হঠাৎ কেন তুরস্কে ইসরায়েলি বিমান
বার বার বলার পরও গাজায় অভিযান বন্ধ করছিল ইসরায়েল। তাই ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছিল তুরস্ক। তাতেও কাজ হয়নি। ইসরায়েল গাজায় তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে। এরই মধ্যে নতুন করে এক ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাগে পেয়ে তুরস্ক এবার ইসরায়েলকে চরম শিক্ষা দিয়েছে। দেশটির একটি বিমানবন্দরে ইসরায়েলের একটি বিমান অবতরণ করার পর তেল আবিবকে নাকানি-চুবানি খাইয়েছে তুরস্ক। পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে ইসরায়েলের রাষ্ট্রীয় বিমান সংস্থার একটি ফ্লাইট তেল আবিব যাচ্ছিল। কিন্তু ফ্লাইটের একজন যাত্রী অসুস্থ হয়ে যাওয়ার পর তুরস্কের আনতালিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ওই ফ্লাইট LY5102, এমনটাই জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট। কিন্তু তুরস্কের কর্মকর্তারা এরপরই অবাক করা এক কাণ্ড ঘটিয়ে দেন। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, ফ্লাইটের আরোহীদের নামতে দেয়নি তুরস্কের কর্মকর্তারা। এমনকি ওই বিমানে জ্বালানিও নিতে দেওয়া হয়নি। ফ্লাইটে থাকা একজন চিকিৎসক ওই রোগীর প্রাথমিক চিকিৎসা দেন। এরপর তিনি পরামর্শ দেন, ওই রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। তার পরামর্শের ভিত্তিতেই, বিমানের জরুরি অবতরণ করা হয়। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, শুরুতে ফ্লাইটের আরোহীদের নামার এবং জ্বালানি তেল নেওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু তুরস্কের কর্মকর্তারা পরে তাদের সিদ্ধান্ত দীর্ঘায়িত করেন। জ্বালানি তেল নেওয়ার জন্য অনুমতি লাগবে বলে টালবাহানা করতে থাকেন তুরস্কের কর্মকর্তারা, এমনটাই অভিযোগ করেছে কান। অপেক্ষার ফ্লাইটের ক্রুদের জানিয়ে দেওয়া হয়, তারা বিমানবন্দরে নামতেও পারবে না বা জ্বলানি তেলও নিতে পারবে না। এরপর বাধ্য হয়ে ওই ফ্লাইট গ্রিসের রোডস এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে ইসরায়েলের আর্মি রেডিও। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট এওয়ার জানিয়েছে, আনতালিয়া থেকে বিকেল ৬টা ১৮ মিনিটে উড্ডয়নের ৪০ মিনিটের কম সময় পর গ্রিসে অবতরণ করে ওই ফ্লাইট। অসুস্থ ওই যাত্রী কী অবস্থায় আছে, তা জানা যায়নি। আর তুরস্কে অবস্থানকালে তাকে চিকিৎসা দেওয়া হয়েছিল কিনা, তা জানায়নি কর্মকর্তারা। এ বিষয়ে জানতে আনতালিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল জেরুজালেম পোস্ট। কিন্তু তাৎক্ষণিকভাবে তারা কোনো মন্তব্য করেনি। গেল বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলের অভিযান শুরুর পর থেকে তুরস্কের সঙ্গে ইসরায়েলের সরাসরি ফ্লাইট বাতিল হয়ে যায়। যুদ্ধ নিয়ে বার বার ইসরায়েলের কড়া সমালোচনা করা তুরস্ক, গেল মে মাসে তেল আবিবের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ করে দেয়। এবার ইসরায়েলি বিমানের আরোহীদের নামতে না দিয়ে তেল আবিবকে কঠোর বার্তা দিল তুরস্ক।  
০২ জুলাই, ২০২৪

