তাপদাহে উত্তরপ্রদেশ ও বিহারে ৯৮ মৃত্যু
তাপদাহে নাকাল ভারতের উত্তরপ্রদেশ এবং বিহারে গত তিন দিনে ৯৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তরপ্রদেশে মারা গেছে ৫৪ এবং বিহারে ৪৪ জন। উত্তরপ্রদেশের বালিয়া জেলা হাসপাতালের কর্মকর্তারা জানান, তীব্র গরমে অসুস্থ হয়ে ১৫, ১৬ ও ১৭ জুন জ্বর, শ্বাসকষ্ট এবং অন্যান্য উপসর্গ নিয়ে চারশরও বেশি রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ৫৪ জনের মৃত্যু হয়েছে। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার। তাপ থেকে রক্ষায় সাধারণ মানুষকে ছায়াঘেরা স্থান দিয়ে চলাচলের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জরুরি প্রয়োজন ছাড়া বয়স্কদের ঘর থেকে বের না হতে বলছেন। পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে সে সম্পর্কে সুস্পষ্ট করে কিছু জানায়নি আবহাওয়া অধিদপ্তর। বালিয়ায় গত কয়েক দিন ধরে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি বিরাজ করছে। গত শুক্রবার বালিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৫ ডিগ্রি বেশি। জেলার মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা (সিএমও) জয়ন্ত কুমার জানান, হাসপাতালে ভর্তি হওয়া বেশিরভাগেরই বয়স ৬০ বছরের বেশি। গরমের কারণে রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এ কারণে সব কর্মীকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তীব্র গরমে শ্বাসকষ্ট, ডায়াবেটিক ও রক্তচাপজনিত সমস্যা আছে, এমন রোগীদের ঝুঁকি বেড়ে যায়। তাপমাত্রা বাড়ার কারণে তাদের মৃত্যুও হতে পারে বলে তিনি জানান। রোগীর সংখ্যা হুট করে বেড়ে যাওয়ায় হাসপাতালটিতে স্ট্রেচারের ঘাটতি দেখা দিয়েছে। এ কারণে অনেক রোগীকে কর্মীরা কাঁধে করে জরুরি বিভাগে নিয়ে যাচ্ছেন—গণমাধ্যমে প্রকাশিত ছবিতে এমনটাই দেখা গেছে। অন্যদিকে বিহারেও একই পরিস্থিতি বিরাজ করছে। তীব্র গরমে পুড়ছে পূর্ব ভারতের এ রাজ্য। তাপদাহে এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু পাটনাতেই মারা গেছেন ৩৫ জন। রাজ্যের ১৮টি এলাকায় চরম তাপদাহ চলছে। গত শনিবার ১১টি জেলায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসের ওপর ছিল। পাটনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন শেখপুরায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে যায়। তাপদাহের কারণে ২৪ জুন পর্যন্ত পাটনা এবং রাজ্যের সব জেলায় স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
১৯ জুন, ২০২৩
X