এলপিজির দাম ফের বাড়ল
ভোক্তা পর্যায়ে বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুনের তুলনায় জুলাইয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়। গত তিন মাস ধরে ধারাবাহিকভাবে পণ্যটির দাম কমলেও চলতি মাসে আবার বাড়ল। গতকাল কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন সংস্থার চেয়ারম্যান মো. নূরুল আমিন। এ সময় বিইআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। বিইআরসি চেয়ারম্যান বলেন, ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৩৬৩ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সাড়ে ৫ কেজির সিলিন্ডারের দাম ৬২৭ টাকা, সাড়ে ১২ কেজির ১ হাজার ৪২৩, ১৫ কেজির ১ হাজার ৭০৮, ১৬ কেজির ১ হাজার ৮২২, ১৮ কেজির ২ হাজার ৪৯, ২০ কেজির ২ হাজার ২৭৭, ২২ কেজির ২ হাজার ৫০৫, ২৫ কেজির ২ হাজার ৮৪৭, ৩০ কেজির ৩ হাজার ৪১৬, ৩৩ কেজির ৩ হাজার ৭৫৭, ৩৫ কেজির ৩ হাজার ৯৮৫ এবং ৪৫ কেজির এলপিজির দাম ৫ হাজার ১২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১০ দশমিক শূন্য ৩ টাকা সমন্বয় করা হলো। গ্যাসীয় অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি লিটার শূন্য দশমিক ২ হাজার ৪৪৫ টাকায় বা প্রতি ঘনমিটার ২৪৪ দশমিক ৫০ টাকায় সমন্বয় করা হলো। এ ছাড়া ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূসকসহ মূল্য প্রতি লিটার ৬২ দশমিক ৭০ টাকা সমন্বয় করা হয়েছে। গত ৩ জুন ভোক্তা পর্যায়ে ১২ কেজির সিলিন্ডারের দাম মে মাসের তুলনায় ৩০ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, জুলাই মাসের জন্য সৌদি আরামকো কর্তৃক প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন যথাক্রমে ৫৮০ মার্কিন ডলার ও ৫৬৫ মার্কিন ডলার এবং অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৫৭০ দশমিক ২৫ মার্কিন ডলার বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
০৩ জুলাই, ২০২৪

ভোক্তাপর্যায়ে আরও কমলো এলপিজির দাম
ভোক্তা পর্যায়ে আবারও কমলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুন মাসের জন্য ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৩০ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মে মাসে এর দাম ছিল ১ হাজার ৩৯৩ টাকা। গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে এ নতুন দর কার্যকর হয়েছে। গতকাল বিইআরসি হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান মো. নূরুল আমিন। বিইআরসি প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১১৩ টাকা ৫৫ পয়সা নির্ধারণ করেছে। সে অনুযায়ী সাড়ে পাঁচ কেজি, ১২, ১৫, ১৬, ১৮, ২০, ২৫, ৩০, ৩৫ ও ৪৫ কেজি ওজনের সিলিন্ডারগুলোর দাম কমেছে। যদিও বাজারে সরকার নির্ধারিতের চেয়ে বেশি দাম দিয়ে ভোক্তাকে কিনতে হয় বলে ভোক্তাদের অভিযোগ রয়েছে। বাজার ঘুরে সে অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। এলপিজির পাশাপাশি গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমেছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৬২ টাকা ৫৩ পয়সা, যা গত মাসে ছিল ৬৩ টাকা ৯২ পয়সা। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি।
০৪ জুন, ২০২৪

এলপিজির দাম নির্ধারণ আজ
চলতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপিজি) গ্যাসের মূল্য নির্ধারণ হচ্ছে আজ বৃহস্পতিবার (২ মে)। এর মাধ্যে জানা যাবে এলপিজির মূল্য বাড়ছে নাকি কমছে।  মঙ্গলবার (৩০ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত মে (২০২৪) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ঘোষণা করা হবে। এর আগে টানা ৮ মাস বাড়ার পর গত ৩ এপ্রিল ভোক্তা পর্যায়ে কমানো হয় এলপিজির দাম। মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া গত মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৮২ টাকা, ফেব্রুয়ারিতে ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা ও জানুয়ারিতে ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।   এ ছাড়াও এপ্রিল মাসে অটোগ্যাসের দামও কমিয়েছিল বিইআরসি। এপ্রিল মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৬ টাকা ২১ পয়সা নির্ধারণ করা করেছিল সংস্থাটি। আর মার্চ মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৮ টাকা ৫ পয়সা নির্ধারণ করা হয়। আর গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যা মূসকসহ নির্ধারণ করা হয়েছিল যথাক্রমে ৬৭ টাকা ৬৮ পয়সা ও ৬৫ টাকা ৬৭ পয়সা।   উল্লেখ্য, ২০২৩ সালে ৫ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম কমলেও বাড়ে ৭ দফা। গত বছরের জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুন ও জুলাই মাসে কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর দাম বেড়েছিল ফেব্রুয়ারি, মে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে।
০২ মে, ২০২৪