ইসরায়েলি বিমান হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এ হামলায় অন্তত ১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অনেকে। সোমবার (২৯ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেডিকেল সূত্র ১৩ জন নিহতের খবর জানালেও ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা নিহতের সংখ্যা আরও বেশি বলে জানিয়েছে।  চিকিৎসকরা জানিয়েছেন, রাফাহতে তিনটি বসতবাড়িতে ইসরায়েল হামলা চালিয়েছে। এতে ১৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে হামাস নিয়ন্ত্রিত মিডিয়া জানিয়েছে, হামলায় ১৫ জন নিহত হয়েছেন।  রাফাহ ছাড়াও গাজায় দুটি বাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।  গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলের অভ্যন্তরে হামলা করে। এতে ১ হাজার ২০০ এর বেশি নিহত হয়। হামাস যোদ্ধারা কয়েকশ ইসরায়েলিকে ধরে নিয়ে যায়। এরপর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় নৃশংস আক্রমণ শুরু করে। সর্বাত্মক সামরিক অভিযানে তেলআবিব কোনো মানবিক নিয়ম মানছে না। নির্বিচারে নারী ও শিশুসহ বেসামরিক ফিলিস্তিনি নিহত হচ্ছে। এ পর্যন্ত ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৭৭ হাজারের অধিক। যাদের বেশিরভাগই নারী ও শিশু। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা রাফাহসহ আশপাশের কয়েকটি শহরে আশ্রয় নিয়েছে। এখন সেখান থেকে শরণার্থীদের সরিয়ে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তারা বলছে, সাধারণ মানুষের আশ্রয়স্থলের আড়ালে হামাস যোদ্ধারা রাফায় সংঘবদ্ধ হয়েছে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এমন পরিস্থিতিতে রাফায় হামলা না করতে বিভিন্ন দেশ ও সংস্থা ইসরায়েলকে অনুরোধ করছে।
২৯ এপ্রিল, ২০২৪

ইসরায়েলি বিমান অবতরণকে রহস্যজনকভাবে দেখছেন রিজভী
দেশে ইসরায়েলি বিমান অবতরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এটিকে ‘রহস্যজনক’ বলেছেন রুহুল কবির রিজভী। শনিবার (১৩ এপ্রিল) দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘এ বিষয়টি সম্পর্কে আমি এখনো বিস্তারিত জানি না। তবে যুতটুকু শুনতে পাচ্ছি এ ঘটনা রহস্যজনক, এটা উদ্বেগজনক।’ ফ্লাইট নজরদারিবিষয়ক ওয়েবসাইট ফ্লাইটরাডার টোয়েন্টিফোরের তথ্যানুযায়ী, গত ১১ এপ্রিল ঈদের দিনে বাংলাদেশ সময়রাত প্রায় ৮টা নাগাদ ইসরায়েলি একটি ফ্লাইট তেল আবিব ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দেশে দুর্নীতির বিস্তার ঘটেছে উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘বাংলাদেশ এখন দুর্নীতিতে বিপর্যস্ত। দুর্নীতির মহাকাব্যের মধ্যে বাংলাদেশ অবস্থান করছে। দুর্নীতি করে আর রাষ্ট্রীয় অর্থনীতি হরিলুট করেই চলছে অবৈধ ক্ষমতাসীনরা। যারা দুর্নীতির মধ্যে ভাসছে তাদের কাছে মানবাধিকার প্রিয় হবে কেন? ভোট প্রিয় হবে কেন? মানুষের মতপ্রকাশের স্বাধীনতা তাদের কাছে প্রিয় হবে কেন? এগুলো ছাড়াইতো তারা ক্ষমতাসীন হয়ে অবাধে জনগণের টাকা লুটে নিতে পারছে। পৃথিবীর ধনী দেশে দুর্নীতির টাকা দিয়ে স্বর্গরাজ্য গড়ে তুলতে পারছেন। তিনি বলেন, রাষ্ট্রীয়ভাবে যখন দুর্নীতিকে আশকারা দেওয়া হয়, দুর্নীতিতে নিমজ্জিত থাকতে সুযোগ দেওয়া হয় তখন তারা অবৈধ দুর্নীতির টাকা নিয়ে সমাজে আধিপত্য বিস্তারে তারা মত্ত হয়ে ওঠে। এখন দেখছেন ক্ষমতাসীন গোষ্ঠীর আধিপত্যের জেরে জনপথের পর জনপথ রক্তাক্ত হয়ে উঠছে। রক্তের হোলি খেলায় মেতে উঠেছে তারা। আজও মুন্সীগঞ্জে তাদের আধিপত্য বিস্তার নিয়ে একজন খুন হয়েছেন। দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে রিজভী বলেন, ‘সব জরাজীর্ণতা মুছে নতুনভাবে দেশটাকে গড়ে তোলা, গণতন্ত্রকে ফেরানো, আমাদের আন্দোলনকে আরও বেশি ত্বরান্বিত করা, মানুষের হারানো অধিকার ফিরিয়ে আনা- এসবই হোক আমাদের প্রত্যাশা।’
১৩ এপ্রিল, ২০২৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ২০
