বেপরোয়া ইজিবাইক কেড়ে নিল কলেজ শিক্ষকের প্রাণ
মেহেরপুরে বেপরোয়া গতির একটি ইজিবাইকের ধাক্কায় ওহিদুল ইসলাম (৫০) নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। বুধবার (৩ জুলাই) পুলিশ ইজিবাইক চালক মোহাম্মদ আলী ওরফে ইয়ারবকে (১৯) গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর আগে ভোরে ওই ইজিবাইকের চালককে আটক করে মেহেরপুর সদর থানার পুলিশ। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বিষয়টি নিশ্চিত করেন। গত মঙ্গলবার (২ জুলাই) রাত সোয়া ৯টার দিকে শহরের টিঅ্যান্ডটি অফিসের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ওহিদুল ইসলাম নিহত হয়। তিনি মুজিবনগর ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। উল্লেখ্য, বিভিন্ন গণমাধ্যমে ট্রাকে চাপা পড়ে মৃত্যুর কথা বলা হলেও দৈনিক কালবেলা অনলাইন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইজিবাইকের ধাক্কায় ওই কলেজ শিক্ষকের নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। ওই ঘটনায় নিহত ওহিদুল ইসলামের ছেলে মো. শাহরিয়ার কবির আকিব মেহেরপুর সদর থানায় অজ্ঞাতনামা ইজিবাইক চালকের বিরুদ্ধে অভিযোগ করেন। মেহেরপুর সদর থানার পুলিশ কালবেলা নিউজের সূত্র ধরে বিভিন্ন সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ঘাতক ইজিবাইকের চালককে গ্রেপ্তার করে। একই সঙ্গে তার ইজিবাইকটি জব্দ করে।  মেহেরপুর সদর থানার ওসি সেখ কনি মিয়া কালবেলাকে বলেন, দুর্ঘটনার পর থেকেই সদর থানা পুলিশের একাধিক দল বিষয়টি নিয়ে কাজ করছিল। ভোরে আসামি মোহাম্মদ আলীকে তার বাড়ি থেকে আটক করা হয়। আসামিকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
০৩ জুলাই, ২০২৪

বেপরোয়া ইজিবাইক কেড়ে নিল কলেজ শিক্ষকের প্রাণ
মেহেরপুরে বেপরোয়া গতির একটি ইজিবাইকের ধাক্কায় ওহিদুল ইসলাম (৫০) নামের এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) রাত সোয়া ৯ টার দিকে শহরের টিঅ্যান্ডটি অফিসের সামনে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।  নিহত ওহিদুল ইসলাম মেহেরপুর পৌর ঈদগা পাড়ার মৃত জহুর আলীর ছেলে। তিনি মুজিবনগর ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।  প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এশার নামাজ পড়ে হেটে বড়বাজার থেকে পৌর ঈদগাহ পাড়ায় তার নিজ বাসায় যাওয়ার সময় পিছন থেকে দ্রুতগতির একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে অহিদুল ইসলাম রাস্তার উপর পড়ে গিয়ে গুরুতর আহত হন। ইজিবাইকটি দ্রুতগতিতে স্থান ত্যাগ করে।  স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী না পাওয়ায় সড়ক দুর্ঘটনা কিভাবে হয়েছে সেটা এখনো নিশ্চিত নয়। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
০৩ জুলাই, ২০২৪