এলপিজির দাম ফের বাড়ল
আবারও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। এবার ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৭৪ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত মাসে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম বাড়ানো হয়। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়। এ নিয়ে ৮ মাস ধরে টানা বাড়ছে এলপিজির দাম। মার্চে বেড়েছে অটোগ্যাসের দামও। লিটারপ্রতি ৬৭ টাকা ৬৮ পয়সা থেকে বাড়িয়ে ৬৮ টাকা শূন্য ৫ পয়সা নির্ধারণ করা হয়। গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে এলপিজির নতুন দাম কার্যকর হয়েছে। এদিন বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দাম ঘোষণা করে। সাড়ে পাঁচ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বেড়েছে। বিইআরসি থেকে জানানো হয়, মার্চ মাসে সৌদি আরামকো প্রোপেন ৬৩৬ দশমিক ৫০ এবং বিউটেন ৬৩৬ দশমিক ৫০ মার্কিন ডলার হিসাব করে কমিশন এলপিজির দর নির্ধারণ করেছে।
০৪ মার্চ, ২০২৪

এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ
কয়েকদিন আগেই বাড়ানো হয়েছিল ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) মূল্য। আবার নতুন করে মূল্য নির্ধারণ করা হচ্ছে এই গ্যাসের। রোববার (৩ মার্চ) বিকেলে নতুন দর ঘোষণা করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। চলতি বছরের গত মাসের (ফেব্রুয়ারি) ভোক্তা পর্যায়ে বাড়ানো হয় এলপিজির দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম ৪১ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়। উল্লেখ্য, ২০২৩ সালে ৫ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছে ৭ দফা। গত বছরের জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুন ও জুলাই মাসে কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর দাম বেড়েছিল ফেব্রুয়ারি, মে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে।
০৩ মার্চ, ২০২৪

১২ কেজি এলপিজির দাম বাড়ল ৪১ টাকা
আবারও ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। নতুন দাম অনুযায়ী ১২ কেজিতে বেড়েছে ৪১ টাকা। বাড়ার পর ১২ কেজি এলপিজির দাম হয়েছে ১ হাজার ৪৭৪ টাকা। আগে এলপিজির দাম ছিল ১ হাজার ৪৩৩ টাকা। নতুন দাম গতকাল সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে। গতকাল রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সদস্য ড. মোহাম্মদ ইয়ামিন চৌধুরী নতুন দর ঘোষণা করেন। এলপিজির দাম সবচেয়ে কম ছিল জুলাই মাসে ৯৯৯ টাকা। বিইআরসি থেকে দাম বৃদ্ধির কারণ হিসেবে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে এলপিজির দাম কিছুটা বেড়েছে। এ কারণে দেশের বাজারেও দাম বেড়েছে। বিইআরসির নতুন দর অনুযায়ী, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি প্রায় ১২২ টাকা ৮৬ পয়সা। গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার প্রায় ৬৭ টাকা ৬৮ পয়সা।
০৫ ফেব্রুয়ারি, ২০২৪

আবারও বাড়ল এলপিজির দাম
আবারও বাড়ানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে টানা ৭ মাস বাড়ানো হলো এলপিজির দাম। রোববার (৪ ফেব্রুয়ারি) দাম বাড়ানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। বিইআরসি জানায়, ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৪৩৩ টাকা থেকে ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২ জানুয়ারি ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। আর গত ৩ ডিসেম্বর ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪০৪ টাকা ও ২ নভেম্বর ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করেছিল সংস্থাটি।
০৪ ফেব্রুয়ারি, ২০২৪

এলপিজির দাম ফের বাড়ল
আবারও বাড়ল এলপি গ্যাসের দাম। ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৪০৪ থেকে বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজিতে দাম বেড়েছে ২ টাকা ৩৮ পয়সা। অটোগ্যাস লিটারপ্রতি ৬৪ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ৬৫ টাকা ৭৬ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর করতে বলা হয়েছে। গতকাল বিকেলে বিইআরসির হলরুমে সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করা হয়। আন্তর্জাতিক বাজারদর এবং ডলারের বিপরীতে টাকার অবনমনের জন্য দাম বেড়েছে বলে জানিয়েছেন বিইআরসি চেয়ারম্যান নূরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. হেলাল উদ্দিন, আবুল খায়ের, আমিনুর রহমান, বিইআরসির সচিব খলিলুর রহমান খান। ২০২১ সালের এপ্রিল মাস থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন আমদানি করা হয় বিভিন্ন দেশ থেকে। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। তবে বিইআরসির ঘোষিত দরে বাজারে গ্যাস পাওয়া নিয়ে অভিযোগ রয়েছে ভোক্তাদের। তাদের অভিযোগ, বিক্রেতারা তাদের ইচ্ছামতো দাম রাখছেন। ভোক্তার অভিযোগ প্রসঙ্গে বিইআরসি চেয়ারম্যান বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে বিক্রেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে; ভবিষ্যতেও নেওয়া হবে।
০৩ জানুয়ারি, ২০২৪

