উই এখন ১৪ লাখ সদস্যের পরিবার
সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, উৎসাহ ও উদ্দীপনা দিয়ে নারীদের জাগ্রত করেছে উই। অন্তর্ভুক্তিমূলক টেকসই অর্থনীতি গড়তে নারী উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। সারা দেশের ই-কমার্স খাতে যুক্ত নারী উদ্যোক্তাদের নিয়ে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) চলছে ‘উইমেন ই-কমার্স এন্ট্রাপ্রেনিউরশিপ সামিট (উই সামিট)।’ গতকাল শুক্রবার সকালে দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সংগঠনটির প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তবে্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, দেশি পণ্যের সবচেয়ে সফল প্ল্যাটফর্ম এটি। নারীর কর্মসংস্থান ও মর্যাদা সৃষ্টিতে ই-কমার্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উই এখন ১৪ লক্ষ সদস্যের পরিবার। শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশে বিশ্ব ব্যাংকের অপারেশন ম্যানেজার গেইল মার্টিন বলেন, প্রান্তিক নারীদের পণ্য বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার কাজ করছে উই। স্বাগত বক্তব্য দেন কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজের নিয়ন্ত্রক (যুগ্ম সচিব) এ টি এম জিয়াউল ইসলাম। দারাজ বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম, মেঘনা গ্রুপের পরিচালক তাসনিম মোস্তফা ও উইর উপদেষ্টা কবির সাকিব অনুষ্ঠানে বক্তব্য দেন। উপস্থিত ছিলেন হাইটেক পার্ক কর্তৃপক্ষের এমডি জি এস এম জাফরুল্লাহ। সঞ্চালনা করেন শান্তা জাহান।
০৭ অক্টোবর, ২০২৩

উইটসা অ্যাওয়ার্ড ও সম্মাননা পেল এটুআই এবং উই
তথ্যপ্রযুক্তির অন্যতম বিশ্ব সম্মেলন ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনোভেশন অ্যান্ড টেকনোলজি (উইটসা) -২০২৩ এ দুইটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে এস্পায়ার টু ইনোভেট (এটুআই)। একই আসরে সম্মাননা পেয়েছে উইম্যান অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই)। আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) মালয়েশিয়ার কুচিং সারওয়াক এ সম্মেলনের তৃতীয় দিনে এই পুরস্কার ও সম্মাননার ঘোষণা দেওয়া হয়।  ‘উইটসা অ্যাওয়ার্ড নাইট’ এ এটুআই প্রকল্পের ‘ন্যাশনাল ইন্টেলিজেন্স ফর স্কিলস, এডুকেশন, এমপ্লইমেন্ট অ্যান্ড এন্ট্রপ্রেনারশিপ-এনআইসিই’ এবং ‘মুক্তপথ - এনশিউরিং ই-লার্নিং ফর অল’ প্রকল্প যথাক্রমে উইটসার ডিজিটাল অপোরচুনিটি/ ইনক্লুশন অ্যাওয়ার্ড এবং ই-এডুকেশন অ্যান্ড লার্নিং অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। এছাড়াও বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তিতে বিপুল সংখ্যক প্রকল্পের মধ্যে এটুআই এর প্রকল্প দুইটি এবং উইম্যান ইন টেক ক্যাটাগরিতে ‘উই’ শ্রেষ্ঠ প্রকল্প হিসেবে সম্মাননা অর্জন করে। উইটসা অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠানে উইটসার চেয়ারম্যান সীন শিয়াহ, দ্য ন্যাশনাল টেক অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়া (পিকম) এর চেয়ারম্যান অং চিন সিয়ংসহ অন্যান্য অতিথিরা মঞ্চে উপস্থিত থেকে এই অ্যাওয়ার্ড প্রদান করেন। এটুআই এর পক্ষে অ্যাওয়ার্ড গ্রহন করেন জিনিয়া জেরিন এবং এলাভি জামান দিশা। ওয়ার্ল্ড ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্স (উইটসা) প্রতিবছর এই পুরস্কারের আয়োজন করে থাকে। বিশ্ব তথ্যপ্রযুক্তি খাতে একে সম্মাজনক পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) তথ্যপ্রযুক্তি খাতের উইটসার একমাত্র সদস্য। বাংলাদেশের সাফল্যে অভিনন্দন জানিয়ে উইটসার চেয়ারম্যান