকে হারিয়ে ফাইনালে আফগানিস্তান
এশিয়ান গেমস ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। দিনের অপর সেমিতে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁচ্ছেছে আফগানিস্তান। শুক্রবার (৬ অক্টোবর) হ্যাংজুতে দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ব্যাটিং করে ১১৫ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ৬ উইকেট হারিয়ে কাঙিক্ষত লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান। আগামীকাল ভারতের বিপক্ষে ফাইনাল খেলতে নামবে আফগানরা।  পাকিস্তানের দেওয়া ১১৬ রানের লক্ষ্যে ৯ রানে ফিরে যান সিদ্দিকুল্লাহ আতাল। দ্বিতীয় জুটিতে ওপেনার মোহাম্মদ শাহজাদ ও নুর আলি জাদরান আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। প্রথম চার ওভারে ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৫ রান সংগ্রহ করেন তারা। তবে পঞ্চম ওভার শাহজাদ ও শাহিদুল্লাহ কামালকে ফিরিয়ে আফগান শিবিরে জোড়া ধাক্কা দেন আরাফাত মিনহাস। চতুর্থ উইকেটে ৩৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে নুর- জাজাই। ৩৩ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৯ রান করা নুরকে ফেরান সুফিয়ান মুকিম।   আফগানিস্তান ৭১ থেকে ৮৪ রানের মধ্যে ৩ উইকেট হারায়। ১৭ ওভারে ৬ উইকেটে হারিয়ে ৯৩ রান তোলে আফগানরা। শেষ ১৮ বলে ২৩ রান প্রয়োজন পড়ে আফগানদের। ১৮তম ওভারেই খেলা শেষ করেন আফগান অধিনায়ক গুলবদিন নাইব। আমের জামিলের ওভারে ২ ছক্কা ও ১ চারে ১৮ রান নেন নাইব। মাত্র ১৯ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৬ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত থাকেন আফগান অধিনায়ক। পাকিস্তানের পক্ষ্যে দুটি করে উইকেট নিয়েছেন উসমান কাদির ও মিনহাস।   এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১১৫ রানে অলআউট হয় পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৪ রান সংগ্রহ করেন ওমাইর ইউসুফ। ১৯ বলের ইনিংসে ২ চার ও ১ ছক্কা মেরেছেন। আফগান বোলারদের মধ্যে ফরিদ আহমাদ ১৫ রানে ৩ উইকেট শিকার করেন।  
০৬ অক্টোবর, ২০২৩

এশিয়ান গেমস হকি / ওমানের কাছে হেরে অষ্টম বাংলাদেশ
এশিয়ান গেমস হকি ইভেন্টে ভরাডুবিতে শেষ হয়েছে বাংলাদেশ হকি দলের। সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের কাছে হেরে যায় বাংলাদেশ। ফলে অষ্টম হয়েই এবারের এশিয়ান গেমস মিশন শেষ করল রাসেল মাহমুদ জিমিরা।  শুক্রবার (৬ অক্টোবর) এশিয়াডের সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে প্রবল প্রতিপক্ষ ওমানের কাছে ৪-৩ গোলে হেরে অষ্টম হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে রাসেল মাহমুদ জিমি, মিলন হোসেন এবং সোহানুর রহমান গোল করেন।  ১৯৭৮ এবং ২০১৮ সালে এশিয়াড হকিতে ষষ্ঠ স্থান করেছিল বাংলাদেশ। যা এখন পর্যন্ত এশিয়াডে হকিতে লাল-সবুজ জার্সিধারীদের সর্বোচ্চ সাফল্য। এবার সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে হ্যাংজুতে গিয়েছিলেন বাংলাদেশের দক্ষিণ কোরিয়ান কোচ ইয়াং কু কিম। কিন্তু সেমিফাইনাল দূরে থাক গতবারের অবস্থানও ধরে রাখতে পারেনি বাংলাদেশ হকি দল।  