জুয়াকের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
যুক্তরাজ্যে বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (জুয়াক) আয়োজনে লন্ডনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুন) লন্ডনের স্থানীয় একটি কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে আগত সবাইকে ঈদের শুভেচ্ছা জানান জুয়াকের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবা জেবিন। সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক আলিম আল রাজির পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি ইকবাল হোসেন , সাবেক সাধারণ সম্পাদক ড. সাবের শাহ্।  শুভেচ্ছা বক্তব্য ও স্মৃতিচারণ করেন আশ্রাফুন রোজী, মো. জহির উদ্দিন, রানা ইসলাম, নজরুল ইসলাম, সিনা আকন্দ, সুফিয়া কমর, নাসিমা চৌধুরী, হাবিবে আলম চৌধুরী, ওয়াকারুল আমিন রনি, হাবিবে আলম, আশরাফুল আলম, সিকান্দার আলি সিকো , মতিয়ার রহমান, ড. আসমা পারভিন, আনিসুর রহমান, জুলফিকার আলি ভুট্টো, মোরশেদ ঠাকুর, ফারহানা ইয়াসমিন চমন, ইফতেখার ইফতি, ফারহানা খান একা, মো. সায়েম, শফিকুজ্জামান চৌধুরী জাবেদ, নাহিয়ান, ওমর ফারুক জাভেদ, রায়হানুর রহমান, মাহামুদুল হাসান অয়ন, জান্নাতুন নেসা চয়ন, সাইফ বিন আলম, টিপু  সুলতান, জামিল, তা্নজি তুহিন, ঊর্মি, ফারিহা প্রভা, এহসানুল হকসহ আরও অনেকে। দুপুরের খাবারের পর ছিল মূল আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় সঙ্গীত শিল্পী শেফালি ও বিলেতের জেমস খ্যাত রাজ হাসানের পরিবেশনা মেতে উঠে সবাই। ঐতিহ্যবাহী রঙ-বেরঙের পোশাকে অংশ নেওয়া জুয়াকের সদস্যরা নেচে গেয়ে আনন্দে মেতে উঠেন।   জাকিয়া  তাসনিম, সুমি আমিন, পান্না ইকবাল, রুমানা তুলি, তাহমিনা আহমেদ, এনি জামান, নুরজাহান মুন্না প্রমুখ নেচে গেয়ে ঈদ উৎসবকে এক ভিন্ন মাত্রায় রূপ দেয়।  অনুষ্ঠানে আগত নতুনদের স্বাগত জানিয়ে বরণ করে নেন জুয়াকের প্রতিষ্ঠাতা সদস্য সচিব পারভেজ মল্লিক। সবশেষে লাকি ড্রতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
০২ জুলাই, ২০২৪

বিএসএমএমইউতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ঈদুল আজহা-পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন হলে এই অনুষ্ঠানে ছিলেন উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মনিরুজ্জামান খান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ, হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. আব্দুল আজিজ, বায়োকেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুম আলম, বিএসএমএমইউ স্বাচিপের সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটো, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. রেজাউর রহমান, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, উপপরিচালক (হাসপাতাল) ডা. বেলাল এইচ সরকার প্রমুখ।
২০ জুন, ২০২৪

ইতালিতে বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী
ইতালিসহ ইউরোপে বিভিন্ন দেশে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশিরা। শনিবার (২৭ এপ্রিল) ভিচেন্সায় সফল প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী হাজী আব্দুল হালিমের উদ্যোগে প্রবাসীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ভিচেন্সার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বাংলা কমিউনিটির নেতারা, বাংলাদেশি ব্যবসায়ীসহ প্রায় ৩ শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলা কমিউনিটির নেতা এমদাদুর রহমান চৌধুরী, আহমেদ, রনি শেখ, মাসুদ আলী, জামাল উদ্দিন, বিপুল দাস, সেলিম হোসেন, আব্দুর সাত্তার, মঞ্জুর রহমান, জাহাঙ্গীর হোসেন বাবলুসহ আরও অনেকই। অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা গান, নাচ, কবিতা আবৃত্তিসহ বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করে। এ ছাড়া বিভিন্ন রকমারি বাংলা খাবার পরিবেশন করা হয় এই পুনর্মিলনী অনুষ্ঠানে। হাজি আব্দুল হালিমের দেশের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরের কলাবাড়ি গ্রামে। তিনি ২০১০ সালে ইউরোপের দেশ ইতালিতে পাড়ি জমান। ইতালির ভিচেন্সায় একজন সফল বাংলাদেশি ব্যবসায়ী তিনি। বর্তমানে ইতালিতে তার তিনটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। যেখানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে বেশ কয়েকজন বাংলাদেশিদেরও।
২৮ এপ্রিল, ২০২৪

বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যুবলীগের হামলার অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের বাড়িতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে হামলা-ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। গত সোমবার রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার ওই বাড়িতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, গত সোমবার সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুলসহ নেতাকর্মীরা আমার বাসায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আসেন। রাত সাড়ে ৯টায় দিকে মুড়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি তাওলাদ ও সাধারণ সম্পাদক পাবেলের নেতৃত্বে দু-তিনশ সন্ত্রাসী আমার বাসায় হামলা-ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় বাধা দিতে গেলে আমার বাসার কেয়ারটেকার রুহুল আমিনকে পিটিয়ে জখম করা হয়। রাত ১২টা পর্যন্ত তারা আমার বাসায় থেকে চলে যায়। এ হামলার ঘটনায় জেলা ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন বলেন, আমার জানামতে যুবলীগের কেউ এ ধরনের ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়। রূপগঞ্জ উপজেলা বিএনপি তিনভাগে বিভক্ত। তাদের একটা পক্ষ কোনো কিছু করলে অপর পক্ষ হামলা-ভাঙচুর চালায়। আর এসব হামলার দায়ভার আমাদের যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর চাপিয়ে দেওয়াই তাদের কাজ। এ বিষয়ে জানতে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমানকে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
০৫ জুলাই, ২০২৩
X