ইজিবাইক চালক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
যশোর হামিদপুরে ইজিবাইক চালক মফিজুর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। আসামি ইকতিয়ার বিশ্বাস (৪৩) যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের মকছেদ আলী বিশ্বাসের ছেলে। শুক্রবার (২৪ মে) ভোরে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় র‌্যাবের হাতে ধরা পড়েন ইকতিয়ার। র‌্যাব-৬ এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ইজিবাইক চালক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইকতিয়ার গোপনে সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী এলাকা হয়ে ভারতে পালানোর চেষ্টা করছে এমন সংবাদে অভিযান চালানো হয়। এ সময় যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল সদর হাসপাতাল এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে। র‍্যাব জানায়, ২০১১ সালের ২২ জুন রাতে যশোর জেলার হামিদপুরের ইজিবাইক চালক মফিজুর রহমান তার হেলপার নয়নকে নিয়ে পুরাতন কেন্দ্রীয় বাস স্টান্ড (মনিহার মোড়) থেকে বাড়ির পথে ফিরছিলেন। পথিমধ্যে হেলপার নয়নকে ইজিবাইক দিয়ে বাড়িতে চলে যেতে বলেন এবং তিনি ময়লাখানার সামনে নেমে যান। নয়নকে ভিকটিম মফিজুর সে সময় জানায়, ইকতিয়ারের কাছে সে ভাড়ার টাকা পাবে এবং সেই টাকা নেওয়ার জন্য তাকে ময়লাখানার সামনে ডেকেছে। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায় না। ওই বছরের ২৪ জুন সকালে হামিদপুর ময়লাখানার পাশের একটি পুকুর থেকে মফিজুর রহমানের লাশ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় নিহতের স্ত্রী আয়েশা বেগম বাদী হয়ে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব আরও জানায়, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী হত্যার ঘটনাস্থল থেকে পাওয়া আলামত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামি ইকতিয়ার ও অপর একজন আসামিকে আটক করে। একে একে বেরিয়ে আসে রহস্য এবং তারা আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন। তাদের জবানবন্দিতে উঠে আসে তাদের আরও তিন সহযোগীর নাম। মূলত পাওনা টাকাকে কেন্দ্র করে শ্বাসরোধ করে হত্যা করা হয় মফিজুরকে এবং লাশ ফেলে হামিদপুর ময়লাখানার পেছনের একটি পুকুরে ফেলে দেওয়া হয়। এই মামলার তদন্ত শেষ করে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। আদালত বিচারকার্য শেষে এ হত্যায় আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় গত ২০ মে পাঁচজন আসামিকেই মৃত্যুদণ্ডের সাজা প্রদান করেন। এ সময় তিনজন আসামি আদালতে হাজির থাকলেও ইকতিয়ার ও অপর একজন আসামি পলাতক থাকেন। আদালত সাজা প্রদান পূর্বক গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে র‌্যাব-৬, যশোর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, হত্যা মামলায় সে ধারণা করেছিল তার সাজা হবে তাই রায়ের দিন ইচ্ছা করে আদালতে হাজির হননি। তার মৃত্যুদণ্ডের সাজা হয়েছে বিষয়টি নিশ্চিত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। সে অনুযায়ী সে গত ২৩ মে সাতক্ষীরা জেলার সদর থানাধীন সদর হাসপাতাল এলাকায় আত্মগোপন থেকে অবৈধপথে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। তার বিরুদ্ধে এ হত্যা মামলা ছাড়াও ১টি ডাকাতি মামলা ও ১টি অন্যান্য ধারায় মামলা বিচারাধীন রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
২৫ মে, ২০২৪

চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (১৪ এপ্রিল) রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের সিন্টাজুরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইজিবাইক চালক দুলাল মিয়া (৪০) উপজেলার রামপুরা গ্রামের বাসিন্দা। জানা গেছে, দুলাল মিয়া প্রতিদিনের মতো রোববার সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। পরে সিন্টাজুরি এলাকায় সোমবার সকালে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশের ধারণা, দুলালকে গলাকেটে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ্ জানান, স্থানীয়দের খবরের প্রেক্ষিতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধারসহ দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
১৫ এপ্রিল, ২০২৪