সেমিতে খেলতে না পারলেও সপ্তম হওয়ার সুযোগ ছিল জিমিদের সামনে। ম্যাচের প্রথম কোয়ার্টারে দলকে এগিয়ে নেন মিলন হোসেন। দ্বিতীয় কোয়ার্টারেও আরও একটি গোল করেন অভিজ্ঞ রাসেল মাহমুদ জিমি। ২-০ তে এগিয়ে থেকেও তৃতীয় কোয়ার্টারে খেই হারিয়ে বসে বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে ওমান। জোড়া গোলে ২-২ সমতায় ফেরে মধ্যপ্রাচ্যের দলটি। শেষ কোয়ার্টারের ৫৩ ও ৫৫ মিনিটে আরও দুটি গোল করে জয়ের বন্দরে পৌঁছে যায় ওমান। তবে শেষ মিনিটে সোহানুর রহমান গোল করে ৪-৩ ব্যবধান করেন। এতেই অষ্টম স্থানে থেকে এশিয়ান গেমস মিশন শেষ হল বাংলাদেশের।  এবার গ্রুপ পর্বে বাংলাদেশ ৫ ম্যাচের ৩টি হেরেছে জাপান, পাকিস্তান ও ভারতের কাছে। জিতেছে সিঙ্গাপুর ও উজবেকিস্তানের সঙ্গে। গ্রুপে চতুর্থ হওয়ায় ওমানের সঙ্গে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচটা খেলতে হয়েছে। আর ম্যাচটা বিরাট চ্যালেঞ্জ হয়ে যায় জিমিদের জন্য। 
০৬ অক্টোবর, ২০২৩

ভারতের কাছে বড় হারে সোনার স্বপ্ন ধূলিসাৎ
বাংলাদেশ দলের কাছে দুঃস্বপ্নের এক প্রতিপক্ষের নাম ভারত। এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে নারীদের পর এবার পুরুষ দলকেও রীতিমতো উড়িয়ে দিয়েছে ভারত। আর তাতেই ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরে সোনার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে সাইফ হাসানের দলের।  শুক্রবার (৬ অক্টোবর) সকাল ৯টায় হ্যাংজুর পিংফেং ক্যাম্পাস ক্রিকেট মাঠে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাব দিতে নেমে মাত্র ১০ ওভারে ৯৭ রান তুলে ফেলে ভারত। বাংলাদেশের দেওয়া ৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে যেন টি-টোয়েন্টি ব্যাটিং শিখিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড় ও তিলক ভার্মা। মাত্র ১০ ওভারের মধ্যে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। শূন্য রানে যশস্বী জশওয়াল ফিরলেও কেন সমস্যা হয়নি টিম ইন্ডিয়ার। গায়কোয়াড় ও তিলক বাংলাদেশি বোলারদের তুলোধুনা করেন। গায়কোয়াড় ২৬ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪০ রানে এবং তিলক ২৬ বলে ২ চার ও ৬ ছক্কা ৫৫ রানে অপরাজিত থাকেন।  এর আগে হ্যাংজুতে টস হেরে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে দিশেহারা হয়ে পড়ে টাইগারদের ব্যাটিং লাইনআপ। ক্রিজে টিকতে পারেননি মাহমুদুল হাসান জয়-সাইফ হাসানরা। মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের দেখা পান। সর্বোচ্চ অপরাজিত ২৪ রানের ইনিংস খেলেন সাত নম্বরে ব্যাট করা জাকের আলি অনিক। এ ছাড়া ওপেনার পারভেজ হোসেন ইমন ২৩ রান করতে খেলেছেন ৩২ বল। দশম ব্যাটার হিসেবে নামা রাকিবুল হাসান ২টি চার ও ১টি ছক্কায় ৬ বলে ১৪ রান করেন।   এ ছাড়া মাহমুদুল হাসান ৫, সাইফ ২, জাকির হাসান ০, আফিফ হোসেন ৭ রান করেন। মূলত ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশি ব্যাটাররা। ভারতের পক্ষে স্পিনার সাই কিশোর ১২ রানের বিনিময়ে ৩টি, এবং আরেক স্পিনার ওয়াশিংটন সুন্দর ১৫ রানে ২টি উইকেট শিকার করেন।  
০৬ অক্টোবর, ২০২৩

এশিয়ান গেমস ক্রিকেট / শ্বাসরুদ্ধকর জয়ে সেমিতে বাংলাদেশ
এশিয়ান গেমস ক্রিকেটে শুভসূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচেই কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে হারায় টাইগাররা। স্বল্প রানের পুঁজি নিয়েও আফিফ হোসেনের অসাধারণ বোলিংয়ে স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ। বুধবার (৪ অক্টোবর) চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে মাত্র ২ রানে হারিয়েছে বাংলাদেশ। অধিনায়ক সাইফ হাসানের ফিফটিতে মাত্র ১১৬ রান তুলেও রোমাঞ্চকর জয় পায় টাইগাররা। