নরসিংদীতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। তবে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।  মঙ্গলবার (২১ মে) সকাল সোয়া ৭টার দিকে ট্রেনটি নরসিংদীর আমিরগঞ্জ রেলস্টেশন এলাকায় ব্রিজের কাছে এসে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রী সাধারণ। বর্তমানে ট্রেনটি একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনের সাহায্যে নরসিংদী রেলওয়ে স্টেশনে এনে রাখা হয়েছে। তিতাস কমিউটার ট্রেনে খানাবাড়ী রেলস্টেশন থেকে ঢাকাগামী নিয়মিত যাত্রীরা সাজ্জাদ হোসেন জানান, ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি আখাউড়া থেকে ৫টা ১০ মিনিটে ছেড়ে নরসিংদীর আমিরগঞ্জ স্টেশনের পূর্ব পাশের ব্রিজের কাছে এসে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকা অভিমুখী চাকরিজীবী তিতাস কমিউটার ট্রেনের নিয়মিত যাত্রীসহ ট্রেনের হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। পুরাতন ইঞ্জিন দিয়ে ঢাকা-নরসিংদী-আখাউড়া রেলপথে চলাচল করছে এই ট্রেনটি। এতে প্রায় প্রতিদিনই হাজারো যাত্রীকে কোনো না কোনো দুর্ভোগে পড়তে হয়।   নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার মুসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেনটি আমিরগঞ্জ স্টেশন সংলগ্ন ব্রিজের কাছে এসে ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে খানা বাড়ি থেকে মালবাহী ট্রেনের ইঞ্জিন দিয়ে ট্রেনটি নরসিংদী স্টেশন এনে রাখা হয়েছে। তবে এতে কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে ট্রেন চলাচল এখন স্বাভাবিক রয়েছে।
২১ মে, ২০২৪

ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে থেমে গেল ট্রেন
পার্বতীপুর থেকে বুড়িমারীগামী ‘বুড়িমারী কমিউটার’ ট্রেনের ইঞ্জিন মাঝপথে বিকল হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে লালমনিরহাটের কালিগঞ্জের ভোটমারী এলাকায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়। পরে বিকল্প ইঞ্জিন আনা হলে বেলা পৌনে ১২টায় ট্রেনটি পুনরায় বুড়িমারীর উদ্দেশে রওনা দেয়। ইঞ্জিন বিকলের ঘটনায় ট্রেনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন। বিশেষ করে শিশু ও প্রবীণ ব্যক্তিরা বেশি ভোগান্তিতে পড়েন। কী কারণে ট্রেন থেমেছে, তা নিয়ে শুরুতে যাত্রীদের মধ্যে উৎকণ্ঠা সৃষ্টি হয়। পরে ইঞ্জিন বিকলের ঘটনা জানতে পারেন তারা। রাকিব নামের এক যাত্রী বলেন, আসতে আসতে হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে যায়, আর স্টার্ট নিচ্ছে না। ট্রেনে বাড়ি যাচ্ছিলাম। পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম বলেন, সকালে পার্বতীপুর থেকে আসা ৬৫ নম্বর কমিউটার একটি ট্রেন ভোটমারী স্টেশনের কাছে ভাঙ্গা ব্রিজে বিকল হয়ে পড়ে। লালমনিরহাট স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন পাঠিয়ে ওই ট্রেনটি উদ্ধার করা হয়। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
১০ ডিসেম্বর, ২০২৩
X