ফিলিস্তিনের রাফাহ এবং গাজা উপত্যকার কেন্দ্রীয় অংশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে দাবি গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) ভোরে গাজার রাফা শহরের মিশরীয় সীমান্তের দক্ষিণে প্রায় এক লাখের অধিক ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। সেখানকার বেশ কয়েকটি বাড়ি এবং অ্যাপার্টমেন্টে হামলা চালানো হলে ১৪ জন নিহত ছাড়াও অনেকে আহত হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা আরও জানান, গাজার মধ্য উপত্যকার আল-নুসিরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতেও বিমান হামলা চালানো হয়। সেখানে অন্তত আরও ছয়জন নিহত হয়েছে বলে বলে জানা গেছে। গাজা শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণে মধ্য গাজার একটি শহর দেইর আল-বালাহতে বজ্রপাতের সঙ্গে রয়েছে বিস্ফোরণের শব্দ। বৃষ্টি বাস্তুচ্যুত পরিবারগুলোর দুর্দশা আরও বাড়িয়ে দিয়েছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তা শাবান আবদেল-রউফ একটি চ্যাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে বলেছেন, অবস্থা এমন যে বজ্রপাত এবং বোমা হামলার শব্দের মধ্যে পার্থক্য করতে পারছি না। তিনি আরও বলেন, আমরা এক সময় বৃষ্টির জন্য অপেক্ষা করতাম এবং দেরি হলে স্রষ্টার কাছে প্রার্থনা করতাম। অথচ আজ আমরা প্রার্থনা করি যাতে বৃষ্টি না হয়। কারণ বৃষ্টি হলে বাস্তুচ্যুত মানুষের অনেক কষ্ট হবে। এই স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, সোমবার (১৮ মার্চ) কাতারে ইসরায়েলি প্রতিনিধিদলের সঙ্গে যুদ্ধবিরতির জন্য আলোচনা আবার শুরু হওয়ার কথা ছিল। আমরা কাতার থেকে সুসংবাদের অপেক্ষায় আছি। কি হবে এবার? শুধু কি একটি চুক্তি সীল? নাকি অন্য কিছু! গাজায় দুই লাখের বেশি মানুষ তার জন্য অপেক্ষা করে আছে।  উল্লেখ্য, গাজা যুদ্ধের ৭ মাস অতিবাহিত হতে চলছে। গত ৭ অক্টোবর হামাস যোদ্ধারা প্রথমে ইসরায়েলে হামলা চালায়। এতে ইসরায়েলের অন্তত ১২শ লোক নিহত হয় এবং ২৫৩ জন ইসরায়েলকে জিম্মি করে হামাস। তারপর থেকে ইসরায়েলের আক্রমণে অন্তত ৩১ হাজরেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানান ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা।
১৯ মার্চ, ২০২৪

ইসরায়েলি বিমান হামলায় বিখ্যাত ফিলিস্তিনি কবি নিহত
গাজায় অব্যাহত বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এ অঞ্চলে ইসরায়েলের বিমান হামলা ২ মাস পার করেছে। ইসরায়েলের এ বিমান হামলায় ফিলিস্তিনের বিখ্যাত কবি রিফাত আলারি নিহত হয়েছেন। শুক্রবার (৮ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে  এ তথ্য জানানো হয়েছে।   রিফাত আলারি ফিলিস্তিনের বিখ্যাত কবি ছিলেন। তবে কিছু কর্মকাণ্ডের জন্য সমালোচিতও হয়েছিলেন। তিনি গাজার ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক ছিলেন। গাজার যুবকদের সংগঠিত করার জন্য কাজ করাদের মধ্যে অন্যতম ব্যক্তি ছিলেন তিনি। বুধবার ইসরায়েলি বিমান হামলায় গাজা সিটিতে বেশ কয়েকজন পরিবাবের সদস্যসহ তিনি নিহত হন।              View this post on Instagram                       A post shared by Mosab Abu-Toha Poetry (@mosab_abutoha) গাজার কবি মোসাব আবু তোহা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, আমার হৃদয় ভেঙে গেছে।  আলারি উই আর নট নাম্বারস প্রজেক্টের সহপ্রতিষ্ঠাতা ছিলেন। এটি মূলত গাজার তরুণদের লেখনীর ওপর কর্মশালা করিয়ে আসছে।  প্রতিষ্ঠানটির আরেক সহপ্রতিষ্ঠাতা পাম বেইলি আলজাজিরাকে বলেন, তার মৃত্যুতে বিরাট ক্ষতি হয়ে গেল। অসংখ্য মানুষ তার লেখা আর কবিতার মধ্য দিয়ে তাকে জানত। তার জন্য অনেক লোক তাকে ভালোবাসত বলেই আজ আপনারা তার কথা শুনছেন। তিনি গাজার মানুষের সংগ্রামকে মানবিক আকারে তুলে ধরেছেন। 
০৮ ডিসেম্বর, ২০২৩
X