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১১৭ রানের টার্গেটে ৩৮ রান তুলতেই ৪ উইকেট হারায় মালয়েশিয়া। তবে ভীরেন্দ্বীপের দুর্দান্ত ব্যাটিংয়ে একদম জয়ের কাছে পৌঁছে যায় আইসিসির সহযোগি দেশটি। ৫২ রানের ক্যামিও খেললেও দলকে জেতাতে পারেননি এই অলরাউন্ডার। আফিফের করা শেষ ওভারে মাত্র ৫ রানও নিতে পারেনি মালয়েশিয়ান ব্যাটাররা। টানা ৩ বল ডট দেয়া আফিফ চতুর্থ বলেই ফিরিয়ে দেন সর্বোচ্চ ৫২ রান করা ভীরেন্দ্বীপকে। দলটির ওপেনার সাইদ আজিজ মুবারক দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন। আফিফ ও রিপন সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন।   এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৩ রান যোগ করতেই পারভেজ ইমন, মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানের উইকেট হারায় টাইগাররা। এরপর আফিফ ও দলপতি সাইফ বাংলাদেশকে টানেন। অধিনায়কোচিত ইনিংসে ৩ ছক্কা ও ১ চারে ৫২ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন সাইফ। আফিফের ২৩ রানের পাশাপাশি শাহাদাত হোসেন ২১ ও জাকের আলি ১৪ রান করেন।
০৪ অক্টোবর, ২০২৩

নেপালের বিপক্ষে ড্রয়ে এশিয়ান গেমস শেষ বাংলাদেশের
এশিয়ান গেমসে এবারই প্রথম অংশগ্রহণ করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। জাপান ও ভিয়েতনামের বিপক্ষে প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হেরে যায় সাবিনা খাতুনের দল। আর তাতেই এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। শেষ খেলায় নেপালের বিপক্ষে সান্ত্বনার ড্রয়ে এশিয়ান গেমস মিশনের সমাপ্তি হলো বাঘিনীদের।  বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) গ্রুপপের্বর শেষ ম্যাচ ওয়েনজু স্টেডিয়ামে চিরচেনা প্রতিপক্ষ নেপালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। দলের পক্ষে একমাত্র গোলটি করেন অধিনায়ক সাবিনা খাতুন। ২০২২ সালের সেপ্টেম্বরে নেপালকে হারিয়েই প্রথমবার নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের কৃতিত্ব গড়ে বাংলাদেশ। এ প্রতিযোগিতার পর আরও দুবার প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি হয় সাবিনারা। ঘরের মাঠে ড্র-তে শেষ হয় সিরিজটি। এশিয়ান গেমসে আবারও সেই নেপালের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। তবে আজও ১-১ গোলে ড্র হয়েছে দুদলের ম্যাচ। চীনের ওয়েনজু স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে গোল আদায় করে নেয় বাংলাদেশ দল। ডি-বক্সের একটু সামনে থেকে নেপালের গোলকিপারকে পরাস্ত করেন অধিনায়ক সাবিনা খাতুন। এই ১ গোলের লিডে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরেও দারুণ খেলতে থাকে সাবিনার দল। কিন্তু ম্যাচের শেষ দিকে অর্থাৎ ৮৩ মিনিটে সমতায় ফেরে নেপাল। রেখা পৌডেল দুর্দান্ত এক গোল করে ১-১ সমতা আনেন। বাকি সময়ে দুই দলের কেউ গোল করতে না পারা এক পয়েন্ট নিয়ে এশিয়াড অভিযান শেষ হয় বাংলাদেশের।
২৮ সেপ্টেম্বর, ২০২৩

এশিয়ান গেমস মাতাচ্ছে ইস্পোর্টস
