আর্জেন্টাইন শিবিরে স্বস্তি-শঙ্কা দুটোই আছে
কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালের ভেন্যু টেক্সাসের হিউস্টন। বাংলাদেশ সময় শুক্রবার (৫ জুন) সকালে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শেষ আটের লড়াইকে সামনে রেখে হিউস্টনে প্রথমবারের মতো অনুশীলন করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এক ম্যাচ নিষিদ্ধ থাকার পর আবারও দলকে অনুশীলন করার লিওনেল স্কালোনি। ম্যাচ ভেন্যু হিউস্টনের ডায়নামো স্টেডিয়ামে প্রথম অনুশীলনে যোগ দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে দলের অধিনায়ক অনুশীলনে যোগ দেওয়ায় স্বস্তি ফিরেছে আর্জেন্টাইন শিবিরে। তবে পুরোপুরি কাটেনি আশঙ্কা। অনুশীলনে যোগ দিয়েছেন পেরুর বিপক্ষে খেলতে না পারা ডিফেন্ডার মার্কোস আকুনা। চিলি বিপক্ষে কোপার দ্বিতীয় ম্যাচে ডান পায়ের মাংস পেশিতে চোট পান দলের অধিনায়ক ও প্রাণভোমরা মেসি। এ জন্য পেরুর বিপক্ষে তাকে বিশ্রাম দেওয়া হয়। সে ম্যাচে লাউতারো মার্তিনেজের জোড়া গোলে ২-০ ব্যবধানে জেতে আর্জেন্টিনা। Argentina National Team have arrived in Houston ‍ pic.twitter.com/Nc2isn4HlZ — All About Argentina (@AlbicelesteTalk) July 2, 2024 এরপর এই প্রথম দলের সঙ্গে অনুশীলন করেছেন মেসি। আলাদাভাবে অনুশীলন করেছেন আকুনা। তবে কোয়ার্টার ফাইনালে এই ডিফেন্ডারের খেলার সম্ভাবনা নেই। ধারণা করা হচ্ছে সেমিফাইনালে ফিরতে পারেন একাদশে। এদিকে, ইকুয়েডরের বিপক্ষে মেসিকে খেলাবেন না কি বেঞ্চে রাখবেন তা নিয়ে এখনও দ্বিধায় আছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। অনুশীলনে যোগ দিলেও কোয়ার্টার ফাইনালের আগের মেসির সুস্থ হওয়া  শঙ্কা রয়েছে । এ জন্য ইকুয়েডের বিপক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে বলে জানিয়েছেন আর্জেন্টাইন কোচ। মেসি খেলতে না পারলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন অ্যাঞ্জেল ডি মারিয়া। পেরুর বিপক্ষে তিনি দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে ম্যাচের আগ মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে আর্জেন্টিনার আরেক গণমাধ্যম মুন্দে আলবেসিলেস্তা। গণমাধম্যটি আরও জানিয়েছে ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যাচের শুরুর একাদশে না থাকলেও দ্বিতীয়ার্ধে মাঠে নামতে পারেন মেসি। ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ   গোলকিপার : এমিলিয়ানো মার্তিনেজ রক্ষণভাগ : নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ত্যাগলিয়াফিকো মাঝমাঠ :  রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস / এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার আক্রমণভাগ : লিওনেল মেসি / অ্যাঞ্জেল ডি মারিয়া, জুলিয়ান আলভারেজ / লাউতারো মার্তিনেজ এবং নিকোলাস গঞ্জালেজ।
০২ জুলাই, ২০২৪

কুম্ভকর্ণের ঘুম, অতঃপর একাদশ থেকে বাদ তাসকিন