বগুড়া শহরে ইজিবাইক চলাচলে পুলিশের নিষেধাজ্ঞা
ঈদকে সামনে রেখে বগুড়ার শহরের যানজট নিয়ন্ত্রণে ব্যাটারিচালিত ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। শনিবার (২৩ মার্চ) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে জানিয়েছে বগুড়া জেলা পুলিশ।  বুধবার (২০ মার্চ) বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে শহরের যানজট নিয়ন্ত্রণে পৌরসভার কাউন্সিলর ও পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মতবিনিময় সভায় পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, ঈদকে সামনে রেখে বগুড়ার ১২ উপজেলার মানুষ ছাড়াও আশপাশের কয়েক জেলার মানুষ বগুড়ায় কেনাকাটা থেকে শুরু করে নানা প্রয়োজনে আসেন। এ কারণে শহরের সড়কে মাত্রাতিরিক্ত যানজটের সৃষ্টি হয়, যা নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় ট্রাফিক বিভাগকে। এ জন্য ২৩ মার্চ থেকে শহরের অভ্যন্তরে ইজিবাইক  ও মোটা চাকার অটোরিকশা প্রবেশ করতে পারবে না। শহরের দত্তবাড়ি মোড়, পিটিআই মোড়, সেউজগাড়ি ও জেলখানা মোড়ে চেকপোস্ট বসিয়ে অটোরিকশা ও ইজিবাইকের অবাধ চলাচল নিয়ন্ত্রণ করা হবে।  এ ছাড়াও সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত শহরে বড় বাস প্রবেশে নিষেধাজ্ঞা, শহরের স্টেশন রোডের ফলপট্টিকে অন্যত্র সরানো এবং সড়কের বিভিন্ন স্ট্যান্ডের সিএনজিচালিত অটোরিকশাগুলো এক লাইনে রাখার সিদ্ধান্তের কথা জানান পুলিশ সুপার। সভায় ঈদের আগে যানজট নিরসনে করণীয় বিষয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, বগুড়া জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি শাহ আখতারুজ্জামান ডিউক, কার্যকরী সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
২১ মার্চ, ২০২৪

বিদ্যালয়ের প্রধান ফটকে ইজিবাইক স্ট্যান্ড
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সারি সারি ব্যাটারিচালিত তিন চাকার ইজিবাইক। এগুলোর গাঁ ঘেষে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ঢুকতে হচ্ছে। অনেক সময় যাত্রী ও চালকদের আচরণে শিক্ষার্থী ও অভিভাবকরা অস্বস্তিতে পড়ছে। বিদ্যালয় ছুটির সময়ও একই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।  যশোরের মনিরামপুর পৌর শহরের প্রভাতী বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের চিত্র এটি। বিদ্যালয়টি উত্তর পাশে ভূমি অফিস ও দক্ষিণ পাশে পৌরসভা কার্যালয়। নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের কয়েকজন শিশু শিক্ষার্থী ও অভিভাবক বলেন, প্রতিদিন বিদ্যালয়ের গেটের সামনে গাড়ি রাখা হয়। এতে করে চলাচলের পথ সংকীর্ণ হয়ে চলাচল কষ্টকর হয়ে পড়েছে। অনেক সময় যানবাহনের চালকদের সঙ্গে বাগ-বিতন্ডায় জড়িয়ে পড়তে হয়। বিশেষ করে ছুটির সময় যাটজটের সৃষ্টি হয়। অনেকেই প্রধান ফটকের পরিবর্তে বিদ্যালয়ের পিছনের উত্তর পাশ দিয়ে বের হয়। এতে অনেকটা পথ ঘুরতে হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকদুসুর রহমান বলেন, স্কুলের সামনে ইজিবাইক রাখায় শিশু শিক্ষার্থীদের যাতায়াতে অনেক সমস্যা হয়। এখানে গাড়ি না রাখার জন্য চালকদের নিষেধ করা হয়। বিদ্যালয়ের সামনে থেকে যানবাহনের স্ট্যান্ডটি সরানোর চেষ্টা করে কাজ হয়নি। মনিরামপুর-কালিবাড়ি ইজিবাইক শ্রমিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, নির্ধারিত স্ট্যান্ড না থাকায় তারা সড়কের ওপরে ইজিবাইক রাখতে বাধ্য হচ্ছেন। মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হাসান বলেন, রাস্তা ওপর যানবাহন স্ট্যান্ড করার সুযোগ নাই। পৌর কতৃপক্ষের বিষয়টি আমলে নিয়ে সমাধান করা উচিৎ। এ বিষয়ে জানতে মনিরামপুর পৌর মেয়র কাজী মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত ফোনটি রিসিভ হয়নি।  
৩০ জানুয়ারি, ২০২৪