এশিয়ান গেমসের ১৯তম আসরে নজর কেড়েছে ইস্পোর্টস। এশিয়ার সর্ববৃহৎ ক্রীড়া আসরে এবারই প্রথমবারের মত যুক্ত হয়েছে এই ইভেন্ট। চীনের হ্যাংঝুতে হওয়া এবারের এশিয়ান গেমসের অফিসিয়াল এক্সক্লুসিভ স্মার্টফোন হিসেবে আছে ভিভো। ইস্পোর্টসের গতি জোরদারে ভূমিকা রাখছে ভিভোও। অলিম্পিকের পর দ্বিতীয় বৃহত্তম এই ক্রীড়া উৎসবে মাতোয়ারা এশিয়ার দেশগুলো। এশিয়ান গেমসে অন্যান্য ইভেন্টের সাথে দারুণ মাতাচ্ছে ইস্পোর্টস। হ্যাংঝু অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত বর্নাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান সারাবিশ্বের নজর কেড়েছে। চমৎকার ডিজিটাল উপস্থাপনার সাথে ছিল ঐতিহ্যবাহী সংস্কৃতির অসাধারণ প্রদর্শন। তুলে ধরা হয়েছে খেলায় ভ্রাতৃত্বের বন্ধন ও এশিয় সংস্কৃতি। অফিসিয়াল স্মার্টফোন হিসেবে আয়োজনে কাজ করছে ভিভোও। সারাবিশ্বে, সব মাধ্যমে এশিয়ান গেমসের খবর ছড়িয়ে দিতে প্রযুক্তি ও কারিগরি সহায়তা দিতে কাজ করছে ভিভোর ফ্ল্যাগশিপ স্মার্টফোনসহ সব ধরণের স্মার্টফোন। প্রফেশনাল ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে সক্ষম ভিভোর এক্স সিরিজের স্মার্টফোন এরইমধ্যে বিশ্বজুড়ে নজর কেড়েছে। বিশ্বখ্যাত লেন্স নির্মাতা জেইসের সাথে সমন্বয় করে এক্স সিরিজের ক্যামেরায় ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। স্পোর্টস ফটোগ্রাফিতে চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করতে এমনকি কম আলোতেও দারুণ সব ছবি তুলে আনতে ভিভোর এক্স সিরিজ অনন্য। চলতি গেমসে নজর কেড়েছে ইস্পোর্টস বা ভিডিও গেমিং। এবারই প্রথম এশিয়ান গেমসে যাত্রা শুরু করেছে ইস্পোর্টস। অফিসিয়াল স্পোর্টস গেমিং ফোন হিসেবে ভিভোর সহযোগী আইকিউওও ইস্পোর্টস অ্যাথলেটদের সহযোগিতা করছে।  নেটওয়ার্ক থেকে শুরু করে ইস্পোর্টস অ্যাথলেটদের সব ধরণের কারিগরি সহায়তা দেওয়ার জন্য কাজ করে আইকিউওও। ইস্পোর্টস অ্যাথলেটদের সেরা পারফরমেন্স নিশ্চিত করার জন্য যা খুব প্রয়োজনীয়। ‘টেকনোলজি ফর এ বেটার ওয়ার্ল্ড’ এই মন্ত্রকে ধারণ করে এগিয়ে যাচ্ছে ভিভো। এরই অংশ হিসেবে এশিয়ান গেমসের সাথে আছে ভিভো। বিশ্বকাপ ফুটবল ও ইউরো ফুটবলেও অফিসিয়াল স্মার্টফোন হিসেবে ছিল ভিভো।
২৭ সেপ্টেম্বর, ২০২৩

টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটি-সেঞ্চুরি-সর্বোচ্চ রানের রেকর্ড নেপালের
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসকে এলোমেলো করে দিয়েছে এভারেস্টের দেশ নেপাল। ইতিহাসের প্রথম দল হিসেবে ২০ ওভারের সংস্করণে ৩০০ রানের চূড়ায় উঠেছে নেপালিরা। দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটি ও দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও নিজেদের করে নিয়েছে নেপালের ক্রিকেটাররা। বুধবার (২৭ সেপ্টেম্বর) চীনের হাংজুতে চলমান এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩ উইকেটে ৩১৪ রান তোলে নেপাল দল। জবাব দিতে নমে ১৩ দশমিক ১ ওভারে ৪১ রানে গুটিয়ে য়ায় মঙ্গোলিয়া। ফলে ২৭৩ রানের বিশাল ব্যবধানের জয় পায় নেপাল। এটিও টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের বিশ্বরেকর্ড। এর আগে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ডটির মালিক ছিল আফগানিস্তান। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে ২৭৮ রান তুলেছিল আফগানরা। আজ তাদের রেকর্ডটি ভেঙে দিয়ে ৩১৪ রান তুলেছে রোহিত পৌডেলের নেপাল। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের শুরুর দিনে ‘এ’ গ্রুপের ম্যাচে মঙ্গোলিয়ার মুখোমুখি হয় নেপাল। চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট ফিল্ডে প্রথমে ব্যাট করে নেপাল। কুশল মাল্লার দ্রুততম সেঞ্চুরি ও দিপেন্দ্র সিং ঐরীর দ্রুততম ফিফটিতে ভর করে ৩১৪ রান সংগ্রহ করে নেপালিরা। কুশল ভুরতেল ও আসিফ শেখ ৪২ রানের উদ্বোধনী জুটি গড়ে। ১৭ বলে ১৭ রান করে বিদায় নেন আসিফ শেখ। কুশাল মাল্লা উইকেটে এসেই ঝড় তোলেন মঙ্গোলিয়ান বোলারদের ওপর। ৭.