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। আগের ম্যাচের অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ায় সেমিফাইনালে খেলতে রোহিত-কোহলিদের বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে ছিলেন না তাসকিন আহমেদ। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে দারুণ ছন্দে থাকার পরও একাদশে কেন নেই দলের সহঅধিনায়ক? তখন বিস্তারিত কিছু জানা যায়নি। তবে সম্প্রতি এ নিয়ে চাঞ্চল্যকর এক খবর প্রকাশ করেছে ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব) সূত্র দিয়ে ক্রিকেটবিষয়ক গণমাধ্যমটি জানিয়েছে ভারতের বিপক্ষে ম্যাচের দিন ঘুম ভাঙেনি টাইগার এ পেসারের। যার কারণ ধরতে পারেননি টিম বাস। পরে তাকে ছাড়াই একাদশ সাজাতে বাধ্য হয় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির শীর্ষ এক কর্মকর্তা তাসকিনের ঘুমের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। সেই কর্মকর্তা বলেন বিব্রতকর ঘটনার জন্য তাসকিন সতীর্থদের কাছে ক্ষমাও চেয়েছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। এরপর নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে জায়গা করে নেয় সুপার এইটে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে দ্বিতীয় রাউন্ড শুরু করে টাইগাররা। পরে টিকে থাকার লড়াইয়ে ভারতের বিপক্ষে এমন অবিশ্বাস্য ঘটনাটি ঘটে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয় দেরিতে ঘুম থেকে উঠলেও ম্যাচের আগে ঠিকই স্টেডিয়ামে পৌঁছে যান তাসকিন। জাতীয় সংগীতের সময় তাকে মাঠেও দেখা যায়। তবে একাদশে জায়গা হয়নি। তার পরিবর্তে একাদশে সুযোগ দেওয়া হয় জাকের আলি অনিককে। ডানহাতি ফাস্ট বোলারকে বাইরে রেখে একজন বাড়তি ব্যাটার খেলানোয় সমালোচনার মুখে পড়ে টিম ম্যানেজমেন্ট। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয় বিসিবির শীর্ষ সেই কর্মকর্তা জানান, ‘এটা সত্য যে তিনি (তাসকিন) টিম বাস মিস করে পরে দলে যোগ দিয়েছেন। কিন্তু কেন তিনি খেললেন না তা শুধু কোচই ভালো বলতে পারবেন। কারণ তিনি (ভারতের বিপক্ষে) পরিকল্পনায় ছিলেন কি না, তার উত্তর প্রধান কোচ (চন্ডিকা হাথুরুসিংহে) দিতে পারবেন।’ তিনি আরও বলেন, ‘যদি (কোচ ও খেলোয়াড়ের মধ্যে) কোনো সমস্যা থাকতো তাহলে কীভাবে পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেললেন। আরও যোগ করেন, সময়মতো উঠতে না পারার জন্য তিনি (তাসকিন) তার সতীর্থ এবং সবার কাছে ক্ষমা চেয়েছেন।’ ভারতের বিপক্ষে সে ম্যাচে বেশ বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ দল।
০২ জুলাই, ২০২৪

ফাইনালে কেমন হতে পারে দুই দলের একাদশ?
জুনের ১ তারিখ থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের অবশেষে পর্দা নামতে যাচ্ছে। বার্বাডোজে শনিবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ২০ দলের এই আসরের ফাইনালে মাঠে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। উভয় দলই অপরাজিত অবস্থায় ফাইনালে প্রবেশ করছে। দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে খেলবে, যেখানে ভারত তাদের তৃতীয় ফাইনালে (২০০৭,২০১৪) খেলবে। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল গায়ানায় সেমিফাইনালে ইংল্যান্ডকে পরাজিত করে ফাইনালে পৌঁছেছে এবং সব বিভাগেই ভালো পারফরম্যান্স করে। বল হাতে তাদের শক্তিশালী পারফরম্যান্স যে কোনো পরিস্থিতিতে সমস্যা সৃষ্টি করবে। তবে, টুর্নামেন্টে ভারতের ব্যাটিং কখনও কখনও সমস্যায় পড়েছে যা দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ কাজে লাগানোর চেষ্টা করবে। অন্যদিকে, প্রোটিয়াস পেস আক্রমণ ত্রিনিদাদে আফগানিস্তানের ব্যাটিং লাইনআপকে হাস্যরস বানিয়েছে । নতুন বলে মার্কো ইয়ানসেন শুরুটা করেছেন এবং পরে কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়া চাপ বজায় রেখেছেন। তবে, ভারতের