ইজিবাইক চোর ধরতে ৩ জেলায় পুলিশের অভিযান
নাটোরের বড়াইগ্রামে ইজিবাইক চুরির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২৯ জানুয়ারি) ভোরে অভিযান চালিয়ে নাটোর, রাজশাহী, পাবনা জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের সদস্য বলে জানা গেছে। গ্রেপ্তারকৃতরা হলেন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মাঝদিয়া পুরাতন রেললাইন বাজার এলাকার মো. জহুরুল মন্ডল (৪০), নাটোর জেলার লালপুর উপজেলার সাদিপুর সরদারপাড়া এলাকার বাদশা সরদার (৪৫), রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ছোট সেনবাগ এলাকার মো. রতন হোসেন (২৮), নাটোর সদরের তেবারিয়া এলাকার সাব্বির হোসেন (২৭) এবং নাটোর জেলার লালপুর উপজেলার ঈশ্বরপাড়া এলাকার রাশিদুল ইসলাম (২৬)। এ সময় তাদের দেওয়া তথ্য মতে খন্ডিত ইজিবাইক ও ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। পুলিশ সুপারের কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ জানুয়ারি বিকেলে মোহাম্মদ ইয়াকুব আলীর  ব্যাটারিচালিত ইজিবাইক চুরি হয়। পরে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের সঙ্গে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসির নেতৃত্বে লালপুর থানা, বড়াইগ্রাম থানা, বনপাড়া তদন্ত কেন্দ্রের অফিসার-ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করেন। পরে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে অভিযান করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামিদের তথ্যে চুরি হওয়া ইজিবাইক খন্ডিত অবস্থায় লালপুর থানাধীন ভাদুর বটতলা বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, আসামিরা বগুড়া, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, রাজশাহী জেলায় সংঘবদ্ধভাবে ইজিবাইক চুরি করে আসছিলেন। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
২৯ জানুয়ারি, ২০২৪

ইজিবাইক ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেপ্তার
যশোরের মণিরামপুরে যাত্রী সেজে ইজিবাইক ছিনতাই করা ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- যশোর সদরের ষষ্টিতলা গ্রামের রমজান খন্দকার (২১) ও একই গ্রামের সোহাগ গাজী (২২)। শনিবার ভোর ৫ টার দিকে যশোর সদরের তফসীডাঙ্গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে যশোর গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ইজিবাইক, মোবাইল ও চাকু জব্দ করা হয়। শনিবার বিকেলে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি রুপন কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, যাত্রী সেজে ইজিবাইক উঠতেন ছিনতাইকারী চক্রের সদস্যরা। সুযোগ মতো নির্জন জায়গায় নিয়ে চালককে মারধর ও ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাই করত চক্রটি। গত শুক্রবার সন্ধ্যায় যশোর থেকে মণিরামপুরে যাওয়ার জন্য দুই ব্যক্তি যাত্রী বেশে ইজিবাইকে উঠেন। তাদের কথামত মনিরামপুর উপজেলার খেদাপাড়া দক্ষিণপাড়া খড়িঞ্চী তিন রাস্তা মোড়ে যান ইজিবাইক চালক ইয়াছিন। গন্তব্যস্থলে গেলে ইয়াসিনকে মারধর ও ছুরিকাঘাত করে তার (চালক ইয়াসিন) ব্যবহৃত মোবাইল ও ইজিবাইক ছিনিয়ে নেন তারা। পরে এ ঘটনায় ইজিবাইকের মালিক মাসুদ রানা বাদী হয়ে মনিরামপুর থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-১৭। জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র এসআই মফিজুর রহমান বলেন, ছিনতাইকারী চক্রের দুই সদস্য রমজান ও সোহাগকে গ্রেপ্তার করে ইজিবাইক, মোবাইল ও চাকু উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
২৮ জানুয়ারি, ২০২৪