২ ওভারে দলীয় ৬৬ রানের সময় বিদায় নেন আরেক ওপেনার ভুরতেল। এরপর বাকি ১২.৪ ওভারেই ২৪৮ রান সংগ্রহ করে নেপাল। অধিনায়ক রোহিত পৌডেল ও মাল্লা তৃতীয় উইকেট জুটিতে রেকর্ড ১৯৩ রান যোগ করেন। মাত্র ১৯ বলে ফিফটি পূরণ করা মাল্লা সেঞ্চুরি ছুঁয়েছেন ৩৪ বলে। আর তাতেই রোহিত শর্মা ও ডেবিড মিলারের ৩৫ বলে সেঞ্চুরির বিশ্বরেকর্ড ভেঙে দেন নেপালি ব্যাটার। ৫০ বলে ৮টি চার ও ১২টি ছক্কায় ১৩৭ রানে অপরাজিত থাকেন মাল্লা। ১৯ ওভারের প্রথম বলে ২৭ বলে ৬১ রান করা নেপাল অধিনায়ক পৌডেল বিদায় নেন। তার বিদায়ের পর ব্যাটিংয়ে নেমে মঙ্গোলিয়ার বোলারদের ওপর তাণ্ডব চালান দীপেন্দ্র সিং ঐরী। তাতে ম্লান মাল্লার রেকর্ড সেঞ্চুরিও। ১০ বলে ৮ ছক্কায় ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন ঐরী। সেই সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টি যুবরাজ সিংয়ের ৯ বলে গড়া দ্রুততম ফিফটির রেকর্ডও ভেঙে দিয়েছেন এই নেপালি ব্যাটার। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে টানা ৬ ছক্কা হাঁকিয়ে মাত্র ১২ বলে ফিফটি যুবরাজ।  
২৭ সেপ্টেম্বর, ২০২৩

এশিয়ান গেমস নারী ক্রিকেট / ভারতের কাছে সেমিতে লজ্জার হার বাংলাদেশের
এশিয়ান গেমস নারী ক্রিকেটে ভারতের কাছে নাস্তানাবুদই হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রতিযোগিতার সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে মাত্র ৫১ রানে অলআউট হয় নিগার সুলতানা জ্যোতিরা। ফলে ভারতের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে যায় টিম টাইগ্রেস। রোববার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টায় জিজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রথম সেমিফাইনালে মাত্র ৫১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে মাত্র ৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৫২ রান তোলে ভারত।  সকালে শুরু হওয়া নারী ক্রিকেটের প্রথম সেমিফাইনাল একতরফাভাবে শেষ হয়েছে। টস জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই সাথী রানীর উইকেট হারায় টাইগ্রেসরা। দলীয় ১ রানের সময় শামিমা সুলতানাও শূন্য রানে ফিরে যান। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জ্যোতিরা। একের পর এক নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭ ওভারে ৫১ রানেই অলআউট হয়ে বাংলাদেশ। দলের পক্ষে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সর্বোচ্চ ১২ রান করেন। জ্যোতি ছাড়া কেউই দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। ভারতের পূজা ভাস্ত্রাকার সর্বোচ্চ ১৭ রানে ৪ উইকেট শিকার করেন। স্বল্প রানের পুঁজি নিয়ে বাংলাদেশের বোলাররা চমক দিতে পারেননি। ওপেনিং জুটিতে ১৯ রান তোলে ভারত। অধিনায়ক স্মৃতি মান্ধানা ৭ রানে আউট হন। শেফালি ভার্মা ১৭ রান করে ফাহিমা খাতুনের বলে ফিরে যান। সর্বোচ্চ ২০ রান করে জেমিমা রদ্রিগেজ অপরাজিত থাকেন। বাংলাদেশের ফাহিমা ও মারুফা একটি করে উইকেট পান। আগামীকাল সকালে ব্রোঞ্জ পদকের লড়াই পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার জয়ী দলের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। এর আগের দুই আসরে অর্থাৎ ২০১০ ও ২০১৪ এশিয়ান গেমসে নারী ক্রিকেট দল রৌপ্য জিতেছিল। এবার আর সেই রেকর্ড ধরে রাখতে পারেনি টিম টাইগ্রেস।   
২৪ সেপ্টেম্বর, ২০২৩
X