মতো দক্ষিণ আফ্রিকার ব্যাটিংও সমস্যায় পড়েছে, যদিও তাদের দলে পাওয়ার-হিটিং রিসোর্স রয়েছে। ভারত ফাইনালের জন্য অপরিবর্তিত থাকার কথা, তবে কয়েকটি বিষয় রয়েছে যেগুলোতে ভারত সফল হতে চায়: বিরাট কোহলির পারফরম্যান্স প্রয়োজন টুর্নামেন্টের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির রেকর্ড চমৎকার ছিল। তবে নিউ ইয়র্কের পরিস্থিতি তার জন্য অনুকূল ছিল না এবং এখন তিনি ক্যারিবিয়ান উইকেটেও সঠিক পদ্ধতি খুঁজে পেতে সমস্যায় পড়ছেন। তবে, বড় ম্যাচে তিনি বারবার অসাধারণ ইনিংস খেলেছেন এবং রোববারের খেলা তার জন্য সেটি করার সবচেয়ে ভালো সুযোগ। শিভম দুবের সমস্যা দলের মধ্যে দুবের ভূমিকা হলো ধীরগতির পিচে মিডল ওভারে স্পিনারদের বিপক্ষে বড় শট খেলা। কিন্তু তিনিও কোহলির মতো ফর্মে নেই। দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ টুর্নামেন্টে ভালো ফর্মে আছেন, তাই মিডল ওভারে দুবেকে তার বিপক্ষে ভালো করতে হবে। দক্ষিণ আফ্রিকার জন্য ওটনেইল বার্টম্যানের প্রত্যাবর্তন সেমিফাইনালে তাবরিজ শামশিকে ব্যবহার করেছিলেন অধিনায়ক আইডেন মার্করাম। তবে, বার্বাডোজের পিচ এবং ভারতের স্পিন ভালো খেলার দক্ষতার কথা বিবেচনা করে, বার্টম্যানকে ব্যবহার করতে পারেন মার্করাম। পেসার বার্টম্যান পাওয়ারপ্লেতে ধারালো গতি নিয়ে বল করে এবং ফাইনালের শেষ ওভারে ভেরিয়েশন ব্যবহার করে ভারতীয় ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারেন। দুই দলের সম্ভাব্য একাদশ ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ। দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রেজা হেন্ড্রিক্স, আইডেন মার্করাম (অধিনায়ক), হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জ্যানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নর্টজে, ওটনেইল বার্টম্যান।
২৯ জুন, ২০২৪

প্যারাগুয়ের বিপক্ষে সেলেসাওদের সম্ভাব্য লাইনআপ
দলের সেরা তারকা নেইমারের অনুপস্থিতিতে এবারের কোপার অন্যতম ফেভারিট ব্রাজিলের শিরোপা পুনরদ্ধারের মিশনটি ভালোভাবে শুরু হয়নি। প্রথম ম্যাচেই পুচকে কোস্টারিকার সাথে তাল মিলিয়ে খেলতে ব্যর্থ হয়যার ফলে হতাশাজনক গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ভিনিসিয়ুস-রদ্রিগোদের। যথাসাধ্য চেষ্টা স্বত্তেও ব্রাজিল জয় নিশ্চিত করতে না পারায় তাদের গ্রুপ ডি-এর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে আলেজিয়ান্ট স্টেডিয়ামে জয় জরুরী হয়ে উঠেছে। ব্রাজিলের সর্বশেষ ম্যাচে নেইমার স্ট্যান্ড থেকে খেলা দেখেন এবং তার দল বলের দখল ধরে রাখলেও গুরুত্বপূর্ণ সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। ভিনিসিয়ুস জুনিয়র, যিনি ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি সুযোগ তৈরি করেছিলেন, তাকে ৭১তম মিনিটে বদলি করা হয়, যা নেইমারের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়ায়। ব্রাজিল তাদের ওপেনারে বেশ কয়েকটি ভালো সুযোগ পেয়েছিল। প্রথমার্ধে রদ্রিগো, রাফিনিয়া এবং লুকাস পাকেতা ভালো সুযোগ মিস করেন, আর মারকুইনহোসের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। দ্বিতীয়ার্ধে, পাকেতা পোস্টে আঘাত করেন এবং ইনজুরি সময়ে ব্রুনো গিমারাইস একটি গুরুত্বপূর্ণ শট মিস করেন। এই ড্রয়ের পর আগামীকাল ভোরের ম্যাচে ব্রাজিল কোচ দারিভাল জুনিয়র বেশ কিছু পরিবর্তন আনতে পারে। এর মধ্যে ব্রাজিলের