হাওড়ে ইজিবাইক চালক হত্যায় আটক ২
হবিগঞ্জের আজমিরীগঞ্জে হাওড়ে কিশোর ইজিবাইক চালক আরজান মিয়া (১৬) হত্যায় জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ জানুয়ারি) ভোর রাতে আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলার বলাকিপুর ও প্রথমরেখ এলাকা থেকে তাদের আটক করে। আটকৃতরা হলেন, বানিয়াচং উপজেলার ৪নং ইউপির (পুর্ব পশ্চিম) প্রথমরেখ গ্রামের মৃত ঘোসাই সরকারের পুত্র রথীন্দ্র সরকার (৩২) এবং একই উপজেলার সুবিদপুর ইউনিয়নের বলাকিপুর গ্রামের মৃত আ. জাব্বারের পুত্র আ. ছাত্তার (৬৫)। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে আটককৃতদের কারাগারে প্রেরণ করা হয়। আজমিরীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের ফুনাতলা বন্দের খাল থেকে বানিয়াচং উপজেলার ২নং ইউপির চাঁনপাড়া গ্রামের বশির মিয়ার পুত্র কিশোর ইজিবাইক চালক আরজান মিয়া ওরফে ময়নার মরদেহ উদ্ধার করে পুলিশ। একই দিন রাতে বানিয়াচং উপজেলার কুন্ডুরপাড় এলাকা থেকে আরজান মিয়ার ইজিবাইকটি ব্যাটারীশূন্য অবস্থায় উদ্ধার করা হয়। এরই প্রেক্ষিতে আরজান মিয়ার পিতা বশির মিয়া বাদী হয়ে ১২ জানুয়ারি আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
১৮ জানুয়ারি, ২০২৪

চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই
সাতক্ষীরার তালায় চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। চালক শরিফুল ইসলাম মোড়ল (৪৫)-কে অচেতন অবস্থায় উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এলাকাবাসী। শরিফুল উপজেলার জুজখোলা গ্রামের শাহাজান মোড়লের ছেলে।  সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার তালা-পাটকেলঘা সড়কের গোপালপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার আগে বিলে ধান কাটতে যাওয়ার সময় দেখি বিলের মধ্যে একজন ব্যক্তি অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তখন তার মুখ দিয়ে লালা বের হচ্ছিল। আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান জানান, দলীয় মিটিংয়ে অংশগ্রহণের জন্য পাটকেলঘাটায় যাওয়ার পথে একটি লোক অচেতন অবস্থায় পড়ে আছে জেনে এলাকাবাসীর সহযোগিতায় তালা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। শরিফুলের স্ত্রী জেসমিন আক্তার বলেন, ঘটনার দিন বিকেলে দুই ব্যক্তি ডাবসহ ভাড়া নিয়ে তালায় যাওয়ার কথা জানায় আমাকে। সন্ধ্যায় তার ফোনে আর পাওয়া যায়নি। রাতে জানতে পারি তাকে অচেতন করে ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে।  তিনি বলেন, আমার স্বামী আগে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালাতেন। অসুস্থ হয়ে পড়ার কারণে সেই মোটরসাইকেল বিক্রি করে এবং এনজিও থেকে লোন তুলে বছরখানেক আগে এই ইজিবাইকটি কেনে। এখন সেটাও ছিনতাই হয়ে গেল।  তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ত্রিদেব দেবনাথ জানান, সকালে রাউন্ডে গিয়ে দেখি তার জ্ঞান ফিরলেও কথা বলতে পারছে না। তাকে চেতনা নাশক কোনো ওষুধ খাওয়ানো হয়েছে। তালা থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাকে চেতনা নাশক ওষুধ খাওয়ানো হয়েছে বলে আমরা জেনেছি। ছিনতাইকারিদের আটক ও ইজিবাইক উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
২৮ নভেম্বর, ২০২৩
X