বাড়ল এলপিজির দাম
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মাসে যা ছিল ১ হাজার ৩৮১ টাকা। একই সঙ্গে গাড়িতে ব্যবহৃত অটোগ্যাস লিটারপ্রতি ৬৩ টাকা ৩৬ পয়সা থেকে বাড়িয়ে ৬৪ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত দাম গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। গতকাল বিকেলে কারওয়ান বাজারের বিইআরসির হলরুমে সংবাদ সম্মেলনে নতুন দল ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান মো. নূরুল আমিন। সে সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য (গ্যাস) ড. মো. হেলাল উদ্দিন ও সদস্য (বিদ্যুৎ) আবুল খায়ের মো. আমিনুর রহমান। বিইআরসির চেয়ারম্যান জানান, আন্তর্জাতিক বাজারদর অপরিবর্তিত থাকলেও ডলার ঊর্ধ্বমুখী হওয়ায় দাম বেড়েছে। গত মাসে ডলারের গড় দর ছিল ১১৩ দশমিক ৯২ টাকা। চলতি মাসে বেড়ে ১১৬ দশমিক ৩৯ টাকা হয়েছে। অক্টোবরে ১২ কেজির দর ছিল ১ হাজার ৩৬৩, সেপ্টেম্বরে ছিল ১ হাজার ২৮৪ টাকা। সবচেয়ে কম ছিল জুলাই মাসে ৯৯৯ টাকা। অন্যান্য বছর নভেম্বরে দাম কমে এলেও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের কারণে এখনো ঊর্ধ্বমুখী আন্তর্জাতিক বাজার। ২০২১ সালের ১২ এপ্রিলের আগ পর্যন্ত এলপিজির দর ছিল কোম্পানিগুলোর ইচ্ছাধীন। ১২ এপ্রিল দর ঘোষণার সময় বলা হয়, আমদানিনির্ভর এই জ্বালানি সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তিমূল্য ধরা হবে। সৌদির দর ওঠানামা করলে ভিত্তিমূল্য ওঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। এরপর প্রতি মাসে এলপিজির দর ঘোষণা করছে বিইআরসি।
০৪ ডিসেম্বর, ২০২৩

বাড়ল এলপিজির দাম
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মাসে যা ছিল ১ হাজার ৩৮১ টাকা। একই সঙ্গে গাড়িতে ব্যবহৃত অটোগ্যাস লিটারপ্রতি ৬৩ টাকা ৩৬ পয়সা থেকে বাড়িয়ে ৬৪ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত দাম গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। গতকাল বিকেলে কারওয়ান বাজারের বিইআরসির হলরুমে সংবাদ সম্মেলনে নতুন দল ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান মো. নূরুল আমিন। সে সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য (গ্যাস) ড. মো. হেলাল উদ্দিন ও সদস্য (বিদ্যুৎ) আবুল খায়ের মো. আমিনুর রহমান। বিইআরসির চেয়ারম্যান জানান, আন্তর্জাতিক বাজারদর অপরিবর্তিত থাকলেও ডলার ঊর্ধ্বমুখী হওয়ায় দাম বেড়েছে। গত মাসে ডলারের গড় দর ছিল ১১৩ দশমিক ৯২ টাকা। চলতি মাসে বেড়ে ১১৬ দশমিক ৩৯ টাকা হয়েছে। অক্টোবরে ১২ কেজির দর ছিল ১ হাজার ৩৬৩, সেপ্টেম্বরে ছিল ১ হাজার ২৮৪ টাকা। সবচেয়ে কম ছিল জুলাই মাসে ৯৯৯ টাকা। অন্যান্য বছর নভেম্বরে দাম কমে এলেও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের কারণে এখনো ঊর্ধ্বমুখী আন্তর্জাতিক বাজার। ২০২১ সালের ১২ এপ্রিলের আগ পর্যন্ত এলপিজির দর ছিল কোম্পানিগুলোর ইচ্ছাধীন। ১২ এপ্রিল দর ঘোষণার সময় বলা হয়, আমদানিনির্ভর এই জ্বালানি সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তিমূল্য ধরা হবে। সৌদির দর ওঠানামা করলে ভিত্তিমূল্য ওঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। এরপর প্রতি মাসে এলপিজির দর ঘোষণা করছে বিইআরসি।
০৪ ডিসেম্বর, ২০২৩
X