ডিফেন্সে কোন পরিবর্তন আসার কথা নয়। দলের অধিনায়ক দানিলো তার জায়গা ধরে রাখবেন বলে আশা করা হচ্ছে, যদিও ইয়ান কৌটো রাইট ব্যাকে একটি আক্রমণাত্মক বিকল্প অফার করেন। মিডফিল্ডে, কোস্টা রিকার বিপক্ষে ডগলাস লুইজের আগে জোয়াও গোমেস শুরু করেছিলেন, তবে লুইজ গোমেসের জায়গায় প্যারাগুয়ের ম্যাচের জন্য আসতে পারেন বলে গুঞ্জন রয়েছে। আক্রমণে, রাফিনিয়া, পাকেতা এবং ভিনিসিয়ুস রদ্রিগোকে সমর্থন করতে থাকবেন বলে আশা করা হচ্ছে। তবে, বদলি খেলোয়াড় হিসেবে উজ্জ্বল পারফরম্যান্স দেখানো এন্দ্রিক এবং সাভিওকে শুরুর জন্য বিবেচনা করতে পারেন প্রধান কোচ দারিভাল জুনিয়র। প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ গোলরক্ষক: আলিসন ডিফেন্ডার: দানিলো, মিলিতাও, মারকুইনহোস, আরানা মিডফিল্ডার: ব্রুনো গিমারাইস, ডগলাস লুইজ ফরোয়ার্ড: রাফিনিয়া, লুকাস পাকেতা, ভিনিসিয়াস জুনিয়র স্ট্রাইকার: রদ্রিগো প্যারাগুয়ের সাথে ব্রাজিলের সংঘর্ষ তাদের কোপা আমেরিকা অভিযানের জন্য গুরুত্বপূর্ণ, এবং ভক্তরা আশা করবেন যে দলটি একটি প্রয়োজনীয় জয় নিশ্চিত করার জন্য তাদের গোল করার ক্ষমতা খুঁজে পাবে।
২৮ জুন, ২০২৪

ইংলিশদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ
গ্রুপ পর্বের পর সুপার এইটেও শীর্ষে থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে এসেছে ভারত। এবার সামনে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। গত আসরে এ ইংলিশদের কাছে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ভারত। প্রতিশোধের মিশনে বৃহস্পতিবার (২৭ জুন) জস বাটলারদের বিপক্ষে কেমন হতে পারে ভারতের একাদশ? চলমান বিশ্বকাপে একাদশে খুব বেশি পরিবর্তন করেননি রোহিতরা। সুপার এইটের তিন ম্যাচে খেলেছে একই একাদশ। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে ইংলিশদের বিপক্ষে একাদশে খুব বেশি পরিবর্তন আনার সম্ভাবনা নেই। ভারতের সম্ভাব্য একাদশ ১. রোহিত শর্মা (অধিনায়ক) : অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন ৯২ রানের ঝলমলে এক ইনিংস। শুরুতেই আক্রমণাত্মক ব্যাট করা তার বৈশিষ্ট্য। ইংল্যান্ডের বিপক্ষেও  সেটা করতে চাইবেন ভারতীয় অধিনায়ক।  ২. বিরাট কোহলি : বিশ্বকাপে এখন পর্যন্ত হাসেনি তার ব্যাট। যদিও বিশ্বকাপের আগে হওয়া আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। বড় মঞ্চে জ্বলে ওঠার ক্ষমতা করে তার। ইংল্যান্ডের বিপক্ষেও ওপেনিংয়ে দেখা যাবে বিরাটকে। ৩. ঋষভ পান্ত (উইকেটকিপার) : চলতি বিশ্বকাপে ধারাবাহিকভাবে করছেন রান। উইকেটকিপার হিসেবে একাদশে অনেকটা অটোচয়েজ তিনি।  ৪. সূর্যকুমার যাদব : বিশ্বকাপে এ পর্যন্ত দুটি অর্ধশতক করেছেন তিনি। ফাইনালে ওঠার ক্ষেত্রে ইংল্যান্ডের বিপক্ষে মিডল অর্ডারে বড় ভরসা তিনি। ৫. শিবম দুবে : গুরুত্বপূর্ণ সময়ে রানে ফিরেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। ইংল্যান্ডের স্পিনারদের বিপক্ষে তিনি হতে পারেন ভারতের বড় অস্ত্র। ৬. হার্দিক পান্ডিয়া : দলের সহঅধিনায়ক। শুরু থেকে ব্যাট-বল দুই বিভাগেই ভালো অবদান রাখছেন তিনি। ৭. অক্ষর প্যাটেল : দলের প্রয়োজনে উপরের দিকে ব্যাট করতে নামতে হয় তাকে। পাশাপাশি বল হাতে উইকেটও নিচ্ছেন তিনি। এ ম্যাচের একাদশে তার থাকা অনেকটা নিশ্চিত। ৮. রবীন্দ্র জাডেজা : এখনো সেরা ফর্মে না দেখা যায়নি তাকে। এরপরও অভিজ্ঞ এই ক্রিকেটারের ওপর ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট। ৯. কুলদীপ যাদব : এবারের আসরে খেলেছেন ৩ ম্যাচ। ভালো বোলিংয়ে আস্থার প্রতিদানও দিচ্ছেন। ইংল্যান্ডের বিপক্ষে তিনি হতে পারেন রোহিতের ট্রাম কার্ড। ১০. জসপ্রিত বুমরা : ভারতের বোলিং আক্রমণের প্রধান অস্ত্র তিনি। উইকেট নেওয়ার পাশাপাশি পাওয়ার প্লেতে টেনে ধরছেন প্রতিপক্ষের রানের লাগাম ইংলিশদের বিপক্ষে জিততে একই কাজ করতে হবে ডানহাতি এই পেসারকে। ১১. আর্শদীপ সিং : নতুন বলে ভালো বল করছেন বাঁহাতি এই পেসার। ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপের চলতি আসরে সর্বোচ্চ উইকেট তার।
২৭ জুন, ২০২৪

যে একাদশ নিয়ে কোপা মিশন শুরু করতে পারে ব্রাজিল
আর কয়েক ঘন্টা পরেই কোপা আমেরিকা মিশন শুরু করতে যাচ্ছে আসরের অন্যতম ফেভারিট দল ব্রাজিল। গ্রুপ ‘ডি’ এ নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হতে চলেছে সেলেসাওরা। টুর্নামেন্টে সমৃদ্ধ ইতিহাস এবং তারকাখচিত দল নিয়ে ব্রাজিল এই বছরের ট্রফি জয়ের অন্যতম ফেভারিট। বাংলাদেশ সময় মঙ্গলবার (২৫ জুন) সকাল ৭টায় ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের জন্য সেলেসাওয়ের সম্ভাব্য শুরুর একাদশের দিকে এক নজর দেওয়ার আগে ব্রাজিলের সাম্প্রতিক ফর্ম এবং মূল খেলোয়াড় কারা দেখে নেওয়া যাক: ব্রাজিল সাম্প্রতিক প্রীতি ম্যাচগুলোতে শক্তিশালী রেকর্ড নিয়ে টুর্নামেন্টে প্রবেশ করছে। তারা ১২ জুন, ২০২৪-এ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ১-১ গোলে ড্র করেছে এবং এর আগে বছরের শুরুতে মেক্সিকো এবং ইংল্যান্ডের বিরুদ্ধে জয় অর্জন করেছে। দারিভাল জুনিয়রের নেতৃত্বে দলটিতে ভিনিসিয়ুস জুনিয়র, অ্যালিসন এবং উদীয়মান বিস্ময়বালক এনড্রিকের মতো বিশ্বমানের প্রতিভা রয়েছে। সেলেসাওদের সম্ভাব্য শুরুর একাদশ কোস্টারিকার বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিলের লাইনআপ ৪-৩-৩ ফরমেশনে হওয়ার সম্ভাবনা রয়েছে, যা তাদের আক্রমণাত্মক ক্ষমতা এবং মধ্যমাঠের নিয়ন্ত্রণকে সর্বাধিক করে তুলবে। এখানে সম্ভাব্য শুরুর একাদশ দেওয়া হলো: গোলকিপার: অ্যালিসন (লিভারপুল) অ্যালিসন ব্রাজিলের প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবেই রয়ে গেছেন। যিনি ব্রাজিলের ডিফেন্সে অভিজ্ঞতা এবং নির্ভরযোগ্যতা আনেন। ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস) একজন অভিজ্ঞ রাইট-ব্যাক, দানিলোর প্রতিরক্ষামূলক দৃঢ়তা এবং আক্রমণকে সমর্থন করার ক্ষমতা গুরুত্বপূর্ণ হবে। এছাড়াও তিনি সেলেসাওদের অধিনায়কও মারকুইনহোস (প্যারিস সেন্ট-জার্মেইন) মারকুইনহোস, যিনি ডিফেন্সের নেতা হিসেবে তার অসাধারণ গেম পড়ার ক্ষমতা এবং শ্রেষ্ঠত্বের সাথে ডিফেন্স পরিচালনা করবেন। এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ) মারকুইনহোসের সাথে জুটি বেঁধে, মিলিতাওয়ের গতি এবং শক্তি তাকে কেন্দ্রীয় প্রতিরক্ষায় একটি দুর্দান্ত উপস্থিতি করে তুলেছে। ওয়েন্ডেল (পোর্তো) লেফট-ব্যাকে, ওয়েন্ডেল প্রস্থ এবং সমর্থন প্রদান করবেন প্রতিরক্ষা এবং আক্রমণ উভয় ক্ষেত্রেই। মিডফিল্ডার: ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা) লুইজ সম্ভবত হোল্ডিং মিডফিল্ডার হিসাবে কাজ করবেন। প্রতিপক্ষের নিয়ন্ত্রণ ভেঙে ফেলার এবং বল দক্ষতার সাথে বিতরণ করার দায়িত্ব থাকবে তার। ব্রুনো গুইমারায়েস (নিউক্যাসল ইউনাইটেড) গুইমারায়েস সৃজনশীলতা এবং শক্তি উভয়ই সুযোগ তৈরি করতে এবং ডিফেন্সিভ ট্র্যাক