কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে : ইসলামী আন্দোলন বাংলাদেশ
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এবং যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ঢাকার মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকারসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, দাতা সংস্থা এবং সমাজের বিত্তবান ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ শনিবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম, মানবতার ধর্ম। কল্যাণকামিতাই ইসলামের অন্যতম শিক্ষা। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি গণমুখী, কল্যাণকামী ও আদর্শিক একটি সংগঠন। দেশ ও জাতির যে কোনো ক্রান্তিকালে সাধ্যমতো জনগণের পাশে থাকার চেষ্টা করে থাকে। তারা বলেন, মূলত যে কোনো দুর্যোগকালীন মুহূর্তে জনগণের সব সমস্যার সমাধানের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত না থাকায় জনগণ রাষ্ট্রের সেবা থেকে অনেকটাই বঞ্চিত হচ্ছে। এজন্য রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। তারা অগ্নিকাণ্ডের আসল রহস্য উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
১৬ সেপ্টেম্বর, ২০২৩
X