সীন শিয়াহ বলেন, তথ্যপ্রযুক্তিতে খাতে অল্প সময়ে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের পথে অগ্রসর হওয়া নিঃসন্দেহে গৌরবের। নিত্যনতুন উদ্ভাবনের মাধ্যমে সারাদেশে প্রযুক্তি সেবা পৌঁছে দেয়ার জন্য এটুআই এবং তরুণীদের প্রযুক্তির প্রতি আগ্রহী করে উদ্যোক্তা গড়ে তুলতে উইম্যান অ্যান্ড ই-কমার্স (উই) এর প্রতি অভিনন্দন জ্ঞাপন করছি। বৈশ্বিক এই সংকটময় মুহূর্তে প্রযুক্তির উৎকর্ষতা আমাদের সমস্যা মোকাবেলার হাতিয়ার হিসেবে কাজ করবে বলেই আমার বিশ্বাস। উইটসা অ্যাওয়ার্ড অর্জন প্রসঙ্গে বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার বলেন, বিসিএস প্রযুক্তি সংগঠনগুলোর অভিভাবক হিসেবে বরাবর কাজ করে আসছে। দেশের উদ্ভাবন এবং কার্যকর প্রকল্পকে উইটসার কাছে ঠিকমতো উপস্থাপন করতে বিসিএস সর্বদা বদ্ধ পরিকর। এটুআই এবং উই এর অর্জন দেশের প্রযুক্তিখাতকে গৌরবান্বিত করেছে।  প্রসঙ্গত, গত ৩-৫ অক্টোবর মালয়েশিয়ার কুচিং সারওয়াক এ এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
০৫ অক্টোবর, ২০২৩

শুক্রবার শুরু হচ্ছে দুদিনের উই সামিট
আগামীকাল শুক্রবার (৬ অক্টোবর) শুরু হচ্ছে ই-কমার্স এবং এফ-কমার্সভিত্তিক নারী উদ্যোক্তাদের সম্মেলন ‘উইমেন ই-কমার্স এন্ট্রাপ্রেনিউরশিপ সামিট (উই সামিট) ২০২৩’। নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করা সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই)-এর উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী উদ্যোক্তা এবং খাত সংশ্লিষ্টরা অংশ নেবেন। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত হচ্ছে দুদিনব্যাপী এ সম্মেলন। আয়োজনটির সহযোগিতায় থাকছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি), কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজ (সিসিএ) এবং উইমেন এন্ট্রাপ্রেনিউরস ফিন্যান্স ইনিশিয়েটিভ (উই-ফাই)। শুক্রবার সকালে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আয়োজনের আহ্বায়ক হিসেবে থাকবেন উই প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা। সম্মেলনের শেষ দিন শনিবার (৭ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। দেশের তৃণমূল পর্যায় থেকে অংশ নেওয়া নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন অধিবেশন, অনুপ্রেরণামূলক বক্তব্য, সেমিনার এবং কর্মশালাসহ বিশেষ সব আয়োজন থাকছে সম্মেলনের। প্রথম দিনে একটি কি-নোট প্রেজেন্টেশনসহ থাকছে ৬টি সেশন। এসব সেশনে বিশেষ স্পিকার হিসেবে দেশ ও বিদেশের বিশেষজ্ঞ বক্তা ও বিভিন্ন খাতের স্বনামধন্য ব্যক্তিরা অংশ নেবেন। পাশাপাশি থাকছে ই-কমার্স খাতের এবং খাত সংশ্লিষ্ট অভিজ্ঞদের সঙ্গে নতুনদের নেটওয়ার্কিং সেশনও। থাকবে র‍্যাফেল ড্র। দ্বিতীয় দিনে থাকছে দুটি কর্মশালা এবং একটি সেমিনার। এ ছাড়া অন্যতম আকর্ষণ হিসেবে এবারও স্থানীয় পণ্য নিয়ে কাজ করা নারীদের মধ্য থেকে ১০ জনকে দেওয়া হবে ‘জয়ী অ্যাওয়ার্ড’। সারা দেশ থেকে যেসব নারীরা ই-কমার্সের মাধ্যমে তাদের পণ্য দেশ ও বিশ্ববাজারে তুলে ধরতে অসামান্য অবদান রাখছেন তাদের এই বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হবে। উই সামিট ২০২৩ নিয়ে উই প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা বলেন, অনেকেই বলেন নারীরা নারীদের ভালো দেখতে পারেন না। কিন্তু আমরা এ ধারণা ভেঙে দিতে চাই। উই সেটা ভেঙে দিতে কাজ করছে। আমরা নারী উদ্যোক্তাদের সমস্যা চিহ্নিত করতে অনেক আগে থেকে কাজ করছি। আমরা পলিসি ডায়ালগ করে তাদের সুবিধা অসুবিধা বোঝার চেষ্টা করেছি। সেসব কিছু নিয়েই আমাদের এই সামিট আয়োজন।
০৫ অক্টোবর, ২০২৩
X