করতে সুযোগ দিবে। লুকাস প্যাকুয়েটা (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড) প্যাকুয়েটা, তার স্বতন্ত্রতা এবং দৃষ্টি নিয়ে, প্রধান প্লেমেকার হবেন, তার পাসিং এবং ড্রিবলিং দিয়ে কোস্টারিকার ডিফেন্স উন্মুক্ত করার চেষ্টা করবেন। ফরোয়ার্ড: রাফিনিয়া (বার্সেলোনা) রাইট উইংয়ে, রাফিনিয়ার গতি এবং কৌশল কোস্টারিকার রক্ষণ প্রসারিত করতে এবং বাক্সে ক্রস প্রদান করতে গুরুত্বপূর্ণ হবে। রদ্রিগো (রিয়াল মাদ্রিদ) কেন্দ্রীয় স্ট্রাইকার হিসাবে খেলতে থাকা রদ্রিগোর ক্লিনিক্যাল ফিনিশিং এবং মুভমেন্ট সুযোগগুলি রূপান্তর করতে গুরুত্বপূর্ণ হবে। ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ) ব্রাজিলের তারকা খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়র লেফট উইংয়ে তার স্থান নেবেন, যেখানে তার গতি, দক্ষতা এবং গোল করার ক্ষমতা তাকে একটি ধ্রুবক হুমকি তৈরি করবে।
২৫ জুন, ২০২৪

একাদশে ভর্তি / জিপিএ-৫ পেয়েও কলেজ পায়নি ৭ হাজার ৫৯৯ শিক্ষার্থী
চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে অনলাইন আবেদনে প্রথম ধাপের ফল প্রকাশিত হয়েছে। রোববার (২৩ জুন) রাত ৮টায় একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে। পাশাপাশি কলেজে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রকাশিত ফল থেকে জানা গেছে, এবার জিপিএ-৫ পেয়েও কলেজ পায়নি ৭ হাজার ৫৯৯ জন শিক্ষার্থী। এর আগে, গত ১৩ জুন একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে আবেদন প্রক্রিয়া শেষ হয়। যা শুরু হয়েছিল ২৬ মে। ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর সব শিক্ষা বোর্ড (সাধারণ, মাদ্রাসা ও কারিগরি) মিলিয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট অংশগ্রহণকারী ছিল ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। সব মিলিয়ে এবার প্রায় ১০ লাখ আসন ফাঁকা থাকবে। জানা গেছে, প্রথম ধাপে আবেদন করেছে ১৩ লাখ ৩৫ হাজার ৫৮২ জন শিক্ষার্থী। এর মধ্যে আবেদন করেছে এবং ফি-ও দিয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ২৮ হাজার ২৫০। বাকিরা আবেদন করলেও ফি জমা দেয়নি। এই শিক্ষার্থীরা যেহেতু সর্বনিম্ন ৫টি থেকে সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দিতে পারে, সে হিসেবে মোট আবেদন জমা পড়েছে ৭২ লাখ ৬৭ হাজার ৬৮৩টি। এর মধ্যে কলেজ পেয়েছে ১২ লাখ ৮৭ হাজার ৮৫৯ জন। অর্থাৎ ৪৭ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেও কলেজ পায়নি।  জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূঁঞা কালবেলাকে বলেন, অনেক শিক্ষার্থী আবেদন করার সময় বাস্তবতা বিবেচনা করে না। তারা ফল নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দেওয়ার সুযোগ থাকলেও সেটি দেয় না। এর ফলে অনেক জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীও এবার প্রথম ধাপে কলেজ পায়নি।  জানা গেছে, প্রথম ধাপে ফল প্রকাশের পর নির্বাচিতদের নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন প্রক্রিয়া শেষ হলে শূন্য আসনে ৩০ জুন থেকে দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে, যা চলবে ২ জুলাই পর্যন্ত। ৪ জুলাই রাত ৮টায় দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে। এরপর টানা চার দিন চলবে দ্বিতীয় ধাপে নির্বাচিতদের নিশ্চয়ন প্রক্রিয়া। ৯ ও ১০ জুলাই তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে, এ ধাপের ফল প্রকাশ করা হবে ১২ জুলাই রাত ৮টায়। তিন ধাপে আবেদনের পর ফল প্রকাশ, নিশ্চয়ন ও মাইগ্রেশন শেষে ১৫ জুলাই থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। চলবে ২৫ জুলাই পর্যন্ত। একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে আগামী ৩০ জুলাই।
২৩ জুন, ২০২৪

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ
একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ হবে আজ। রোববার (২৩ জুন) রাত ৮টায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। প্রকাশিত ফলে শিক্ষার্থীরা কে কোন কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন, তা জানতে পারবেন। মোট তিন ধাপে ভর্তির কার্যক্রম চলছে। সব ধাপের ভর্তি কার্যক্রম শেষে আগামী ৩০ জুলাই সারা দেশে একযোগে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, রোববার রাত ৮টায় প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। এরপর ভর্তি নীতিমালা অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু হবে। ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানা গেছে, প্রথম ধাপে সাড়ে ১৩ লাখ শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। প্রথম ধাপে ফল প্রকাশের পর নির্বাচিতদের নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন প্রক্রিয়া শেষ হলে শূন্য আসনে ৩০ জুন থেকে দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে, যা চলবে ২ জুলাই পর্যন্ত। ৪ জুলাই রাত ৮টায় দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে। এরপর টানা চার দিন চলবে দ্বিতীয় ধাপে নির্বাচিতদের নিশ্চায়ন প্রক্রিয়া। আরও জানা গেছে, ৯ ও ১০ জুলাই তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে, এ ধাপের ফল প্রকাশ করা হবে ১২ জুলাই (রাত ৮টায়)। তিন ধাপে আবেদনের পর ফল প্রকাশ, নিশ্চায়ন ও মাইগ্রেশন শেষে ১৫ জুলাই থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। চলবে ২৫ জুলাই পর্যন্ত। এর আগে, গত ১৩ জুন একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে আবেদন প্রক্রিয়া শেষ হয়। শুরু হয়েছিল গত ২৬ মে। চলতি বছর সব শিক্ষা বোর্ড (সাধারণ, মাদ্রাসা ও কারিগরি) মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট অংশগ্রহণকারী ছিল ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। এবার গড় পাসের হার ৮৩ দশমিক শূন্য ৪ শতাংশ।
২৩ জুন, ২০২৪

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ রোববার
একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল আগামীকাল রোববার রাতে প্রকাশ করা হবে। এদিন রাত ৮টায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। প্রকাশিত ফলে শিক্ষার্থীরা কে কোন কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন, তা জানতে পারবেন। মোট তিন ধাপে ভর্তির কার্যক্রম চলছে। সব ধাপের ভর্তি কার্যক্রম শেষে আগামী ৩০ জুলাই সারা দেশে একযোগে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে। জানতে চাইলে শনিবার (২২ জুন) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, রোববার রাত ৮টায় প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। এরপর ভর্তি নীতিমালা অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু হবে। ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানা যায়, প্রথম ধাপে সাড়ে ১৩ লাখ শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। প্রথম ধাপে ফল প্রকাশের পর নির্বাচিতদের নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন প্রক্রিয়া শেষ হলে শূন্য আসনে ৩০ জুন থেকে দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে, যা চলবে ২ জুলাই পর্যন্ত। ৪ জুলাই রাত ৮টায় দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে। এরপর টানা চার দিন চলবে দ্বিতীয় ধাপে নির্বাচিতদের নিশ্চায়ন প্রক্রিয়া। আরও জানা যায়, ৯ ও ১০ জুলাই তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে, এ ধাপের ফল প্রকাশ করা হবে ১২ জুলাই (রাত ৮টায়)। তিন ধাপে আবেদনের পর ফল প্রকাশ, নিশ্চায়ন ও মাইগ্রেশন শেষে ১৫ জুলাই থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। চলবে ২৫ জুলাই পর্যন্ত। এর আগে, গত ১৩ জুন একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে আবেদন প্রক্রিয়া শেষ হয়। শুরু হয়েছিল গত ২৬ মে। চলতি বছর সব শিক্ষা বোর্ড (সাধারণ, মাদ্রাসা ও কারিগরি) মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট অংশগ্রহণকারী ছিল ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। এবার গড় পাসের হার ৮৩ দশমিক শূন্য ৪ শতাংশ।
২২ জুন, ২০২৪

অপরিবর্তিত একাদশ নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাংলাদেশ-নেদারল্যান্ডসের লক্ষ্য অভিন্ন, জয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলতে এ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই দুদলের। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বাগড়া দিয়েছিল বৃষ্টি। ফলে ম্যাচের টস হয় দেরিতে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় হওয়া টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামছে টাইগাররা। অন্যদিকে বোলিংয়ে শক্তি বাড়িয়েছে নেদারল্যান্ডস। ব্যাটার তেয়া নিদামাউনুরুর পরিবর্তে অফ স্পিনার আরিয়ান দত্তকে ফেরানো হয়েছে একাদশে। টি-টোয়েন্টি এবং ওয়ানডে মিলিয়ে নেদারল্যান্ডসের কাছে ৩টি হেরেছে বাংলাদেশ। আর জয় রয়েছে ৪টিতে। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ভারতের ইডেন গার্ডেন্সে ডাচদের কাছে হেরে গিয়েছিল টাইগাররা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা ভালো করে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারায় টাইগাররা। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে জিততে হেরে যায় নাজমুল হোসেন শান্তর দল। এবার ডাচদের হারালে সুপার এইটের দৌড়ে অনেকখানিক এগিয়ে যাবে চন্ডিকা হাথুরেসিংহের শিষ্যরা। নেদারল্যান্ডসের জন্যও একই সমীকরণ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে নেপালকে হারায় ডাচরা। বৃষ্টিতে এ ম্যাচ পরিত্যক্ত হলে লাভবান হবে শ্রীলঙ্কা। বেড়ে যাবে লঙ্কানদের সুপার এইটে খেলার সম্ভাবনা। আর এ ম্যাচের যে কোনো ফলাফল বেজে যাবে তাদের বিদায়ের ঘণ্টা। দুই দলের একাদশ   বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।   নেদারল্যান্ডস : মাইকেল লেভিট, ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, সিব্রান্ড অ্যাঙ্গেলব্রেখট, বাস ডি লিডি, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), আরিয়ান দত্ত, লোগান ফন বিক, টিম প্রিঙ্গল, পল ফন মিকেরেন ও ভিভিয়ান কিংমা।
১৩ জুন, ২০২৪
X